IBPS PO

Category – Govts Jobs

আপনি কি ব্যাঙ্কের প্রোবেশনারি অফিসার হতে চান, তাহলে আপনাকে IBPS PO পরীক্ষাটি দিতে হবে।
IBPS PO পরীক্ষা সম্পর্কে জানার আগে IBPS সম্পর্কে জেনে নিই।

IBPS কী?

IBPS এর সম্পূর্ণ নাম, দ্য ইন্সটিটিউট অফ ব্যাঙ্কিং পারসোনেল সিলেকশান (The Institute of Banking Personnel Selection)। এটি একটি জাতীয় স্তরের অনলাইন সরকারী চাকরির পরীক্ষা। ভারতের বিভিন্ন রাষ্ট্রায়ত্ত পাবলিক সেক্টর ব্যাঙ্কগুলিতে (SBI বাদে) বিভিন্ন পদে নিয়োগের জন্য এই পরীক্ষা হয়।

IBPS অর্থাৎ দ্য ইন্সটিটিউট অফ ব্যাঙ্কিং পারসোনেল সিলেকশান এ মূলত চারটি পরীক্ষা থাকে। যথা –

  • IBPS PO
  • IBPS Clerk
  • IBPS RRB
  • IBPS SO

আমরা এর মধ্যে IBPS PO পরীক্ষাটি সম্পর্কে এই আর্টিকেলে আলোচনা করবো।


আরো পড়ুন – IBPS Clerk কি?

IBPS PO পরীক্ষা কী?

ভারতের বিভিন্ন পাবলিক সেক্টর ব্যাঙ্কগুলিতে প্রোবেশনারি অফিসার বা Probationary Officer (PO) পদে নিয়োগের জন্য IBPS PO পরীক্ষা হয়।

IBPS PO পরীক্ষা উত্তীর্ণ হয়ে যে যে ব্যাঙ্কগুলিতে চাকরি পাওয়া যায়, সেগুলি হল –

  • Bank of Baroda
  • Bank of India
  • Bank of Maharashtra
  • Canara Bank
  • Central Bank of India
  • Indian Bank
  • Indian Overseas Bank
  • Punjab National Bank
  • Punjab & Sind Bank
  • UCO Bank
  • Union Bank of India.

careerbondhu.com whatsapp channel

পরীক্ষার যোগ্যতা (Eligibility)

এই পরীক্ষাটিতে আবেদন করার আগে তিনটি বিষয় লক্ষণীয়, যথা – শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা ও নাগরিকত্ব।

শিক্ষাগত যোগ্যতা

যে কোনো বিষয় নিয়ে ন্যূনতম স্নাতক বা সমতুল কোনো পরীক্ষায় উত্তীর্ণ হওয়া আবশ্যক।

বয়সের যোগ্যতা

বয়সের নিম্নসীমা এবং ঊর্ধ্বসীমা যথাক্রমে 20 থেকে 30 বছর।

জেনারেল প্রার্থী ছাড়া অন্যান্য প্রার্থীদের ক্ষেত্রে বয়সের কিছুটা ছাড় থাকে।
এই বয়সের ঊর্ধ্বসীমা S.C, S.T ও O.B.C প্রার্থীদের জন্য একটু বেশি। S.C ও S.T প্রার্থীদের বয়সের ঊর্ধ্বসীমায় 5 বছর, O.B.C প্রার্থীদের বয়সের ঊর্ধ্বসীমায় 3 বছর এবং PwBD প্রার্থীদের জন্য এই বয়সসীমার ছাড় আরও বেশি, 10 বছর ছাড় পেয়ে থাকেন।

নাগরিকত্ব

এই পরীক্ষাটি দেওয়ার জন্য ভারতবর্ষের নাগরিক হওয়া আবশ্যক। নেপাল ও ভুটানের অধিবাসী হলেও এই পরীক্ষাটি দেওয়া যায়।


আমাদের Facebook পেজ লাইক করার অনুরোধ রইল। ↓


IBPS PO পরীক্ষার বিষয়

এই পরীক্ষাটি সাধারণত বছরে একবারই হয়। IBPS PO পরীক্ষাটি তিনটি ধাপে হয় –

  1. প্রিলিমিনারি পরীক্ষা (Preliminary Examination),
  2. মেইন্স পরীক্ষা (Mains Examination) এবং
  3. ইন্টারভিউ (Interview)।

