Category – Colleges | Engineering Colleges
IIT -এর সম্পূর্ণ কথা বা ফুল ফর্ম (Full form) হল ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলোজি (Indian Institute of Technology)। এটি একটি পাবলিক ইন্সটিটিউট, যা ভারত সরকার দ্বারা প্রতিষ্ঠিত।
18th আগস্ট 1951 সালে আইআইটি (IIT) ইনস্টিটিউটটি প্রতিষ্ঠিত হয়, যা ইনস্টিটিউট অফ ন্যাশনাল ইমপর্টেন্স (Institute of National Importance) হিসাবে স্বীকৃত পেয়েছিল এবং 2019 সালে ভারত সরকার কর্তৃক ইন্সটিটিউট অফ এমিনেন্স (Institute of Eminence) – এর মর্যাদা লাভ করে।
পশ্চিমবঙ্গ রাজ্যের চতুর্থ প্রাচীনতম টেকনিক্যাল ইনস্টিটিউট, আইআইটি (IIT) খড়গপুর।
আমাদের Facebook পেজ লাইক করার অনুরোধ রইল। ↓
Table of Contents
IIT, Kharagpur কলেজে কি কি পড়ানো হয়?
আইআইটি (IIT) খড়গপুর কলেজে আন্ডার-গ্র্যাজুয়েট (UG), পোস্ট-গ্র্যাজুয়েট (PG) ও পি.এইচ.ডি (Ph.D) কোর্স পড়ানো হয়। কোর্সগুলি সম্পর্কে নীচে আলোচনা করা হল –
আন্ডার-গ্র্যাজুয়েট (UG)
আন্ডার-গ্র্যাজুয়েট কোর্সের মধ্যে রয়েছে, ইঞ্জিনিয়ারিং-এর বি.টেক (B.Tech) কোর্স। Bachelor of Technology (B.Tech) কোর্স যে যে বিষয়ের উপর করা যায়, তা নীচে দেওয়া হল –
- B.Tech Mechanical Engineering
- B.Tech Civil Engineering
- B.Tech Computer Science and Engineering
- B.Tech Electrical Engineering
- B.Tech Electronics and Electrical Communication Engineering
- B.Tech Chemical Engineering
- B.Tech Metallurgical and Materials Engineering
- B.Tech Mining Engineering
- B.Tech Agricultural and Food Engineering
- B.Tech Ocean Engineering and Naval Architecture
- B.Tech Aerospace Engineering
- B.Tech Instrumentation Engineering
- B.Tech Manufacturing Science and Engineering
- B.Tech Industrial Engineering
- B.Tech Aquacultural and Food Engineering
- B.Arch ইত্যাদি।
B.Arch সম্পর্কে আরো পড়ুন – B.Arch | Bachelor of Architecture
এছাড়াও রয়েছে, ব্যাচেলার অফ সায়েন্স (BS) কিছু বিষয়ে, নীচে তা দেওয়া হল –
- BS Mathematics and Computing
- BS Economics
- BS Applied Geology
- BS Physics
- BS Chemistry
- BS Exploration Geophysics ইত্যাদি।
আন্ডার-গ্র্যাজুয়েট কোর্সগুলির সময়সীমা 4 বছর। শুধুমাত্র B.Arch কোর্সের সময়সীমা 5 বছর। স্নাতক কোর্সগুলিতে ভর্তি হওয়ার জন্য উচ্চমাধ্যমিক বা সমতুল (10+2) পরীক্ষায় উত্তীর্ণ হতে হয়।
পোস্ট-গ্র্যাজুয়েট (PG)
পোস্ট-গ্র্যাজুয়েট কোর্সের মধ্যে রয়েছে, ইঞ্জিনিয়ারিং-এর এম.টেক (M.Tech) কোর্স। Master of Technology (M.Tech) কোর্স যে যে বিষয়ের উপর করা যায়, তা নীচে দেওয়া হল –
- M.Tech Mechanical Engineering
