haldia-institute-of-technology
Category – Colleges | Engineering Colleges

1996 সালে হলদিয়া ইনস্টিটিউট অফ টেকনোলজি (Haldia Institute of Technology) কলেজটি প্রতিষ্ঠিত হয়, যা সংক্ষেপে HIT, Haldia নামে পরিচিত। এই কলেজটি পশ্চিমবঙ্গের প্রাচীনতম টেকনোলজিকাল ইনস্টিটিউটগুলির মধ্যে একটি।

এটি পশ্চিমবঙ্গের প্রথম স্বীকৃত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, যা কারিগরি শিক্ষা প্রদান করে। ICARE (ইন্ডিয়ান সেন্টার ফর অ্যাডভান্সমেন্ট অফ রিসার্চ অ্যান্ড এডুকেশন, হলদিয়া) দ্বারা পরিচালিত এই HIT, Haldia কলেজটি।

এই কলেজটি NAAC দ্বারা গ্রেড-A (Grade-A) স্বীকৃতি লাভ করেছে। 2020 সালে কলেজটি NIRF র‍্যাঙ্কিং-এর ইঞ্জিনিয়ারিং ক্যাটাগরিতে 163 র‍্যাঙ্ক করেছে।

এই কলেজটি মৌলানা আবুল কালাম আজাদ ইউনিভার্সিটি অফ টেকনোলজির (MAKAUT) এবং এর সমস্ত কোর্সগুলি অল ইন্ডিয়া কাউন্সিল ফর টেকনিক্যাল এডুকেশন (AICTE) দ্বারা অনুমোদিত। এই কলেজের ইঞ্জিনিয়ারিং ডিগ্রি কোর্সগুলি ন্যাশনাল বোর্ড অফ অ্যাক্রিডিটেশন (NBA) দ্বারা স্বীকৃত।

হলদিয়া ইনস্টিটিউট অফ টেকনোলজি কলেজে কি কি কোর্স পড়ানো হয়?

হলদিয়া ইনস্টিটিউট অফ টেকনোলজি কলেজে B.Tech, M.Tech, MBA ও MCA কোর্স পড়ানো হয়। কোর্সগুলিকে কয়েকটি নামে ভাগ করেছে, নীচে তা আলোচনা করা হল –

স্কুল অফ ইঞ্জিনিয়ারিং (School of Engineering)

স্কুল অফ ইঞ্জিনিয়ারিং-এ আন্ডার-গ্র্যাজুয়েট অর্থাৎ B.Tech কোর্সের মধ্যে রয়েছে,

স্কুল অফ ইঞ্জিনিয়ারিং-এ পোস্ট-গ্র্যাজুয়েট অর্থাৎ M.Tech কোর্সের মধ্যে রয়েছে,

  • M.Tech in Mechanical Engineering
  • M.Tech. in CE-Structural Engineering
  • M.Tech in Computer Science and Engineering
  • M.Tech in ECE-Microelectronics & VLSI Design

এছাড়াও এই ভাগে পোস্ট-গ্র্যাজুয়েটের মধ্যে Master of Computer Application (MCA) কোর্স রয়েছে।

স্কুল অফ অ্যাপ্লায়েড সায়েন্স ও হিউম্যানিটিস (School of Applied Sciences & Humanities)

এই স্কুল অফ অ্যাপ্লায়েড সায়েন্স ও হিউম্যানিটিসের মধ্যে স্নাতক স্তরের একটি কোর্স রয়েছে, তা হল – B.Tech in Applied Sciences.

স্কুল অফ কেমিক্যাল, ফুড ও বায়োটেকনোলজি (School of Chemical, Food & BioTechnology)

স্কুল অফ কেমিক্যাল, ফুড ও বায়োটেকনোলজিতে B.Tech ও M.Tech কোর্স রয়েছে কিছু বিষয়ে, নীচে তাদের নাম দেওয়া হল –

B.Tech কোর্স
M.Tech কোর্স
  • M.Tech in Chemical Engineering
  • M.Tech in Biotechnology

স্কুল অফ ম্যানেজমেন্ট ও সোশ্যাল সায়েন্স (School of Management & Social Sciences)

স্কুল অফ ম্যানেজমেন্ট ও সোশ্যাল সায়েন্স মধ্যে রয়েছে পোস্ট গ্র্যাজুয়েট কোর্স – Masters in Business Administration (MBA).

B.Tech কোর্সগুলির সময়সীমা 4 বছর। এই B.Tech কোর্সগুলিতে ভর্তি হওয়ার জন্য বিজ্ঞান বিভাগ থেকে উচ্চমাধ্যমিক বা সমতুল (10+2) পরীক্ষায় উত্তীর্ণ হওয়া আবশ্যক।

পোস্ট-গ্র্যাজুয়েট সকল কোর্স অর্থাৎ M.Tech, MCA, MBA কোর্সগুলির সময়সীমা 2 বছর। পোস্ট-গ্র্যাজুয়েট কোর্সে ভর্তি হওয়ার জন্য স্নাতক উত্তীর্ণ হতে হয়।

হলদিয়া ইনস্টিটিউট অফ টেকনোলজি কলেজে কিভাবে ভর্তি হওয়া যায়?

