RRB NTPC

Category – Govts Jobs

RRB NTPC পরীক্ষা কি?

RRB এর সম্পূর্ণ কথা হল রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড (Railway Recruitment Board)। NTPC এর সম্পূর্ণ কথা হল নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরিস (Non Technical Popular Categories)

এই রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডই RRB NTPC পরীক্ষা পরিচালনা করে। এই পরীক্ষার মাধ্যমে নির্বাচিত প্রার্থীরা রেলের বিভিন্ন পদে চাকরির সুযোগ পায়।

RRB NTPC পরীক্ষাটি দিতে গেলে কি যোগ্যতা প্রয়োজন?

RRB NTPC চাকরির পরীক্ষাটি মূলত উচ্চমাধ্যমিক এবং গ্রাজুয়েশন স্তরে বিভক্ত। উচ্চমাধ্যমিক স্তরের জন্য নির্দিষ্ট কিছু পরীক্ষা দেওয়া যায়। আবার গ্রাজুয়েশন স্তরের জন্যও রয়েছে কিছু নির্দিষ্ট পরীক্ষা।

এছাড়াও কম্পিউটার সম্পর্কে বেসিক (Basic) জ্ঞান থাকা দরকার কারণ পরীক্ষাটি কম্পিউটারে হয়। এই পরীক্ষার চাকরির কিছু কিছু পদের (সিনিয়র ও জুনিয়ার ক্লার্ক-কাম-টাইপিস্ট ইত্যাদি) জন্য টাইপিং জানা দরকার ইংরাজি বা হিন্দিতে।

RRB NTPC পরীক্ষা দেওয়ার বয়সসীমা?

RRB NTPC পরীক্ষা দেওয়ার ন্যূনতম বয়স হল 18 বছর। উচ্চমাধ্যমিক স্তরের পদগুলির জন্য যারা আবেদন করবেন তাদের বয়সসীমা 18-30 বছর। আর যারা গ্র্যাজুয়েশন স্তরের পদগুলির জন্য যারা আবেদন করবেন তাদের বয়সসীমা 18-33 বছর।
careerbondhu.com whatsapp channel
এই বয়সসীমা S.C, S.T, O.B.C ও PWD প্রার্থীদের জন্য একটু বেশি। S.C ও S.T প্রার্থীদের বয়সের ঊর্ধ্বসীমায় 5 বছরের ছাড় রয়েছে এবং O.B.C প্রার্থীদের বয়সের ঊর্ধ্বসীমায় 3 বছরের ছাড় রয়েছে। PWD প্রার্থীদের জন্য বয়সের ঊর্ধ্বসীমায় 10 বছরের ছাড় রয়েছে। PWD প্রার্থী যদি S.C, S.T বা O.B.C হয় তাহলে বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় বেড়ে যায়। PWD প্রার্থী যদি S.C, S.T হয় তাহলে বয়সের ঊর্ধ্বসীমায় 15 বছর এবং PWD প্রার্থী যদি O.B.C হয় তাহলে বয়সের ঊর্ধ্বসীমায় 13 বছর ছাড় পাবে।

RRB NTPC পরীক্ষাটি দিয়ে কি ধরনের চাকরি পাওয়া যায়?

এই চাকরির পরীক্ষায় উচ্চমাধ্যমিক স্তরের জন্য বেশ কিছু পদ রয়েছে, সেগুলি হল –

  • জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট (Junior Clerk cum Typist)
  • অ্যাকাউন্টস ক্লার্ক কাম টাইপিস্ট (Accounts Clerk cum Typist)
  • জুনিয়র টাইম কিপার (Junior Time Keeper )
  • ট্রেনস ক্লার্ক (Trains Clerk)
  • কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক (Commercial cum Ticket Clerk)
  • এই চাকরির পরীক্ষায় গ্রাজুয়েশন স্তরের জন্য বেশ কিছু পদ রয়েছে, সেগুলি হল –
  • ট্রাফিক অ্যাসিস্ট্যান্ট (Traffic Assistant)
  • গুডস গার্ড (Goods Guard)
  • সিনিয়র কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক (Senior Commercial cum Ticket Clerk)
  • সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট (Senior Clerk cum Typist)
  • জুনিয়র অ্যাকাউন্টস অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট (Junior Account Assistant cum Typist)
  • সিনিয়র টাইম কিপার (Senior Time Keeper)
  • কমার্শিয়াল অ্যাপারেন্টিস (Commercial Apprentice)
  • স্টেশন মাস্টার (Station Master)

careerbondhu.com telegram channel

RRB NTPC চাকরিটির বেতন কত এবং কি কি সুবিধা আছে?

