Streams – Engineering & Architecture
মানুষের বেঁচে থাকার প্রয়োজনে তিনটি প্রধান মৌলিক চাহিদা হল – খাদ্য, বস্ত্র, বাসস্থান। প্রাচীনকালে মানুষ যখন গোষ্ঠীবদ্ধভাবে বাঁচতে শেখে তখন থেকেই সুরক্ষার প্রয়োজনে সে বাসস্থানের প্রয়োজনীয়তা অনুভব করে। গুহা থেকে শুরু করে আজকের চাকচিক্যে ভরা হাইরাইজ অ্যাপার্টমেন্ট হল সভ্যতার উন্নতির সাথে সাথে বাসস্থানের বিবর্তন।
বর্তমানে বাসস্থান শুধুমাত্র সুরক্ষার প্রয়োজনেই গড়ে ওঠে না, সামাজিক প্রতিপত্তি সহ একাধিক কারণে গড়ে ওঠে। তাই তা সুন্দর পরিকল্পনা অনুসারে নির্মাণ করা হয়।
বর্তমানে সেতু, রাস্তা, অফিস বিল্ডিং, অ্যাপার্টমেন্ট ইত্যাদি সবকিছুই খুবই পরিকল্পনামাফিক তৈরি করা হয়। আর যারা এগুলি নির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তারাই হলেন সিভিল ইঞ্জিনিয়ার।
Table of Contents
সিভিল ইঞ্জিনিয়ারিং কী?
সিভিল ইঞ্জিনিয়ারিং হল ইঞ্জিনিয়ারিং-এর অন্যতম পুরনো শাখা। ইঞ্জিনিয়ারিং-এর এই শাখায় কৃত্রিম বা প্রাকৃতিকভাবে গড়ে ওঠা নির্মাণের রক্ষনাবেক্ষণ এবং ব্যবস্থাপনা, নকশা, নির্মাণ কৌশল নিয়ে পড়াশোনা করা হয়।
কিভাবে পড়ব সিভিল ইঞ্জিনিয়ারিং?
Diploma in Civil Engineering
এটি একটি তিন বছরের ডিপ্লোমা কোর্স। মাধ্যমিক বা এর সমতুল (10) পরীক্ষার পরে রাজ্যভিত্তিক প্রবেশিকা (যেমন JEXPO) পরীক্ষায় ফলাফলের ভিত্তিতে ডিপ্লোমা কোর্স করা যায়। প্রসঙ্গত তিন বছরের ডিপ্লোমা কোর্স শেষ করে lateral entry (যেমন JELET) পরীক্ষায় উত্তীর্ণ হলে সরাসরি B.Tech এর দ্বিতীয় বর্ষে ভর্তি হওয়া যায়।
JELET ও JEXPO প্রবেশিকা পরীক্ষা সম্পর্কে জেনে নাও↓
JELET প্রবেশিকা পরীক্ষা কি?
JEXPO প্রবেশিকা পরীক্ষা কি?
B.Tech in Civil Engineering
এটি একটি চার বছরের ডিগ্রি কোর্স। উচ্চমাধ্যমিক বা এর সমতুল (10+2) পরীক্ষার পরে সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষা (JEE Main), রাজ্যভিত্তিক প্রবেশিকা পরীক্ষা (যেমন WBJEE) অথবা কলেজভিত্তিক পরীক্ষায় (যেমন VITEEE, BITSAT ইত্যাদি) উত্তীর্ণ হয়ে ভারতের বিভিন্ন কলেজে Civil Engineeraing-এ B.Tech করা যায়।
M.Tech in Civil Engineering
B.Tech করা সম্পূর্ণ হলে দুই বছরের জন্য স্নাতকোত্তর পর্বের পড়াশোনা করা যায়। এক্ষেত্রেও সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হতে হয়।
কোথায় পড়বো সিভিল ইঞ্জিনিয়ারিং
ভারতের বিভিন্ন জায়গায়র বিভিন্ন কলেজে এই সিভিল ইঞ্জিনিয়ারিং পড়ানো হয়। নীচে ভারত এবং পশ্চিমবঙ্গের কিছু কলেজের নাম দেওয়া হল –
ভারতের কিছু বিখ্যাত কলেজ
- Indian Institute of Technology, Madras
- National Institute of Technology, Tiruchirappalli
- Vellore Institute of Technology
- S.R.M. Institute of Science and Technology
- Birla Institute of Technology & Science – Pilani, Rajasthan
- Jamia Millia Islamia, New Delhi
পশ্চিমবঙ্গের কিছু বিখ্যাত কলেজ
- IIT Kharagpur, Kharagpur
- Jadavpur University, Kolkata
- IIEST Shibpur, Howrah
- NIT Durgapur, Durgapur
- Heritage Institute of Technology, Kolkata
- MAKAUT, Kolkata
সিভিল ইঞ্জিনিয়ারিং-এ কি কি পড়তে হয়?
এখানে মূল যে বিষয়গুলি পড়তে হয়, সেগুলি হল,
1) Electronics
2) Programming and data structure
3) IT and CAD
4) Design of steel structures
5) Structural analysis
6) Foundation engineering ইত্যাদি।
Civil Engineering কোর্সের ভবিষ্যৎ কেমন?
