Bidhan-Chandra-Krishi-Viswavidyalaya-Nadia
Category – Colleges | General Studies

একটি বিখ্যাত এগ্রিকালচার সংক্রান্ত বিষয়ের শিক্ষাপ্রতিষ্ঠান হল বিধান চন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয় (Bidhan Chandra Krishi Viswavidyalaya), সংক্ষেপে BCKV. এটি বিধান চন্দ্র এগ্রিকালচারাল ইউনিভার্সিটি (Bidhan Chandra Agricultural University) নামেও পরিচিত।

1974 সালে বিধান চন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়টি নদিয়ায় প্রতিষ্ঠিত হয়েছে। তখন বিশ্ববিদ্যালয়ে এগ্রিকালচার এবং ভেটেরিনারি সায়েন্স দুটি বিষয়ের উপর বিভিন্ন কোর্স করা যেত। 1995 সালে ভেটেরিনারি সায়েন্স বিষয়টি আলাদা হয়ে তৈরি হয়, West Bengal University of Animal and Fishery Sciences (WBUAFS)।

BCKV হল পশ্চিমবঙ্গের একটি এগ্রিকালচারাল ইউনিভার্সিটি। এই বিশ্ববিদ্যালয়ের লক্ষ্য কৃষি (Agriculture), উদ্যানতত্ত্ব (Horticulture) এবং কৃষি প্রকৌশল (Agricultural Engineering)-এর থিয়োরি, প্র্যাক্টিকাল ও টেকনিক্যাল দিকগুলি সম্পর্কে ছাত্র-ছাত্রীদের উচ্চশিক্ষা প্রদান করা।

BCKV 2023 সালের NIRF র‍্যাঙ্কিং-এ 16নং স্থান অধিকার করেছে। 2016, 2018, 2019, 2020, 2022 এই বছরগুলিতেও NIRF র‍্যাঙ্ক করেছিল।

বিধান চন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয় প্রধান হেডকোয়ার্টার মোহনপুর তথা নদিয়ায়। নদিয়া জেলা ছাড়াও আর 3টি জায়গায় এই বিশ্ববিদ্যালয়ের শাখা রয়েছে, যথা –

• 2001 সালে Uttar Banga Krishi Viswavidyalaya (UBKV) এবং

এগ্রিকালচার বিষয়ে স্নাতক কোর্স শেখানোর জন্য বর্ধমানে (2014 সালে) ও বাঁকুড়াতে (2015 সালে) এগ্রিকালচার কলেজ হিসাবে দুটি ক্যাম্পাস প্রতিষ্ঠা করেছে;

• College of Agriculture, Burdwan.

• College of Agriculture, Bankura.

বিধান চন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ে কি কি কোর্স পড়ানো হয়?

বিধান চন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ে আন্ডার-গ্র্যাজুয়েট (UG), পোস্ট-গ্র্যাজুয়েট (PG) ও পোস্ট-ডক্টরাল (Ph.D) কোর্স পড়ানো হয়। কোর্সগুলি সম্পর্কে নীচে আলোচনা করা হল –

আন্ডার-গ্র্যাজুয়েট (UG)

আন্ডার-গ্র্যাজুয়েট কোর্সের মধ্যে রয়েছে, Bachelor of Science (B.Sc) ও Bachelor of Technology (B.Tech) কোর্স। নীচে কোর্সগুলির নাম দেওয়া হল –

B.Tech ও B.Sc-এর সকল কোর্সগুলির সময়সীমা 4 বছর এবং মোট 8টি সেমিস্টারে বিভক্ত।

পোস্ট-গ্র্যাজুয়েট (PG)

পোস্ট-গ্র্যাজুয়েট কোর্সের মধ্যে রয়েছে, Master of Science (M.Sc) ও Master of Technology (M.Tech) কোর্স। কোর্সগুলির নাম নীচে দেওয়া হল –

