NGO Management
Category – Specialized Courses

NGO Management কোর্স কি?

NGO-এর সম্পূর্ণ কথা Non-Government Organization. NGO হল এমন একটি সংস্থা যা দেশের দরিদ্র, অসহায় মানুষের জীবনে বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় মৌলিক চাহিদাগুলি পূরণ করে, তাদের একটি সুস্থ স্বাভাবিক জীবন দান করতে সচেষ্ট হয়। NGO বিভিন্ন ধরণের আর্থ-সামাজিক সমস্যার জন্য কাজ করে এবং হাজার হাজার মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন করে।

যে সব শিক্ষার্থীরা সামাজিক কাজ (Social Work)-কে নিজের পেশা বা কেরিয়ার গড়ে তুলতে চান, তাদের জন্য NGO Management কোর্সটি শ্রেষ্ঠ।

NGO Management কোর্সটিতে স্বাচ্ছন্দ্য জীবনযাপন, অপারেশনাল প্ল্যানিং, স্বল্প খরচের প্ল্যানিং, ম্যানেজমেন্ট এবং নেতৃত্ব ইত্যাদি বিভিন্ন বিষয়ে ধারণা দেওয়া হয়।

NGO Management-এর বিভিন্ন কোর্স হয়, নীচে কয়েকটি কোর্সের নাম দেওয়া হল –

  • BA in NGO Management,
  • BBA in NGO Management,
  • B.Sc in NGO Management,
  • MA in NGO Management,
  • MSc in NGO Management,
  • MBA in NGO Management ইত্যাদি।

এছাড়া NGO Management-এর বিভিন্ন সার্টিফিকেট কোর্স (Certificate course) রয়েছে।


আরো পড়ুন – B.Sc in Data-Science | ডেটা সায়েন্স বিএসসি কোর্স

কিভাবে পড়বো NGO Management কোর্স?

NGO ম্যানেজমেন্টের ব্যাচেলার ডিগ্রি কোর্স করার জন্য যে কোনো বিভাগ থেকে উচ্চমাধ্যমিক বা সমতুল (10+2) পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

NGO ম্যানেজমেন্টের মাস্টার ডিগ্রি কোর্স করার জন্য যে কোনো বিষয়ে ব্যাচেলার ডিগ্রি কোর্স করা আবশ্যক।

এই কোর্সে দুইভাবে ভর্তি হওয়া যায়, যথা

  • মেধা বা নাম্বারের ভিত্তিতে, নাম্বারের মাত্রা বিভিন্ন কলেজে ভিন্ন হয়।
  • প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ভর্তি হওয়া যায়।

কয়েকটি প্রবেশিকা পরীক্ষার নাম নীচে দেওয়া হল –

  • Xavier Aptitude Test
  • Common Management Admission Test
  • Common Admission Test
  • Tata Institute of Social Sciences National Entrance Test
  • Indian Institute of Foreign Trade Entrance Exam
  • Symbiosis National Aptitude Test ইত্যাদি।

আরো পড়ুন – B.Sc in Microbiology | B.Sc মাইক্রোবায়োলজি

NGO Management কোর্স কোথায় কোথায় পড়ানো হয়?

NGO Management কোর্স যে যে শিক্ষাপ্রতিষ্ঠানে পড়ানো, তার নাম নীচে দেওয়া হল –

  • Rabindra Bharati University, Kolkata
  • St. Peter’s College, Kolkata
  • Lucknow University ইত্যাদি।

NGO Management কোর্স ফি কত?

বিভিন্ন কলেজে কোর্স ফি ভিন্ন। সরকারি কলেজের কোর্স ফি বেসরকারি কলেজের তুলনায় কম। সাধারণত এই NGO ম্যানেজমেন্টের কোর্স ফি 10,000 থেকে 2 লাখ টাকা পর্যন্ত হয়।

NGO Management কোর্সে কি কি পড়তে হয়?

NGO ম্যানেজমেন্ট কোর্সে যে যে বিষয়ে ধারণা দেওয়া হয়, সেগুলি হল –

  • Introduction to NGO Management
  • Concepts, Functions, and Schemes for NGO
  • Legal Procedure and Establishment of NGO
  • Planning and Team Development Skills
  • Human Rights
  • Human Resource Management
  • Fundamentals of Accounting
  • Management and Organization Skills
  • Leadership and Staff Development ইত্যাদি।

আরো পড়ুন – ITI কোর্স | ITI Courses

NGO Management কোর্সের ভবিষ্যৎ কেমন?

স্বাধীনতার 75 বছর পেরিয়ে গেলেও, আজও দেশের বহু মানুষ বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় খাদ্য, বস্ত্র, বাসস্থানের অভাবে দিন কাটায়। শিক্ষা, স্বাস্থ্য পরিষেবা ইত্যাদি জীবনে বেঁচে থাকার বেসিক প্রয়োজনগুলি থেকে বহু শিশু বঞ্চিত।

এছাড়াও প্রতিবছর প্রাকৃতিক দুর্যোগের (সাইক্লোন, বন্যা, ধ্বস ইত্যাদি) কারণে বহু মানুষ বাসস্থান হারায় এবং খাদ্য, বস্ত্রের অভাব নিয়ে দিন কাটায়।

এই বিরাট দেশে, সরকারের পক্ষে সব দিক একসাথে সুষ্ঠভাবে পরিচালনা করা সব সময় সম্ভবপর হয়ে ওঠে না। আর তাই এই সমস্ত NGOগুলির ভূমিকা ভারতের মত উন্নয়নশীল দেশে অপরিসীম। তাই NGO ম্যানেজমেন্ট কোর্স পড়ুয়াদের ভবিষ্যৎ উজ্জ্বল।

NGO Management কোর্স করে যে ধরনের পদে নিযুক্ত হওয়া যায়, তা হল –

  • Impact Managers
  • General Manager
  • Voluntary Workers
  • Corporate Social Responsibility Manager
  • Human Resources Manager
  • Trust Manager
  • Programme Manager
  • Social Media Manager
  • Accountants
  • Lecturers ইত্যাদি।

পর্ব সমাপ্ত!

careerbondhu-telegram-channel

বিশেষ দ্রষ্টব্য

  • এই নিবন্ধে ব্যবহৃত তথ্য ইন্টারনেট, সংবাদ পত্র, পত্রিকা, প্রকাশিত রিপোর্ট ইত্যাদি থেকে সংগ্রহ করা হয়েছে। নিবন্ধে ব্যবহৃত বাণিজ্যিক প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, কোর্সের নাম ইত্যাদি শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে ব্যবহার করা হয়েছে। এই ব্যাপারে আরো জানার জন্য এই পাতাটি পড়ে নেবার অনুরোধ রইল → Disclaimer
  • নিবন্ধটি আমরা যথাসম্ভব ত্রুটি মুক্ত রাখার চেষ্টা করেছি, তথ্যে কোনরূপ ত্রুটি চিহ্নিত হলে তা অনিচ্ছাকৃত ত্রুটি হিসাবে গণ্য হবে, চিহ্নিত ত্রুটি এই পাতা থেকে তা আমাদের জানানো যেতে পারে → Report an error
error: Content is protected !!