Environmental Engineering
Category – Engineering & Architecture

এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং (Environmental Engineering) কি?

আমাদের চারিপাশে যা কিছু রয়েছে তাই হল এনভায়রনমেন্ট (Environment) বা পরিবেশ। পরিবেশ সংরক্ষণ ও ভারসাম্য বজায় রাখার বিভিন্ন কৌশল যে ইঞ্জিনিয়ারিং-এ ধারণা দেওয়া হয় ,তাই হল এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং (Environmental Engineering)। এই ইঞ্জিনিয়ারিং কোর্সটি প্রাকৃতিক সম্পদ, জলের ব্যবহার, পরিবেশ দূষণ এবং মানব স্বাস্থ্য ইত্যাদি বিভিন্ন বিষয়ের সাথে সম্পর্কিত। কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং ও সিভিল ইঞ্জিনিয়ারিং-এর মিশ্রিত একটি শাখা হল এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং।


আরো পড়ুন – Marine Engineering | মেরিন ইঞ্জিনিয়ারিং কোর্স

কিভাবে পড়বো এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং?

এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং-এর কোর্সগুলি নীচে সম্পর্কে আলোচনা করা হল –

Diploma in Environmental Engineering

এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং-এর ডিপ্লোমা কোর্স হল একটি 3 বছরের স্নাতক স্তরের কোর্স। এই কোর্সে ভর্তি হওয়ার জন্য মাধ্যমিক বা সমতুল (10) পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এরপর প্রবেশিকা পরীক্ষা উত্তীর্ণ হতে হয়। পশ্চিমবঙ্গে ডিপ্লোমা কোর্সে ভর্তি হওয়ার অন্যতম প্রবেশিকা পরীক্ষা হল JEXPO.


আরো পড়ুন – JEXPO প্রবেশিকা পরীক্ষা কি?

B.Tech in Environmental Engineering

এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং-এর বি.টেক কোর্স হল একটি স্নাতক স্তরের কোর্স, যার সময়সীমা 4 বছর। এই কোর্সে ভর্তি হওয়ার জন্য বিজ্ঞান বিভাগ (পদার্থবিদ্যা, রসায়নবিদ্যা, গণিত) থেকে উচ্চমাধ্যমিক বা সমতুল (10+2) পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এরপর জাতীয় স্তরের (JEE Main) বা রাজ্যভিত্তিক (WBJEE) অথবা কলেজভিত্তিক (যেমন VITEEE, BITSAT ইত্যাদি) প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ভর্তি হতে হবে।


প্রবেশিকা পরীক্ষাগুলি সম্পর্কে আরো এবং বিস্তারিত জেনে নিন –

M.Tech in Environmental Engineering

এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং-এর এম.টেক কোর্স হল একটি 2 বছরের স্নাতকোত্তর কোর্স। এই কোর্সে ভর্তি হওয়ার জন্য বি.টেক কোর্স করা আবশ্যক এবং এই কোর্সে ভর্তি হওয়ার জন্যও প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং কোথায় কোথায় পড়ানো হয়?

পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের বিভিন্ন কলেজে এই এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং পড়ানো হয়।

নীচে কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানের নাম দেওয়া হল –

  • Jadavpur University, Kolkata
  • Adamas University, Kolkata
  • The Institutions of Engineers India, Kolkata
  • Indian Institute of Technology (IIT), Kharagpur
  • Indian Institute of Engineering Science and Technology (IIEST), Shibpur ইত্যাদি।

আরো পড়ুন – Textile Engineering | টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং

এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং ফি কত?

