Chemical Engineering
Streams – Engineering & Architecture

বর্তমান যুগে রসায়ন বিদ্যার গুরুত্ব অপরিসীম। রসায়ন বিদ্যাকে প্রযুক্তি ক্ষেত্রে কাজে লাগিয়ে কৃষি থেকে শিল্প সর্বত্রই বিপ্লব ঘটছে। তাই উন্নতমানের সার, কীটনাশক থেকে শুরু করে প্লাস্টিক শিল্প, পেট্রোরসায়ানাগার, টায়ার শিল্প, ওষুধ শিল্পেসহ একাধিক ক্ষেত্রে এর গুরুত্ব উল্লেখযোগ্য। তাই কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং শাখাটি পেশাগত দিক থেকে খুবই গুরুত্বপূর্ণ।

কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং কি?

কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এর মূল বিষয় হল কেমিক্যাল ফ্যাক্টরি বা প্ল্যান্টগুলির যাবতীয় designing এবং কাজকর্মের ধরন নিয়ে পড়াশোনা। এটি রসায়ন ইঞ্জিনিয়ারিং বিদ্যার একটি শাখা যেখানে ভৌত বিজ্ঞানের (রসায়ন বা পদার্থবিজ্ঞান) সাথে গণিতের সামঞ্জস্য ঘটিয়ে কোনো কাঁচামালকে বিশেষ পদ্ধতির মাধ্যমে উৎকৃষ্ট পদার্থে পরিণত করা হয়।

এই কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়গুলির মধ্যে Biotechnology, Nanotechnology, Mineral processing, Ceramics, Fluid dynamics, Environmental Science, Materials Science এবং Thermodynamics এই সমস্ত বিষয়ই পড়ে।
careerbondhu.com whatsapp channel

কিভাবে পড়ব কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং?

Diploma in Chemical Engineering

এটি একটি তিন বছরের ডিপ্লোমা কোর্স। মাধ্যমিক বা এর সমতুল (10) পরীক্ষার পরে রাজ্যভিত্তিক প্রবেশিকা (যেমন JEXPO) পরীক্ষায় ফলাফলের ভিত্তিতে ডিপ্লোমা কোর্স করা যায়। [প্রসঙ্গত তিন বছরের ডিপ্লোমা কোর্স শেষ করে lateral entry (যেমন JELET) পরীক্ষায় উত্তীর্ণ হলে সরাসরি B Tech এর দ্বিতীয় বর্ষে ভর্তি হওয়া যায়।]


আরো পড়ো – Diploma in Chemical Engineering | কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা কোর্স

B Tech in Chemical Engineering

এটি একটি চার বছরের ডিগ্রি কোর্স। উচ্চমাধ্যমিক বা এর সমতুল (10+2) পরীক্ষার পরে সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষা ([JEE Main], রাজ্যভিত্তিক প্রবেশিকা পরীক্ষা (যেমন WBJEE) অথবা কলেজভিত্তিক পরীক্ষায় (যেমন VITEEE, BITSAT ইত্যাদি) উত্তীর্ণ হয়ে ভারতের বিভিন্ন কলেজে B Tech in Chemical Engineering পড়া যায়।


আরো পড়ো – B.Tech in Chemical Engineering | কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিটেক কোর্স

JEE-Main-exam-details
JEE (Main) পরীক্ষার খুঁটিনাটি

M Tech in Chemical Engineering

B Tech করা সম্পূর্ণ হলে দুই বছরের জন্য স্নাতকোত্তর পর্বের পড়াশোনা করা যায়। এক্ষেত্রেও সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হতে হয়।

ভারতের কিছু বিখ্যাত কলেজ

  • Indian Institute of Technology, Madras
  • National Institute of Technology, Tiruchirappalli
  • Jadavpur University
  • Vellore Institute of Technology

[Source NIRF Ranking]
careerbondhu.com telegram channel

কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং-এ কি কি পড়তে হয়?

এখানে মূল যে বিষয়গুলি পড়তে হয়, সেগুলি হল,

  • Separation processes
  • Heat, mass, and momentum
  • Petroleum engineering
  • Industrial chemistry
  • Environmental management
  • Fluid mechanics
  • Cell biology
  • Thermodynamics ইত্যাদি।

এগুলি ছাড়াও রয়েছে, mass and heat transfer, techniques for separation of materials, plant design, process systems, process economics, process analysis and process operations ইত্যাদি বিষয়।

Agriculture-engineering-course-details
Agriculture Engineering কোর্স সম্পর্কে বিস্তারিত আলোচনা

কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং কোর্সের ভবিষ্যৎ কেমন?

