Category – Govts Jobs
Table of Contents
SSC MTS পরীক্ষা কি?
MTS এর সম্পূর্ণ কথা মাল্টি টাস্কিং স্টাফ (Multi-Tasking Staff)। ভারতবর্ষের বৃহত্তম নিয়োগ বোর্ড, স্টাফ সিলেকশন কমিশন (SSC) প্রতি বছর MTS পরীক্ষা পরিচালনা করে থাকে। কেন্দ্রীয় সরকারের অধীনে বিভিন্ন দপ্তরে মাল্টি টাস্কিং পদে নিয়োগের জন্য এই MTS পরীক্ষার আয়োজন করা হয়।
SSC MTS পরীক্ষাটি দিতে গেলে কি যোগ্যতা প্রয়োজন?
এই SSC MTS চাকরির পরীক্ষাটিতে আবেদন করার জন্য পরীক্ষার্থীকে ন্যূনতম মাধ্যমিক পাশ করতে হবে।
SSC MTS পরীক্ষা দেওয়ার বয়সসীমা?
এই SSC MTS পরীক্ষা দেওয়ার বয়সসীমাকে দুটি ভাগে ভাগ করা হয়েছে পদানুসারে।
- 18 থেকে 25 বছর MTS এবং CBN ডিপার্টমেন্টের হাবলদারদের বয়সসীমা।
- 18 থেকে 27 বছর CBIC ডিপার্টমেন্টের হাবলদার এবং কিছু MTS পদের বয়সসীমা।
এই বয়সসীমা S.C, S.T, O.B.C ও PWD প্রার্থীদের জন্য একটু বেশি। S.C ও S.T প্রার্থীদের বয়সের ঊর্ধ্বসীমায় 5 বছরের ছাড় রয়েছে এবং O.B.C প্রার্থীদের বয়সের ঊর্ধ্বসীমায় 3 বছরের ছাড় রয়েছে। PWD প্রার্থীদের জন্য বয়সের ঊর্ধ্বসীমায় 10 বছরের ছাড় রয়েছে। PWD প্রার্থী যদি S.C, S.T বা O.B.C হয় তাহলে বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় বেড়ে যায়। PWD প্রার্থী যদি S.C, S.T হয় তাহলে বয়সের ঊর্ধ্বসীমায় 15 বছর এবং PWD প্রার্থী যদি O.B.C হয় তাহলে বয়সের ঊর্ধ্বসীমায় 13 বছর ছাড় পাবে।
SSC MTS পরীক্ষাটি দিয়ে কি ধরনের চাকরি পাওয়া যায়?
- ওয়াচম্যান (Watchman)
- গার্ডেনার (Gardener)
- গেট কিপার (Gatekeeper)
- অপারেটর (Operator)
- পিওন (Peon)
- জুনিয়র অপারেটর (Junior Operator) ইত্যাদি পদে চাকরি পাওয়া যায়।
SSC MTS চাকরিটির বেতন কত এবং কি কি সুবিধা আছে?
এই চাকরির মূল বেতন 18,000 টাকা। এছাড়াও তারা হাউস রেন্ট অ্যালাউন্স (H.R.A) এবং ট্রাভেল অ্যালাউন্স (T.A) পেয়ে থাকেন। শহর অনুযায়ী H.R.A ও T.A ভিন্ন হয়ে থাকে। H.R.A 1440 থেকে 4320 টাকা এবং T.A 900 থেকে 1350 টাকা পর্যন্ত হয়।
কিন্তু ন্যাশনাল পেনসন সিস্টেম, সেন্ট্রাল গর্ভমেন্ট হেলথ স্কিম, সেন্ট্রাল গর্ভমেন্ট এমপ্লয়িস গ্রুপ ইনস্যুরেন্স স্কিম হিসাবে সকলের বেতন থেকে 3425 টাকা কেটে জমা হয়। সুতরাং তাদের মোট বেতন হয় 16915 থেকে 20245 টাকা পর্যন্ত।
SSC MTS পরীক্ষা সম্পর্কিত আলোচনা
SSC MTS এর পরীক্ষা প্যাটার্ন (pattern) কি রকম?
