Category – Colleges | Engineering Colleges
পশ্চিমবঙ্গের সেরা ইঞ্জিনিয়ারিং কলেজগুলির মধ্যে একটি হল এমসিকেভি ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং (MCKV Institute of Engineering), যা সংক্ষেপে MCKVIE, Howrah. 1999 সালে MCKV ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং কলেজটি প্রতিষ্ঠিত হয়। এটি একটি প্রাইভেট অর্থাৎ বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজ।
এই MCKVIE কলেজটি National Board of Accreditation (NBA) এবং Maulana Abul Kalam Azad University of Technology (MAKAUT) দ্বারা অনুমোদিত। এই কলেজের সকল কোর্সগুলি All India Council for Technical Education (AICTE) দ্বারা অ্যাপ্রুভ (approve) করা।
MCKV ইন্সটিটিউট অফ ইঞ্জিনিয়ারিং NAAC দ্বারা গ্রেড ‘A’ স্বীকৃত পেয়েছে।
Table of Contents
এমসিকেভি ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং কলেজে কি কি কোর্স পড়ানো হয়?
MCKV Institute of Engineering কলেজে আন্ডার-গ্র্যাজুয়েট (UG), পোস্ট-গ্র্যাজুয়েট (PG) ও ভোকেশনাল (Vocational) কোর্স পড়ানো হয়। কোর্সগুলি সম্পর্কে নীচে আলোচনা করা হল –
আন্ডার-গ্র্যাজুয়েট (UG)
আন্ডার-গ্র্যাজুয়েট কোর্সের মধ্যে রয়েছে, ইঞ্জিনিয়ারিং-এর বি.টেক (B.Tech) কোর্স। B.Tech কোর্সগুলির সময়সীমা 4 বছর।
Bachelor of Technology (B.Tech) কোর্স যে যে বিষয়ের উপর করা যায়, তা নীচে দেওয়া হল –
- B.Tech Computer Science and Engineering (CSE)
- B.Tech CSE (Artificial Intelligence and Machine Learning)
- B.Tech CSE (Data Science)
- B.Tech Information Technology (IT)
- B.Tech Automobile Engineering (AE)
- B.Tech Mechanical Engineering (ME)
- B.Tech Electrical Engineering (EE)
- B.Tech Electronics and Communication Engineering (ECE)
- B.Tech ECE (VLSI Design).
পোস্ট-গ্র্যাজুয়েট (PG)
পোস্ট-গ্র্যাজুয়েট কোর্সের মধ্যে রয়েছে,
- M.Tech Electronics and Communication Engineering কোর্স এবং
- Master of Business Administration (MBA) ডিগ্রি।
পোস্ট-গ্র্যাজুয়েট কোর্সগুলির সময়সীমা 2 বছর।
ভোকেশনাল (Vocational) কোর্স
ভোকেশনাল কোর্সগুলি সাধারণত 3 বছরের হয়। ভোকেশনাল কোর্স দুটি বিষয়ে করানো হয়, তা হল –
- B.Voc Automobile Servicing
- B.Voc Software Development.
এমসিকেভি ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং কলেজে কিভাবে ভর্তি হওয়া যায়?
