Meghnad-Saha-Institute-of-Technology
Category – Colleges | Engineering Colleges

কলকাতা তথা পশ্চিমবঙ্গের একটি বিখ্যাত প্রাইভেট ইঞ্জিনিয়ারিং কলেজ হল মেঘনাথ সাহা ইনস্টিটিউট অফ টেকনোলজি, সংক্ষেপে MSIT. গত 20 বছরে ছাত্র-ছাত্রীদের শিক্ষা প্রদানের একটি রেকর্ড গড়ে তুলেছেন এই কলেজ।

2001 সালের 5ই সেপ্টেম্বর Meghnad Saha Institute of Technology (MSIT) কলেজটি প্রতিষ্ঠিত হয়। AICTE এবং WBUT দ্বারা অনুমোদিত MSIT কলেজটি।

MSIT, কলকাতার অগ্রগামী (pioneering) ডিগ্রি ইঞ্জিনিয়ারিং কলেজগুলির মধ্যে একটি, যা এত কম সময়ে খ্যাতি অর্জন করে নিয়েছে। প্রাইভেট অর্থাৎ বেসরকারি হওয়া সত্ত্বে বহু মেধা ছাত্র-ছাত্রী JEE (Main)-এ ভালো র‍্যাঙ্ক করেও এই কলেজে ভর্তি হয়েছে। MSIT কলেজটি সরকারি কলেজের তুলনায় কম নয়।

মেঘনাথ সাহা ইনস্টিটিউট অফ টেকনোলজি কলেজে কি কি পড়ানো হয়?

এই MSIT কলেজে আন্ডার-গ্র্যাজুয়েট (UG) ও পোস্ট-গ্র্যাজুয়েট (PG) কোর্স পড়ানো হয়। কোর্সগুলি সম্পর্কে নীচে আলোচনা করা হল –

আন্ডার-গ্র্যাজুয়েট (UG)

আন্ডার-গ্র্যাজুয়েট কোর্সের মধ্যে রয়েছে, ইঞ্জিনিয়ারিং-এর বি.টেক (B.Tech) কোর্স। Bachelor of Technology (B.Tech) কোর্স যে যে বিষয়ের উপর করা যায়, তা নীচে দেওয়া হল –

B.Tech কোর্সগুলির সময়সীমা 4 বছর।


বিভিন্ন ইঞ্জিনিয়ারিং কোর্স সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করো – Engineering & Architecture Courses | ইঞ্জিনিয়ারিং ও আর্কিটেকচার কোর্সগুলি সম্পর্কে বিস্তারিত আলোচনা।

এছাড়াও 3 বছরের কিছু স্নাতক কোর্স রয়েছে, যথা –

আন্ডার-গ্র্যাজুয়েট কোর্সগুলিতে ভর্তি হওয়ার জন্য বিজ্ঞান বিভাগ থেকে উচ্চমাধ্যমিক বা সমতুল (10+2) পরীক্ষায় উত্তীর্ণ হওয়া আবশ্যক।

পোস্ট-গ্র্যাজুয়েট (PG)

পোস্ট-গ্র্যাজুয়েট কোর্সের মধ্যে রয়েছে, ইঞ্জিনিয়ারিং-এর এম.টেক (M.Tech) কোর্স। Master of Technology (M.Tech) কোর্স যে যে বিষয়ের উপর করা যায়, তা নীচে দেওয়া হল –

  • M.Tech in Computer Science and Engineering
  • M.Tech in Geotechnical Engineering(CE)
  • M.Tech in Electronics & Communication Engineering

এছাড়াও রয়েছে,

  • Master of Computer Application (MCA)
  • Master of Business Administration (MBA)
  • Entrepreneurship, Innovation and venture development (MBA)

পোস্ট-গ্র্যাজুয়েট সকল কোর্সের সময়সীমা 2 বছর। পোস্ট-গ্র্যাজুয়েট কোর্সে ভর্তি হওয়ার জন্য স্নাতক উত্তীর্ণ হতে হয়।

মেঘনাথ সাহা ইনস্টিটিউট অফ টেকনোলজি কলেজে কিভাবে ভর্তি হওয়া যায়?

মেঘনাথ সাহা ইনস্টিটিউট অফ টেকনোলজি কলেজে ভর্তি হওয়ার জন্য প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হতে হয়।

নীচে ডিগ্রি অনুযায়ী প্রবেশিকা পরীক্ষার নাম দেওয়া হল –

  • B.Tech – JEE (Main)
  • M.B.A – CAT/CMAT/MAT
  • M.Tech – GATE
  • MBA – JEMAT & MAT/ CAT
  • MCA – JECA

প্রবেশিকা পরীক্ষায় র‍্যাঙ্ক এবং যোগ্যতা অনুযায়ী এই কলেজে ভর্তি হওয়া যায়।

JEE (Main) পরীক্ষা সম্পর্কে বিস্তারিত জেনে নাও ↓ 

জয়েন্ট এন্ট্রান্স (মেইন) | JEE (Main)

যোগাযোগ

Address

Meghnad Saha Institute of Technology, Main Building

Behind Urbana Complex, Near Ruby General Hospital, Nazirabad Rd,

South 24 Parganas, Kolkata, West Bengal, India

Pin: 700150

Contact Details

Phone:

  • +91 7044598807
  • +91 8017624563/64/65

Email: info@msit.edu.in

Website: https://msit.edu.in/

পর্ব সমাপ্ত!

careerbondhu-telegram-channel

বিশেষ দ্রষ্টব্য

  • এই নিবন্ধে ব্যবহৃত তথ্য ইন্টারনেট, সংবাদ পত্র, পত্রিকা, প্রকাশিত রিপোর্ট ইত্যাদি থেকে সংগ্রহ করা হয়েছে। নিবন্ধে ব্যবহৃত বাণিজ্যিক প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, কোর্সের নাম ইত্যাদি শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে ব্যবহার করা হয়েছে। এই ব্যাপারে আরো জানার জন্য এই পাতাটি পড়ে নেবার অনুরোধ রইল → Disclaimer
  • নিবন্ধটি আমরা যথাসম্ভব ত্রুটি মুক্ত রাখার চেষ্টা করেছি, তথ্যে কোনরূপ ত্রুটি চিহ্নিত হলে তা অনিচ্ছাকৃত ত্রুটি হিসাবে গণ্য হবে, চিহ্নিত ত্রুটি এই পাতা থেকে তা আমাদের জানানো যেতে পারে → Report an error
error: Content is protected !!