খাদ্যপণ্য উৎপাদন থেকে কম্পিউটারের মাইক্রোচিপ উৎপাদন, সর্বত্রই এই বিদ্যা ব্যবহার হয়। আর আগামীদিনে উৎপাদন শিল্পের ব্যবহার যে বৃদ্ধি পাবে তা আর বলার অপেক্ষা রাখে না। তাই বলা যায় যোগ্য কেমিক্যাল ইঞ্জিনায়ারদের ভবিষ্যৎ যথেষ্ট উজ্জল।

মূলত বিভিন্ন manufacturing process গুলিকে সামলাবার জন্য এবং সেগুলিকে আরো Cost effective করে তোলার জন্য কেমিক্যাল ইঞ্জিনিয়ারদের প্রয়োজন হয়।
careerbondhu.com whatsapp channel

কেমিক্যাল ইঞ্জিনিয়াররা কি ধরণের কাজ করেন?

কেমিক্যাল ইঞ্জিনিয়াররা মূলত যে ধরনের কাজে নিযুক্ত হতে পারেন সেগুলি হল,

  • Chemical Engineer
  • Process Engineers
  • Chemical Plant and System Operator
  • Manufacturing Production Technician
  • Biotechnologist
  • Environmental and Healthcare Engineer
  • Food Scientist ইত্যাদি

সার কারখানা, পেপার মিল, সুগার মিল, গ্লাস ও সেরামিক শিল্প, পেইন্ট ইন্ডাস্ট্রি, ঔষধ শিল্প, ফুড এন্ড বেভারেজ কোম্পানি, জল পরিশোধন প্ল্যান্ট, তেল পরিশোধন প্ল্যান্ট, টেক্সটাইল ইন্ডাস্ট্রি, কসমেটিকস কোম্পানি, সিমেন্ট কারখানা, ট্যানারী শিল্প (লেদার), প্লাস্টিক শিল্প, গ্যাস ফিল্ড ইত্যাদি ক্ষেত্রে বহু কেমিক্যাল ইঞ্জিনায়ারদের নিয়োগ করা হয়।

Architecture-course-details
আর্কিটেকচার কোর্স সম্পর্কে বিস্তারিত আলোচনা

কিছু বিখ্যাত প্রাইভেট সংস্থা যারা কেমিক্যাল ইঞ্জিনায়ারদের নিয়োগ করে,

  • Reliance Industries Ltd.
  • Shree Cement
  • Aarti Industries
  • Deepak Fertilizers and Petrochemicals Corp. Ltd
  • GlaxoSmithKline ইত্যাদি।

কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়ে কি সরকারি চাকরি পাওয়া যায়?

অবশ্যই সরকারী চাকরি পাওয়া যায়। কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং-এ বি টেক (B. Tech) করা থাকলে ভবিষ্যতে সরকারি চাকরির সুযোগও যথেষ্ট ভালো। বিভিন্ন সরকারি সংস্থা নিয়মিত কেমিক্যাল ইঞ্জিনিয়ারদের নিয়োগ করে, তাদের মধ্যে কয়েকটি সংস্থা হল –

  • Gas Authority of India Ltd.
  • Bharat Heavy Electricals Limited
  • Bharat Petroleum Corporation Limited
  • Oil and Natural Gas Corporation Limited
  • Bharat Electronics Limited ইত্যাদি।

পর্ব সমাপ্ত!


নিয়মিত আপডেট পাওয়ার জন্য ফলো করুন

WhatsApp Channel | Telegram Channel | Facebook Page


careerbondhu-telegram-channel

বিশেষ দ্রষ্টব্য

  • এই নিবন্ধে ব্যবহৃত তথ্য ইন্টারনেট, সংবাদ পত্র, পত্রিকা, প্রকাশিত রিপোর্ট ইত্যাদি থেকে সংগ্রহ করা হয়েছে। নিবন্ধে ব্যবহৃত বাণিজ্যিক প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, কোর্সের নাম ইত্যাদি শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে ব্যবহার করা হয়েছে। এই ব্যাপারে আরো জানার জন্য এই পাতাটি পড়ে নেবার অনুরোধ রইল → Disclaimer
  • নিবন্ধটি আমরা যথাসম্ভব ত্রুটি মুক্ত রাখার চেষ্টা করেছি, তথ্যে কোনরূপ ত্রুটি চিহ্নিত হলে তা অনিচ্ছাকৃত ত্রুটি হিসাবে গণ্য হবে, চিহ্নিত ত্রুটি এই পাতা থেকে তা আমাদের জানানো যেতে পারে → Report an error
error: Content is protected !!