Diploma কোর্স ফি – সরকারী প্রতিষ্ঠানে ডিপ্লোমা কোর্স করলে, কলেজের কোর্স ফী সাধারণত 20,000 থেকে 40,000 টাকা অবধি হতে পারে।

বেসরকারী কলেজে ডিপ্লোমা কোর্স করলে, কলেজের কোর্স ফি সাধারণত 60,000 থেকে 2 লাখ টাকা অবধি বা আরো বেশী হতে পারে।

B.Tech কোর্স ফি – সাধারণভাবে সরকারী প্রতিষ্ঠানের ক্ষেত্রে B.Tech কলেজের কোর্স ফী 20 হাজার থেকে 12 লাখ টাকা অবধি হতে পারে।

বেসরকারী কলেজের ক্ষেত্রে B.Tech কোর্স ফি 1 লাখ থেকে 15 লাখ অবধি বা আরো বেশী হতে পারে।

বিভিন্ন প্রতিষ্ঠানের ক্ষেত্রে এই কোর্স ফী আলাদা আলাদা হয়।


আরো পড়ুন – B.Tech in Dairy Technology | ডেয়ারি টেকনোলোজির বি.টেক কোর্স

এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং-এ কি কি পড়তে হয়?

এই এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং কোর্সে যে যে বিষয়ে পড়ানো হয়, সেগুলি হল –

  • Environmental Chemistry
  • Environmental Biotechnology
  • Geo-Environmental Engineering
  • Ecology and Environmental Impact
  • Strength of Materials
  • Surveying Construction
  • Municipal Solid Waste Management
  • Engineering Physics, Chemistry, Mathematics ইত্যাদি।

আরো পড়ুন – B.Tech in Construction Engineering | কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ারিং-এর বি.টেক কোর্স

এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং-এর ভবিষ্যৎ কেমন?

আমাদের সুস্থ ও স্বাভাবিক জীবনযাপনে পরিবেশ বিশেষ ভূমিকা পালন করে। পরিবেশের বিভিন্ন সমস্যা সমাধানে যারা সাহায্য করেন, তারাই হলেন এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ার। বর্তমানে পরিবেশ দূষণ ক্রমশ বৃদ্ধি পাচ্ছে, এর ফলে এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারদের চাহিদাও বাড়ছে। পরিবেশের ভারসাম্য সঠিক রাখার জন্য বিভিন্ন কোম্পানিতে এই ইঞ্জিনিয়ারদের কাজের সুযোগ রয়েছে, বিশেষ করে বিভিন্ন কেমিক্যাল কোম্পানিতে দূষণের মাত্রা নিয়মিত পর্যবেক্ষণ ও তা কমানোর জন্য এদের নিয়োগ করা হয়।

এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং করে যে ধরনের কাজের সুযোগ পাওয়া যায়, সেগুলি হল –

  • Environmental Engineer
  • Agricultural Engineer
  • Chemical Engineer
  • Biologist
  • Ecologist
  • Geologist
  • Waste Management Officer ইত্যাদি।

বেসরকারি সংস্থার পাশাপাশি বিভিন্ন সরকারি সংস্থায় কাজের সুযোগ রয়েছে। দেশে-বিদেশে কাজের সুযোগ থাকায় এই কোর্সের ভবিষ্যৎ উজ্জ্বল।

পর্ব সমাপ্ত!

careerbondhu-telegram-channel

বিশেষ দ্রষ্টব্য

  • এই নিবন্ধে ব্যবহৃত তথ্য ইন্টারনেট, সংবাদ পত্র, পত্রিকা, প্রকাশিত রিপোর্ট ইত্যাদি থেকে সংগ্রহ করা হয়েছে। নিবন্ধে ব্যবহৃত বাণিজ্যিক প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, কোর্সের নাম ইত্যাদি শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে ব্যবহার করা হয়েছে। এই ব্যাপারে আরো জানার জন্য এই পাতাটি পড়ে নেবার অনুরোধ রইল → Disclaimer
  • নিবন্ধটি আমরা যথাসম্ভব ত্রুটি মুক্ত রাখার চেষ্টা করেছি, তথ্যে কোনরূপ ত্রুটি চিহ্নিত হলে তা অনিচ্ছাকৃত ত্রুটি হিসাবে গণ্য হবে, চিহ্নিত ত্রুটি এই পাতা থেকে তা আমাদের জানানো যেতে পারে → Report an error
error: Content is protected !!