Category – Colleges | Engineering Colleges
2010 সালে ওমদয়াল গ্রুপ (OmDayal Group)-এর অধীনে একটি ইঞ্জিনিয়ারিং অ্যান্ড আর্কিটেকচার কলেজ প্রতিষ্ঠিত হয়, যা ওমদয়াল গ্রুপ অফ ইনস্টিটিউশন [OmDayal Group of Institutions (ODGI), Kolkata] নামে পরিচিত। এটি একটি প্রাইভেট ইঞ্জিনিয়ারিং কলেজ। 4টি ইঞ্জিনিয়ারিং কোর্স নিয়ে এই কলেজটি প্রতিষ্ঠিত হয়। 2012 সালে এই কলেজে আরো একটি কোর্স যুক্ত হয়, তা হল আর্কিটেকচার কোর্স। এই কলেজটি মূলত আর্কিটেকচার কোর্সের জন্যই বিখ্যাত।
ওম দয়াল গ্রুপ অফ ইনস্টিটিউশনটি NAAC দ্বারা স্বীকৃত এবং AICTE, COA এবং MAKAUT দ্বারা অনুমোদিত।
Table of Contents
ওম দয়াল গ্রুপ অফ ইনস্টিটিউশনে কি কি পড়ানো হয়?
ওম দয়াল গ্রুপ অফ ইনস্টিটিউশনে আন্ডার-গ্র্যাজুয়েট (UG), পোস্ট-গ্র্যাজুয়েট (PG) কোর্স পড়ানো হয়। কোর্সগুলি সম্পর্কে নীচে আলোচনা করা হল –
আন্ডার-গ্র্যাজুয়েট (UG)
আন্ডার-গ্র্যাজুয়েট কোর্সের মধ্যে রয়েছে, ইঞ্জিনিয়ারিং-এর বি.টেক (B.Tech) ও বি.আর্ক (B.Arch) কোর্স। Bachelor of Technology (B.Tech) কোর্স যে যে বিষয়ের উপর করা যায়, তা নীচে দেওয়া হল –
- B.Tech in Computer Science & Engineering
- B.Tech in Electrical Engineering
- B.Tech in Civil Engineering
- B.Tech in Mechanical Engineering ইত্যাদি।
B.Tech কোর্সগুলির সময়সীমা 4 বছর। যে সকল প্রার্থী ল্যাটেরাল এন্ট্রির মাধ্যমে বি.টেক কোর্সে ভর্তি হয়, তাদের জন্য কোর্সটি 3 বছরের হয়। কারণ তারা বি.টেক কোর্সের দ্বিতীয় বর্ষে ডাইরেক্ট ভর্তি হয়।
Bachelor of Architecture (B.Arch) কোর্সটি আর্কিটেকচারের স্নাতক স্তরের ইঞ্জিনিয়ারিং কোর্স। এই কোর্সের সময়সীমা 5 বছর হয়।
B.Arch কোর্স সম্পর্কে বিস্তারিত জেনে নাও ↓
পোস্ট-গ্র্যাজুয়েট (PG)
পোস্ট-গ্র্যাজুয়েট কোর্সের মধ্যে রয়েছে, ইঞ্জিনিয়ারিং-এর এম.আর্ক (M.Arch) কোর্স। Master of Architecture কোর্সের সময়সীমা 2 বছর। এটি আর্কিটেকচারের স্নাতকোত্তর স্তরের ইঞ্জিনিয়ারিং কোর্স। এই ইনস্টিটিউশনে M.Arch কোর্সটি Urban Development-এর উপর রয়েছে।
OmDayal Group of Institutions-এ কিভাবে ভর্তি হওয়া যায়?
