heritage-institute-of-technology-kolkata
Category – Colleges | Engineering Colleges

কলকাতা তথা পূর্ব ভারতের অন্যতম সেরা ইঞ্জিনিয়ারিং কলেজগুলির মধ্যে একটি হল হেরিটেজ ইনস্টিটিউট অফ টেকনোলজি (Heritage Institute of Technology), যা সংক্ষেপে HITK বা HIT নামেও পরিচিত।

2001 সালে হেরিটেজ ইনস্টিটিউট অফ টেকনোলজি কলেজটি প্রতিষ্ঠিত হয়। এই প্রতিষ্ঠানটি ‘মোস্ট প্রেফার্ড ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট অফ 2020’ হিসাবে স্বীকৃতি পেয়েছে। 2022 সালে এই কলেজটি NAAC দ্বারা Grade-A স্বীকৃতি লাভ করেছে এবং সেই বছরই ইঞ্জিনিয়ারিং বিভাগে NIRF-এর 201 র‍্যাঙ্কে অবস্থান করেছে।

হেরিটেজ ইনস্টিটিউট অফ টেকনোলজির সমস্ত কোর্স অল ইন্ডিয়া কাউন্সিল ফর টেকনিক্যাল এডুকেশন (AICTE), ভারত সরকার এবং পশ্চিমবঙ্গ সরকারের উচ্চশিক্ষা বিভাগ দ্বারা অনুমোদিত। প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে কলেজটি Maulana Abul Kalam Azad University of Technology (MAKAUT) এর সাথে অধিভুক্ত হয়।

হেরিটেজ ইনস্টিটিউট অফ টেকনোলজি কলেজে কি কি পড়ানো হয়?

এই হেরিটেজ কলেজে আন্ডার-গ্র্যাজুয়েট (UG) ও পোস্ট-গ্র্যাজুয়েট (PG) কোর্স পড়ানো হয়। কোর্সগুলি সম্পর্কে নীচে আলোচনা করা হল –

আন্ডার-গ্র্যাজুয়েট (UG)

আন্ডার-গ্র্যাজুয়েট কোর্সের মধ্যে রয়েছে, ইঞ্জিনিয়ারিং-এর বি.টেক (B.Tech) কোর্স। Bachelor of Technology (B.Tech) কোর্স যে যে বিষয়ের উপর করা যায়, তা নীচে দেওয়া হল –

B.Tech কোর্সগুলির সময়সীমা 4 বছর। আন্ডার-গ্র্যাজুয়েট অর্থাৎ B.Tech কোর্সগুলিতে ভর্তি হওয়ার জন্য বিজ্ঞান বিভাগ থেকে উচ্চমাধ্যমিক বা সমতুল (10+2) পরীক্ষায় উত্তীর্ণ হওয়া আবশ্যক।

পোস্ট-গ্র্যাজুয়েট (PG)

পোস্ট-গ্র্যাজুয়েট কোর্সের মধ্যে রয়েছে, ইঞ্জিনিয়ারিং-এর এম.টেক (M.Tech) কোর্স। Master of Technology (M.Tech) কোর্স যে যে বিষয়ের উপর করা যায়, তা নীচে দেওয়া হল –

  • Applied Electronics and Instrumentation Engineering (AEIE)
  • Computer Science and Engineering (CSE)
  • Electronics and Communication Engineering (ECE)
  • Biotechnology (BT)
  • Very Large Scale Integration (VLSI)
  • Renewable Energy (RE) ইত্যাদি।

এছাড়াও Master of Computer Application (MCA) কোর্স রয়েছে।

পোস্ট-গ্র্যাজুয়েট সকল কোর্সের সময়সীমা 2 বছর। পোস্ট-গ্র্যাজুয়েট কোর্সে ভর্তি হওয়ার জন্য স্নাতক উত্তীর্ণ হতে হয়।

হেরিটেজ ইনস্টিটিউট অফ টেকনোলজি কলেজে কিভাবে ভর্তি হওয়া যায়?

হেরিটেজ ইনস্টিটিউট অফ টেকনোলজি কলেজে ভর্তি হওয়ার জন্য প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হতে হয়।

আন্ডার-গ্র্যাজুয়েট অর্থাৎ বি.টেক (B.Tech) কোর্সে ভর্তি হওয়ার জন্য সর্বভারতীয় জয়েন্ট এন্ট্রাস এক্সাম JEE (Main) বা পশ্চিমবঙ্গের জয়েন্ট এন্ট্রান্স এক্সাম WBJEE পরীক্ষায় র‍্যাঙ্ক করা আবশ্যক। এছাড়াও ডিপ্লোমা কোর্স করা প্রার্থীদের ল্যাটেরাল এন্ট্রির জন্য JELET প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হতে হয়।

JELET পরীক্ষা সম্পর্কে বিস্তারিত জানতে ↓

JELET | জয়েন্ট এন্ট্রান্স ল্যাটারাল এন্ট্রি টেস্ট

পোস্ট-গ্র্যাজুয়েট কোর্সের মধ্যে এম.টেক (M.Tech) কোর্সে ভর্তি হওয়ার জন্য PGET (Post Graduate Entrance Test) বা GATE (Graduate Aptitude Test in Engineering) যে-কোনো একটি এবং MCA কোর্সে ভর্তি হওয়ার জন্য WBJEE JECA প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হতে হয়।

প্রবেশিকা পরীক্ষায় র‍্যাঙ্ক এবং যোগ্যতা অনুযায়ী এই কলেজে ভর্তি হওয়া যায়।

যোগাযোগ

Address

Heritage Institute of Technology, Main Building

Chowbaga Road, Anandapur, PO: East Kolkata Township,

Kolkata, West Bengal, India

Pin: 700107

Contact Details

Phone: +91 33 6627 0600 / 0609 / 0614 / 0622

Fax: +91 33 2443 0455 / 1794

Email: admin@heritageit.edu

Website: www.heritageit.edu

পর্ব সমাপ্ত!

careerbondhu-telegram-channel

বিশেষ দ্রষ্টব্য

  • এই নিবন্ধে ব্যবহৃত তথ্য ইন্টারনেট, সংবাদ পত্র, পত্রিকা, প্রকাশিত রিপোর্ট ইত্যাদি থেকে সংগ্রহ করা হয়েছে। নিবন্ধে ব্যবহৃত বাণিজ্যিক প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, কোর্সের নাম ইত্যাদি শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে ব্যবহার করা হয়েছে। এই ব্যাপারে আরো জানার জন্য এই পাতাটি পড়ে নেবার অনুরোধ রইল → Disclaimer
  • নিবন্ধটি আমরা যথাসম্ভব ত্রুটি মুক্ত রাখার চেষ্টা করেছি, তথ্যে কোনরূপ ত্রুটি চিহ্নিত হলে তা অনিচ্ছাকৃত ত্রুটি হিসাবে গণ্য হবে, চিহ্নিত ত্রুটি এই পাতা থেকে তা আমাদের জানানো যেতে পারে → Report an error
error: Content is protected !!