  • M.Sc Agricultural Agronomy
  • M.Sc Agricultural Entomology
  • M.Sc Agricultural Extension
  • M.Sc Agricultural Chemistry and Soil Science
  • M.Sc Agricultural Plant Pathology
  • M.Sc Fruit Science
  • M.Sc Agricultural Genetics and Plant Breeding
  • M.Sc Vegetable Science
  • M.Sc Agricultural Economics
  • M.Sc Agricultural Meteorology
  • M.Sc Agricultural Soil and Water Conservation
  • M.Sc Plantation Spices Medicinal and Aromatic Crops
  • M.Sc Floriculture and Landscape Architecture
  • M.Sc Post Harvest Technology
  • M.Sc Agricultural Plant Physiology
  • M.Sc Agricultural Seed Science and Technology
  • M.Sc Agricultural Biochemistry
  • M.Sc Agricultural Biotechnology
  • M.Sc Agricultural Chemicals
  • M.Sc Agricultural Statistics
  • M.Tech Post Harvest Engineering
  • M.Tech Farm Machinery and Power
  • M.Tech Food Engineering
  • M.Tech Soil and Water Engineering ইত্যাদি।

পোস্ট-গ্র্যাজুয়েট সকল কোর্সের সময়সীমা 2 বছর

পোস্ট-ডক্টরাল (Ph.D) কোর্স

পিএইচডি কোর্স যে যে বিষয়ে করার সুযোগ রয়েছে, তা হল –

  • Ph.D Agricultural Meteorology
  • Ph.D Agricultural Biochemistry
  • Ph.D Agricultural Biotechnology
  • Ph.D Agricultural Chemicals
  • Ph.D Agricultural Economics
  • Ph.D Agricultural Entomology
  • Ph.D Agricultural Statistics
  • Ph.D Agronomy
  • Ph.D Agricultural Extension
  • Ph.D Agril Chemistry and Soil Science
  • Ph.D Plant Physiology
  • Ph.D Soil and Water Conservation
  • Ph.D Floriculture and Landscape Architecture
  • Ph.D Plantation Spices, Medicinal and Aromatic Crops
  • Ph.D Farm Machinery and Power
  • Ph.D Animal Science
  • Ph.D Vegetable Science
  • Ph.D Fruit Science
  • Ph.D Postharvest Technology
  • Ph.D Soil and Water Engineering
  • Ph.D Post Harvest Engineering
  • Ph.D Food Engineering
  • Ph.D Genetics and Plant Breeding
  • Ph.D Plant Pathology
  • Ph.D Seed Science and Technology ইত্যাদি।

পিএইচডি (Ph.D)-এর সকল কোর্স 3 বছরের হয়।

Bidhan Chandra Krishi Viswavidyalaya-এ কিভাবে ভর্তি হওয়া যায়?

বিধান চন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার জন্য বিশেষ কিছু যোগ্যতার প্রয়োজন এবং প্রবেশিকা পরীক্ষায় ভালো র‍্যাঙ্ক নিয়ে উত্তীর্ণ হতে হয়।

নীচে কোন কোর্সের জন্য কি যোগ্যতা প্রয়োজন ও কোন প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হওয়া আবশ্যক তা আলোচনা করা হল –

B.Tech কোর্সে ভর্তি

B.Tech কোর্সগুলিতে ভর্তি হওয়ার জন্য উচ্চমাধ্যমিক বা সমতুল (10+2) পরীক্ষায় বিজ্ঞান বিভাগ ও 50% নাম্বার নিয়ে উত্তীর্ণ হওয়া আবশ্যক। এরই সঙ্গে WBJEE পরীক্ষায় ভালো র‍্যাঙ্ক করতে হবে।

B.Tech কোর্সের মোট সিট সংখ্যার মধ্যে 4টি সিট সংরক্ষিত রয়েছে, ICAR AIEEA (UG) পরীক্ষায় র‍্যাঙ্ক করা প্রার্থীদের জন্য।

B.Sc কোর্সে ভর্তি

B.Sc.-এ ভর্তি হওয়ার জন্য যে-কোনো স্বীকৃত বোর্ড (WBCHSE, CBSE, ICSE/ISC ইত্যাদি) থেকে উচ্চমাধ্যমিক বা সমতুল (10+2) পরীক্ষায় ইংরাজি, কেমিস্ট্রি, ফিজিক্স ও বায়োলজি এই চারটি বিষয় এবং মোট 70% নাম্বার নিয়ে উত্তীর্ণ হতে হবে।

