Biomedical Engineering
Category – Engineering & Architecture

বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং (Biomedical Engineering) কি?

বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং হল ইঞ্জিনিয়ারিং ও মেডিক্যাল ক্ষেত্র দুটির একটি মিলিত শাখা। মেডিসিন এবং জীববিজ্ঞানের ইঞ্জিনিয়ারিং নীতি, ডিজাইন এবং সমস্যা-সমাধানের বিভিন্ন পদ্ধতি এবং বিভিন্ন ধারণার প্রয়োগই হল বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং। এই ইঞ্জিনিয়ারিং-এ বায়োলজি, টিস্যু (tissue), ফিজিওলজি, মলিকিউল (molecule) ইত্যাদি বিভিন্ন বিষয়ে ধারণা দেওয়া হয়।


আরো পড়ুন – Environmental Engineering | এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং কোর্স

কিভাবে পড়বো বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং?

বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং-এর বিভিন্ন কোর্স রয়েছে, সেই কোর্সগুলি সম্পর্কে নীচে আলোচনা করা হল –

Diploma in Biomedical Engineering

বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং-এর ডিপ্লোমা কোর্স হল একটি তিন বছরের স্নাতক কোর্স। এই কোর্সে ভর্তি হওয়ার জন্য মাধ্যমিক বা সমতুল (10) পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর প্রবেশিকা পরীক্ষায়ও উত্তীর্ণ হয়ে ভর্তি হওয়া যায়। পশ্চিমবঙ্গে ডিপ্লোমা পড়ার জন্য প্রবেশিকা পরীক্ষা হল JEXPO.


আরো পড়ুন – JEXPO প্রবেশিকা পরীক্ষা কি?

B.Tech in Biomedical Engineering

বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং-এর বি.টেক কোর্স হল একটি স্নাতক স্তরের কোর্স, যার সময়সীমা 4 বছর। এই কোর্সে ভর্তি হওয়ার জন্য প্রথমে বিজ্ঞান বিভাগ নিয়ে উচ্চমাধ্যমিক বা সমতুল (10+2) পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এরপর জাতীয় স্তরের (JEE Main) বা রাজ্যভিত্তিক (WBJEE) অথবা কলেজভিত্তিক (যেমন VITEEE, BITSAT ইত্যাদি) প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ভর্তি হতে হবে।


প্রবেশিকা পরীক্ষাগুলি সম্পর্কে আরো এবং বিস্তারিত জেনে নিন –

M.Tech in Biomedical Engineering

বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং-এর এম.টেক কোর্স হল 2 বছরের একটি স্নাতকোত্তর কোর্স। এই কোর্সে ভর্তি হওয়ার জন্য বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং-এর বি.টেক কোর্স উত্তীর্ণ করা আবশ্যক।

বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং কোথায় কোথায় পড়ানো হয়?

পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের বিভিন্ন কলেজে এই বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়ানো হয়।

নীচে কয়েকটি কলেজের নাম দেওয়া হল –

  • Jadavpur University, Kolkata
  • Indian Institute of Engineering Science and Technology, Shibpur
  • JIS College of Engineering, Kolkata
  • Netaji Subhash Engineering College, Kolkata
  • Techno India University, Kolkata
  • Adamas University, Kolkata
  • VIT Vellore
  • Indian Institute of Technology
  • National Institute of Technology ইত্যাদি।

আরো পড়ুন – Marine Engineering | মেরিন ইঞ্জিনিয়ারিং কোর্স

বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং ফি কত?

Diploma কোর্স ফি – সরকারী প্রতিষ্ঠানে ডিপ্লোমা কোর্স করলে সেক্ষেত্রে কলেজের কোর্স ফী সাধারণত 7,000 থেকে 70,000 টাকা অবধি হতে পারে।

বেসরকারী কলেজে ডিপ্লোমা কোর্স করলে সেক্ষেত্রে কলেজের কোর্স ফি সাধারণত 1 লাখ থেকে 3 লাখ টাকা অবধি বা আরো বেশী হতে পারে।

B.Tech কোর্স ফি – সাধারণভাবে কলেজের কোর্স ফী 20 হাজার থেকে 17 লাখ টাকা অবধি বা আরো বেশী হতে পারে।

বিভিন্ন প্রতিষ্ঠানের ক্ষেত্রে এই কোর্স ফী আলাদা আলাদা হয়।

বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং-এ কি কি পড়তে হয়?

এই ইঞ্জিনিয়ারিং কোর্সে যে যে বিষয়ে পড়ানো হয়, সেগুলি হল –

  • Engineering Mechanics
  • Environment & Ecology
  • Biomathematics & Biostatistics
  • Biomaterials
  • Engineering Economics & Management
  • Biomedical Instrumentation
  • Medical Imaging Techniques
  • Microprocessors & Microcontrollers ইত্যাদি।

আরো পড়ুন – Textile Engineering | টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং

বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং (Biomedical Engineering)-এর ভবিষ্যৎ কেমন?

বর্তমানে চিকিৎসা ব্যবস্থা উন্নত। উন্নত চিকিৎসা ব্যবস্থায় বহু যন্ত্রপাতি ব্যবহার করা হয়। এই সব যন্ত্রপাতি ব্যবহারের জন্য প্রয়োজন বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ার। বহু মেডিক্যাল এবং নন-মেডিক্যাল উভয় সংস্থায়ই কাজের সুযোগ রয়েছে। দেশে-বিদেশে কাজের সুযোগ থাকায় এই কোর্সের ভবিষ্যৎ উজ্জ্বল।

বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং করে যে ধরনের কাজের সুযোগ পাওয়া যায়, সেগুলি হল –

  • Biomedical Engineer
  • Software Engineer
  • Laboratory Technician
  • Medical Lab Technician ইত্যাদি।

আরো পড়ুন – B.Tech in Dairy Technology | ডেয়ারি টেকনোলোজির বি.টেক কোর্স

কয়েকটি নিয়োগকারী সংস্থা হল –

  • Cipla
  • Maquet
  • Johnson & Johnson
  • Siemens Healthcare
  • GlaxoSmithKline
  • Glenmark Pharmaceuticals
  • Ranbaxy Laboratories ইত্যাদি।

পর্ব সমাপ্ত!

careerbondhu-telegram-channel

বিশেষ দ্রষ্টব্য

  • এই নিবন্ধে ব্যবহৃত তথ্য ইন্টারনেট, সংবাদ পত্র, পত্রিকা, প্রকাশিত রিপোর্ট ইত্যাদি থেকে সংগ্রহ করা হয়েছে। নিবন্ধে ব্যবহৃত বাণিজ্যিক প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, কোর্সের নাম ইত্যাদি শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে ব্যবহার করা হয়েছে। এই ব্যাপারে আরো জানার জন্য এই পাতাটি পড়ে নেবার অনুরোধ রইল → Disclaimer
  • নিবন্ধটি আমরা যথাসম্ভব ত্রুটি মুক্ত রাখার চেষ্টা করেছি, তথ্যে কোনরূপ ত্রুটি চিহ্নিত হলে তা অনিচ্ছাকৃত ত্রুটি হিসাবে গণ্য হবে, চিহ্নিত ত্রুটি এই পাতা থেকে তা আমাদের জানানো যেতে পারে → Report an error
error: Content is protected !!