B.Com
Streams – Management & Business Studies

B.Com কোর্স কি?

B.Com সম্পূর্ণ অর্থ ব্যাচেলার অফ কমার্স (Bachelor of Commerce). এটি একটি জনপ্রিয় স্নাতক কোর্স। যারা ব্যাংকার (bankers), অ্যাকাউন্টেন্ট (accountants), ফাইনান্সিয়াল অ্যাডভাইসর (financial advisors), ইকোনমিস্ট (economists), অডিটর (Auditor) হতে চান তারা B.Com কোর্সটি বেছে নিতে পারেন। এমনকি যারা ভবিষ্যতে CA বা CMA হওয়ার স্বপ্ন দেখেন তাদের মধ্যে অনেকেই এই কোর্সটি বেছে নেন। এই কোর্সটির সময়সীমা 3 বছর।

কিভাবে পড়বো B.Com কোর্স?

এই কোর্সে ভর্তি হওয়ার জন্য উচ্চমাধ্যমিক বা সমতুল (10+2) পরীক্ষা কমার্স নিয়ে উত্তীর্ণ হওয়া প্রয়োজন। এই কোর্সটিতে বেশীরভাগ ক্ষেত্রেই মেধা অনুযায়ী ভর্তি হওয়া যায়, তবে কিছু কলেজে এই কোর্সে ভর্তির জন্য প্রবেশিকা পরীক্ষার ব্যবস্থা রয়েছে। প্রবেশিকা পরীক্ষাগুলি হল – IPU CET, DUET, NPAT, CUET, BHU UET, SUAT ইত্যাদি।

*[বিঃদ্রঃ – কমার্সের ছাত্রছাত্রী ছাড়া অন্যান্য বিভাগ থেকে B.Com পড়তে হলে উচ্চমাধ্যমিক বা সমতুল (10+2) শ্রেণীতে অংক ও ইংরাজি বিষয় দুটি নিয়ে উত্তীর্ণ হওয়া আবশ্যক।]

B.Com কোর্সের কিছু ভাগের নাম দেওয়া হল –

  • B.Com (General)
  • B.Com (Hons.)
  • B.Com Professional accounting
  • B.Com computer applications
  • B.Com banking and insurance

কেউ যদি এই বিষয়ে আরো উচ্চশিক্ষিত হতে চান, তাহলে তাদের জন্য M.Com কোর্স রয়েছে, এছাড়াও সুপ্রতিষ্ঠিত হয়ে কেরিয়ার গড়ে তুলতে CA কোর্স অন্যতম সেরা পছন্দ হতে পারে।


আরো পড়ুন – CA কোর্স কি?

B.Com কোর্স কোথায় কোথায় পড়ানো হয়?

B.Com প্রধানত সমস্ত কলেজ এবং শিক্ষা প্রতিষ্ঠানে পড়ানো হয়। পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের কিছু বিখ্যাত শিক্ষাপ্রতিষ্ঠানের নাম নীচে দেওয়া হল –

  • Goenka College of Commerce and Business Administration, Kolkata
  • St. Xaviers College, Kolkata
  • Seth Anandram Jaipuria College, Kolkata
  • Umeschandra College, Kolkata
  • Prafulla Chandra College, Kolkata
  • Surendranath College, Kolkata
  • Shri Shikshayatan College, Kolkata
  • Chandigarh University
  • Christ College, Bangalore
  • Lovely Professional University (LPU), Jalandhar
  • Jain University, Bangalore ইত্যাদি।

B.Com কোর্স ফি কত?

B.Com কোর্স ফি সরকারি কলেজে তুলনামূলক কম হয়, বেসরকারি কলেজে বেশি হয়। সরকারি কলেজের কোর্স ফি সাধারণত 20,000 থেকে 50,000 ও বেসরকারি কলেজের কোর্স ফি সাধারণত 2 লাখ থেকে 5 লাখ পর্যন্ত হয়ে থাকে। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এই কোর্স ফি ভিন্ন হয়ে থাকে।

B.Com কোর্সে কি কি পড়তে হয়?

B.Com কোর্সে যে যে বিষয়ে পড়ানো হয়, সেগুলি হল –

  • Accounting
  • Cost Accountancy
  • Economics
  • Finance
  • Information Science
  • International Business
  • Management
  • Human Resource
  • Law
  • Marketing Management
  • Tourism ইত্যাদি।

B.Com কোর্সের ভবিষ্যৎ কেমন?

এই কোর্সটি একটি জনপ্রিয় কোর্স। এই কোর্স করার পর দেশে-বিদেশে প্রচুর কাজের সুযোগ রয়েছে। বিভিন্ন কোম্পানি, ব্যাঙ্কে ইত্যাদি বিভিন্ন স্থানে কাজের প্রচুর সুযোগ রয়েছে। তাই এই কোর্সের ভবিষ্যৎ খুবই উজ্জ্বল।

B.Com কোর্স করে যে ধরনের কাজ পাওয়া যায় –

  • Accountant
  • Chartered Accountant
  • Financial Manager
  • Business Manager
  • Marketing Manager ইত্যাদি।

B.Com কোর্স করে কি সরকারি চাকরি পাওয়া যায়?

B.Com কোর্স করে সরকারি দপ্তরগুলির বিভিন্ন পদের চাকরি সুযোগ পাওয়া যায়, নীচে কিছু নাম দেওয়া হল –

  • Banking Industry.
  • UPSC Civil Services.
  • UPSC CDS.
  • SSC CGL.
  • CAG.
  • LIC AAO.
  • Junior Accountant.
  • Assistant Audit Officer.
  • Assistant Accounts Officer ইত্যাদি।

পর্ব সমাপ্ত!

careerbondhu-telegram-channel

বিশেষ দ্রষ্টব্য

  • এই নিবন্ধে ব্যবহৃত তথ্য ইন্টারনেট, সংবাদ পত্র, পত্রিকা, প্রকাশিত রিপোর্ট ইত্যাদি থেকে সংগ্রহ করা হয়েছে। নিবন্ধে ব্যবহৃত বাণিজ্যিক প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, কোর্সের নাম ইত্যাদি শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে ব্যবহার করা হয়েছে। এই ব্যাপারে আরো জানার জন্য এই পাতাটি পড়ে নেবার অনুরোধ রইল → Disclaimer
  • নিবন্ধটি আমরা যথাসম্ভব ত্রুটি মুক্ত রাখার চেষ্টা করেছি, তথ্যে কোনরূপ ত্রুটি চিহ্নিত হলে তা অনিচ্ছাকৃত ত্রুটি হিসাবে গণ্য হবে, চিহ্নিত ত্রুটি এই পাতা থেকে তা আমাদের জানানো যেতে পারে → Report an error
error: Content is protected !!