Category – Colleges | Engineering Colleges
2009 সালে একটি ইঞ্জিনিয়ারিং কলেজ প্রতিষ্ঠিত হয়, যা স্যার জে. সি. বোস স্কুল অফ ইঞ্জিনিয়ারিং নামে পরিচিত ছিল। বর্তমানে এটিই সুপ্রিম নলেজ ফাউন্ডেশন গ্রুপ অফ ইনস্টিটিউশন (Supreme Knowledge Foundation Group of Institutions)। এটি একটি প্রাইভেট অর্থাৎ বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজ।
এই কলেজটি Maulana Abul Kalam Azad University of Technology (MAKAUT) দ্বারা অনুমোদিত।
Table of Contents
সুপ্রিম নলেজ ফাউন্ডেশন গ্রুপ অফ ইনস্টিটিউশনে কি কি পড়ানো হয়?
সুপ্রিম নলেজ ফাউন্ডেশন গ্রুপ অফ ইনস্টিটিউশনে আন্ডার-গ্র্যাজুয়েট (UG), পোস্ট-গ্র্যাজুয়েট (PG), ডিপ্লোমা (Diploma) ও ভোকেশনাল (Vocational) কোর্স পড়ানো হয়। কোর্সগুলি সম্পর্কে নীচে আলোচনা করা হল –
আন্ডার-গ্র্যাজুয়েট (UG)
আন্ডার-গ্র্যাজুয়েট কোর্সের মধ্যে রয়েছে, ইঞ্জিনিয়ারিং-এর বি.টেক (B.Tech) কোর্স। Bachelor of Technology (B.Tech) কোর্স যে যে বিষয়ের উপর করা যায়, তা নীচে দেওয়া হল –
- B.Tech in Computer Science & Engineering
- B.Tech in C.S.E – Artificial Intelligence & Machine Learning (AI & ML)
- B.Tech in Electrical Engineering
- B.Tech in Electronics & Communication Engineering
- B.Tech in Civil Engineering
- B.Tech in Mechanical Engineering ইত্যাদি।
B.Tech কোর্সগুলির সময়সীমা 4 বছর।
এছাড়াও 3 বছরের কিছু স্নাতক কোর্স রয়েছে, যথা –
- Bachelor of Computer Application (BCA)
- Bachelor of Business Administration (BBA)
- Bachelor of Business Administration (Hospital Management)
- Bachelor of Optometry
- B.Sc. in Hospitality & Hotel Administration
- B.Sc. in Cyber Security
- B.Sc. in Medical Lab Technology
- B.Sc. in Medical Instrumentation & Critical Care Technology
- B.Sc. in Multimedia, Animation & Graphics ইত্যাদি।
পোস্ট-গ্র্যাজুয়েট (PG)
পোস্ট-গ্র্যাজুয়েট কোর্সের মধ্যে রয়েছে, ইঞ্জিনিয়ারিং-এর এম.টেক (M.Tech) কোর্স, M.Sc. এবং মাস্টার (Master) ডিগ্রি কোর্স। কোর্সগুলির নাম নীচে দেওয়া হল –
- M.Tech in Computer Science and Engineering
- Master of Business Administration (MBA)
- Master of Optometry
- M.Sc. in Animation & Graphics ইত্যাদি।
পোস্ট-গ্র্যাজুয়েট সকল কোর্সের সময়সীমা 2 বছর।
ডিপ্লোমা (Diploma) কোর্স
ডিপ্লোমা কোর্সগুলির সময়সীমা 3 বছর। মাধ্যমিক পরীক্ষার পরই ডিপ্লোমা কোর্সে ভর্তি হওয়া যায়। সুপ্রিম নলেজ ফাউন্ডেশন গ্রুপ অফ ইনস্টিটিউশনে 3টি বিষয়ে ডিপ্লোমা কোর্স করার সুযোগ রয়েছে, তা হল –
ভোকেশনাল (Vocational) কোর্স
ভোকেশনাল কোর্সগুলি সাধারণত 1-2 বছরের হয়। সার্টিফিকেট বা ডিপ্লোমা স্তরের হয় এই ভোকেশনাল কোর্স। যে যে বিষয়ে করানো হয়, তা হল –
- Automobile Servicing
- Mobile Communication
- Electrical Skills
- Mechanical Manufacturing ইত্যাদি।
এই কোর্সগুলিতে ভর্তি সাধারণত ডাইরেক্ট অ্যাডমিশন হয়।
Supreme Knowledge Foundation Group of Institutions-এ কিভাবে ভর্তি হওয়া যায়?