এই SSC MTS পরীক্ষা দুটি ধাপে হয়। Paper-I এবং Paper-II
Paper-I –
এটি কম্পিউটার বেসড এক্সাম (CBT)। এই পেপারটিতে MCQ ধরনের প্রশ্ন আসে। 4টি বিষয় থেকে প্রশ্ন আসে, বিষয়গুলি হল – ইংরাজি (General English), জেনারেল ইনটেলিজেন্স অ্যান্ড রিসেনিং (General Intelligence),গাণিতিক প্রশ্ন (Numerical Aptitude), জেনারেল অ্যাওয়ারনেস (General Awareness)।
প্রত্যেকটি MCQ তে 1 নাম্বার করে থাকে। মোট 100 নাম্বারে পরীক্ষাটি হয় এবং প্রত্যেকটি বিষয়ে 25 নাম্বার থাকে।
এই পরীক্ষাটিতে নেগেটিভ মার্কিং আছে। ভুল উত্তর দিলে 0.25 নাম্বার (বা প্রতি 4 টি ভুলের জন্য 1 নাম্বার) মূল প্রাপ্ত নাম্বার থেকে কেটে নেওয়া হয়।
Paper-II –
এই পরীক্ষাটি লিখিত হয়। এই পরীক্ষায় প্রবন্ধ এবং চিঠি লিখতে দেওয়া হয়। প্রবন্ধে 25 নাম্বার এবং চিঠিতে 25 নাম্বার থাকে। মোট 50 নাম্বারে পরীক্ষা হয়। এই পরীক্ষাটি ভারতীয় সংবিধানে অন্তর্ভুক্ত সপ্তম সেডুল (Schedule) এর যে কোনো ভাষায় (বাংলা, ইংরাজি, হিন্দি, নেপালি, উর্দু ইত্যাদি) দেওয়া যায়।
এছাড়াও ফিসিকাল এফিসিয়েন্সি টেস্ট (PET)/ ফিসিকাল স্ট্যানডার্ড টেস্ট (PST) হয়। CBIC এবং CBN ডিপার্টমেন্টের হাবলদার পদের জন্য এই টেস্ট নেওয়া হয়।
ফিসিকাল এফিসিয়েন্সি টেস্ট (PET) –
এখানে ওয়াকিং (Walking) ও সাইকেলিং (Cycling) টেস্ট নেওয়া হয়।
ওয়াকিং টেস্ট (Walking Test) – পুরুষদের ক্ষেত্রে হাঁটার গতি 15 মিনিটে 1600 মিটার এবং মহিলাদের ক্ষেত্রে 20 মিনিটে 1 কিলোমিটার হাঁটার গতি প্রয়োজন হয়।
সাইকেলিং টেস্ট (Cycling Test) – পুরুষদের ক্ষেত্রে 30 মিনিটে 8 কিলোমিটার সাইকেল এবং মহিলাদের ক্ষেত্রে 25 মিনিটে 3 কিলোমিটার সাইকেল চালানোর গতি থাকা আবশ্যক।
[CBIC ডিপার্টমেন্টের হাবলদার পদের জন্য সাইকেলিং দরকার হয় না।]
ফিসিকাল স্ট্যানডার্ড টেস্ট (PST) –
- পুরুষদের ক্ষেত্রে উচ্চতা 157.5 সেমি এবং চেস্ট 76 সেমি হওয়া প্রয়োজন।
- মহিলাদের ক্ষেত্রে উচ্চতা 152 সেমি এবং ওজন 48 কেজি হওয়া প্রয়োজন।
SSC MTS পরীক্ষার সিলেবাসের বিশদে ব্যাখা।
ইংরাজি (General English) –
প্রার্থীদের ইংরেজি ভাষার উপর দক্ষতা এবং তাদের ইংরেজি ভাষায় লেখার মাধ্যমে ভাবপ্রকাশের ক্ষমতা ইত্যাদি পরীক্ষা করা হয়। ইংরাজির ব্যাকরণ, সমার্থক শব্দ, বিপরীত শব্দ, বাক্য তৈরি ইত্যাদি প্রশ্নে থাকে।
জেনারেল ইনটেলিজেন্স অ্যান্ড রিসেনিং (General Intelligence) –