উচ্চমাধ্যমিক স্তরের পদগুলিতে বেতন –

  • জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট, অ্যাকাউন্টস ক্লার্ক কাম টাইপিস্ট, জুনিয়র টাইম কিপার, ট্রেনস ক্লার্ক এই পদে চাকরির বেতন হল 19,900 টাকা।
  • কমার্শিয়াল কাম টিকিট ক্লার্কের বেতন 21,700 টাকা।

গ্রাজুয়েশন স্তরের পদগুলিতে বেতন –

  • ট্রাফিক অ্যাসিস্ট্যান্টের বেতন 25,500 টাকা।
  • গুডস গার্ড, সিনিয়র কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক, সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট, জুনিয়র অ্যাকাউন্টস অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট, সিনিয়র টাইম কিপার এই পদের সকলের বেতন 29,200 টাকা।
  • কমার্শিয়াল অ্যাপারেন্টিস ও স্টেশন মাস্টারের বেতন 35,400 টাকা।

এছাড়াও গ্রেড পে হিসাবে 2800 থেকে 4200 টাকা, D.A বেতনের 12%, ট্রাভেল অ্যালাউন্স হিসাবে 2016 টাকা এবং H.R.A বেতনের 8% [H.R.A এর শতাংশ (%) জায়গা অনুযায়ী পরিবর্তন হয়] পায়।


WBCS পরীক্ষা কি? | WBCS পরীক্ষার প্রস্তুতি

RRB NTPC পরীক্ষা সম্পর্কিত আলোচনা

RRB NTPC এর পরীক্ষা প্যাটার্ন (pattern) কি রকম?

RRB NTPC পরীক্ষাটি 2 টি ধাপে সম্পন্ন হয়। CBT (Computer Based Exam)-1 ও CBT-2; CBT-2 পরীক্ষার আবার পাঁচটি ভাগ আছে। পাঁচটি ভাগ হল – লেভেল 2, লেভেল 3, লেভেল 4, লেভেল 5 ও লেভেল 6. CBT-1 এর নাম্বার এবং উচ্চমাধ্যমিক ও গ্র্যাজুয়েশন স্তরের উপর নির্ভর করে কে কোন লেভেলের পরীক্ষা দিতে পারবে তা নির্ধারিত হয়। CBT-1 এ প্রাপ্ত পরীক্ষার্থীর নাম্বারের ঊর্ধ্বক্রম অনুযায়ী (গ্র্যাজুয়েশন পাশ করা থাকলে) প্রতিটি লেভেলের পরীক্ষা দেওয়া যায়। স্নাতক ডিগ্রি না থাকলে নাম্বারের ভিত্তি উচ্চমাধ্যমিক স্তরের লেভেলগুলি দেওয়া যায়।

  • টাইপিং স্কিল টেস্ট CBT-2 এর লেভেল 2 এবং লেভেল 5 এর কিছু পদের জন্য প্রয়োজন।
  • CBT-2 এর লেভেল 4 ও লেভেল 6 এর (কিছু নির্দিষ্ট পদের) ক্ষেত্রে কম্পিউটার বেসড অ্যাপটিউড টেস্ট নেওয়া হয়।
  • লেভেল 3 এর ক্ষেত্রে এরূপ কোনো টেস্ট আবশ্যক নয়।

CBT-1 ও CBT-2 এই পরীক্ষা দুটিতে MCQ ধরনের প্রশ্ন থাকে। আর এটি কম্পিউটার বেসড পরীক্ষা (CBT)। দুটি পরীক্ষার বিষয় হল জেনারেল অ্যাওয়ারনেস (General Awareness), অঙ্ক (Mathematics) ও জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিসেনিং (General Intelligence and Reasoning)।