সিভিল ইঞ্জিনিয়ারিং এমন একটি শাখা যেখানে অতীতে কাজের সুযোগ ছিল, বর্তমানে আছে এবং আগামী দিনেও থাকবে। আমরা আগেই জেনেছি যে সকল ধরনের কৃত্রিম নির্মাণে সিভিল ইঞ্জিনিয়ারদের ভূমিকা থাকে এবং সঠিকভাবে কোর্সটি সম্পূর্ণ করলে কাজ করার প্রচুর সুযোগ সুবিধা রয়েছে। প্রাচীনকাল থেকেই এর চাহিদা প্রচুর এবং ভবিষ্যতেও এর চাহিদা থাকবে। ভারতের মতো উন্নয়নশীল দেশে নির্মাণকার্য একটি অপরিহার্য অঙ্গ। তাই ভারতে যে সিভিল ইঞ্জিনিয়ারিং পেশার যথেষ্ট সুযোগ থাকবে তা আর বলার অপেক্ষা রাখেনা।
আমাদের Facebook পেজ লাইক করার অনুরোধ রইল। ↓
এই শিল্পক্ষেত্রে কিছু বিখ্যাত প্রাইভেট সংস্থা
• Tata Projects Limited
• L&T Limited
• Lodha Group
• Nagarjuna Construction Company
• Shapoorji Pallonji and Co. Ltd ইত্যাদি
সিভিল ইঞ্জিনিয়ারিংকরে কি ধরনের চাকরী পাওয়া যায়?
সিভিল ইঞ্জিনিয়াররা বিভিন্ন ধরনের প্রোজেক্ট নির্মাণ করে যেমন – রাস্তা, এয়ারপোর্ট, বিভিন্ন বিল্ডিং, টানেল, জল নিকাশির ব্যবস্থা ইত্যাদির সঙ্গে যুক্ত থাকেন। সিভিল ইঞ্জিনিয়ারদের অন্যতম কাজগুলি হল বিভিন্ন বিল্ডিং এর নকশা (design) এবং বিল্ডিং নির্মাণ পরিচালনা করা, বিল্ডিং, ব্রিজ ইত্যাদি নির্মাণের লোড ক্যালকুলেশন করা।
সিভিল ইঞ্জিনিয়াররা মূলত যে ধরনের কাজে নিযুক্ত হতে পারেন সেগুলি হল,
• transportation engineer,
• construction engineer,
• materials engineer,
• structural engineer,
• environmental engineer,
• city planner,
• urban development engineer,
• Geotechnical Engineers ইত্যাদি।
এছাড়াও সিভিল ইঞ্জিনিয়াররা ফার্ম খুলে নিজের ব্যবসা শুরু করতে পারেন।
সিভিল ইঞ্জিনিয়ারিং পড়ে কি সরকারি চাকরি পাওয়া যায়?
অবশ্যই সরকারী চাকরি পাওয়া যায়। সিভিল ইঞ্জিনিয়ারিং এ বি.টেক (B.Tech) করা থাকলে ভবিষ্যতে সরকারী চাকরির সুযোগও যথেষ্ট ভালো। বিভিন্ন সরকারী সংস্থা নিয়মিত সিভিল ইঞ্জিনিয়ার নিয়োগ করে।
প্রবেশিকা পরীক্ষাগুলি সম্পর্কে বিস্তারিত জেনে নাও↓
JEE (Main) | WBJEE | JELET
কয়েকটি সরকারী সংস্থা হল –
• Municipal Corporations,
• Delhi Development Authority,
• Metro Rail,
• National Highway Authority of India,
• Indian Oil Corporation,
• Public Works Department, Central and State
• Military Engineering Services,
• Airport Authority of India,
• Indian Air Force, Railways,
• Oil and Natural Gas Corporation ইত্যাদি।
পর্ব সমাপ্ত!
নিয়মিত আপডেট পাওয়ার জন্য ফলো করুন ↓
WhatsApp Channel | Telegram Channel | Facebook Page
কেরিয়ার ও ব্যবসা সম্পর্কিত কোনো প্রশ্ন থাকলে বা কি রকম ধরনের পোস্ট চাইছো, তা নীচের ছবিটায় ক্লিক করে জানাতে পারো↓
বিশেষ দ্রষ্টব্য
- এই নিবন্ধে ব্যবহৃত তথ্য ইন্টারনেট, সংবাদ পত্র, পত্রিকা, প্রকাশিত রিপোর্ট ইত্যাদি থেকে সংগ্রহ করা হয়েছে। নিবন্ধে ব্যবহৃত বাণিজ্যিক প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, কোর্সের নাম ইত্যাদি শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে ব্যবহার করা হয়েছে। এই ব্যাপারে আরো জানার জন্য এই পাতাটি পড়ে নেবার অনুরোধ রইল → Disclaimer।
- নিবন্ধটি আমরা যথাসম্ভব ত্রুটি মুক্ত রাখার চেষ্টা করেছি, তথ্যে কোনরূপ ত্রুটি চিহ্নিত হলে তা অনিচ্ছাকৃত ত্রুটি হিসাবে গণ্য হবে, চিহ্নিত ত্রুটি এই পাতা থেকে তা আমাদের জানানো যেতে পারে → Report an error।