IBPS SO
Category – Govts Jobs

আপনি কি ব্যাঙ্কে স্পেশালিষ্ট অফিসার পদে চাকরি করতে চান, তাহলে IBPS SO পরীক্ষাটি শুধুমাত্র আপনারই জন্য।
IBPS SO পরীক্ষা জানার আগে IBPS সম্পর্কে জেনে নিই।

IBPS পরীক্ষা কী?

IBPS এর সম্পূর্ণ নাম, দ্য ইন্সটিটিউট অফ ব্যাঙ্কিং পারসোনেল সিলেকশান (The Institute of Banking Personnel Selection)। এটি একটি জাতীয় স্তরের অনলাইন সরকারী চাকরির পরীক্ষা। ভারতের বিভিন্ন রাষ্ট্রায়ত্ত পাবলিক সেক্টর ব্যাঙ্কগুলিতে (SBI বাদে) বিভিন্ন পদে নিয়োগের জন্য এই পরীক্ষা হয়।

IBPS অর্থাৎ দ্য ইন্সটিটিউট অফ ব্যাঙ্কিং পারসোনেল সিলেকশানে মূলত চারটি পরীক্ষা থাকে। যথা – 

  • IBPS SO
  • IBPS RRB
  • IBPS PO
  • IBPS Clerk

আমরা এই আর্টিকেলে আইবিপিএস এসও (IBPS SO) পরীক্ষা সম্পর্কে আলোচনা করবো।

careerbondhu.com whatsapp channel

IBPS SO পরীক্ষা কী?

IBPS SO পরীক্ষাটির পুরো কথা হল ইন্সটিটিউট অফ ব্যাঙ্কিং পারসোনেল সিলেকশান স্পেশালিসট অফিসার (Institute of Banking Personnel Selection Specialist Officer)।

এই পরীক্ষা দিয়ে ব্যাঙ্কের বিভিন্ন স্পেশাল অফিসার পদে নিযুক্ত হওয়া যায়।

ব্যাঙ্কের কিছু অফিসার পোস্ট হল –

  • I.T. Officer (Scale-I)
  • Agricultural Field Officer (Scale-I)
  • Rajbhasha Adhikari (Scale-I)
  • Law Officer (Scale-I)
  • HR/Personnel Officer (Scale-I)
  • Marketing Officer (Scale-I)

IBPS SO পরীক্ষা উত্তীর্ণ হয়ে যে যে ব্যাঙ্কগুলিতে নিয়োগ হওয়া যায়, সেগুলি হল –

  • Bank of Baroda
  • Bank of India
  • Bank of Maharashtra
  • Canara Bank
  • Central Bank of India
  • Indian Bank
  • Indian Overseas Bank
  • Punjab National Bank
  • Punjab & Sind Bank
  • UCO Bank
  • Union Bank of India.

আরো পড়ুন – IBPS RRB সম্পর্কে বিস্তারিত আলোচনা।

পরীক্ষার যোগ্যতা (Eligibility)

এই পরীক্ষাটি দেওয়ার জন্য কিছু যোগ্যতা থাকা আবশ্যক – শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা ও নাগরিকত্ব

শিক্ষাগত যোগ্যতা

IBPS SO পরীক্ষাটির জন্য কোনো স্বীকৃত ইউনিভার্সিটি থেকে ন্যূনতম স্নাতক বা সমতুল কোনো পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

অফিসার স্কেল-I-এর বিভিন্ন পদ অনুযায়ী শিক্ষাগত যোগ্যতা সামান্য পরিবর্তন হয়। নীচে উল্লেখ করা হল –

আইটি অফিসার (I.T. Officer)

এই পদের পরীক্ষার জন্য নিম্নলিখিত যোগ্যতাগুলির মধ্যে একটি থাকা আবশ্যক –
a) নির্দিষ্ট কিছু বিষয়ে চার বছরের ইঞ্জিনিয়ারিং বা টেকনোলজি ডিগ্রি করা প্রয়োজন। বিষয়গুলি হল – Computer Science/ Computer Applications/ Information Technology/ Electronics/ Electronics & 3 Telecommunications/ Electronics & Communication/ Electronics & Instrumentation.
বা,
b) নির্দিষ্ট কিছু বিষয়ে পোস্ট গ্র্যাজুয়েট করা প্রয়োজন, বিষয়গুলি হল – Electronics/ Electronics & Tele Communication/ Electronics & Communication/ Electronics & Instrumentation/ Computer Science/ Information Technology/ Computer Applications.
বা,
c) DOEACC ‘B’ স্তরে স্নাতক উত্তীর্ণ হলেও এই পরীক্ষার জন্য আবেদন করতে পারবেন।

