Printing Technology
Category – Engineering & Architecture

প্রিন্টিং টেকনোলোজি (Printing Technology) কি?

প্রিন্টিং হল এমন একটি প্রক্রিয়া যার সাহায্যে বিভিন্ন টেক্সট, ইমেজের কপি করা যায়। কাগজ-কালি ব্যবহার করে এই প্রক্রিয়াটি সম্পন্ন হয়। আর এই প্রিন্টিং করতে যে প্রযুক্তি প্রয়োজন, তারই ধারণা দেওয়া হয় প্রিন্টিং টেকনোলোজিতে।

প্রিন্টিং টেকনোলোজি-এর বি.টেক/বি.ই (B.Tech/B.E in Printing Technology) হল একটি স্নাতক স্তরের কোর্স, যার সময়সীমা 4 বছর এবং মোট 8 টি সেমিস্টারে বিভক্ত অর্থাৎ প্রতি বছর 2 টি সেমিস্টার হয়।


আরো পড়ুন – B.Tech in Power Engineering | পাওয়ার ইঞ্জিনিয়ারিং-এর বি.টেক কোর্স

কিভাবে পড়বো প্রিন্টিং টেকনোলোজি?

প্রিন্টিং টেকনোলোজি-এর স্নাতক স্তরের কোর্সে ভর্তি হওয়ার জন্য বিজ্ঞান বিভাগ থেকে অর্থাৎ পদার্থবিদ্যা (Physics), রসায়নবিদ্যা (Chemistry), গণিত (Mathematics) বিষয় তিনটিতে 50% নাম্বার নিয়ে উচ্চমাধ্যমিক বা সমতুল (10+2) পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এই নাম্বারের মাত্রা বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ভিন্ন।

এই টেকনোলোজি কোর্সে সাধারণত প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ভর্তি হওয়া যায়।

নীচে কয়েকটি প্রবেশিকা পরীক্ষার নাম দেওয়া হল –


প্রবেশিকা পরীক্ষাগুলি সম্পর্কে আরো এবং বিস্তারিত জেনে নিন –

প্রিন্টিং টেকনোলোজি কোথায় কোথায় পড়ানো হয়?

পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের বিভিন্ন কলেজে প্রিন্টিং টেকনোলোজি পড়ানো হয়। নীচে কয়েকটি কলেজের নাম দেওয়া হল –

  • Jadavpur University, Kolkata
  • Chandigarh University, Chandigarh
  • Institute of Printing Technology, Pune
  • Singhania University, Rajasthan
  • Lovely Professional University, Jalandhar ইত্যাদি।

প্রিন্টিং টেকনোলোজি-এর ফি কত?

কোর্সের ফি বিভিন্ন কলেজে ভিন্ন। সরকারি কলেজের ফি বেসরকারি কলেজের তুলনায় কম। সাধারণত এই কোর্সের ফি 2 লাখ থেকে 5 লাখ টাকা


আরো পড়ুন – B.Tech in Production Engineering | প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং-এর বি.টেক কোর্স

প্রিন্টিং টেকনোলোজি-এ কি কি পড়তে হয়?

প্রিন্টিং টেকনোলোজি-এ যে যে বিষয়ে ধারণা দেওয়া হয়, সেগুলি হল –

  • Mathematics
  • Chemistry
  • Physics
  • Electrical Technology
  • Manufacturing processes
  • Printer’s Science
  • Print finishing and converting
  • Print management, costing and estimating
  • Printing Image Generation
  • Reproduction Technology ইত্যাদি।

আরো পড়ুন – B.Tech in Artificial Intelligence and Machine Learning | B.Tech in CSE (AI & ML)

প্রিন্টিং টেকনোলোজি-এর ভবিষ্যৎ কেমন?

প্রিন্টিং টেকনোলোজি পড়ার পর বিভিন্ন প্রিন্টিং সংক্রান্ত সংস্থায় কাজের সুযোগ রয়েছে। দেশে-বিদেশে প্রচুর কাজের সুযোগ থাকায় এই কোর্স পড়ুয়াদের ভবিষ্যৎ উজ্জ্বল।

প্রিন্টিং টেকনোলোজি করে যে ধরনের পদে নিযুক্ত হওয়া যায়, সেগুলি হল –

  • Printing Engineer
  • Printing Officer
  • Printing Supervisor
  • Printing Technologists ইত্যাদি।

প্রিন্টিং টেকনোলোজি করে কি সরকারি চাকরি পাওয়া যায়?

হ্যা, প্রিন্টিং টেকনোলোজি কোর্স করে বিভিন্ন সরকারি সংস্থায় কাজের সুযোগ রয়েছে।

কয়েকটি নিয়োগকারী সংস্থা হল –

  • Indian Express
  • National Council of Educational Research
  • Sahitya Academy
  • Publication Division of India
  • The Times of India
  • National Book Trust
  • Anandabazar Publication ইত্যাদি।

আরো পড়ুন – B.Tech in Blockchain Technology Course | ব্লকচেইন টেকনোলজি বিটেক কোর্স

পর্ব সমাপ্ত!

careerbondhu-telegram-channel

বিশেষ দ্রষ্টব্য

  • এই নিবন্ধে ব্যবহৃত তথ্য ইন্টারনেট, সংবাদ পত্র, পত্রিকা, প্রকাশিত রিপোর্ট ইত্যাদি থেকে সংগ্রহ করা হয়েছে। নিবন্ধে ব্যবহৃত বাণিজ্যিক প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, কোর্সের নাম ইত্যাদি শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে ব্যবহার করা হয়েছে। এই ব্যাপারে আরো জানার জন্য এই পাতাটি পড়ে নেবার অনুরোধ রইল → Disclaimer
  • নিবন্ধটি আমরা যথাসম্ভব ত্রুটি মুক্ত রাখার চেষ্টা করেছি, তথ্যে কোনরূপ ত্রুটি চিহ্নিত হলে তা অনিচ্ছাকৃত ত্রুটি হিসাবে গণ্য হবে, চিহ্নিত ত্রুটি এই পাতা থেকে তা আমাদের জানানো যেতে পারে → Report an error
error: Content is protected !!