SSC CHSL

Category – Govts Jobs

SSC CHSLপরীক্ষা কি?

CHSL এর সম্পূর্ণ কথা হল কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেল (Combined Higher Secondary Level) । ভারতবর্ষের বৃহত্তম নিয়োগ বোর্ড, স্টাফ সিলেকশন কমিশন (SSC) প্রতি বছর CHSL পরীক্ষা পরিচালনা করে থাকে। এই পরীক্ষার মাধ্যমে কেন্দ্রীয় সরকারের অধীনস্থ বিভিন্ন দপ্তরে লোয়ার ডিভিশন ক্লার্ক, অ্যাসিস্টেন্ট ইত্যাদি পদে চাকরি পাওয়া যায়।

SSC CHSL পরীক্ষাটি দিতে গেলে কি যোগ্যতা প্রয়োজন?

এই চাকরির পরীক্ষাটিতে আবেদন করার জন্য পরীক্ষার্থীকে ন্যূনতম উচ্চমাধ্যমিক পাশ করতে হবে।


আরো পড়ো – SSC CGL পরীক্ষা কি?

SSC CHSL পরীক্ষা দেওয়ার বয়সসীমা?

এই SSC CHSL পরীক্ষা দেওয়ার বয়সসীমা হল 18 থেকে 27 বছর।

এই বয়সসীমা S.C, S.T, O.B.C ও PWD প্রার্থীদের জন্য একটু বেশি। S.C ও S.T প্রার্থীদের বয়সের ঊর্ধ্বসীমায় 5 বছরের ছাড় রয়েছে এবং O.B.C প্রার্থীদের বয়সের ঊর্ধ্বসীমায় 3 বছরের ছাড় রয়েছে। PWD প্রার্থীদের জন্য বয়সের ঊর্ধ্বসীমায় 10 বছরের ছাড় রয়েছে। PWD প্রার্থী যদি S.C, S.T বা O.B.C হয় তাহলে বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় বেড়ে যায়। PWD প্রার্থী যদি S.C, S.T হয় তাহলে বয়সের ঊর্ধ্বসীমায় 15 বছর এবং PWD প্রার্থী যদি O.B.C হয় তাহলে বয়সের ঊর্ধ্বসীমায় 13 বছর ছাড় পাবে।

careerbondhu.com whatsapp channel

SSC CHSL পরীক্ষাটি দিয়ে কি ধরনের চাকরি পাওয়া যায়?

এই SSC CHSL পরীক্ষাটিতে উত্তীর্ণ হলে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন দপ্তরের 5 টি পদে চাকরি পাওয়া যায়, পদগুলি হল –

  • লোয়ার ডিভিশন ক্লার্ক [Lower Division Clerk (LDC)]
  • জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্টেন্ট [Junior Secretariat Assistant (JSA)]
  • পোস্টাল অ্যাসিস্টেন্ট [Postal Assistant (PA)]
  • শর্টিং অ্যাসিস্টেন্ট [Sorting Assistant (SA)]
  • ডেটা এন্ট্রি অপারেটর [Data Entry Operator (DEO)]

SSC CHSL চাকরিটির বেতন কত এবং কি কি সুবিধা আছে?

  • LDC ও JSA পদে যারা চাকরি পাবেন তাদের বেতন 19,900 থেকে 63,200 টাকা পর্যন্ত হয়ে থাকে।
  • PA ও SA পদে চাকরি পেলে, বেতন হয় 25,500 টাকা থেকে 81,100 টাকা পর্যন্ত।
  • DEO পদে চাকরি পেলে সাধারণত বেতন 29,200 টাকা থেকে 92,300 টাকা পর্যন্ত হয়ে থাকে।

careerbondhu.com telegram channel

SSC CHSL পরীক্ষা সম্পর্কিত আলোচনা

SSC CHSL এর পরীক্ষা প্যাটার্ন (pattern) কি রকম?