এগ্রিকালচারাল ফিল্ড অফিসার (Agricultural Field Officer)

নির্দিষ্ট কিছু বিষয়ে চার বছরের ডিগ্রি কোর্স (গ্র্যাজুয়েশন) করা প্রয়োজন। বিষয়গুলি হল – Agriculture/ Horticulture/Animal Husbandry/ Veterinary Science/ Dairy Science/ Fishery Science/ Pisciculture/ Agri. Marketing & Cooperation/ Co-operation & Banking/ Agro-Forestry/Forestry/ Agricultural Biotechnology/ Food Science/ Agriculture Business Management/ Food Technology/ Dairy Technology/ Agricultural Engineering/ Sericulture.

রাজভাষা অধিকারী (Rajbhasha Adhikari)

হিন্দিতে স্নাতকোত্তর ডিগ্রি এবং তার সাথে স্নাতক স্তরে ইংরেজী ভাষা থাকতে হবে।
অথবা, সংস্কৃতে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে ও তার সাথে হিন্দি এবং ইংরেজী ভাষাসহ স্নাতক হতে হবে।


আমাদের Facebook পেজ লাইক করার অনুরোধ রইল। ↓


ল অফিসার (Law Officer)

ল (Law)-তে ব্যাচেলার ডিগ্রি (LLB) করা এবং বার কাউন্সিলে অ্যাডভকেট হিসাবে স্বীকৃত হতে হবে।

এইচআর/পার্সোনেল অফিসার (HR/Personnel Officer)

গ্র্যাজুয়েশন এবং তার সাথে 2 বছরের ফুল টাইম পোস্ট গ্র্যাজুয়েট বা পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা থাকতে হবে নীচে উল্লেখিত বিষয়গুলিতে –
Personnel Management / Industrial Relations/ HR / HRD/ Social Work / Labour Law

মার্কেটিং অফিসার (Marketing Officer)

স্নাতক স্তর এবং 2 বছরের ফুল টাইম পোস্ট গ্র্যাজুয়েট MMS (মার্কেটিং) করতে হবে
বা, 2 বছরের ফুল টাইম পোস্ট গ্র্যাজুয়েট MBA (মার্কেটিং) করতে হবে
বা, 2 বছরের ফুল টাইম PGDBA/PGDBM/PGPM/PGDM কোর্স মার্কেটিং-এর উপর করতে হবে।


আরো পড়ুন – IBPS Clerk কি?

বয়সের যোগ্যতা

বয়সের নিম্ন এবং ঊর্ধ্বসীমা যথাক্রমে 20 থেকে 30 বছর।

জেনারেল প্রার্থী ছাড়া অন্যান্য প্রার্থীদের ক্ষেত্রে বয়সের কিছুটা ছাড় থাকে। SC, ST বা OBC কিংবা শারীরিকভাবে অক্ষম প্রার্থীদের ক্ষেত্রে বয়সের সর্বনিম্ন 3 বছর থেকে সর্বোচ্চ 10 বছর পর্যন্ত ছাড় থাকে।

জাতীয়তা/নাগরিকত্ব (Nationality / Citizenship)

এই পরীক্ষাটি দেওয়ার জন্য ভারতবর্ষের নাগরিক হওয়া আবশ্যক। নেপাল ও ভুটানের অধিবাসী হলেও এই পরীক্ষাটি দেওয়া যায়।
careerbondhu.com telegram channel

IBPS SO পরীক্ষার বিষয়

IBPS SO পরীক্ষাটি দুটি ধাপে হয়ে থাকে – প্রিলিমিনারি পরীক্ষা (Preliminary Examination) ও মেইন্স পরীক্ষা (Mains Examination)। পরীক্ষাটিতে MCQ ধরনের প্রশ্ন আসে এবং অনলাইনে পরীক্ষাটি হয়ে থাকে।

