Jaipuria
Category – Colleges | General Studies

1945 সালে Seth Anandram Jaipuria College (শেঠ আনন্দরাম জয়পুরিয়া কলেজ) প্রতিষ্ঠিত হয়। 22 ডিসেম্বর 1945 সালে পন্ডিত জওহরলাল নেহেরু কলেজটি উদ্বোধন করেন।

পদ্মভূষণ শেঠ মঙ্গতুরামজি জয়পুরিয়া (Padmabhushan Seth Mangturamji Jaipuria) তার পিতার স্মরণে এবং পিতার নামানুসারে Seth Anandram Jaipuria College (শেঠ আনন্দরাম জয়পুরিয়া কলেজ) প্রতিষ্ঠা করেন।

কলকাতা ইউনিভার্সিটির অধীনস্থ একটি সরকারি কলেজ এই শেঠ আনন্দরাম জয়পুরিয়া কলেজ। এই কলেজটি National Assessment and Accreditation Council (NAAC) দ্বারা Grade A স্বীকৃতি লাভ করেছে।

এই কলেজে তিনটি শিফট রয়েছে:

  • সকালের শিফট (Morning Shift) মেয়েদের বিভাগ (Only Girls),
  • দিনের শিফট (Day Shift) ছেলে-মেয়ে উভয়ের বিভাগ (Co-ed),
  • সন্ধ্যার শিফট (Evening Shift) ছেলেদের বিভাগ (Only Boys)।

কি কি পড়ানো হয় এই কলেজে?

শেঠ আনন্দরাম জয়পুরিয়া কলেজে শুধুমাত্র স্নাতক কোর্স বিভিন্ন বিষয়ের উপর শেখানো হয়। নীচে তা দেওয়া হল –

স্নাতক (Graduation)

সায়েন্স, আর্টস ও কমার্সের কিছু বিষয়ে স্নাতক কোর্স রয়েছে।

Science

সায়েন্সের মধ্যে যে যে বিষয় রয়েছে তা হল –

Arts

আর্টসের মধ্যে যে বিষয়গুলি রয়েছে তা হল –


বিভিন্ন বিষয়ের অনার্স সম্পর্কে জেনে নাও – Honours | অনার্স

Commerce

কমার্সের মধ্যে রয়েছে –

  • B.Com. (Honours in Accounting and Finance)
  • B.Com. (Honours in Marketing)
  • B.Com. (General).

আরো পড়ুন – B.Com কোর্স কি? | B.Com Course | Bachelor of Commerce

স্নাতক কোর্সগুলির সময়সীমা 3 বছর। স্নাতক কোর্সগুলিতে ভর্তি হওয়ার জন্য উচ্চমাধ্যমিক বা সমতুল (10+2) পরীক্ষায় উত্তীর্ণ হতে হয়।

কলেজে কিভাবে ভর্তি হওয়া যায়?

এই কলেজে কোনো প্রবেশিকা পরীক্ষা দিতে হয় না। অনলাইনে অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করতে হয়। পূর্ববর্তী পরীক্ষার প্রাপ্ত নাম্বারের ভিত্তিতে কাউন্সিলিং-এর মাধ্যমে ডাইরেক্ট অ্যাডমিশন হয়।

যোগাযোগ

Address

Seth Anandram Jaipuria College, Main Building

10, Raja Nabakrishna Street, Shobhabazar,

Kolkata, West Bengal, India

PIN: 700005

Contact Details

Phone:

(033) 2555 3647

(033) 2555 4117

Email: sajaipuriacollege@gmail.com

Website: sajaipuriacollege.ac.in

পর্ব সমাপ্ত!

careerbondhu-telegram-channel

বিশেষ দ্রষ্টব্য

  • এই নিবন্ধে ব্যবহৃত তথ্য ইন্টারনেট, সংবাদ পত্র, পত্রিকা, প্রকাশিত রিপোর্ট ইত্যাদি থেকে সংগ্রহ করা হয়েছে। নিবন্ধে ব্যবহৃত বাণিজ্যিক প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, কোর্সের নাম ইত্যাদি শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে ব্যবহার করা হয়েছে। এই ব্যাপারে আরো জানার জন্য এই পাতাটি পড়ে নেবার অনুরোধ রইল → Disclaimer
  • নিবন্ধটি আমরা যথাসম্ভব ত্রুটি মুক্ত রাখার চেষ্টা করেছি, তথ্যে কোনরূপ ত্রুটি চিহ্নিত হলে তা অনিচ্ছাকৃত ত্রুটি হিসাবে গণ্য হবে, চিহ্নিত ত্রুটি এই পাতা থেকে তা আমাদের জানানো যেতে পারে → Report an error
error: Content is protected !!