এই পরীক্ষাটি তিনটি ধাপে সম্পন্ন হয়, যথা – Tier-I, Tier-II ও Tier-III
Tier-I, Tier-II এই দুটি পরীক্ষা সকল পদে চাকরির জন্য দিতে হয়। Tier-III ধাপটি কিছু কিছু নির্দিষ্ট পদের জন্য হয়।

পরীক্ষার ধাপগুলি সম্পর্কে বিস্তারিত জেনে নিই –

Tier-I – এই পরীক্ষাটি কম্পিউটার বেসড টেস্ট (CBT) হয়। এখানে MCQ ধরনের প্রশ্ন আসে। ইংরাজি অথবা হিন্দি ভাষায় পরীক্ষাটি দিতে হয়। মোট 200 নাম্বারে পরীক্ষা হয়। 100 টি MCQ থাকে, একটি MCQ তে 2 নাম্বার করে থাকে। প্রত্যেকটি বিষয়ে 50 নাম্বার থাকে এবং 25 টি MCQ থাকে।

এই পরীক্ষার প্রশ্ন যে যে বিষয়ের উপর হয় সেগুলি হল – ইংলিশ ল্যাঙ্গুয়েজ (English Language), জেনারেল ইনটেলিজেন্স (General Intelligence), কোয়ান্টিটেটিভ অ্যাপ্টিটিউড (Quantitative Aptitude) ও জেনারেল অ্যাওয়ারনেস (General Awareness)।

এই পরীক্ষাটিতে নেগেটিভ মার্কিং আছে। ভুল উত্তর দিলে 0.50 নাম্বার (বা প্রতি 4 টি ভুলের জন্য 2 নাম্বার) মূল প্রাপ্ত নাম্বার থেকে কেটে নেওয়া হয়।


আমাদের Facebook পেজ লাইক করার অনুরোধ রইল। ↓


Tier-II – এই পরীক্ষাটি লিখিত হয়। এই পরীক্ষায় বর্ণনামূলক (Descriptive) প্রশ্ন আসে। ইংরাজি বা হিন্দি যে কোনো একটি ভাষায় সম্পূর্ণ পরীক্ষাটি দিতে হয়। এই পরীক্ষাটি মোট 100 নাম্বারে হয়ে থাকে। এই পরীক্ষায় ন্যূনতম 33 নাম্বার পেলে, পরীক্ষার্থী উত্তীর্ণ হয়।

Tier-III – এই পরীক্ষায় স্কিল টেস্ট বা টাইপিং টেস্ট হয়। ডেটা এন্ট্রি অপারেটর পদের জন্য স্কিল টেস্ট হয়ে থাকে। প্রতি ঘন্টায় 8,000 (আট হাজার) কী ডিপ্রেশনের (Key Depression) ডেটা এন্ট্রির গতি ও সঠিক এন্ট্রির ভিত্তিতে কম্পিউটার দ্বারা বিচার করা হয় এবং ইংরাজিতে 2000-2200 টি Key Depression 15 মিনিট করতে হয়।

আবার LDC/JSA এবং Postal Assistant/Sorting Assistant এই পদে চাকরি পাওয়ার জন্য টাইপিং টেস্ট দিতে হয়। টাইপিং টেস্ট ইংরাজিতে দিলে 35 টি শব্দ এক মিনিটে টাইপ করতে হবে কিংবা টাইপিং টেস্ট হিন্দিতে দিলে 30 টি শব্দ এক মিনিটে টাইপ করতে হবে।

careerbondhu.com whatsapp channel

SSC CHSL পরীক্ষার সিলেবাসের বিশদে ব্যাখা।

Tier-I পরীক্ষার সিলেবাস হল –

ইংলিশ ল্যাঙ্গুয়েজ (English Language) – এই পেপারে ইংরাজির শূন্যস্থান পূরণ, সমার্থক শব্দ, বিপরীত শব্দ, ভুল বাক্য সঠিক করা, বাক্য তৈরি করা, ভয়েস চেঞ্জ, ন্যারেশন চেঞ্জ, এলোমেলো বাক্যের অংশগুলি সাজিয়ে লেখা, একটি বিক্ষিপ্ত অনুচ্ছেদের বাক্যগুলিকে ক্রমানুসারে সাজিয়ে সঠিক অনুচ্ছেদ নির্মাণ করা, ক্লোজ প্যাসেজ এবং কম্প্রিহেনশন প্যাসেজ ইত্যাদি থাকে।

