Marine Engineering
Category – Engineering & Architecture

মেরিন ইঞ্জিনিয়ারিং (Marine Engineering) কি?

মেরিন কথার অর্থ হল সামুদ্রিক যানবাহন যেমন – নৌকা, জাহাজ, সাবমেরিন ইত্যাদি। তাই মেরিন ইঞ্জিনিয়ারিং হল সামুদ্রিক যানবাহন, মেশিনের সরঞ্জাম পরিচালনা এবং নির্মাণ ইত্যাদি বিভিন্ন সামুদ্রিক যন্ত্রপাতি সম্পর্কিত বিশেষ জ্ঞান।

ইঞ্জিনিয়ারিং শাখার বিভিন্ন বিভাগ যেমন – মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক এবং কম্পিউটার সায়েন্সের মিশ্রিত একটি বিষয় হল মেরিন ইঞ্জিনিয়ারিং, যা জলপরিবহন ব্যবস্থার উন্নয়ন, বিভিন্ন সামুদ্রিক যানবাহনের ডিজাইন, তার পরিচালনা, তা যথাযথভাবে মেইনটেইন করার জন্য ভীষণ প্রয়োজন।

মেরিন ইঞ্জিনিয়ারিং কোর্স সফলভাবে উত্তীর্ণ যারা করেন তাদের মেরিন ইঞ্জিনিয়ার বলা হয়। এনারা বিভিন্ন সামুদ্রিক যানবাহনের ডিজাইন, নির্মাণ ও তা রক্ষণাবেক্ষণ করেন।


আরো পড়ুন – Textile Engineering | টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং

কিভাবে পড়বো মেরিন ইঞ্জিনিয়ারিং?

মেরিন ইঞ্জিনিয়ারিং-এর কোর্সগুলি নীচে সম্পর্কে আলোচনা করা হল –

Diploma in Marine Engineering

মেরিন ইঞ্জিনিয়ারিং-এর ডিপ্লোমা কোর্স হল একটি 3 বছরের স্নাতক স্তরের কোর্স। এই কোর্সে ভর্তি হওয়ার জন্য মাধ্যমিক বা সমতুল (10) পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। এরপর প্রবেশিকা পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। পশ্চিমবঙ্গে ডিপ্লোমা কোর্সে ভর্তি হওয়ার অন্যতম প্রবেশিকা পরীক্ষা হল JEXPO.


আরো পড়ুন – JEXPO প্রবেশিকা পরীক্ষা কি?

B.Tech in Marine Engineering

মেরিন ইঞ্জিনিয়ারিং-এর বি.টেক কোর্স হল একটি স্নাতক স্তরের কোর্স, যার সময়সীমা 4 বছর। এই কোর্সে ভর্তি হওয়ার জন্য বিজ্ঞান বিভাগ (পদার্থবিদ্যা, রসায়নবিদ্যা, গণিত) থেকে উচ্চমাধ্যমিক বা সমতুল (10+2) পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এরপর জাতীয় স্তরের (JEE Main) বা রাজ্যভিত্তিক (WBJEE) অথবা কলেজভিত্তিক (যেমন VITEEE, BITSAT ইত্যাদি) প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ভর্তি হতে হবে।


প্রবেশিকা পরীক্ষাগুলি সম্পর্কে আরো এবং বিস্তারিত জেনে নিন –

M.Tech in Marine Engineering

মেরিন ইঞ্জিনিয়ারিং-এর বি.টেক কোর্স হল একটি 2 বছরের স্নাতকোত্তর কোর্স। এই কোর্সে ভর্তি হওয়ার জন্য বি.টেক কোর্স করা আবশ্যক এবং এই কোর্সে ভর্তি হওয়ার জন্যও প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

মেরিন ইঞ্জিনিয়ারিং কোথায় কোথায় পড়ানো হয়?

পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের বিভিন্ন কলেজে এই মেরিন ইঞ্জিনিয়ারিং পড়ানো হয়।

নীচে কয়েকটি কলেজের নাম দেওয়া হল –

  • Indian Maritime University, Kolkata
  • The Institutions of Engineers India, Kolkata
  • Marine Engineering and Research Institute, Kolkata
  • Seacom Engineering College, Howrah
  • Institute of Technology Marine Engineering, Kolkata
  • The Neotia University, Kolkata ইত্যাদি।

আরো পড়ুন – B.Tech in Dairy Technology | ডেয়ারি টেকনোলোজির বি.টেক কোর্স

মেরিন ইঞ্জিনিয়ারিং ফি কত?