CBT-1 এ RRB NTPC পরীক্ষাতে 100 টি MCQ থাকে। প্রতিটি MCQ তে 1 নাম্বার করে থাকে। মোট 100 নাম্বারে এই পরীক্ষা হয়। জেনারেল অ্যাওয়ারনেস 40 নাম্বারে এবং অঙ্ক ও জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিসেনিং 30 নাম্বারে হয়।

CBT-2 এ RRB NTPC পরীক্ষাতে 120 টি MCQ থাকে। প্রতিটি MCQ তে 1 নাম্বার করে থাকে। মোট 120 নাম্বারে এই পরীক্ষা হয়। জেনারেল অ্যাওয়ারনেস 50 নাম্বারে এবং অঙ্ক ও জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিসেনিং 35 নাম্বারে হয়।

CBT-1 ও CBT-2 এই পরীক্ষা দুটিতে নেগেটিভ মার্কিং আছে। প্রতি প্রশ্নের মান 1 নাম্বার। ভুল উত্তর দিলে ⅓ নাম্বার (বা প্রতি 3 টি ভুলের জন্য 1 নাম্বার) মূল প্রাপ্ত নাম্বার থেকে কেটে নেওয়া হয়।

CBT-1 ও CBT-2 পরীক্ষাটি মোট 15 টি ভাষায় দেওয়া যায়, ইংরাজি, বাংলা, হিন্দি, আসামীয়া, কানাডা, কোঙ্কনি, উর্দু, মণিপুরি, মালায়ালাম, মারাঠি, উড়িয়া, তামিল, পাঞ্জাবী ও তেলেগু।

স্কিল টেস্ট – টাইপিং – ইংরেজিতে এক মিনিটে 30 টি শব্দ (Word) টাইপ (Type) বা হিন্দিতে এক মিনিটে 25 টি শব্দ (Word) টাইপ (Type) করার গতি (Speed) থাকতে হবে। এই পরীক্ষা নির্দিষ্ট কিছু পদে চাকরি পাওয়ার জন্য দিতে হয়, সকলকে দিতে হয় না।


আমাদের Facebook পেজ লাইক করার অনুরোধ রইল। ↓


RRB NTPC পরীক্ষার সিলেবাসের বিশদে ব্যাখা।

CBT-1 ও CBT-2 পরীক্ষার সিলেবাস একই হয়।

জেনারেল অ্যাওয়ারনেস (General Awareness)
  • কারেন্ট অ্যাফেয়ার্স (Current Events of National and International Importance),
  • খেলাধূলো (Games and Sports),
  • ভারতের শিল্প ও সংস্কৃতি (Art and Culture of India),
  • ভারতীয় সাহিত্য (Indian Literature),
  • ভারতের স্মৃতিসৌধ এবং স্থান (Monuments and Places of India),
  • সাধারণ বিজ্ঞান এবং জীবনবিজ্ঞান [CBSE বোর্ডের দশম শ্রেণীর সিলেবাস অনুযায়ী] (General Science and Life Science [up to 10th CBSE]),
  • ভারতের ইতিহাস এবং স্বাধীনতা সংগ্রাম (History of India and Freedom Struggle),
  • ভারত ও বিশ্বের ভূগোল (Physical, Social and Economic Geography of India and World),
  • ভারতীয় সংবিধান (Indian Polity and Governance- constitution and political system),
  • ভারতের মহাকাশ ও পারমাণবিক কর্মসূচি সহ সাধারণ বিজ্ঞান (General Scientific and Technological Developments including Space and Nuclear Program of India),
  • ইউএন এবং অন্যান্য গুরুত্বপূর্ণ বিশ্বসংস্থা (UN and Other important World Organizations),
  • ভারত এবং বিশ্বের পরিবেশগত সমস্যা (Environmental Issues Concerning India and World at Large),
  • বেসিক কম্পিউটার এবং কম্পিউটার অ্যাপ্লিকেশন (Basics of Computers and Computer Applications),
  • কমন অ্যাব্রিভিয়েশান (Common Abbreviations),
  • ভারতের পরিবহন ব্যবস্থা (Transport Systems in India),
  • ভারতীয় অর্থনীতি (Indian Economy),
  • ভারত ও বিশ্বের বিখ্যাত মানুষজন (Famous Personalities of India and World),
  • সরকারের ফ্ল্যাগশিপ প্রোগ্রাম (Flagship Government Programs),
  • ভারতের উদ্ভিদ ও প্রাণীজগৎ (Flora and Fauna of India),
  • ভারতের গুরুত্বপূর্ণ সরকারী ও পাবলিক সেক্টর সংস্থা (Important Government and Public Sector Organizations of India) ইত্যাদি।

