Streams – Engineering & Architecture
বর্তমান যুগ বিদ্যুৎ ছাড়া অচল। নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সংযোগ ছাড়া আমরা কোনো কাজই করতে পারি না। সকালে ঘুম থেকে ওঠার পর থেকে রাতে ঘুমোতে যাওয়া পর্যন্ত আমরা বিভিন্ন ইলেকট্রনিক্স গ্যাজেট ব্যবহার করি যা বিদ্যুৎ ছাড়া অচল, যেমন – বৈদ্যুতিক আলো, পাখা, স্মার্ট ফোন, AC, গিজার, মাইক্রোওভেন, ল্যাপটপ ইত্যাদি। আর এই সমস্ত গ্যাজেট আমাদের জীবনকে করে তুলেছে আরো সহজ ও আরামদায়ক।
সুতরাং, বোঝাই যাচ্ছে আমাদের জীবনে বিদ্যুতের ভূমিকা। এখন এই সমস্ত সুযোগ সুবিধা নিরন্তর যাতে আমরা পাই তার জন্য যারা প্রধান ভূমিকা পালন করেন, তারা ইলেকট্রিকাল ইঞ্জিনিয়ার।
আমাদের Facebook পেজ লাইক করার অনুরোধ রইল। ↓
Table of Contents
ইলেকট্রিকাল ইঞ্জিনিয়ারিং কি?
ইঞ্জিনিয়ারিং-এর শাখাগুলির মধ্যে অন্যতম একটি শাখা হল ইলেকট্রিকাল ইঞ্জিনিয়ারিং। ইলেকট্রিকাল ইঞ্জিনিয়ারিং নাম পড়েই বোঝা যাচ্ছে যে ইলেকট্রনিক যন্ত্রপাতি সংক্রান্ত ইঞ্জিনিয়ারিং।
এই ইঞ্জিনিয়ারিং কোর্সে শিক্ষার্থীরা বিভিন্ন ইলেকট্রনিক যন্ত্রপাতির ডিজাইন, সেগুলি চালানোর পদ্ধতি, বিদ্যুৎ প্রয়োগ ইত্যাদি বিষয়ে ধারণা লাভ করেন। তারা বিভিন্ন ইলেকট্রনিক যন্ত্রপাতি প্রস্তুতি এবং সেই যন্ত্রপাতি পরীক্ষা করে, তাকে বাজারজাত করা পর্যন্ত সম্পূর্ণ বিষয়টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
কিভাবে পড়বো ইলেকট্রিকাল ইঞ্জিনিয়ারিং কোর্স?
ইলেকট্রিকাল ইঞ্জিনিয়ারিং-এর কোর্সগুলি নীচে সম্পর্কে আলোচনা করা হল –
Diploma in Electrical Engineering
এটি একটি তিন বছরের ডিপ্লোমা কোর্স। মাধ্যমিক বা সমতুল (10) পরীক্ষার পরে রাজ্যভিত্তিক প্রবেশিকা (যেমন JEXPO) পরীক্ষায় ফলাফলের ভিত্তিতে ডিপ্লোমা কোর্সে ভর্তি হওয়া যায়। প্রসঙ্গত তিন বছরের ডিপ্লোমা কোর্স শেষ করে lateral entry (যেমন JELET) পরীক্ষায় উত্তীর্ণ হলে সরাসরি B.Tech এর দ্বিতীয় বর্ষে ভর্তি হওয়া যায়।
JELET ও JEXPO প্রবেশিকা পরীক্ষা সম্পর্কে জেনে নাও↓
JELET প্রবেশিকা পরীক্ষা কি?
JEXPO প্রবেশিকা পরীক্ষা কি?
B.Tech in Electrical Engineering
এটি একটি চার বছরের ডিগ্রি কোর্স। উচ্চমাধ্যমিক বা সমতুল (10+2) পরীক্ষার পরে সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষা (JEE Main), রাজ্যভিত্তিক প্রবেশিকা পরীক্ষা (যেমন WBJEE) অথবা কলেজভিত্তিক পরীক্ষায় (যেমন VITEEE, BITSAT ইত্যাদি) উত্তীর্ণ হয়ে ভারতের বিভিন্ন কলেজে Electrical Engineeraing এ B.Tech কোর্সে ভর্তি হওয়া যায়।
M.Tech in Electrical Engineering
B.Tech করা সম্পূর্ণ হলে দুই বছরের জন্য স্নাতকোত্তর অর্থাৎ M.Tech করা যায়। এক্ষেত্রেও সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
প্রবেশিকা পরীক্ষাগুলি সম্পর্কে বিস্তারিত জেনে নাও↓
JEE (Main) | WBJEE | JELET
ইলেকট্রিকাল ইঞ্জিনিয়ারিং কোথায় কোথায় পড়ানো হয়?
পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের বিভিন্ন কলেজে ইলেকট্রিকাল ইঞ্জিনিয়ারিং পড়ানো হয়।
নীচে কয়েকটি কলেজের নাম দেওয়া হল –
- Indian Institute of Engineering Science and Technology (IIEST), Shibpur
- Jadavpur University, Kolkata
- Heritage Institute of Technology (HIT), Kolkata
- Indian Institute of Technology (IIT), Kharagpur
- Techno India University, Kolkata
- Vellore Institute of Technology
- Thapar Institute of Engineering & Technology
- Indian Institute of Technology (IIT), Delhi
- Indian Institute of Science (IISC), Bangalore ইত্যাদি।
ইলেকট্রিকাল ইঞ্জিনিয়ারিং কোর্স ফি কত?