MCKV ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং কলেজে কিছু কোর্সে শুধুমাত্র যোগ্যতার উপর ভিত্তি করে ভর্তি নেওয়া হয়। আবার কিছু কোর্সে ভর্তি হওয়ার জন্য যোগ্যতার সঙ্গে সঙ্গে প্রবেশিকা পরীক্ষায় ভালো র্যাঙ্ক নিয়ে উত্তীর্ণ হতে হয়।
নীচে কোন কোর্সে ভর্তির জন্য কোন প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হতে হয় এবং কি যোগ্যতা প্রয়োজন, তা নীচে আলোচনা করা হল –
B.Tech কোর্সে ভর্তি
B.Tech কোর্সগুলিতে ভর্তি হওয়ার জন্য উচ্চমাধ্যমিক বা সমতুল (10+2) পরীক্ষায় ফিজিক্স (Physics) ও ম্যাথামেটিক্স (Mathematics) এর সঙ্গে Chemistry / Biotechnology / Biology / Computer Science / Computer Applications / Technical Vocational ইত্যাদি বিষয়গুলির মধ্যে একটি থাকতে হবে। উচ্চমাধ্যমিক পরীক্ষায় 45% নাম্বার এবং ইংরাজি বিষয়ে 30% নাম্বার থাকা আবশ্যক।
প্রবেশিকা পরীক্ষা – WBJEE বা JEE-Main পরীক্ষায় ভালো র্যাঙ্ক করতে হবে।
WBJEE পরীক্ষা সম্পর্কে জেনে নাও↓
এছাড়াও B.Tech কোর্সে ল্যাটেরাল এন্ট্রি (Lateral Entry)-এর জন্য JELET প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হতে হয়। যে কোনো বিষয়ে ডিপ্লোমা এবং যে কোনো স্বীকৃত ইউনিভার্সিটি থেকে B.Sc ডিগ্রি 45% নাম্বার নিয়ে উত্তীর্ণ প্রার্থীরা এই ল্যাটেরাল এন্ট্রির মাধ্যমে ভর্তি হতে পারবে।
JELET প্রবেশিকা পরীক্ষা সম্পর্কে জেনে নাও↓
M.Tech কোর্সে ভর্তি
M.Tech কোর্সের ভর্তি হওয়ার জন্য B.Tech/BE ডিগ্রি ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং-এ বা M.Sc. ইলেকট্রনিক্স/ ফিজিক্স (ইলেকট্রনিক্স স্পেশালিজেশন সহ) কোর্স করা আবশ্যক এবং GATE প্রবেশিকা পরীক্ষায় ভালো র্যাঙ্ক করতে হবে।
MBA কোর্সে ভর্তি
MBA কোর্সে ভর্তি হওয়ার জন্য CAT / GMAT / MAT/ JEMAT / XAT যে কোনো একটি প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং Statistics / Mathematics / Economics / Computer Sc. এই বিষয়গুলিতে স্নাতক বা ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে।
ভোকেশনাল (Vocational) কোর্সে ভর্তি
এই ভোকেশনাল কোর্সগুলিতে সাধারণত ডাইরেক্ট অ্যাডমিশন হয়, অর্থাৎ কোনো প্রবেশিকা পরীক্ষা দেওয়ার প্রয়োজন হয় না। যে কোনো বিভাগ থেকে উচ্চমাধ্যমিক (10+2) পরীক্ষায় বা মাধ্যমিকের পর 3 বছরের ডিপ্লোমা কোর্সে উত্তীর্ণ প্রার্থীরা এই কোর্সে ভর্তি হতে পারবে।
ভারতবর্ষের যে-কোনো ইঞ্জিনিয়ারিং কলেজে B.Tech কোর্সে ভর্তি হওয়ার জন্য JEE (Main) পরীক্ষায় র্যাঙ্ক করা আবশ্যক। পড়ে নাও↓
যোগাযোগ
Address
MCKV Institute of Engineering, Main Building
243 G. T. Road (North), Liluah, Howrah
West Bengal, India
Pin: 711204
Contact Details
Phone: +91 33 2654 9315 / 17
Email: info@mckvie.edu.in
Website: www.mckvie.edu.in
পর্ব সমাপ্ত!
বিশেষ দ্রষ্টব্য
- এই নিবন্ধে ব্যবহৃত তথ্য ইন্টারনেট, সংবাদ পত্র, পত্রিকা, প্রকাশিত রিপোর্ট ইত্যাদি থেকে সংগ্রহ করা হয়েছে। নিবন্ধে ব্যবহৃত বাণিজ্যিক প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, কোর্সের নাম ইত্যাদি শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে ব্যবহার করা হয়েছে। এই ব্যাপারে আরো জানার জন্য এই পাতাটি পড়ে নেবার অনুরোধ রইল → Disclaimer।
- নিবন্ধটি আমরা যথাসম্ভব ত্রুটি মুক্ত রাখার চেষ্টা করেছি, তথ্যে কোনরূপ ত্রুটি চিহ্নিত হলে তা অনিচ্ছাকৃত ত্রুটি হিসাবে গণ্য হবে, চিহ্নিত ত্রুটি এই পাতা থেকে তা আমাদের জানানো যেতে পারে → Report an error।