সদৃশতা এবং বৈসদৃশতা (similarities and differences), স্পেস ভিস্যুয়ালাইজেশন (space visualization), স্প্যাশিয়াল ওরিয়েন্টেশন (spatial orientation), ডিসিশন মেকিং (decision making), ভিস্যুয়াল মেমরি (visual memory), ডিসক্রিমিনেটিং অবসারভেশন (discriminating observation), রিলেশনশিপ কনসেপ্টস (relationship concepts), ফিগার ক্যালকুলেশন (figure classification) এবং গাণিতিক গণনা (arithmetical computation) ও বিভিন্ন অ্যানালিটিকাল ফাংশন (analytical functions) ইত্যাদি বিষয় থেকে প্রশ্ন আসে।
গাণিতিক প্রশ্ন (Numerical Aptitude) –
এই বিষয়টিতে অঙ্কের পাটিগণিত বিভাগ থেকে প্রশ্ন আসে। বিষয়গুলি হল দশমিক (Decimals), ভগ্নাংশ (Fractions), সাধারণ গাণিতিক প্রশ্ন (Fundamental arithmetical operations), শতাংশ (Percentages), অনুপাত-সমানুপাত (Ratio and Proportion), গড় (Averages), সুদকষা (Interest), লাভ-ক্ষতি (Profit and Loss), ছাড় (Discount), পরিমিতি (Mensuration), সময় এবং দূরত্ব (Time and Distance), অনুপাত এবং সময় (Ratio and Time), সময় এবং কাজ (Time and Work) ইত্যাদি।
জেনারেল অ্যাওয়ারনেস (General Awareness) –
জেনারেল অ্যাওয়ারনেসের মধ্যে যে সমস্ত বিষয় সম্পর্কে পরীক্ষায় প্রশ্ন আসে সেগুলি হল, কারেন্ট অ্যাফেয়ার্স,পরিবেশ, ভারত এবং তার প্রতিবেশী দেশসমূহ, ইতিহাস, সংস্কৃতি, ভূগোল, অর্থনীতি, বিজ্ঞান ইত্যাদি।
SSC MTS পরীক্ষা কখন হয়?
সাধারণত কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রনাধীন বিভিন্ন দপ্তরে মাল্টি টাস্কিং স্টাফে শূন্যপদের সংখ্যার উপর ভিত্তি করে স্টাফ সিলেকশন কমিটি এই পরীক্ষাটির আয়োজন করে, সাধারণত প্রতি বছরই পরীক্ষাটি হয়।
SSC MTS পরীক্ষার জন্য নির্ধারিত সময় কত?
Paper-I পরীক্ষার জন্য নির্ধারিত সময় হল 1 ঘণ্টা 30 মিনিট। Paper-II পরীক্ষার জন্য নির্ধারিত সময় হল 45 মিনিট।
পর্ব সমাপ্ত!
বিশেষ দ্রষ্টব্য
- এই নিবন্ধে ব্যবহৃত তথ্য ইন্টারনেট, সংবাদ পত্র, পত্রিকা, প্রকাশিত রিপোর্ট ইত্যাদি থেকে সংগ্রহ করা হয়েছে। নিবন্ধে ব্যবহৃত বাণিজ্যিক প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, কোর্সের নাম ইত্যাদি শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে ব্যবহার করা হয়েছে। এই ব্যাপারে আরো জানার জন্য এই পাতাটি পড়ে নেবার অনুরোধ রইল → Disclaimer।
- নিবন্ধটি আমরা যথাসম্ভব ত্রুটি মুক্ত রাখার চেষ্টা করেছি, তথ্যে কোনরূপ ত্রুটি চিহ্নিত হলে তা অনিচ্ছাকৃত ত্রুটি হিসাবে গণ্য হবে, চিহ্নিত ত্রুটি এই পাতা থেকে তা আমাদের জানানো যেতে পারে → Report an error।