এছাড়াও B.Sc কোর্সের মোট সিট সংখ্যার মধ্যে B.Sc in Agriculture Hons-এর 17টি সিট এবং 5টি সিট B.Sc in Horticulture Hons-এর সংরক্ষিত রয়েছে, ICAR AIEEA (UG) পরীক্ষায় র‍্যাঙ্ক করা প্রার্থীদের জন্য।

ICAR AIEEA (UG) পরীক্ষা সম্পর্কে জেনে নাও↓

ICAR AIEEA (UG) | Indian Council of Agricultural Research All India Entrance Examination for Admission (UG)

পোস্ট-গ্র্যাজুয়েট (PG) কোর্সে ভর্তি

BCKV কলেজে পোস্ট-গ্র্যাজুয়েট কোর্সে ভর্তি হওয়ার জন্য নির্দিষ্ট বিষয়ে স্নাতক উত্তীর্ণ হওয়া আবশ্যক।

যেমন, M.Tech কোর্সের ভর্তি হওয়ার জন্য B.Tech in Agricultural Engineering ডিগ্রি থাকতে হবে এবং WBUT PGET প্রবেশিকা পরীক্ষায় ভালো র‍্যাঙ্ক করতে হবে।

M.Sc কোর্সে ভর্তি হওয়ার জন্য এগ্রিকালচারাল/হর্টিকালচার/এগ্রিকালচারাল ইঞ্জিনিয়ারিং ইত্যাদি বিষয়ে 50% নাম্বার নিয়ে স্নাতক উত্তীর্ণ হতে হবে। প্রার্থীদের বিশ্ববিদ্যালয় দ্বারা পরিচালিত প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

এছাড়াও ICAR AIEEA (PG) পরীক্ষায় উত্তীর্ণ হয়েও এই কোর্সে ভর্তি হওয়া যায়।

পি.এইচ.ডি (Ph.D) কোর্সে ভর্তি

এগ্রিকালচারাল/হর্টিকালচার/এগ্রিকালচারাল ইঞ্জিনিয়ারিং ইত্যাদি বিষয়ে 50% নাম্বার নিয়ে স্নাতকোত্তর কোর্স উত্তীর্ণ হতে হবে।

সকল কোর্সেই কলেজের কাউন্সিলিং-এর মাধ্যমে ভর্তি হওয়া যাবে।

যোগাযোগ

Address

Bidhan Chandra Krishi Viswavidyalaya, Main Building

Mohanpur, Haringhata Farm

Nadia, West Bengal, India

Pin: 741252

Contact Details

Phone:

  • 03473 222 269
  • 03473 222 270

Email: secrity@bckv.edu.in

Website: www.bckv.edu.in

পর্ব সমাপ্ত!

careerbondhu-telegram-channel

বিশেষ দ্রষ্টব্য

  • এই নিবন্ধে ব্যবহৃত তথ্য ইন্টারনেট, সংবাদ পত্র, পত্রিকা, প্রকাশিত রিপোর্ট ইত্যাদি থেকে সংগ্রহ করা হয়েছে। নিবন্ধে ব্যবহৃত বাণিজ্যিক প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, কোর্সের নাম ইত্যাদি শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে ব্যবহার করা হয়েছে। এই ব্যাপারে আরো জানার জন্য এই পাতাটি পড়ে নেবার অনুরোধ রইল → Disclaimer
  • নিবন্ধটি আমরা যথাসম্ভব ত্রুটি মুক্ত রাখার চেষ্টা করেছি, তথ্যে কোনরূপ ত্রুটি চিহ্নিত হলে তা অনিচ্ছাকৃত ত্রুটি হিসাবে গণ্য হবে, চিহ্নিত ত্রুটি এই পাতা থেকে তা আমাদের জানানো যেতে পারে → Report an error
error: Content is protected !!