প্রিলিমিনারি পরীক্ষা

প্রিলিমিনারি পরীক্ষাটি পদ অনুযায়ী দুইভাগে বিভক্ত –
1) ল অফিসার ও রাজভাষা অধিকারীর জন্য এবং
2) আইটি অফিসার, এগ্রিকালচারাল ফিল্ড অফিসার, এইচআর/পার্সোনাল অফিসার ও মার্কেটিং অফিসারের জন্য।

(1) ল অফিসার ও রাজভাষা অধিকারীর বিষয়গুলি হল –
ইংরেজী ভাষা (English Language) = এই বিষয় থেকে 50 টি প্রশ্ন আসে এবং সর্বোচ্চ নাম্বার 25
রিজনিং (Reasoning) = 50 টি প্রশ্ন আসে এবং সর্বোচ্চ নাম্বার 50.
জেনারেল অ্যাওয়ারনেস উইথ স্পেশাল রেফারেন্স টু ব্যাঙ্কিং ইন্ডাস্ট্রি (General Awareness With Special Reference to Banking Industry) = এই বিষয়টি থেকে 50 টি প্রশ্ন আসে এবং সর্বোচ্চ নাম্বার 50 থাকে।

(2) আইটি অফিসার, এগ্রিকালচারাল ফিল্ড অফিসার, এইচআর/পার্সোনাল অফিসার ও মার্কেটিং অফিসারের বিষয়গুলি হল –
ইংরেজী ভাষা (English Language) = এই বিষয় থেকে 50 টি প্রশ্ন আসে এবং সর্বোচ্চ নাম্বার 25 থাকে।
রিজনিং (Reasoning) = 50 টি প্রশ্ন আসে এবং সর্বোচ্চ নাম্বার 50.
কোয়ান্টিটেটিভ অ্যাপটিটুড (Quantitative Aptitude) = এই বিষয়টি থেকে 50 টি প্রশ্ন আসে এবং সর্বোচ্চ নাম্বার 50.
প্রিলিমিনারি পরীক্ষাটির দুটি ভাগেই 150টি প্রশ্ন আসে এবং সর্বোচ্চ নাম্বার 125. প্রত্যেকটি বিষয়ের জন্য 40 মিনিট সময় নির্ধারিত।


আরো পড়ুন – IBPS PO সম্পর্কে বিস্তারিত আলোচনা।

মেইন্স পরীক্ষা

মেইন্স পরীক্ষায় একটি বিষয় থেকেই প্রশ্ন আসে, বিষয়টি হল প্রফেশনাল নলেজ (Professional Knowledge)।

প্রফেশনাল নলেজ থেকে 60 টি MCQ প্রশ্ন আসে এবং সর্বোচ্চ নাম্বার 60. এই বিষয়ে পরীক্ষা দেওয়ার জন্য নির্ধারিত সময় হল 45 মিনিট।

কিন্তু রাজভাষা অধিকারী (Rajbhasha Adhikari) পদের জন্য মেইন্স পরীক্ষাটি একটু আলাদা হয়। প্রফেশনাল নলেজ বিষয়টি থেকে দু-ধরনের প্রশ্ন আসে, যথা –
প্রফেশানাল নলেজ (Objective) = 45 টি MCQ প্রশ্ন আসে।
প্রফেশানাল নলেজ (Descriptive) = 2 টি বর্ণনামূলক প্রশ্ন আসে।
দুটি পরীক্ষার জন্য নির্ধারিত সময় 30 মিনিট এবং দুটি পরীক্ষার মোট সর্বোচ্চ নাম্বার 60.

পরীক্ষা দুটিতে নেগেটিভ মার্কিং রয়েছে। প্রতিটি ভুল উত্তরের জন্য এক চতুর্থাংশ বা সেই প্রশ্নের জন্য নির্ধারিত নম্বরের 0.25 নাম্বার কেটে নেওয়া হয়।

careerbondhu.com whatsapp channel

IBPS SO এর সিলেবাস

Institute of Banking Personnel Selection কমিটিই নির্ধারণ করে IBPS SO র সিলেবাস। পুরো সিলেবাসটি প্রিলিমিনারি এবং মেইন্স এই দুটি ভাগে বিভক্ত।

IBPS SO প্রিলিমিনারি সিলেবাস

ইংরেজী ভাষা (English Language)

ইংরেজী বিষয় থেকে যে ধরনের প্রশ্ন আসে –

  • Reading Comprehension
  • Tenses Rules
  • Cloze Test
  • Paragraph Jumbles
  • Idioms & Phrases
  • Error Detection
  • Multiple Meanings (Contextual Usage)
  • Paragraph Completion ইত্যাদি।
রিজনিং (Reasoning)

