jalpaiguri-government-engineering college
Category – Colleges | Engineering Colleges

1961 সালে জলপাইগুড়ি গর্ভমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ (Jalpaiguri Government Engineering College) প্রতিষ্ঠিত হয়, যা সংক্ষেপে JGEC নামেও পরিচিত। জলপাইগুড়ি তথা পশ্চিমবঙ্গের একটি বিখ্যাত সরকারি ইঞ্জিনিয়ারিং কলেজ হল, JGEC.

জলপাইগুড়ি গর্ভমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজটি একটি স্বায়ত্তশাসিত (autonomous) কলেজ, যা সম্পূর্ণরূপে পশ্চিমবঙ্গ সরকারের অধীনস্থ এবং মৌলানা আবুল কালাম আজাদ টেকনোলজি বিশ্ববিদ্যালয় (MAKAUT) দ্বারা অনুমোদিত।

JGEC-এ যে যে কোর্সগুলি পড়ানো হয়, তা অল ইন্ডিয়া কাউন্সিল ফর টেকনিক্যাল এডুকেশন (AICTE) দ্বারা অনুমোদিত এবং ন্যাশনাল বোর্ড অফ অ্যাক্রিডিটেশন (NBA) দ্বারা স্বীকৃত।

এছাড়াও NAAC দ্বারা স্বীকৃত পাওয়া একটি প্রতিষ্ঠান হল জলপাইগুড়ি গর্ভমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ (JGEC)।

JGEC কলেজে কি কি পড়ানো হয়?

JGEC কলেজে আন্ডার-গ্র্যাজুয়েট (UG) ও পোস্ট-গ্র্যাজুয়েট (PG) কোর্স পড়ানো হয়। কোর্সগুলি সম্পর্কে নীচে আলোচনা করা হল –

আন্ডার-গ্র্যাজুয়েট (UG)

আন্ডার-গ্র্যাজুয়েট কোর্সের মধ্যে রয়েছে, ইঞ্জিনিয়ারিং-এর বি.টেক (B.Tech) কোর্স। Bachelor of Technology (B.Tech) কোর্স যে যে বিষয়ের উপর করা যায়, তা নীচে দেওয়া হল –

আন্ডার-গ্র্যাজুয়েট কোর্সগুলির সময়সীমা 4 বছর। স্নাতক কোর্সগুলিতে ভর্তি হওয়ার জন্য বিজ্ঞান বিভাগ থেকে উচ্চমাধ্যমিক বা সমতুল (10+2) পরীক্ষায় উত্তীর্ণ হওয়া আবশ্যক।

পোস্ট-গ্র্যাজুয়েট (PG)

পোস্ট-গ্র্যাজুয়েট কোর্সের মধ্যে রয়েছে, ইঞ্জিনিয়ারিং-এর এম.টেক (M.Tech) কোর্স। Master of Technology (M.Tech) কোর্স যে যে বিষয়ের উপর করা যায়, তা নীচে দেওয়া হল –

  • M.Tech Electrical Engineering (EE)
  • M.Tech Mechanical Engineering (ME)

পোস্ট-গ্র্যাজুয়েট কোর্সের সময়সীমা 2 বছর। পোস্ট-গ্র্যাজুয়েট কোর্সে ভর্তি হওয়ার জন্য স্নাতক উত্তীর্ণ হতে হয়।

জলপাইগুড়ি গর্ভমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজে কিভাবে ভর্তি হওয়া যায়?

জলপাইগুড়ি গর্ভমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তি হওয়ার জন্য প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হতে হয়।

বি.টেক (B.Tech) কোর্সের প্রবেশিকা পরীক্ষা

আন্ডার-গ্র্যাজুয়েট অর্থাৎ বি.টেক (B.Tech) কোর্সে ভর্তি হওয়ার জন্য পশ্চিমবঙ্গের জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা অর্থাৎ WBJEE পরীক্ষায় র‍্যাঙ্ক করা আবশ্যক। এছাড়াও ডিপ্লোমা কোর্স করা প্রার্থীদের ল্যাটেরাল এন্ট্রির জন্য JELET প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হতে হয়।

এম.টেক (M.Tech) কোর্সের প্রবেশিকা পরীক্ষা

পোস্ট-গ্র্যাজুয়েট অর্থাৎ এম.টেক (M.Tech) কোর্সে ভর্তি হওয়ার জন্য PGET (Post Graduate Entrance Test) বা GATE (Graduate Aptitude Test in Engineering) যে-কোনো একটি পরীক্ষায় উত্তীর্ণ হওয়া আবশ্যক।

প্রবেশিকা পরীক্ষায় র‍্যাঙ্ক এবং যোগ্যতা অনুযায়ী এই কলেজে ভর্তি হওয়া যায়।

যোগাযোগ

Address

Jalpaiguri Government Engineering College, Main Building

Danguajhar, Near National Highway 27

Jalpaiguri, West Bengal, India

PIN: 735102

Contact Details

Phone:

  • 0356 1255465
  • 0361 256143

Email: verification@jgec.ac.in

Website: https://jgec.ac.in/

পর্ব সমাপ্ত!

careerbondhu-telegram-channel

বিশেষ দ্রষ্টব্য

  • এই নিবন্ধে ব্যবহৃত তথ্য ইন্টারনেট, সংবাদ পত্র, পত্রিকা, প্রকাশিত রিপোর্ট ইত্যাদি থেকে সংগ্রহ করা হয়েছে। নিবন্ধে ব্যবহৃত বাণিজ্যিক প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, কোর্সের নাম ইত্যাদি শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে ব্যবহার করা হয়েছে। এই ব্যাপারে আরো জানার জন্য এই পাতাটি পড়ে নেবার অনুরোধ রইল → Disclaimer
  • নিবন্ধটি আমরা যথাসম্ভব ত্রুটি মুক্ত রাখার চেষ্টা করেছি, তথ্যে কোনরূপ ত্রুটি চিহ্নিত হলে তা অনিচ্ছাকৃত ত্রুটি হিসাবে গণ্য হবে, চিহ্নিত ত্রুটি এই পাতা থেকে তা আমাদের জানানো যেতে পারে → Report an error
error: Content is protected !!