Diploma কোর্স ফি – ডিপ্লোমা কোর্সের ফি সাধারণত 10,000 থেকে 2 লাখ টাকা অবধি বা আরো বেশী হতে পারে।

B.Tech কোর্স ফি – সাধারণভাবে B.Tech কোর্স ফী 20 হাজার থেকে 15 লাখ টাকা অবধি হতে পারে।

বিভিন্ন প্রতিষ্ঠানের ক্ষেত্রে এই কোর্স ফী আলাদা আলাদা হয়।

মেরিন ইঞ্জিনিয়ারিং-এ কি কি পড়তে হয়?

মেরিন ইঞ্জিনিয়ারিং কোর্সে যে যে বিষয়ে পড়ানো হয়, সেগুলি হল –

  • Marine Boilers
  • Marine power plant
  • Analytic and solid geometry
  • Marine pollution and prevention
  • Mechanics of Machines
  • Fuel oils and lubricant
  • Engine watchkeeping
  • Ship Fire Prevention & Control
  • Ship construction and suitability
  • Ship Structure and Construction
  • Marine Auxiliary Machines
  • Marine Steam Engineering
  • Electro engineering
  • Naval Architecture
  • Advance Marine Technology ইত্যাদি।

আরো পড়ুন – B.Tech in Construction Engineering | কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ারিং-এর বি.টেক কোর্স

মেরিন ইঞ্জিনিয়ারিং-এর ভবিষ্যৎ কেমন?

আমাদের পৃথিবীর 3ভাগ জল এবং 1ভাগ স্থল। তাই আমাদের পৃথিবীতে জলের ভাগ বেশি, বিভিন্ন দেশের মধ্যে পরিবহণ এবং বাণিজ্য ব্যবস্থার বৃদ্ধির জন্য জলযানের প্রয়োজন প্রচুর। আর এই জলযান ডিজাইন থেকে শুরু করে তা পরিচালনা করা অবধি প্রয়োজন হয় মেরিন ইঞ্জিনিয়ারদের।

মেরিন ইঞ্জিনিয়ারিং করে যে ধরনের কাজের সুযোগ পাওয়া যায়, সেগুলি হল –

  • Marine Engineer
  • Marine Surveyor
  • Design Engineer
  • Ship Manager
  • Chief Security Officer
  • Navy Personnel
  • Port Manager
  • Maintenance Engineer
  • Chief Electric Tech Officer ইত্যাদি।

মেরিন ইঞ্জিনিয়াররা সরকারি-বেসরকারি শিপিং (Shipping) কোম্পানি, সিক্রাফ্ট (seacraft) ডিজাইনিং ও নির্মাণ কোম্পানি এবং জলযান উৎপাদন সংস্থাগুলিতে কাজের প্রচুর সুযোগ রয়েছে। দেশে-বিদেশে কাজের সুযোগ রয়েছে।

কয়েকটি বিখ্যাত নিয়োগকারী সংস্থা হল –

  • Indian Navy
  • Indian Coast Guard
  • Sea Ports
  • ABG Shipyard
  • Bharati Shipyard ইত্যাদি।

পর্ব সমাপ্ত!

careerbondhu-telegram-channel

বিশেষ দ্রষ্টব্য

  • এই নিবন্ধে ব্যবহৃত তথ্য ইন্টারনেট, সংবাদ পত্র, পত্রিকা, প্রকাশিত রিপোর্ট ইত্যাদি থেকে সংগ্রহ করা হয়েছে। নিবন্ধে ব্যবহৃত বাণিজ্যিক প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, কোর্সের নাম ইত্যাদি শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে ব্যবহার করা হয়েছে। এই ব্যাপারে আরো জানার জন্য এই পাতাটি পড়ে নেবার অনুরোধ রইল → Disclaimer
  • নিবন্ধটি আমরা যথাসম্ভব ত্রুটি মুক্ত রাখার চেষ্টা করেছি, তথ্যে কোনরূপ ত্রুটি চিহ্নিত হলে তা অনিচ্ছাকৃত ত্রুটি হিসাবে গণ্য হবে, চিহ্নিত ত্রুটি এই পাতা থেকে তা আমাদের জানানো যেতে পারে → Report an error
error: Content is protected !!