Category – Engineering & Architecture
Table of Contents
কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ারিং (Construction Engineering) কি?
সিভিল ইঞ্জিনিয়ারিং-এর একটি শাখা হল কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ারিং; যেখানে বিল্ডিং, রাস্তা, টানেল, সেতু, বাঁধ, বিমানবন্দর, রেলপথ ইত্যাদির কাঠামো, নকশা পরিকল্পনা ও নির্মাণ সম্পর্কে ধারণা দেওয়া হয়।
কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ারিং-এর বি.টেক (B.Tech in Construction Engineering) হল একটি স্নাতক স্তরের কোর্স, যার সময়সীমা 4 বছর। প্রতি বছর 2 টি করে সেমিস্টার হয় অর্থাৎ মোট সেমিস্টারের সংখ্যা 8.
[বিঃ দ্রঃ সিভিল ইঞ্জিনিয়ারিং ও কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ারিং কোর্সের মধ্যে বহু মিল রয়েছে, উভয় ইঞ্জিনিয়ারদের কাজ বিল্ডিং, ব্রিজ ইত্যাদি নির্মাণ নিয়ে। কিন্তু এই দুই ইঞ্জিনিয়ারিং পার্থক্য হল সিভিল ইঞ্জিনিয়ারিং-এ ডিজাইন, কাঠামো ও প্ল্যানের উপর জোর দেওয়া হয়, যেখানে কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ারিং-এ সিভিল ইঞ্জিনিয়ার দ্বারা গঠিত কাঠামো বা ডিজাইনকে বাস্তবরূপ দিয়ে তা নির্মাণের উপর জোর দেওয়া হয়।]
আরো পড়ুন – Civil Engineering | সিভিল ইঞ্জিনিয়ারিং
কিভাবে পড়বো কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ারিং-এর বি.টেক কোর্স?
কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ারিং-এর বি.টেক কোর্সে ভর্তি হওয়ার জন্য বিজ্ঞান বিভাগ থেকে অর্থাৎ পদার্থবিদ্যা (Physics), রসায়নবিদ্যা (Chemistry), গণিত (Mathematics) বিষয়গুলিতে 55% নাম্বার নিয়ে উচ্চমাধ্যমিক বা সমতুল (10+2) পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এই নাম্বারের মাত্রা বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ভিন্ন।
এই ইঞ্জিনিয়ারিং কোর্সে সাধারণত প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ভর্তি হওয়া যায়। তবে কিছু শিক্ষাপ্রতিষ্ঠান মেধার ভিত্তিতে অর্থাৎ উচ্চমাধ্যমিক বা সমতুল (10+2) পরীক্ষার নাম্বারের উপর ভিত্তি করে ভর্তি হওয়া যায়।
নীচে কয়েকটি প্রবেশিকা পরীক্ষার নাম দেওয়া হল –
- JEE (Main)
- JEE (Advanced)
- BITSAT ইত্যাদি।
প্রবেশিকা পরীক্ষাগুলি সম্পর্কে আরো এবং বিস্তারিত জেনে নিন –
কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ারিং-এর বি.টেক কোর্স কোথায় কোথায় পড়ানো হয়?
পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের বিভিন্ন কলেজে কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ারিং-এর বি.টেক কোর্স পড়ানো হয়। নীচে কয়েকটি কলেজের নাম দেওয়া হল –
- Indian Institute of Technology, Kharagpur
- Jadavpur University, Kolkata
- National Institute of Technology, Durgapur
- Indian Institute of Engineering Science and Technology, Shibpur
- Narula Institute of Technology, Kolkata
- Dr. B.C. Roy Engineering College, Durgapur
- JIS College of Engineering, Kolkata
- National Power Training Institute, Durgapur ইত্যাদি।
কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ারিং-এর বি.টেক কোর্সের ফি কত?
বি.টেক কোর্সের ফি বিভিন্ন কলেজে ভিন্ন। সরকারি কলেজের ফি বেসরকারি কলেজের তুলনায় কম। সাধারণত এই কোর্সের ফি 1 লাখ থেকে 5 লাখ টাকা।
আরো পড়ুন – B.Tech in Power Engineering | পাওয়ার ইঞ্জিনিয়ারিং-এর বি.টেক কোর্স
কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ারিং-এর বি.টেক কোর্সে কি কি পড়তে হয়?
কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ারিং-এর বি.টেক কোর্সের যে যে বিষয়ে ধারণা দেওয়া, সেগুলি হল –
- Construction materials and methods
- Construction Techniques, Equipment and Practises
- Estimates and planning of construction engineering
- Strength of Materials
- Construction designing
- Mechanics of Fluids
- Safety and quality problems
- Design of Concrete Structure
- Management and principles of engineering ইত্যাদি।
আরো পড়ুন – B.Tech in Production Engineering | প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং-এর বি.টেক কোর্স
কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ারিং-এর বি.টেক কোর্সের ভবিষ্যৎ কেমন?
রাস্তা, ব্রিজ, বিল্ডিং ইত্যাদি নির্মাণ এবং মেইনটেইন করার জন্য প্রয়োজন হয় কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ারদের। নির্মাণ, পরিকল্পনা এবং পরিকাঠামো ডিজাইনের চাহিদা কখনো বিলুপ্ত হবে না, তাই দেশে-বিদেশে বিভিন্ন সংস্থায় কাজের সুযোগ রয়েছে।
কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ারিং -এর বি.টেক কোর্স করে যে ধরনের কাজের সুযোগ রয়েছে, তা হল –
- Project engineer
- Planning engineer
- Site engineer
- Quality control engineer
- Construction Manager ইত্যাদি।
কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ারিং-এর বি.টেক কোর্স করে কি সরকারি চাকরি পাওয়া যায়?
হ্যা, বিভিন্ন সরকারি সংস্থায় কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ারদের কাজের সুযোগ রয়েছে।
পর্ব সমাপ্ত!
বিশেষ দ্রষ্টব্য
- এই নিবন্ধে ব্যবহৃত তথ্য ইন্টারনেট, সংবাদ পত্র, পত্রিকা, প্রকাশিত রিপোর্ট ইত্যাদি থেকে সংগ্রহ করা হয়েছে। নিবন্ধে ব্যবহৃত বাণিজ্যিক প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, কোর্সের নাম ইত্যাদি শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে ব্যবহার করা হয়েছে। এই ব্যাপারে আরো জানার জন্য এই পাতাটি পড়ে নেবার অনুরোধ রইল → Disclaimer।
- নিবন্ধটি আমরা যথাসম্ভব ত্রুটি মুক্ত রাখার চেষ্টা করেছি, তথ্যে কোনরূপ ত্রুটি চিহ্নিত হলে তা অনিচ্ছাকৃত ত্রুটি হিসাবে গণ্য হবে, চিহ্নিত ত্রুটি এই পাতা থেকে তা আমাদের জানানো যেতে পারে → Report an error।