Textile Engineering
Category – Engineering & Architecture

টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং (Textile Engineering) কি?

ইঞ্জিনিয়ারিং-এর একটি শাখা হল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং, যেখানে পোশাক তৈরির জন্য প্রয়োজনীয় দ্রব্য যেমন – সুঁতো, তুলো, ফাইবার ইত্যাদি সম্পর্কিত বিষয় এবং ডিজাইন, এবং টেক্সটাইল সম্পর্কিত মেশিন সম্পর্কে ধারণা দেওয়া হয়।

কিভাবে পড়বো টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং?

টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং-এর কোর্সগুলি নীচে সম্পর্কে আলোচনা করা হল –

Diploma in Textile Engineering

এটি একটি তিন বছরের ডিপ্লোমা কোর্স। বিজ্ঞান বিভাগ নিয়ে উচ্চমাধ্যমিক বা সমতুল (10+2) পরীক্ষার পরে প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ডিপ্লোমা কোর্সে ভর্তি হওয়া যায়।

B.Tech in Textile Engineering

এটি একটি চার বছরের ডিগ্রি কোর্স। বিজ্ঞান বিভাগ নিয়ে উচ্চমাধ্যমিক বা সমতুল (10+2) পরীক্ষার পরে সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষা (JEE (Main)), রাজ্যভিত্তিক প্রবেশিকা পরীক্ষা (যেমন WBJEE) অথবা কলেজভিত্তিক পরীক্ষায় (যেমন VITEEE, BITSAT ইত্যাদি) উত্তীর্ণ হয়ে ভারতের বিভিন্ন কলেজে Textile Engineeraing এ B.Tech কোর্সে ভর্তি হওয়া যায়।

[বিঃ দ্রঃ উচ্চমাধ্যমিক পরীক্ষায় 50% নাম্বার থাকা আবশ্যক। এই নাম্বারের মাত্রা বিভিন্ন কলেজে ভিন্ন।]


প্রবেশিকা পরীক্ষাগুলি সম্পর্কে আরো এবং বিস্তারিত জেনে নিন –

M.Tech in Textile Engineering

B.Tech করা সম্পূর্ণ হলে দুই বছরের জন্য স্নাতকোত্তর অর্থাৎ M.Tech করা যায়। এক্ষেত্রেও সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কোথায় কোথায় পড়ানো হয়?

পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের বিভিন্ন কলেজে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং পড়ানো হয়।

নীচে কয়েকটি কলেজের নাম দেওয়া হল –

  • Indian Institute of Technology
  • Dr B.R Ambedkar National Institute of Technology
  • Government College of Engineering and Textile Technology ইত্যাদি।

টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ফি কত?

Diploma কোর্স ফি – সরকারী প্রতিষ্ঠানে ডিপ্লোমা কোর্স করলে সেক্ষেত্রে কলেজের কোর্স ফী সাধারণত 10,000 থেকে 50,000 টাকা অবধি হতে পারে।

বেসরকারী কলেজে ডিপ্লোমা কোর্স করলে সেক্ষেত্রে কলেজের কোর্স ফি সাধারণত 1 লাখ থেকে 4 লাখ টাকা অবধি বা আরো বেশী হতে পারে।

B.Tech কোর্স ফি – সাধারণভাবে সরকারী প্রতিষ্ঠানের ক্ষেত্রে কলেজের কোর্স ফী 30 হাজার থেকে 11 লাখ টাকা অবধি হতে পারে।

বেসরকারী কলেজের ক্ষেত্রে কোর্স ফি 3 লাখ থেকে 15 লাখ টাকা অবধি বা আরো বেশী হতে পারে।

বিভিন্ন প্রতিষ্ঠানের ক্ষেত্রে এই কোর্স ফী আলাদা আলাদা হয়।


আরো পড়ুন – Civil Engineering | সিভিল ইঞ্জিনিয়ারিং

টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং-এ কি কি পড়তে হয়?

এই ইঞ্জিনিয়ারিং কোর্সে যে যে বিষয়ে পড়ানো হয়, সেগুলি হল –

  • Information Technology in Textile
  • Textile Testing & Instruments
  • Textile Fibre
  • Fabric Formation
  • Design & Structure of Fabric
  • Chemical Processing of Textiles ইত্যাদি।

টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং-এর ভবিষ্যৎ কেমন?

মানুষের জীবনের নিত্য প্রয়োজনীয় তিনটি জিনিস হল – খাদ্য, বাসস্থান ও বস্ত্র। তাই বস্ত্র বা পোশাক মানুষের জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ। পোশাকের মাধ্যমে মানুষ নিজেকে সুন্দরভাবে সাজিয়ে তোলেন। এই পোশাক প্রস্তুতির জন্য টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং-এর প্রয়োজন। দেশে-বিদেশে প্রচুর কাজের সুযোগ রয়েছে, তাই এই কোর্সের ভবিষ্যৎ উজ্জ্বল। বিভিন্ন বেসরকারি সংস্থার পাশাপাশি সরকারি সংস্থায় কাজের সুযোগ রয়েছে।

টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং করে যে ধরনের কাজের সুযোগ পাওয়া যায়, সেগুলি হল –

  • Textile Engineer
  • Quality Control Supervisor
  • Production Engineer
  • Process Improvement Engineer ইত্যাদি।

আরো পড়ুন – B.Tech in Electrical Engineering | ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং-এর বি.টেক কোর্স

কয়েকটি নিয়োগকারী সংস্থা হল –

  • Reliance Textiles
  • Bombay Dyeing
  • Raymond Group
  • Lakshmi Mills
  • Fabindia
  • Grasim Industries ইত্যাদি।

পর্ব সমাপ্ত!

careerbondhu-telegram-channel

বিশেষ দ্রষ্টব্য

  • এই নিবন্ধে ব্যবহৃত তথ্য ইন্টারনেট, সংবাদ পত্র, পত্রিকা, প্রকাশিত রিপোর্ট ইত্যাদি থেকে সংগ্রহ করা হয়েছে। নিবন্ধে ব্যবহৃত বাণিজ্যিক প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, কোর্সের নাম ইত্যাদি শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে ব্যবহার করা হয়েছে। এই ব্যাপারে আরো জানার জন্য এই পাতাটি পড়ে নেবার অনুরোধ রইল → Disclaimer
  • নিবন্ধটি আমরা যথাসম্ভব ত্রুটি মুক্ত রাখার চেষ্টা করেছি, তথ্যে কোনরূপ ত্রুটি চিহ্নিত হলে তা অনিচ্ছাকৃত ত্রুটি হিসাবে গণ্য হবে, চিহ্নিত ত্রুটি এই পাতা থেকে তা আমাদের জানানো যেতে পারে → Report an error
error: Content is protected !!