PSC Miscellaneous পরীক্ষা সম্পর্কে জেনে নাও

অঙ্ক (Mathematics)
  • নাম্বার সিস্টেম (Number System),
  • দশমিক (Decimals),
  • ভগ্নাংশ (Fractions),
  • LCM, HCF,
  • অনুপাত এবং সমানুপাত (Ratio and Proportions, Percentage),
  • পরিমিতি (Mensuration),
  • সময় এবং কাজ (Time and Work),
  • সময় এবং দূরত্ব (Time and Distance),
  • সরল এবং চক্রবৃদ্ধি সুদ (Simple and Compound Interest),
  • লাভ এবং ক্ষতি (Profit and Loss),
  • প্রাথমিক বীজগণিত (Elementary Algebra),
  • জ্যামিতি এবং ত্রিকোণমিতি (Geometry and Trigonometry),
  • প্রাথমিক রাশিবিজ্ঞান (Elementary Statistics) ইত্যাদি।

careerbondhu.com whatsapp channel

জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিসেনিং (General Intelligence and Reasoning)
  • সাদৃশ্য (Analogies),
  • সংখ্যা এবং বর্ণের সারি পরিপূরণ (Completion of Number and Alphabetical Series),
  • কোডিং এবং ডিকোডিং (Coding and Decoding),
  • গাণিতিক অপারেশন (Mathematical Operations),
  • সদৃশতা এবং বৈসদৃশতা (Similarities and Differences),
  • সম্পর্ক (Relationships),
  • বিশ্লেষণমূলক যুক্তি (Analytical Reasoning),
  • অনুমানবাক্য (Syllogism),
  • মিশ্রিত করা (Jumbling),
  • ভেন ডায়াগ্রাম (Venn Diagrams),
  • ধাঁধা (Puzzle),
  • ডেটা সাফিসিয়েন্সি (Data Sufficiency),
  • স্টেটমেন্ট কনক্লুশন (Statement- Conclusion),
  • স্টেটমেন্ট কোর্স অফ অ্যাকশন (Statement- Courses of Action),
  • ডিসিশন মেকিং (Decision Making) ইত্যাদি।

PSC Clerkship পরীক্ষা সম্পর্কে জেনে নাও

RRB NTPC পরীক্ষা কখন হয়?

সাধারণত কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রনাধীন রেলের বিভিন্ন দপ্তরে শূন্যপদের সংখ্যার উপরভিত্তি করে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড এই পরীক্ষাটি আয়োজন করে।

RRB NTPC পরীক্ষার জন্য নির্ধারিত সময় কত?

CBT-1 ও CBT-2 এই পরীক্ষা দুটির জন্যই 1 ঘণ্টা 30 মিনিট অর্থাৎ 90 মিনিট।

পর্ব সমাপ্ত!


নিয়মিত আপডেট পাওয়ার জন্য ফলো করুন

WhatsApp Channel | Telegram Channel | Facebook Page


careerbondhu-telegram-channel

বিশেষ দ্রষ্টব্য

  • এই নিবন্ধে ব্যবহৃত তথ্য ইন্টারনেট, সংবাদ পত্র, পত্রিকা, প্রকাশিত রিপোর্ট ইত্যাদি থেকে সংগ্রহ করা হয়েছে। নিবন্ধে ব্যবহৃত বাণিজ্যিক প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, কোর্সের নাম ইত্যাদি শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে ব্যবহার করা হয়েছে। এই ব্যাপারে আরো জানার জন্য এই পাতাটি পড়ে নেবার অনুরোধ রইল → Disclaimer
  • নিবন্ধটি আমরা যথাসম্ভব ত্রুটি মুক্ত রাখার চেষ্টা করেছি, তথ্যে কোনরূপ ত্রুটি চিহ্নিত হলে তা অনিচ্ছাকৃত ত্রুটি হিসাবে গণ্য হবে, চিহ্নিত ত্রুটি এই পাতা থেকে তা আমাদের জানানো যেতে পারে → Report an error
error: Content is protected !!