BCDA-College-of-pharmacy-and-technology
Category – Colleges | Pharmacy Colleges

BCDA এই শব্দটির সম্পূর্ণ নাম হল বেঙ্গল কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশন ( Bengal Chemists & Druggists Association)। পশ্চিমবঙ্গ তথা ভারতের ওষুধ ব্যবসার সংগঠনগুলির মধ্যে এটি একটি প্রাচীনতম সংগঠন, যা 1921 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। আর এই সংগঠন একটি ফার্মাসি কলেজ প্রতিষ্ঠা করে, যা BCDA কলেজ অফ ফার্মাসি অ্যান্ড টেকনোলজি (BCDA College of Pharmacy and Technology) নামে পরিচিতি পায়।

BCDA কলেজ অফ ফার্মাসি অ্যান্ড টেকনোলজি কলেজটি ফার্মাসি কাউন্সিল অফ ইন্ডিয়া (PCI), পশ্চিমবঙ্গ স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল এডুকেশন (WBSCTE & VE & SD) এবং মৌলানা আবুল কালাম আজাদ ইউনিভার্সিটি অফ টেকনোলজি (MAKAUT) দ্বারা অনুমোদিত।

BCDA কলেজ অফ ফার্মাসি অ্যান্ড টেকনোলজি কলেজটিকে সংক্ষেপে BCDA CPT বলা হয়। এই কলেজের দুটি ক্যাম্পাস (Campus) রয়েছে, যথা –

  • 2006 সালে প্রতিষ্ঠিত BCDA College of Pharmacy & Technology, Campus -1, Hridaypur এবং
  • 2014 সালে প্রতিষ্ঠিত BCDA College of Pharmacy & Technology, Campus -2 Madhyamgram.

BCDA কলেজ অফ ফার্মাসি অ্যান্ড টেকনোলজি কলেজে কি কি কোর্স পড়ানো হয়?

এই BCDA ফার্মাসি কলেজে ফার্মাসি বিষয়ে ব্যাচেলার, মাস্টার ও ডিপ্লোমা কোর্স পড়ানো হয়। BCDA কলেজ অফ ফার্মাসি অ্যান্ড টেকনোলজি কলেজের ক্যাম্পাস 1-এ B.Pharm ও M.Pharm ডিগ্রি এবং ক্যাম্পাস 2-এ B.Pharm ও D.Pharm ডিগ্রি কোর্স পড়ানো হয়।

Pharmacy Course
ফার্মাসি কোর্স সম্পর্কে বিস্তারিত আলোচনা

নীচে ফার্মাসির কোর্সগুলি সম্পর্কে আলোচনা করা হল –

ব্যাচেলার অফ ফার্মাসি বা Bachelor of Pharmacy (B.Pharma / B.Pharm)

এই কোর্সটি 4 বছরের হয়। এই কোর্স পড়ার জন্য উচ্চ মাধ্যমিক বা সমতুল পরীক্ষা পদার্থবিদ্যা, রসায়ন, গণিত বা জীববিদ্যা (P.C.M / P.C.B / P.C.M.B) ও ইংরাজি বিষয়গুলি নিয়ে উত্তীর্ণ হতে হবে। ডিপ্লোমা ফার্মাসি কোর্স করেও এই B.Pharm কোর্সে ভর্তি হওয়া যায়।

এই কোর্সটি BCDA কলেজ অফ ফার্মাসি অ্যান্ড টেকনোলজি কলেজের উভয় ক্যাম্পাসে পড়ানো হয়।

ম্যাস্টার অফ ফার্মাসি বা Master of Pharmacy (M.Pharma / M.Pharm)

ম্যাস্টার অফ ফার্মাসি কোর্সের সময়সীমা 2 বছর। এই কোর্স পড়ার জন্য PCI বোর্ড দ্বারা স্বীকৃত কলেজ থেকে B.Pharm কোর্সটি 55% নাম্বার নিয়ে উত্তীর্ণ হতে হবে। M.Pharm কোর্স তিনটি বিষয়ের উপর করা যায়, যথা –

  • M.Pharm Pharmaceutics
  • M.Pharm Pharmacology
  • M.Pharm Pharmaceutical Chemistry.

BCDA কলেজ অফ ফার্মাসি অ্যান্ড টেকনোলজি কলেজের ক্যাম্পাস 1-এ এই কোর্সটি পড়ানো হয়।

ডিপ্লোমা ইন ফার্মাসি বা Diploma in Pharmacy (D.Pharma / D.Pharm)

ফার্মাসির ডিপ্লোমা কোর্সটির সময়সীমা 2 বছর। উচ্চ মাধ্যমিক বা সমতুল (10+2) পরীক্ষা বিজ্ঞান বিভাগ (P.C.M / P.C.B) উত্তীর্ণ হওয়ার পর এই কোর্সে ভর্তি হওয়া যায়। এই ডিপ্লোমা ফার্মাসি কোর্স করার পর একটি হাসপাতালে 3 মাসের প্র্যাক্টিক্যাল ট্রেনিং করতে হয়।

ডিপ্লোমা কোর্সটি BCDA কলেজ অফ ফার্মাসি অ্যান্ড টেকনোলজি কলেজের ক্যাম্পাস 2-এ পড়ানো হয়।


ফার্মাসির ডিপ্লোমা কোর্সটি সম্পর্কে বিস্তারিত পড়ে নাও – Diploma in Pharmacy | ডিপ্লোমা ফার্মাসি কোর্স

BCDA কলেজ অফ ফার্মাসি অ্যান্ড টেকনোলজি কলেজে কিভাবে ভর্তি হওয়া যায়?