সুপ্রিম নলেজ ফাউন্ডেশন গ্রুপ অফ ইনস্টিটিউশনে ভর্তি হওয়ার জন্য যোগ্যতার সঙ্গে সঙ্গে কিছু বিষয়ে প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হওয়া আবশ্যক।
নীচে কোন কোর্সের জন্য কি যোগ্যতা প্রয়োজন ও কোন প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হওয়া আবশ্যক তা আলোচনা করা হল –
আন্ডার-গ্র্যাজুয়েট (UG) কোর্সে ভর্তি
সুপ্রিম নলেজ ফাউন্ডেশন গ্রুপ অফ ইনস্টিটিউশনে B.Tech কোর্সগুলিতে ভর্তি হওয়ার জন্য উচ্চমাধ্যমিক বা সমতুল (10+2) পরীক্ষায় বিজ্ঞান বিভাগ অর্থাৎ ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ (PCM) বিষয়ে 45% নাম্বার এবং ইংরাজি বিষয়ে 30% নাম্বার নিয়ে উত্তীর্ণ হওয়া আবশ্যক। এর পাশাপাশি WBJEE বা JEE-Main পরীক্ষায় ভালো র্যাঙ্ক করতে হবে।
WBJEE পরীক্ষা সম্পর্কে বিস্তারিত জেনে নাও ↓
WBJEE Exam | ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স | পশ্চিমবঙ্গ জয়েন্ট পরীক্ষা
স্নাতক কোর্সগুলি অর্থাৎ BCA, BBA ও B.Sc.-এ ভর্তি হওয়ার জন্য উচ্চমাধ্যমিক বা সমতুল (10+2) পরীক্ষায় উত্তীর্ণ হওয়া আবশ্যক এবং সাধারণত কোনো প্রবেশিকা পরীক্ষা দেওয়ার প্রয়োজন হয় না।
পোস্ট-গ্র্যাজুয়েট (PG) কোর্সে ভর্তি
SKFGI কলেজে পোস্ট-গ্র্যাজুয়েট কোর্সে ভর্তি হওয়ার জন্য নির্দিষ্ট বিষয়ে স্নাতক উত্তীর্ণ হওয়া আবশ্যক এবং প্রবেশিকা পরীক্ষায় র্যাঙ্ক করা প্রয়োজন।
- যেমন, M.Tech কোর্সের ভর্তি হওয়ার জন্য B.Tech বা BE ডিগ্রি থাকতে হবে এবং GATE বা PGCET প্রবেশিকা পরীক্ষায় ভালো র্যাঙ্ক করতে হবে।
- আবার, MBA কোর্সে ভর্তি হওয়ার জন্য CAT/ MAT/ CMAT/ WBJEMAT যে কোনো একটি প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং নির্দিষ্ট কিছু বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে।
- Master of Optometry ও M.Sc. in Animation & Graphics কোর্সে নির্দিষ্ট কিছু বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে। কোনো প্রবেশিকা পরীক্ষা দেওয়ার প্রয়োজন নেই।
ডিপ্লোমা (Diploma) কোর্সে ভর্তি
মাধ্যমিক বা সমতুল (10) পরীক্ষায় 35% নাম্বার নিয়ে উত্তীর্ণ হওয়া এবং JEXPO পরীক্ষায় র্যাঙ্ক করে কাউন্সিলিং-এর মাধ্যমে সুপ্রিম নলেজ ফাউন্ডেশন কলেজে ডিপ্লোমা কোর্সে ভর্তি হওয়া যায়।
যোগাযোগ
Address
Supreme Knowledge Foundation, Main Building
1 Khan Road, P.O. Mankundu,
(Near Mankundu Railway Station)
City- Chandannagar, Dist- Hooghly,
West Bengal, India
Pin: 712139
Contact Details
Phone:
- 033 2683 1141
- 9007783852
- 9163321086
Email: info@skf.edu.in
Website: www.skf.edu.in
পর্ব সমাপ্ত!
বিশেষ দ্রষ্টব্য
- এই নিবন্ধে ব্যবহৃত তথ্য ইন্টারনেট, সংবাদ পত্র, পত্রিকা, প্রকাশিত রিপোর্ট ইত্যাদি থেকে সংগ্রহ করা হয়েছে। নিবন্ধে ব্যবহৃত বাণিজ্যিক প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, কোর্সের নাম ইত্যাদি শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে ব্যবহার করা হয়েছে। এই ব্যাপারে আরো জানার জন্য এই পাতাটি পড়ে নেবার অনুরোধ রইল → Disclaimer।
- নিবন্ধটি আমরা যথাসম্ভব ত্রুটি মুক্ত রাখার চেষ্টা করেছি, তথ্যে কোনরূপ ত্রুটি চিহ্নিত হলে তা অনিচ্ছাকৃত ত্রুটি হিসাবে গণ্য হবে, চিহ্নিত ত্রুটি এই পাতা থেকে তা আমাদের জানানো যেতে পারে → Report an error।