Category – Engineering & Architecture
Table of Contents
ন্যানোটেকনোলজি ইঞ্জিনিয়ারিং (Nanotechnology Engineering) কি?
যে টেকনোলজিতে 100 ন্যানোমিটার বা তার ক্ষুদ্র কোনো বস্তুকে পর্যবেক্ষণ বা পরিচালনা করার জন্য বিভিন্ন ডিভাইস, যন্ত্রপাতি তৈরি হয়, তা হল ন্যানোটেকনোলোজি।
ন্যানোটেকনোলজি ইঞ্জিনিয়ারিং হল ইঞ্জিনিয়ারিং-এর একটি শাখা, যেখানে ন্যানোটেকনোলজি সম্পর্কে ধারণা দেওয়া হয়। ন্যানোটেকনোলজি ইঞ্জিনিয়ারিং-কে ন্যানো ইঞ্জিনিয়ারিংও বলা হয়। ন্যানোটেকনোলজি ইঞ্জিনিয়ারিং হল একটি পারমাণবিক স্তরের যন্ত্রপাতি ডিজাইন, গঠন এবং তার কার্যকারিতা সম্পর্কে জ্ঞান।
ন্যানোটেকনোলজি ইঞ্জিনিয়ারিং-এর বি.টেক (B.Tech in Nanotechnology Engineering) কোর্স সম্পর্কে নীচে আলোচনা করা হল।
ন্যানোটেকনোলজি ইঞ্জিনিয়ারিং-এর বি.টেক কোর্স হল একটি স্নাতকস্তরের কোর্স, যার সময়সীমা 4 বছর।
আরো পড়ুন – B.Tech in Construction Engineering | কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ারিং-এর বি.টেক কোর্স
কিভাবে পড়বো ন্যানোটেকনোলজি ইঞ্জিনিয়ারিং-এর বি.টেক কোর্স?
ন্যানোটেকনোলজি ইঞ্জিনিয়ারিং-এর বি.টেক কোর্স পড়ার জন্য বিজ্ঞান বিভাগ (পদার্থবিদ্যা, রসায়নবিদ্যা, গণিত) থেকে 50% নাম্বার নিয়ে উচ্চমাধ্যমিক বা সমতুল (10+2) পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এরপর প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হয়ে এই কোর্সে ভর্তি হওয়া যায়।
প্রবেশিকা পরীক্ষাগুলি হল –
- JEE (Main)
- JEE (Advanced)
- WBJEE
- VITEEE
- SRMJEEE
- BITSAT ইত্যাদি।
প্রবেশিকা পরীক্ষাগুলি সম্পর্কে আরো এবং বিস্তারিত জেনে নিন –
B.Tech in Nanotechnology Engineering কোথায় কোথায় পড়ানো হয়?
ভারতবর্ষের বিভিন্ন কলেজে এই ইঞ্জিনিয়ারিং পড়ানো হয়।
নীচে কয়েকটি কলেজের নাম দেওয়া হল –
- NIMS University, Jaipur
- SRM Institute of Science and Technology, Chennai
- Indian Institute of Technology Bombay [IITB], Mumbai ইত্যাদি।
আরো পড়ুন – B.Tech in Blockchain Technology Course | ব্লকচেইন টেকনোলজি বিটেক কোর্স
ন্যানোটেকনোলজি ইঞ্জিনিয়ারিং-এর বি.টেক কোর্সের ফি কত?
সাধারণভাবে ন্যানোটেকনোলজি ইঞ্জিনিয়ারিং-এর বি.টেক কোর্সের ফি 2 লাখ থেকে 18 লাখ টাকা বা আরো বেশী হতে পারে। বিভিন্ন প্রতিষ্ঠানের ক্ষেত্রে এই কোর্স ফী আলাদা আলাদা হয়।
B.Tech in Nanotechnology Engineering-এ কি কি পড়তে হয়?
এই ইঞ্জিনিয়ারিং কোর্সে যে যে বিষয়ে পড়ানো হয়, সেগুলি হল –
- Elements of Nanoscience and Nanotechnology
- Properties of Nanomaterials
- Production of Nanomaterials
- Nano Measurement
- Quantum Mechanics
- Atomic and electronic structure of matter
- Bioengineered Nanomaterials
- Statistical Mechanics and Thermodynamics
- Electronic and Optical Properties of Material
- Material Science ইত্যাদি।
আরো পড়ুন – B.Tech in Power Engineering | পাওয়ার ইঞ্জিনিয়ারিং-এর বি.টেক কোর্স
ন্যানোটেকনোলজি ইঞ্জিনিয়ারিং-এর বি.টেক কোর্সের ভবিষ্যৎ কেমন?
বর্তমানে ন্যানোটেকনোলজি উন্নতি ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। বহু সংস্থায় কাজের সুযোগ রয়েছে। শুধুমাত্র দেশে নয় বিদেশেও কাজের সুযোগ থাকায়, এই কোর্সের ভবিষ্যৎ উজ্জ্বল।
ন্যানোটেকনোলজি ইঞ্জিনিয়ারিং কোর্স করে যে ধরনের কাজের সুযোগ পাওয়া যায়, সেগুলি হল –
- Research Scientist
- Design Engineer
- Service Engineer
- Project Engineer
- Project Assistant
- Lecturer ইত্যাদি।
আরো পড়ুন – B.Tech in Production Engineering | প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং-এর বি.টেক কোর্স
পর্ব সমাপ্ত!
বিশেষ দ্রষ্টব্য
- এই নিবন্ধে ব্যবহৃত তথ্য ইন্টারনেট, সংবাদ পত্র, পত্রিকা, প্রকাশিত রিপোর্ট ইত্যাদি থেকে সংগ্রহ করা হয়েছে। নিবন্ধে ব্যবহৃত বাণিজ্যিক প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, কোর্সের নাম ইত্যাদি শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে ব্যবহার করা হয়েছে। এই ব্যাপারে আরো জানার জন্য এই পাতাটি পড়ে নেবার অনুরোধ রইল → Disclaimer।
- নিবন্ধটি আমরা যথাসম্ভব ত্রুটি মুক্ত রাখার চেষ্টা করেছি, তথ্যে কোনরূপ ত্রুটি চিহ্নিত হলে তা অনিচ্ছাকৃত ত্রুটি হিসাবে গণ্য হবে, চিহ্নিত ত্রুটি এই পাতা থেকে তা আমাদের জানানো যেতে পারে → Report an error।