Aerospace Engineering
Category – Engineering & Architecture

এরোস্পেস ইঞ্জিনিয়ারিং (Aerospace Engineering) কি?

Aerospace (এরোস্পেস)-এর বাংলা অর্থ মহাকাশ। মহাকাশ সংক্রান্ত সংস্থায় যারা কাজ করেন অর্থাৎ বিমান এবং মহাকাশযান উভয়ের গবেষণা, নকশা, উত্পাদন, পরিচালনা ও মেইনটেইন যারা করেন তারাই হলেন এরোস্পেস ইঞ্জিনিয়ার। বিমান ও মহাকাশযান সম্পর্কে যে ইঞ্জিনিয়ারিং শাখায় ধারণা দেওয়া হয়, তা হল এরোস্পেস ইঞ্জিনিয়ারিং (Aerospace Engineering)।


আরো পড়ুন – Biomedical Engineering | বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং কোর্স

কিভাবে পড়বো এরোস্পেস ইঞ্জিনিয়ারিং?

এরোস্পেস ইঞ্জিনিয়ারিং-এর কোর্সগুলি সম্পর্কে নীচে আলোচনা করা হল –

Diploma in Aerospace Engineering

এরোস্পেস ইঞ্জিনিয়ারিং-এর ডিপ্লোমা কোর্স হল একটি তিন বছরের স্নাতক কোর্স। এই কোর্সে ভর্তি হওয়ার জন্য মাধ্যমিক বা সমতুল (10) পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর প্রবেশিকা পরীক্ষায়ও উত্তীর্ণ হয়ে ভর্তি হওয়া যায়। পশ্চিমবঙ্গে ডিপ্লোমা পড়ার জন্য প্রবেশিকা পরীক্ষা হল JEXPO.


আরো পড়ুন – JEXPO প্রবেশিকা পরীক্ষা কি?

B.Tech in Aerospace Engineering

এরোস্পেস ইঞ্জিনিয়ারিং-এর বি.টেক কোর্স হল একটি স্নাতক স্তরের কোর্স, যার সময়সীমা 4 বছর। এই কোর্সে ভর্তি হওয়ার জন্য প্রথমে বিজ্ঞান বিভাগ নিয়ে উচ্চমাধ্যমিক বা সমতুল (10+2) পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এরপর জাতীয় স্তরের (JEE Main) বা রাজ্যভিত্তিক (WBJEE) অথবা কলেজভিত্তিক (যেমন VITEEE, BITSAT ইত্যাদি) প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ভর্তি হতে হবে।


প্রবেশিকা পরীক্ষাগুলি সম্পর্কে আরো এবং বিস্তারিত জেনে নিন –

M.Tech in Aerospace Engineering

এরোস্পেস ইঞ্জিনিয়ারিং-এর এম.টেক কোর্স হল 2 বছরের একটি স্নাতকোত্তর কোর্স। এই কোর্সে ভর্তি হওয়ার জন্য এরোস্পেস ইঞ্জিনিয়ারিং-এর বি.টেক কোর্স উত্তীর্ণ হওয়া আবশ্যক।


আরো পড়ুন – Environmental Engineering | এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং কোর্স

এরোস্পেস ইঞ্জিনিয়ারিং কোথায় কোথায় পড়ানো হয়?

পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের বিভিন্ন কলেজে এই এরোস্পেস ইঞ্জিনিয়ারিং পড়ানো হয়।

নীচে কয়েকটি কলেজের নাম দেওয়া হল –

  • The Institutions of Engineers India, Kolkata
  • Indian Institute of Technology (IIT), Kharagpur
  • Indian Institute of Engineering Science and Technology (IIEST), Shibpur
  • Amity University, Gurugram
  • Chandigarh University, Chandigarh
  • Defence Institute of Advanced Technology, Pune
  • Hindustan Institute of Technology and Science, Chennai ইত্যাদি।

এরোস্পেস ইঞ্জিনিয়ারিং ফি কত?

