Category – Genaral Studies
Table of Contents
কম্পিউটার সায়েন্স (Computer Science) কি?
বিজ্ঞানের একটি শাখা হল কম্পিউটার সায়েন্স, যেখানে কম্পিউটারের বিভিন্ন ব্যবহারিক কৌশল, পরিগণনা ইত্যাদি বিভিন্ন বিষয়ে ধারণা দেওয়া হয়।
এক কথায় বলতে গেলে কম্পিউটার সায়েন্সের বিষয়বস্তু হল কম্পিউটেশন (Computation), অটোমেশন (Automation) এবং ইনফরমেশন (Information)।
কম্পিউটার সায়েন্স নিয়ে যারা গবেষণা করে, তাদের কম্পিউটার বিজ্ঞানী বলা হয়।
কম্পিউটার সায়েন্স অনার্স হল একটি স্নাতক স্তরের কোর্স, যার সময়সীমা তিন বছর।
কারা পড়বেন কম্পিউটার সায়েন্স অনার্স?
- যাদের কম্পিউটার সায়েন্স বিষয়ে আগ্রহ রয়েছে,
- কম্পিউটার সায়েন্সের বিভিন্ন বিষয়ে গবেষণা করতে চান, তাদের কম্পিউটার সায়েন্স অনার্স করা উচিত।
আরো পড়ুন – নিউট্রিশন অনার্স | Nutrition Honours
কিভাবে পড়বো কম্পিউটার সায়েন্স অনার্স?
কম্পিউটার সায়েন্স অনার্স করার জন্য পদার্থবিদ্যা (Physics), রসায়নবিদ্যা (Chemistry) ও গণিত (Mathematics) বিষয় তিনটি নিয়ে উচ্চমাধ্যমিক বা সমতুল (10+2) পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং 50% নাম্বার থাকা আবশ্যক। এই নাম্বারের মাত্রা বিভিন্ন কলেজে ভিন্ন হয়।
এই কোর্সে সাধারণত উচ্চমাধ্যমিক বা সমতুল (10+2) পরীক্ষায় প্রাপ্ত নাম্বারের ভিত্তিতে ভর্তি হওয়া যায়।
আরো পড়ুন – ইকোনমিকস অনার্স | Economics Honours
কম্পিউটার সায়েন্স অনার্স কোথায় কোথায় পড়ানো হয়?
পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের বিভিন্ন কলেজে কম্পিউটার সায়েন্স অনার্স পড়ানো হয়। কয়েকটি কলেজের নাম নীচে দেওয়া হল –
- Scottish Church College (SCC), Kolkata
- St. Xavier’s College, Kolkata
- Asutosh College, Kolkata
- Bethune College, Kolkata
- Lady Brabourne College, Kolkata
- Seth Anandram Jaipuria College, Kolkata
- Vidyasagar College, Kolkata
- Bangabasi College, Kolkata ইত্যাদি।
বিভিন্ন কলেজ সম্পর্কে জানতে, দেখে নিন – কলেজ দর্পণ | Colleges
কম্পিউটার সায়েন্স অনার্স ফি কত?
সরকারি কলেজে কোর্স ফি বেসরকারি কলেজের তুলনায় কম। বিভিন্ন কলেজে কোর্স ফি ভিন্ন। সাধারণত এই কোর্সের ফি 10,000 থেকে 1 লাখ টাকা পর্যন্ত।
কম্পিউটার সায়েন্স অনার্সে কি কি পড়তে হয়?
কম্পিউটার সায়েন্স অনার্সে যে যে বিষয়ে ধারণা দেওয়া হয়, তা হল –
- Introduction to Digital Electronics
- Database Management Systems
- Data Structure
- Operating Systems Concepts
- Linux Fundamentals
- Computer Networks
- Numerical Analysis
- Core JAVA
- Python Programming
- Linear Algebra
- Operating System
- Introduction to Web Technology
- NET Technologies ইত্যাদি।
আরো পড়ুন – জৈবরসায়ন অনার্স | Biochemistry Honours
কম্পিউটার সায়েন্স অনার্সের ভবিষ্যৎ কেমন?
বর্তমানে কম্পিউটার মানুষের জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে গেছে। ব্যবসা থেকে শুরু করে, অফিস, স্কুল ইত্যাদি সর্বক্ষেত্রে কম্পিউটারের প্রয়োজনীতা রয়েছে। তাই কম্পিউটার সায়েন্স অনার্স করার পর শিক্ষার্থীদের সরকারি ও বেসরকারি বিভিন্ন ক্ষেত্রে প্রচুর কাজের সুযোগ রয়েছে।
কম্পিউটার সায়েন্স অনার্স করে যে সেক্টরগুলিতে কাজের সুযোগ বেশি রয়েছে, সেগুলি হল – IT সেক্টর, ব্যাঙ্ক, স্কুল, হেলথকেয়ার এবং বিভিন্ন কম্পিউটার এজেন্সি ইত্যাদি। দেশে-বিদেশে প্রচুর সুযোগ থাকায় এই অনার্স পড়ুয়াদের ভবিষ্যৎ উজ্জ্বল।
কম্পিউটার সায়েন্স অনার্স করে যে ধরনের পদে নিযুক্ত হওয়া যায়, তা হল –
- Game Developer
- Network Engineer
- Database Administrator
- IT Supervisor
- Web Designer
- Website Developer
- System Analyst
- Technical Writers
- Software Engineer ইত্যাদি।
কয়েকটি বিখ্যাত নিয়োগকারী সংস্থা হল –
- Microsoft
- TCS
- HCL
- Infosys
- Wipro
- HDFC Bank ইত্যাদি।
পর্ব সমাপ্ত!
বিশেষ দ্রষ্টব্য
- এই নিবন্ধে ব্যবহৃত তথ্য ইন্টারনেট, সংবাদ পত্র, পত্রিকা, প্রকাশিত রিপোর্ট ইত্যাদি থেকে সংগ্রহ করা হয়েছে। নিবন্ধে ব্যবহৃত বাণিজ্যিক প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, কোর্সের নাম ইত্যাদি শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে ব্যবহার করা হয়েছে। এই ব্যাপারে আরো জানার জন্য এই পাতাটি পড়ে নেবার অনুরোধ রইল → Disclaimer।
- নিবন্ধটি আমরা যথাসম্ভব ত্রুটি মুক্ত রাখার চেষ্টা করেছি, তথ্যে কোনরূপ ত্রুটি চিহ্নিত হলে তা অনিচ্ছাকৃত ত্রুটি হিসাবে গণ্য হবে, চিহ্নিত ত্রুটি এই পাতা থেকে তা আমাদের জানানো যেতে পারে → Report an error।