প্রিলিমিনারি ও মেইন্স পরীক্ষা দুটি অনলাইনে হয়ে থাকে এবং MCQ প্রশ্ন আসে।

IBPS PO প্রিলিমিনারি পরীক্ষা (IBPS PO Preliminary Examination)

এই প্রিলিমিনারি পরীক্ষাটি তিনটি বিষয়ের উপর হয়ে থাকে, যথা –

ইংরাজি (English Language)

এই বিষয় থেকে 30 টি প্রশ্ন আসে, প্রতি প্রশ্নের প্রশ্নমান 1 নাম্বার অর্থাৎ মোট 30 নাম্বারে এই ভাগ থেকে প্রশ্ন আসে।

কোয়ান্টিটেটিভ অ্যাপটিটুড (Quantitative Aptitude)

এই বিভাগ থেকে 35 টি প্রশ্ন আসে প্রতি প্রশ্নের প্রশ্নমান 1 নাম্বার অর্থাৎ এই বিষয়ে মোট 35 নাম্বার থাকে।

রিজনিং এবিলিটি (Reasoning Ability)

রিজনিং এবিলিটিতেও 35 টি প্রশ্ন আসে ও 35 নাম্বার থাকে।

প্রত্যেকটি বিষয়ের জন্য নির্ধারিত সময় হল 20 মিনিট করে। তিনটি বিষয় মিলে মোট 100 টি প্রশ্ন আসে এবং প্রিলিমিনারি পরীক্ষার মোট নাম্বার 100.


আরো পড়ুন – IBPS SO সম্পর্কে বিস্তারিত আলোচনা।

IBPS PO মেইন্স পরীক্ষা (IBPS PO Mains Examination)

প্রিলিমিনারি পরীক্ষা উত্তীর্ণ হবার পরেই মেইন্স পরীক্ষা দেওয়া যাবে। মেইন্স পরীক্ষাটিতে চারটি বিষয় থেকে প্রশ্ন আসে, সেগুলি হল –

রিজনিং এবিলিটি & কম্পিউটার অ্যাপটিটুড (Reasoning Ability & Computer Aptitude)

এই বিষয় থেকে 45 টি প্রশ্ন আসে। এই বিষয়ের সর্বোচ্চ নাম্বার 60 এবং নির্ধারিত সময় 60 মিনিট।

জেনারেল/ইকোনমি/ব্যাঙ্কিং অ্যাওয়ারনেস (General/Economy/Banking Awareness)

এই বিষয় থেকে 40 টি প্রশ্ন আসে এবং সর্বোচ্চ নাম্বার 40 থাকে। এই বিষয়ের জন্য নির্ধারিত সময় হল 35 মিনিট।


আরো পড়ুন – IBPS RRB সম্পর্কে বিস্তারিত আলোচনা।

ইংরাজি (English Language)

ইংলিশ ল্যাঙ্গুয়েজ থেকে 35 টি প্রশ্ন আসে এবং সর্বোচ্চ নাম্বার 40. এই বিষয়ের জন্য 40 মিনিট সময় নির্ধারিত।

ডেটা অ্যানালাইসিস & ইন্টারপ্রিটেশান (Data Analysis & Interpretation)

এই বিষয় থেকে 35 টি প্রশ্ন আসে এবং নির্ধারিত সময় 45 মিনিট হয়। এই বিষয়ের সর্বোচ্চ নাম্বার 60.

চারটি বিষয় থেকে মোট 155 টি প্রশ্ন আসে এবং মেইন্স পরীক্ষা 200 নাম্বারে হয়ে থাকে।

পরীক্ষা দুটিতে নেগেটিভ মার্কিং রয়েছে। প্রতিটি ভুল উত্তরের জন্য এক চতুর্থাংশ বা সেই প্রশ্নের জন্য নির্ধারিত নম্বরের 0.25 নাম্বার কেটে নেওয়া হয়। যদি কোনো প্রশ্নের উত্তর না দেওয়া হয় তাহলে তার জন্য কোনো নাম্বার কাটা হবে না।

