HETC-Hooghly
Category – Colleges | Engineering Colleges

হুগলি ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি কলেজ একটি প্রাইভেট অর্থাৎ বেসরকারি ডিগ্রি ইঞ্জিনিয়ারিং কলেজ, যা সংক্ষেপে HETC নামে পরিচিত।

2004 সালে হুগলি ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি কলেজটি প্রতিষ্ঠিত হয়। এই কলেজটি পশ্চিমবঙ্গ সরকার দ্বারা স্বীকৃত। এই কলেজটি NIRF র‍্যাঙ্কিং-এর মধ্যে রয়েছে। কলকাতা তথা পশ্চিমবঙ্গের একটি অন্যতম খ্যতনামা ইঞ্জিনিয়ারিং কলেজ।

এই কলেজটি মৌলানা আবুল কালাম আজাদ ইউনিভার্সিটি অফ টেকনোলজি (MAKAUT) এবং সকল কোর্সগুলি অল ইন্ডিয়া কাউন্সিল ফর টেকনিক্যাল এডুকেশন (AICTE) দ্বারা অনুমোদিত।

হুগলি ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি কলেজে কি কি পড়ানো হয়?

হুগলি ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি কলেজে শুধুমাত্র আন্ডার-গ্র্যাজুয়েট (UG) কোর্স পড়ানো হয়। নীচে তা আলোচনা করা হল –

আন্ডার-গ্র্যাজুয়েট (UG)

আন্ডার-গ্র্যাজুয়েট কোর্সের মধ্যে রয়েছে, ইঞ্জিনিয়ারিং-এর বি.টেক (B.Tech) কোর্স। B.Tech কোর্সগুলির সময়সীমা 4 বছর।

Bachelor of Technology (B.Tech) কোর্স যে যে বিষয়ের উপর করা যায়, তা নীচে দেওয়া হল –

হুগলি ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি কলেজে কিভাবে ভর্তি হওয়া যায়?

হুগলি ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি কলেজে ভর্তি হওয়ার জন্য যোগ্যতার সঙ্গে সঙ্গে প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হওয়া আবশ্যক।

আন্ডার-গ্র্যাজুয়েট (UG) কোর্সে ভর্তি

হুগলি ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি কলেজে B.Tech কোর্সগুলিতে ভর্তি হওয়ার জন্য উচ্চমাধ্যমিক বা সমতুল (10+2) পরীক্ষায় বিজ্ঞান বিভাগ নিয়ে উত্তীর্ণ হওয়া আবশ্যক। এর পাশাপাশি WBJEE বা JEE-Main পরীক্ষায় ভালো র‍্যাঙ্ক করতে হবে।

JEE-Main-exam-details
JEE (Main) পরীক্ষার খুঁটিনাটি

এছাড়াও পলিটেকনিক অর্থাৎ ডিপ্লোমা কোর্স উত্তীর্ণ প্রার্থীদের জন্য JELET প্রবেশিকা পরীক্ষার মাধ্যমে ল্যাটেলার এন্ট্রি রয়েছে।

যোগাযোগ

Address

Hooghly Engineering and Technology College, Main Building

Vivekananda Road, Pipulpati

P.O. & Dist. Hooghly

West Bengal, India

Pin: 712103

Contact Details

Phone:

  • 8629984609
  • 9433307616

Email: mail@hetc.ac.in

Website: www.hetc.ac.in

পর্ব সমাপ্ত!

careerbondhu-telegram-channel

বিশেষ দ্রষ্টব্য

  • এই নিবন্ধে ব্যবহৃত তথ্য ইন্টারনেট, সংবাদ পত্র, পত্রিকা, প্রকাশিত রিপোর্ট ইত্যাদি থেকে সংগ্রহ করা হয়েছে। নিবন্ধে ব্যবহৃত বাণিজ্যিক প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, কোর্সের নাম ইত্যাদি শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে ব্যবহার করা হয়েছে। এই ব্যাপারে আরো জানার জন্য এই পাতাটি পড়ে নেবার অনুরোধ রইল → Disclaimer
  • নিবন্ধটি আমরা যথাসম্ভব ত্রুটি মুক্ত রাখার চেষ্টা করেছি, তথ্যে কোনরূপ ত্রুটি চিহ্নিত হলে তা অনিচ্ছাকৃত ত্রুটি হিসাবে গণ্য হবে, চিহ্নিত ত্রুটি এই পাতা থেকে তা আমাদের জানানো যেতে পারে → Report an error
error: Content is protected !!