জেনারেল ইনটেলিজেন্স (General Intelligence) – স্পেস অরিয়েনটেশন (Space Orientation), ভেন ডায়াগ্রাম (Venn Diagrams), কোডিং এবং ডিকোডিং (coding and decoding), এমবেডেড ফিগারস(Embedded Figures), ক্রিটিকাল থিংকিং (Critical thinking), ইমোশনাল ইন্টেলিজেন্স (Emotional Intelligence), সোশ্যাল ইন্টেলিজেন্স (Social Intelligence) ইত্যাদি বিষয় থেকে প্রশ্ন আসে।

কোয়ান্টিটেটিভ অ্যাপ্টিটিউড (Quantitative Aptitude) – এই বিভাগে গাণিতিক প্রশ্ন আসে। দশম শ্রেণী স্তরের পাটিগণিত থেকে দশমিক (Decimals), ভগ্নাংশ (Fractions), শতাংশ (Percentage), অনুপাত-সমানুপাত (Ratio & Proportion), বর্গমূল (Square roots), গড় (Averages), সুদকষা (Interest), লাভ-ক্ষতি (Profit and Loss), ছাড় (Discount), অংশীদারি কারবার (Partnership Business), মিশ্রণ এবং সংযুক্তি (Mixture and Alligation), সময় এবং দূরত্ব (Time and distance), সময় এবং কাজ (Time and Work)ইত্যাদি; বীজগণিত (Algebra), জ্যামিতি (Geometry), পরিমিতি (Mensuration), ত্রিকোণমিতি (Trigonometry) এবং বেসিক রাশিবিজ্ঞান ইত্যাদি বিষয় থেকে প্রশ্ন আসে।

জেনারেল অ্যাওয়ারনেস (General Awareness) – এই বিষয়ে কারেন্ট অ্যাফেয়ার্স,পরিবেশ, ভারত এবং তার প্রতিবেশী দেশসমূহ, ইতিহাস, সংস্কৃতি, ভূগোল, অর্থনীতি, বিজ্ঞান ইত্যাদি সম্পর্কিত প্রশ্ন আসে।


আরো পড়ো – SSC MTS পরীক্ষা কি?

Tier-II পরীক্ষার সিলেবাস হল–

ইংরাজি বা হিন্দি ভাষার উপর পরীক্ষা দিতে হয়। প্রশ্নপত্রে প্রদত্ত বিষয় সম্বন্ধে প্রবন্ধ (Essay)/চিঠি (Letter) /আবেদন (Application) ইত্যাদি লিখতে হয়।

SSC CHSL পরীক্ষা কখন হয়?

সাধারণত কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রনাধীন বিভিন্ন দপ্তরে শূন্যপদের সংখ্যার উপর ভিত্তি করে স্টাফ সিলেকশন কমিটি এই পরীক্ষাটি আয়োজন করে, সাধারণত প্রতি বছরই পরীক্ষাটি হয়।

SSC CHSL পরীক্ষার জন্য নির্ধারিত সময় কত?

Tier-I ও Tier-II পরীক্ষার জন্য নির্ধারিত সময় হল 1 ঘণ্টা। Tier-III পরীক্ষার জন্য 15 মিনিট নির্ধারিত আছে।

পর্ব সমাপ্ত!


নিয়মিত আপডেট পাওয়ার জন্য ফলো করুন

WhatsApp Channel | Telegram Channel | Facebook Page


careerbondhu-telegram-channel

বিশেষ দ্রষ্টব্য

  • এই নিবন্ধে ব্যবহৃত তথ্য ইন্টারনেট, সংবাদ পত্র, পত্রিকা, প্রকাশিত রিপোর্ট ইত্যাদি থেকে সংগ্রহ করা হয়েছে। নিবন্ধে ব্যবহৃত বাণিজ্যিক প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, কোর্সের নাম ইত্যাদি শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে ব্যবহার করা হয়েছে। এই ব্যাপারে আরো জানার জন্য এই পাতাটি পড়ে নেবার অনুরোধ রইল → Disclaimer
  • নিবন্ধটি আমরা যথাসম্ভব ত্রুটি মুক্ত রাখার চেষ্টা করেছি, তথ্যে কোনরূপ ত্রুটি চিহ্নিত হলে তা অনিচ্ছাকৃত ত্রুটি হিসাবে গণ্য হবে, চিহ্নিত ত্রুটি এই পাতা থেকে তা আমাদের জানানো যেতে পারে → Report an error
error: Content is protected !!