- M.Tech Computer Science and Engineering
- M.Tech Electronics and Electrical Communication Engineering
- M.Tech Aquacultural and Food Engineering
- M.Tech Microelectronics and VLSI Design
- M.Tech Renewable Energy Technologies
- M.Tech Solid State Technology ইত্যাদি।
এছাড়াও রয়েছে, মাস্টার অফ সায়েন্স (M.Sc) কিছু বিষয়ে, নীচে তা দেওয়া হল –
- M.Sc Economics
- M.Sc Chemical and Molecular Biology
- M.Sc Chemistry
- M.Sc Geology
- M.Sc Geophysics
- M.Sc Mathematics
- M.Sc Physics
- MBA ইত্যাদি।
পোস্ট-গ্র্যাজুয়েট কোর্সের সময়সীমা 2 বছর। পোস্ট-গ্র্যাজুয়েট কোর্সে ভর্তি হওয়ার জন্য স্নাতক উত্তীর্ণ হতে হয়।
পি.এইচ.ডি (Ph.D)
সায়েন্সের কিছু বিষয়ে Ph.D করার সুযোগ রয়েছে, তা হল –
- Ph.D Biotechnology
- Ph.D Chemistry
- Ph.D Geology and Geophysics
- Ph.D Materials Science
- Ph.D Mathematics
- Ph.D Oceans Rivers Atmosphere and Land Sciences
- Ph.D Physics ইত্যাদি।
Ph.D কোর্সের সময়সীমা 6 বছর। পি.এইচ.ডি কোর্সের ভর্তি হওয়ার জন্য পোস্ট-গ্র্যাজুয়েশন উত্তীর্ণ হতে হয়।
IIT, Kharagpur কলেজে কিভাবে ভর্তি হওয়া যায়?
IIT, Kharagpur কলেজে ভর্তি হওয়ার জন্য সাধারণত প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হতে হয়। আন্ডার-গ্র্যাজুয়েট কোর্সের জন্য Indian Institute of Technology Joint Entrance Examination (IIT-JEE) প্রবেশিকা পরীক্ষা উত্তীর্ণ হওয়া আবশ্যক। এছাড়াও JEE Advanced প্রবেশিকা পরীক্ষাও উত্তীর্ণ হয়ে কিছু কোর্সে ভর্তি হওয়া যায়।
JEE Advanced পরীক্ষা সম্পর্কে জেনে নাও – JEE Advanced প্রবেশিকা পরীক্ষা কি?
যোগাযোগ
Address
Indian Institute of Technology, Kharagpur
Kharagpur, West Bengal, India
PIN: 721302
Contact Details
Phone: +91-3222-255221
FAX : +91-3222-255303
Website: www.iitkgp.ac.in
পর্ব সমাপ্ত!
নিয়মিত আপডেট পাওয়ার জন্য ফলো করুন ↓
WhatsApp Channel | Telegram Channel | Facebook Page
বিশেষ দ্রষ্টব্য
- এই নিবন্ধে ব্যবহৃত তথ্য ইন্টারনেট, সংবাদ পত্র, পত্রিকা, প্রকাশিত রিপোর্ট ইত্যাদি থেকে সংগ্রহ করা হয়েছে। নিবন্ধে ব্যবহৃত বাণিজ্যিক প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, কোর্সের নাম ইত্যাদি শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে ব্যবহার করা হয়েছে। এই ব্যাপারে আরো জানার জন্য এই পাতাটি পড়ে নেবার অনুরোধ রইল → Disclaimer।
- নিবন্ধটি আমরা যথাসম্ভব ত্রুটি মুক্ত রাখার চেষ্টা করেছি, তথ্যে কোনরূপ ত্রুটি চিহ্নিত হলে তা অনিচ্ছাকৃত ত্রুটি হিসাবে গণ্য হবে, চিহ্নিত ত্রুটি এই পাতা থেকে তা আমাদের জানানো যেতে পারে → Report an error।