Diploma কোর্স ফি – ডিপ্লোমা কলেজের কোর্স ফী সাধারণত 20,000 থেকে 2 লাখ টাকা অবধি হতে পারে।

B.Tech কোর্স ফি – সাধারণভাবে কলেজের কোর্স ফী 50 হাজার থেকে 18 লাখ টাকা অবধি বা আরো বেশী হতে পারে।

বিভিন্ন প্রতিষ্ঠানের ক্ষেত্রে এই কোর্স ফী আলাদা আলাদা হয়।


আরো পড়ুন – Marine Engineering | মেরিন ইঞ্জিনিয়ারিং কোর্স

এরোস্পেস ইঞ্জিনিয়ারিং-এ কি কি পড়তে হয়?

এই এরোস্পেস ইঞ্জিনিয়ারিং কোর্সে যে যে বিষয়ে পড়ানো হয়, সেগুলি হল –

  • Aircraft Structure
  • Air Transportation and Aircraft maintenance
  • Aircraft Design
  • Aerodynamics
  • Fight Dynamics
  • Heat Transfer
  • Electrical Technology and Machines ইত্যাদি।

আরো পড়ুন – Textile Engineering | টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং

এরোস্পেস ইঞ্জিনিয়ারিং-এর ভবিষ্যৎ কেমন?

এই আধুনিক যুগ দ্রুততার যুগ। মানুষের প্রচুর সৃষ্টিশীল কাজ যেমন একদিকে রয়েছে, তেমনই মানুষের হাতে সময় কম। তাই যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন না হলে কোনো কাজই সুষ্ঠভাবে করা সম্ভব নয়। আকাশপথে (এরোপ্লেন, হেলিকপ্টর) পরিবহন তাই আজকে বিলাসিতা থেকে প্রয়োজন হয়ে উঠেছে। তাই দ্রুত একস্থান থেকে অন্য স্থানে পৌঁছানোর জন্য এই সব আকাশযানের চাহিদা বাড়ছে এবং তারই সাথে পাল্লা দিয়ে বাড়ছে, এরোস্পেস ইঞ্জিনিয়ারদের চাহিদা।

আবার অন্যদিকে বিজ্ঞান, গবেষণা, প্রযুক্তির যত উন্নতি হচ্ছে, ততই মহাকাশযান নির্মাণসহ বিভিন্ন প্রযুক্তিগত দিক পরিচালনা করার জন্য এরোস্পেস ইঞ্জিনিয়ারদের প্রয়োজন হচ্ছে এবং দেশে-বিদেশে বিভিন্ন মহাকাশযান সংক্রান্ত সংস্থায় কাজের সুযোগ বৃদ্ধি পাচ্ছে।

এরোস্পেস ইঞ্জিনিয়ারিং করে যে ধরনের কাজের সুযোগ পাওয়া যায়, সেগুলি হল –

  • Aerospace Engineer
  • Aerospace Designer Checker
  • Assistant Technical Officer
  • Aircraft Production Manager
  • Mechanical Design Engineer ইত্যাদি।

আরো পড়ুন – B.Tech in Construction Engineering | কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ারিং-এর বি.টেক কোর্স

কয়েকটি নিয়োগকারী সংস্থা হল –

  • Indian Air Force
  • Air India
  • Helicopter Corporation of India
  • National Aeronautical Lab
  • Hindustan Aeronautical Ltd
  • Private Airlines
  • Defence Research And Development Organisation
  • Indian Space Research Organisations ইত্যাদি।

পর্ব সমাপ্ত!

careerbondhu-telegram-channel

বিশেষ দ্রষ্টব্য

  • এই নিবন্ধে ব্যবহৃত তথ্য ইন্টারনেট, সংবাদ পত্র, পত্রিকা, প্রকাশিত রিপোর্ট ইত্যাদি থেকে সংগ্রহ করা হয়েছে। নিবন্ধে ব্যবহৃত বাণিজ্যিক প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, কোর্সের নাম ইত্যাদি শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে ব্যবহার করা হয়েছে। এই ব্যাপারে আরো জানার জন্য এই পাতাটি পড়ে নেবার অনুরোধ রইল → Disclaimer
  • নিবন্ধটি আমরা যথাসম্ভব ত্রুটি মুক্ত রাখার চেষ্টা করেছি, তথ্যে কোনরূপ ত্রুটি চিহ্নিত হলে তা অনিচ্ছাকৃত ত্রুটি হিসাবে গণ্য হবে, চিহ্নিত ত্রুটি এই পাতা থেকে তা আমাদের জানানো যেতে পারে → Report an error
error: Content is protected !!