মেইন্স পরীক্ষায় MCQ বাদেও ইংলিশ ল্যাঙ্গুয়েজ (English Language) বিষয়ের উপর আরো একটি পরীক্ষা হয়, যেখানে চিঠি ও প্রবন্ধ লিখতে দেওয়া হয়। একটি চিঠি ও একটি প্রবন্ধ লেখার জন্য 30 মিনিট সময় নির্ধারিত এবং মোট 25 নাম্বার থাকে। এই পরীক্ষাটি সম্পূর্ণ ইংরাজী ভাষায় দিতে হয়।

IBPS PO ইন্টারভিউ (IBPS PO Interview)

মেইন্স পরীক্ষা উত্তীর্ণ হবার পর প্রার্থীদের ইন্টারভিউ দিতে হয়। যে সমস্ত ব্যাঙ্ক IBPS -এ অংশগ্রহণ করেছে তারাই ইন্টারভিউ পরিচালনা করে। ইন্টারভিউর মোট 100 নাম্বারে হয় এবং এর মধ্যে প্রার্থীদের নূন্যতম 40% নাম্বার (SC, ST, OBC ও PwBD প্রার্থীদের 35% নাম্বার) উত্তীর্ণ হওয়ার জন্য পেতে হয়।

ফাইনাল মেরিট লিস্ট অনলাইন মেইন্স পরীক্ষা এবং ইন্টারভিউ থেকে প্রাপ্ত নাম্বারের ভিত্তিতে তৈরি করা হয়। এই মেরিট লিস্টে মেইন্স ও ইন্টারভিউ পরীক্ষার প্রাপ্ত নাম্বারের অনুপাত যথাক্রমে 80 : 20.

careerbondhu.com telegram channel

পরীক্ষার ভাষা

এই পরীক্ষাটির জন্য নির্ধারিত ভাষা হল – ইংরেজী (English) এবং হিন্দি (Hindi), এর মধ্যে যে কোনো একটি ভাষায় পরীক্ষা দিতে হয়।

কিন্তু প্রিলিমিনারি ও মেইন্স পরীক্ষার ইংলিশ ল্যাঙ্গুয়েজ বিষয়টি শুধুমাত্র ইংরাজি ভাষায় হয়ে থাকে।

পরীক্ষার সময়

প্রিলিমিনারি (Preliminary) পরীক্ষার জন্য নির্ধারিত সময় 1 ঘণ্টা ও মেইন্স (Mains) পরীক্ষার জন্য নির্ধারিত সময় 3 ঘণ্টা 30 মিনিট।

IBPS PO পরীক্ষার সিলেবাস

IBPS প্রিলিমিনারি পরীক্ষার সিলেবাস

ইংরেজী ভাষার মধ্যে রয়েছে,

  • Reading Comprehension
  • Cloze Test
  • Para Jumbles
  • Miscellaneous
  • Fill in the blanks
  • Multiple Meaning/Error Spotting
  • Paragraph Completion ইত্যাদি।

আরো পড়ুন – SBI Clerk সম্পর্কে বিস্তারিত আলোচনা।

কোয়ানটিটেটিভ অ্যাপটিটুড এই বিষয়ের মধ্যে রয়েছে,

  • লাভ-ক্ষতি
  • মিশ্রণ
  • সরলসুদ ও চক্রবৃদ্ধি সুদ
  • কাজ ও সময়
  • দূরত্ব ও সময়
  • পরিমিতি (সিলিন্ডার, কোণ ও গোলক)
  • ডেটা ইন্টারপ্রিটেশন
  • অনুপাত ও সমানুপাত
  • শতকরা
  • নাম্বার সিস্টেম
  • দ্বিঘাত সমীকরণ ইত্যাদি।

রিজনিং এবিলিটির মধ্যে রয়েছে,

  • লজিকেল রিজনিং
  • অ্যালফাবেট টেস্ট
  • পাজেল
  • ডেটা সাফিসিয়েন্সি
  • সিলগিসম
  • ব্লাড রিলেশন
  • ইনপুট-আউটপুট
  • কোডিং -ডিকোডিং
  • স্টেটমেন্ট অ্যান্ড আর্গুমেন্ট
  • অ্যানালগ ইত্যাদি।

careerbondhu.com whatsapp channel

IBPS মেইন্স পরীক্ষার সিলেবাস

ডেটা ইন্টারপ্রিটেশান অ্যানড অ্যানালিসিস

এই বিষয়টি আবার সিমপ্লিফিকেশান (Simplification) এবং অ্যাভারেজ (Average) এই দুটি ভাগে বিভক্ত।