হলদিয়া ইনস্টিটিউট অফ টেকনোলজি কলেজে ভর্তি হওয়ার জন্য সাধারণত প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হতে হয়। প্রবেশিকা পরীক্ষায় র‍্যাঙ্ক এবং যোগ্যতা অনুযায়ী কাউন্সিলিং-এর মাধ্যমে এই কলেজে ভর্তি হওয়া যায়।

নীচে কোন কোর্সে ভর্তির জন্য কোন প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হতে হয় এবং কি যোগ্যতা প্রয়োজন, তা নীচে আলোচনা করা হল –

B.Tech কোর্সে ভর্তি

B.Tech কোর্সগুলিতে ভর্তি হওয়ার জন্য WBJEE পরীক্ষায় ভালো র‍্যাঙ্ক করা প্রয়োজন।

WBJEE পরীক্ষা সম্পর্কে জেনে নাও↓

WBJEE-Exam
WBJEE পরীক্ষার খুঁটিনাটি

এছাড়া উচ্চমাধ্যমিক বা সমতুল (10+2) পরীক্ষায় ফিজিক্স (Physics), কেমিস্ট্রি (Chemistry), ম্যাথামেটিক্স (Mathematics) ও বায়োটেকনোলজি (Biotechnology) বা এর প্রাসঙ্গিক কোনো বিষয় নিয়ে উত্তীর্ণ হতে হবে।

B.Tech কোর্সে ল্যাটেরাল এন্ট্রি (lateral entry) -এর জন্য JELET প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হতে হয়।

JELET পরীক্ষা সম্পর্কে বিস্তারিত জানতে ↓

JELET | জয়েন্ট এন্ট্রান্স ল্যাটারাল এন্ট্রি টেস্ট

M.Tech কোর্সে ভর্তি

M.Tech কোর্সের ভর্তি হওয়ার জন্য WB PGET / GATE প্রবেশিকা পরীক্ষায় ভালো র‍্যাঙ্ক করতে হবে। B.Tech/BE কোর্স উত্তীর্ণ প্রার্থীর এই কোর্সে ভর্তি হতে পারবে।

MCA কোর্সে ভর্তি

MCA কোর্সে ভর্তি হওয়ার জন্য WBJEE JECA প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। উচ্চ মাধ্যমিক এবং গ্র্যাজুয়েশনে মোট 50% নাম্বার প্রয়োজন।

যে সকল শিক্ষার্থীরা বিসিএ (BCA) বা BE/B.Tech Computer Science Engineering কোর্স উত্তীর্ণ করেছে বা উচ্চ মাধ্যমিক (10+2) বা স্নাতক স্তরে (B.Sc./B.Com./B.A) গণিত বিষয়টি নিয়ে উত্তীর্ণ করেছে, তারা এই কোর্সে ভর্তি হতে পারবে।

MBA কোর্সে ভর্তি

MBA কোর্সে ভর্তি হওয়ার জন্য MAT / JEMAT প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। যে কোনো বিষয় থেকে স্নাতক উত্তীর্ণ করা আবশ্যক।

যোগাযোগ

Address

Haldia Institute of Technology, Main Building

ICARE Complex, Hatiberia, Haldia,

Purba Medinipur, West Bengal, India

PIN: 721657

Contact Details

Phone No: (+913224) 252900 / 255166 / 252800

E-mail: admin@hithaldia.in

Website: https://hithaldia.ac.in/

পর্ব সমাপ্ত!

careerbondhu-telegram-channel

বিশেষ দ্রষ্টব্য

  • এই নিবন্ধে ব্যবহৃত তথ্য ইন্টারনেট, সংবাদ পত্র, পত্রিকা, প্রকাশিত রিপোর্ট ইত্যাদি থেকে সংগ্রহ করা হয়েছে। নিবন্ধে ব্যবহৃত বাণিজ্যিক প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, কোর্সের নাম ইত্যাদি শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে ব্যবহার করা হয়েছে। এই ব্যাপারে আরো জানার জন্য এই পাতাটি পড়ে নেবার অনুরোধ রইল → Disclaimer
  • নিবন্ধটি আমরা যথাসম্ভব ত্রুটি মুক্ত রাখার চেষ্টা করেছি, তথ্যে কোনরূপ ত্রুটি চিহ্নিত হলে তা অনিচ্ছাকৃত ত্রুটি হিসাবে গণ্য হবে, চিহ্নিত ত্রুটি এই পাতা থেকে তা আমাদের জানানো যেতে পারে → Report an error
error: Content is protected !!