BCDA কলেজ অফ ফার্মাসি অ্যান্ড টেকনোলজি কলেজে ভর্তি হওয়ার জন্য প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হতে হয়। প্রবেশিকা পরীক্ষায় র‍্যাঙ্ক এবং যোগ্যতা অনুযায়ী এই কলেজে ভর্তি হওয়া যায়। নীচে তা আলোচনা করা হল –

B.Pharm কোর্সের প্রবেশিকা পরীক্ষা

WBJEE বা AIEEE [JEE (Main)] যে-কোনো একটি প্রবেশিকা পরীক্ষায় ভালো র‍্যাঙ্ক করে BCRCP কলেজে B.Pharm কোর্সে ভর্তি হওয়া যায়।

WBJEE-Exam
WBJEE পরীক্ষার খুঁটিনাটি

এছাড়া ল্যাটেলার এন্ট্রির জন্য JELET প্রবেশিকা পরীক্ষায় ভালো র‍্যাঙ্ক করা আবশ্যক। এই JELET প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হয়ে বিফার্ম কোর্সের দ্বিতীয়বর্ষে ভর্তি হওয়া যায়।


JELET পরীক্ষা সম্পর্কে আরো বিস্তারিত জানুন – JELET পরীক্ষা কি?

M.Pharm কোর্সের প্রবেশিকা পরীক্ষা

M.Pharm কোর্সে ভর্তি হওয়ার জন্য GPAT বা PGET একটি প্রবেশিকা পরীক্ষায় ভালো র‍্যাঙ্ক করতে হয়।

D.Pharm কোর্সের প্রবেশিকা পরীক্ষা

D.Pharm কোর্সে ভর্তি হওয়ার জন্য WBSCT&VE&SD বোর্ড দ্বারা আয়োজিত ফার্মাসি বা কমন এন্ট্রান্স টেস্ট (PET / CET) প্রবেশিকা পরীক্ষায় ভালো র‍্যাঙ্ক করা আবশ্যক। কিছু কলেজে ডাইরেক্ট অ্যাডমিশনও হয়।


D.Pharm কোর্সে ভর্তি প্রবেশিকা সম্পর্কে জেনে নাও – ফার্মাসি প্রবেশিকা পরীক্ষার বিস্তারিত আলোচনা | Pharmacy Entrance Test (PET) Exam Details

যোগাযোগ

Address

BCDA CPT Hridaypur, Campus 1

78 Jessore Road (S), Hridaypur, Barasat

Kolkata, West Bengal, India

Pin: 700127

BCDA CPT Madhyamgram, Campus 2

52/C/10, Ghosh Para Road, Udairajpur, Madhyamgram

Kolkata, West Bengal, India

Pin: 700129


ফার্মাসিস্ট পেশা সম্পর্কে বিভিন্ন খুঁটিনাটি তথ্য জেনে নাও নীচের ছবিটি ক্লিক করে↓
Pharmacist
ফার্মাসিস্ট পেশা সম্পর্কে বিস্তারিত আলোচনা।

Contact Details

BCDA CPT Hridaypur, Campus 1

Phone: 9433841204

Email: bcda_principal@yahoo.co.in

Website: www.bcdapt.com / www.bcdapt.com/hridaypur

BCDA CPT Madhyamgram, Campus 2

Phone: 9147020222 / 9147020223

Email: bcda2_principal@yahoo.com

Website: www.bcdapt.com / www.bcdapt.com/madhyamgram

পর্ব সমাপ্ত!

careerbondhu-telegram-channel

বিশেষ দ্রষ্টব্য

  • এই নিবন্ধে ব্যবহৃত তথ্য ইন্টারনেট, সংবাদ পত্র, পত্রিকা, প্রকাশিত রিপোর্ট ইত্যাদি থেকে সংগ্রহ করা হয়েছে। নিবন্ধে ব্যবহৃত বাণিজ্যিক প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, কোর্সের নাম ইত্যাদি শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে ব্যবহার করা হয়েছে। এই ব্যাপারে আরো জানার জন্য এই পাতাটি পড়ে নেবার অনুরোধ রইল → Disclaimer
  • নিবন্ধটি আমরা যথাসম্ভব ত্রুটি মুক্ত রাখার চেষ্টা করেছি, তথ্যে কোনরূপ ত্রুটি চিহ্নিত হলে তা অনিচ্ছাকৃত ত্রুটি হিসাবে গণ্য হবে, চিহ্নিত ত্রুটি এই পাতা থেকে তা আমাদের জানানো যেতে পারে → Report an error
error: Content is protected !!