Diploma কোর্স ফি – সরকারী প্রতিষ্ঠানে ডিপ্লোমা কোর্স করলে সেক্ষেত্রে কলেজের কোর্স ফী সাধারণত 10,000 হাজার থেকে 1 লাখ টাকা অবধি হতে পারে।
বেসরকারী কলেজে ডিপ্লোমা কোর্স করলে সেক্ষেত্রে কলেজের কোর্স ফি সাধারণত 1 লাখ থেকে 4 লাখ টাকা অবধি বা আরো বেশী হতে পারে।
B.Tech কোর্স ফি – সাধারণভাবে সরকারী প্রতিষ্ঠানের ক্ষেত্রে কলেজের কোর্স ফী 30 হাজার থেকে 11 লাখ টাকা অবধি হতে পারে।
বেসরকারী কলেজের ক্ষেত্রে কোর্স ফি 1 লাখ থেকে 19 লাখ অবধি বা আরো বেশী হতে পারে।
বিভিন্ন প্রতিষ্ঠানের ক্ষেত্রে এই কোর্স ফী আলাদা আলাদা হয়।
ইলেকট্রিকাল ইঞ্জিনিয়ারিং কোর্সে কি কি পড়তে হয়?
এই ইঞ্জিনিয়ারিং কোর্সে যে যে বিষয়ে পড়ানো হয়, সেগুলি হল –
- Fundamentals of Electrical Engineering
- Engineering Electromagnetics
- Physical Electronics
- Analog and Digital Electrical Circuits
- Power Electronics Devices and Circuits
- Communications Engineering
- Computer-Aided Testing of Electric Motors
- Microprocessors Based Industrial Control
- Circuit Theory
- Electric Transportation
- Computer Vision
- Antennas and Propagation ইত্যাদি।
ইলেকট্রিকাল ইঞ্জিনিয়ারিং কোর্সের ভবিষ্যৎ কেমন?
বর্তমানে বিদ্যুৎ ছাড়া আমরা অচল। প্রায় গোটা দিন বিদ্যুৎচালিত বিভিন্ন যন্ত্রপাতি ব্যবহার করে থাকি, বাড়ির লাইট, ফ্যান থেকে শুরু করে কারখানার বিভিন্ন যন্ত্রপাতি সব কিছুই বিদ্যুৎ দ্বারা চলিত। ইলেকট্রিক সকল যন্ত্রপাতি সঠিকভাবে চলার জন্য ইলেকট্রিকাল ইঞ্জিনিয়ারিং-এর প্রয়োজন। দেশে-বিদেশে প্রচুর কাজের সুযোগ রয়েছে, তাই এই কোর্সের ভবিষ্যৎ উজ্জ্বল।
ইলেকট্রিকাল ইঞ্জিনিয়ারিং কোর্স করে যে ধরনের কাজের সুযোগ পাওয়া যায়, সেগুলি হল –
- ইলেকট্রিকাল ইঞ্জিনিয়ার
- ইলেকট্রিকাল ডিজাইন ইঞ্জিনিয়ার
- অপারেশন ম্যানেজার
- পাওয়ার ইঞ্জিনিয়ার
- টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ার
- ইন্সট্রুমেন্টেশন ইঞ্জিনিয়ার
- ডেভেলপমেন্ট অ্যান্ড টেস্ট ইঞ্জিনিয়ার ইত্যাদি।
- TATA STEEL & POWER LIMITED
- Durgapur Steel Plant
- General Electric
- Steel Authority of India Limited (SAIL)
- HINDUSTAN MOTOR
- Bharat Heavy Electrical Limited (BHEL)
- L&T Construction and Steel
- Jindal Steel & Power Limited
- National Thermal Power Corporation Ltd (NTPC)
- Indian Space Research Organization (ISRO)
- International Business Machines (IBM)
- Gas Authority of India Limited (GAIL) ইত্যাদি।
ইলেকট্রিকাল ইঞ্জিনিয়ারিং কোর্স করে কি সরকারি চাকরি পাওয়া যায়?
ইলেকট্রিকাল ইঞ্জিনিয়ারিং-এ ডিগ্রি কোর্স করে বিভিন্ন সরকারি সংস্থা যেমন – ISRO, SEB, RRB, NTPC, BHEL ইত্যাদিতে কর্মস্থানের সুযোগ রয়েছে।
পর্ব সমাপ্ত!
নিয়মিত আপডেট পাওয়ার জন্য ফলো করুন ↓
WhatsApp Channel | Telegram Channel | Facebook Page
বিশেষ দ্রষ্টব্য
- এই নিবন্ধে ব্যবহৃত তথ্য ইন্টারনেট, সংবাদ পত্র, পত্রিকা, প্রকাশিত রিপোর্ট ইত্যাদি থেকে সংগ্রহ করা হয়েছে। নিবন্ধে ব্যবহৃত বাণিজ্যিক প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, কোর্সের নাম ইত্যাদি শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে ব্যবহার করা হয়েছে। এই ব্যাপারে আরো জানার জন্য এই পাতাটি পড়ে নেবার অনুরোধ রইল → Disclaimer।
- নিবন্ধটি আমরা যথাসম্ভব ত্রুটি মুক্ত রাখার চেষ্টা করেছি, তথ্যে কোনরূপ ত্রুটি চিহ্নিত হলে তা অনিচ্ছাকৃত ত্রুটি হিসাবে গণ্য হবে, চিহ্নিত ত্রুটি এই পাতা থেকে তা আমাদের জানানো যেতে পারে → Report an error।