রিজিনিং থেকে যে বিষয়ের উপর প্রশ্ন আসে, সেগুলি হল-

  • লজিকাল রিজনিং
  • আলফানিউমেরিক সিরিজ
  • ডাইরেকশন
  • র‍্যাঙ্কিং অ্যান্ড অর্ডার
  • অ্যালফাবেট কম্বিনেশন
  • ডেটা সাফিয়েন্সি
  • সিটিং অ্যারেঞ্জমেন্ট
  • পিকচার সিরিজ পাজেল
  • ইনপুট/আউটপুট
  • কোডিং অ্যান্ড ডিকোডিং
  • ওয়ার্ড ফরমেশন ইত্যাদি
জেনারেল অ্যাওয়ারনেস উইথ স্পেশাল রেফারেন্স টু ব্যাঙ্কিং ইন্ডাস্ট্রি (General Awareness With Special Reference to Banking Industry)
  • ফাইনান্সিয়াল নলেজ
  • ব্যাঙ্কিং অ্যাওয়ারনেস
  • বেসিক ইকোনমিক্স
  • কারেন্ট ফাইনান্সিয়াল নিউজ
  • ফাইনান্সিয়াল ইনস্টিটিউশন ইত্যাদি।

আরো পড়ুন – SBI PO সম্পর্কে বিস্তারিত আলোচনা।

কোয়ান্টিটেটিভ অ্যাপটিটুড (Quantitative Aptitude)
  • লাভ-ক্ষতি
  • মিশ্রণ
  • সরলসুদ ও চক্রবৃদ্ধি সুদ
  • সময় ও কাজ
  • গতি, দূরত্ব, সময়
  • পরিমিতি (চোঙ, শঙ্কু, গোলক ও আয়তঘন)
  • ডেটা ইন্টারপ্রিটেশন
  • অনুপাত-সমানুপাত
  • শতকরা
  • নাম্বার সিস্টেম ইত্যাদি।

পরীক্ষার ভাষা

এই পরীক্ষাটির জন্য নির্ধারিত ভাষা হল – ইংরেজী (English) এবং হিন্দি (Hindi), এর মধ্যে যে কোনো একটি ভাষায় পরীক্ষা দিতে হয়।
কিন্তু প্রিলিমিনারি পরীক্ষার ইংলিশ ল্যাঙ্গুয়েজ বিষয়টি শুধুমাত্র ইংরাজি ভাষায় হয়ে থাকে।


আরো পড়ুন – SBI Clerk পরীক্ষা কি?

পরীক্ষার সময়

প্রিলিমিনারি (Preliminary) পরীক্ষার জন্য নির্ধারিত সময় 2 ঘণ্টা ও মেইন্স (Mains) পরীক্ষার জন্য নির্ধারিত সময় 45 মিনিট থেকে 1 ঘণ্টা।

This articale is based on IBPS 2023-24 Information Booklet.

পর্ব সমাপ্ত!


নিয়মিত আপডেট পাওয়ার জন্য ফলো করুন

WhatsApp Channel | Telegram Channel | Facebook Page


careerbondhu-telegram-channel

বিশেষ দ্রষ্টব্য

  • এই নিবন্ধে ব্যবহৃত তথ্য ইন্টারনেট, সংবাদ পত্র, পত্রিকা, প্রকাশিত রিপোর্ট ইত্যাদি থেকে সংগ্রহ করা হয়েছে। নিবন্ধে ব্যবহৃত বাণিজ্যিক প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, কোর্সের নাম ইত্যাদি শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে ব্যবহার করা হয়েছে। এই ব্যাপারে আরো জানার জন্য এই পাতাটি পড়ে নেবার অনুরোধ রইল → Disclaimer
  • নিবন্ধটি আমরা যথাসম্ভব ত্রুটি মুক্ত রাখার চেষ্টা করেছি, তথ্যে কোনরূপ ত্রুটি চিহ্নিত হলে তা অনিচ্ছাকৃত ত্রুটি হিসাবে গণ্য হবে, চিহ্নিত ত্রুটি এই পাতা থেকে তা আমাদের জানানো যেতে পারে → Report an error
error: Content is protected !!