ওম দয়াল গ্রুপ অফ ইনস্টিটিউশনে ভর্তি হওয়ার জন্য যোগ্যতার সঙ্গে সঙ্গে প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হওয়া আবশ্যক।
নীচে কোন কোর্সের জন্য কি যোগ্যতা প্রয়োজন ও কোন প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হওয়া আবশ্যক তা আলোচনা করা হল –
B.Tech কোর্সে ভর্তি
এই ইনস্টিটিউশনে B.Tech কোর্সে ভর্তি হওয়ার জন্য উচ্চমাধ্যমিক বা সমতুল (10+2) পরীক্ষায় 45% নাম্বার নিয়ে উত্তীর্ণ হওয়া আবশ্যক। উচ্চমাধ্যমিকে Physics ও Mathematics বিষয়টি অবশ্যই থাকতে হবে এবং তার সাথে Chemistry / Biology / Biotechnology / Computer Science / Information Technology /Information Practices / Engineering Graphics/ Business Studies এই বিষয়গুলির মধ্যে একটি থাকতে হবে। উল্লেখিত বিষয়গুলি থিয়োরি ও প্র্যাকটিকাল উভয়েই এবং ইংরাজি বিষয়েও পাশ করতে হবে।
এরপর জাতীয় স্তরের জয়েন্ট এক্সাম, JEE (Main) বা রাজ্যভিত্তিক জয়েন্ট এক্সাম, WBJEE প্রবেশিকা পরীক্ষায় ভালো র্যাঙ্ক করতে হয়। পলিটেকনিক অর্থাৎ ডিপ্লোমা উত্তীর্ণ প্রার্থীদের ল্যাটেরাল এন্ট্রির জন্য JELET প্রবেশিকা পরীক্ষায় র্যাঙ্ক করা আবশ্যক।
আরো পড়ুন – JELET প্রবেশিকা পরীক্ষার খুঁটিনাটি | JELET Exam Details
ছাত্র-ছাত্রীর বয়সের নিম্নসীমা 17 বছর, বয়সের ঊর্ধ্বসীমা নির্দিষ্ট নেই।
B.Arch কোর্সে ভর্তি
B.Arch কোর্সে ভর্তি হওয়ার জন্য NATA প্রবেশিকা পরীক্ষা একটি ভালো র্যাঙ্ক নিয়ে উত্তীর্ণ হতে হবে। এছাড়াও WBJEE / JEE (Main) Part II অর্থাৎ JEE (Advanced) প্রবেশিকা পরীক্ষায় র্যাঙ্ক করেও এই কোর্সে ভর্তি হওয়া যায়। উচ্চ মাধ্যমিক বা সমতুল (10+2) পরীক্ষায় Physics, Chemistry ও Mathematics বিষয় তিনটিতে 50% নাম্বার নিয়ে উত্তীর্ণ হওয়া আবশ্যক।
আরো পড়ুন – JEE (Advanced) প্রবেশিকা পরীক্ষার খুঁটিনাটি | JEE (Advanced) Exam Details
AICTE স্বীকৃত কোনো কলেজ থেকে তিন বছরের আর্কিটেকচার ডিপ্লোমা (Diploma in Architecture) কোর্স করা থাকলেও এই কোর্সে ভর্তি হওয়া যায়। এর জন্য NATA পরীক্ষায় ভালো র্যাঙ্ক করা আবশ্যক।
NATA পরীক্ষা সম্পর্কে বিস্তারিত জেনে নাও – NATA প্রবেশিকা পরীক্ষার খুঁটিনাটি | NATA Exam Details
M.Arch কোর্সে ভর্তি
Council of Architecture (COA) দ্বারা স্বীকৃত যে কোনো শিক্ষাপ্রতিষ্ঠান থেকে B.Arch কোর্স করা থাকলে M.Arch কোর্সে ভর্তি হওয়া যায়।
যোগাযোগ
Address
OmDayal Group of Institutions, Main Building
Plot No.38(P), 38(A), 39(P) & 39(A)
Uluberia Industrial Growth Centre
Near Birshibpur Railway Station
Howrah, West Bengal, India
Pin: 711316
Contact Details
Phone:
- 71300253
- 66445053
Email: @omdayal.com
Website: https://omdayal.com/
পর্ব সমাপ্ত!
বিশেষ দ্রষ্টব্য
- এই নিবন্ধে ব্যবহৃত তথ্য ইন্টারনেট, সংবাদ পত্র, পত্রিকা, প্রকাশিত রিপোর্ট ইত্যাদি থেকে সংগ্রহ করা হয়েছে। নিবন্ধে ব্যবহৃত বাণিজ্যিক প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, কোর্সের নাম ইত্যাদি শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে ব্যবহার করা হয়েছে। এই ব্যাপারে আরো জানার জন্য এই পাতাটি পড়ে নেবার অনুরোধ রইল → Disclaimer।
- নিবন্ধটি আমরা যথাসম্ভব ত্রুটি মুক্ত রাখার চেষ্টা করেছি, তথ্যে কোনরূপ ত্রুটি চিহ্নিত হলে তা অনিচ্ছাকৃত ত্রুটি হিসাবে গণ্য হবে, চিহ্নিত ত্রুটি এই পাতা থেকে তা আমাদের জানানো যেতে পারে → Report an error।