সিমপ্লিফিকেশানে রয়েছে,

  • শতকরা
  • ডেটা ইন্টারপ্রিটেশন
  • দ্বিঘাত সমীকরণ
  • নাম্বার সিরিজ
  • নাম্বার সিস্টেম
  • লিনিয়ার ইকুয়েশন
  • প্রোবাবিলিটি ইত্যাদি।

অ্যাভারেজে রয়েছে,

  • অনুপাত-সমানুপাত
  • সুদ
  • লাভ-ক্ষতি
  • সময়, দূরত্ব ও গতি
  • কাজ ও সময়
  • ডেটা সাফিসিয়েন্সি
  • মিশ্রণ
  • পরিমিতি ও জ্যামিতি ইত্যাদি বিষয়গুলি।
জেনারেল/ইকোনমি/ব্যাঙ্কিং অ্যাওয়্যারনেস

এখানে যে যে বিষয়গুলি পড়তে হয় সেগুলি হল,

  • ফাইনেন্সিয়াল অ্যাওয়ারনেস
  • কারেন্ট অ্যাফেয়ার্স
  • ব্যাঙ্কিং অ্যাওয়ারনেস
  • জেনারেল নলেজ ইত্যাদি।

আরো পড়ুন – SBI PO সম্পর্কে বিস্তারিত আলোচনা।

রিজনিং & কম্পিউটার অ্যাপটিটিউড (Reasoning & Computer Aptitude)

এটি আবার ভার্বাল রিজনিং (Verbal Reasoning) এবং ইন্টারনেট (Internet) এই দুই ভাগে বিভক্ত।

ভার্বাল রিজনিং এর মধ্যে রয়েছে,

  • সিলগিসম
  • ডেটা সাফিসিয়েন্সি
  • ব্লাড রিলেশন
  • ইনপুট-আউটপুট
  • কোডিং -ডিকোডিং
  • সারকুলার সিটিং অ্যারেঞ্জমেন্ট
  • লিনিয়ার সিটিং অ্যারেঞ্জমেন্ট ইত্যাদি।

ইন্টারনেট (Internet) অংশে রয়েছে,

  • মেমরি
  • কীবোর্ড শর্টকাট
  • মাইক্রোসফট অফিস
  • কম্পিউটার হার্ডওয়্যার
  • কম্পিউটার সফটওয়্যার
  • অপারেটিং সিস্টেম
  • নেটওয়ার্কিং
  • কম্পিউটার ফান্ডামেন্টাল ইত্যাদি।
ইংরাজি

সর্বশেষ বিভাগ ইংরাজির মধ্যে রয়েছে – 

  • Vocabulary
  • Verbal Ability
  • Reading Comprehension
  • Grammar
  • Fill in the Blanks ইত্যাদি।

This articale is based on IBPS 2023-24 Information Booklet.

পর্ব সমাপ্ত!


নিয়মিত আপডেট পাওয়ার জন্য ফলো করুন

WhatsApp Channel | Telegram Channel | Facebook Page


careerbondhu-telegram-channel

বিশেষ দ্রষ্টব্য

  • এই নিবন্ধে ব্যবহৃত তথ্য ইন্টারনেট, সংবাদ পত্র, পত্রিকা, প্রকাশিত রিপোর্ট ইত্যাদি থেকে সংগ্রহ করা হয়েছে। নিবন্ধে ব্যবহৃত বাণিজ্যিক প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, কোর্সের নাম ইত্যাদি শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে ব্যবহার করা হয়েছে। এই ব্যাপারে আরো জানার জন্য এই পাতাটি পড়ে নেবার অনুরোধ রইল → Disclaimer
  • নিবন্ধটি আমরা যথাসম্ভব ত্রুটি মুক্ত রাখার চেষ্টা করেছি, তথ্যে কোনরূপ ত্রুটি চিহ্নিত হলে তা অনিচ্ছাকৃত ত্রুটি হিসাবে গণ্য হবে, চিহ্নিত ত্রুটি এই পাতা থেকে তা আমাদের জানানো যেতে পারে → Report an error
error: Content is protected !!