IBPS RRB
Category – Govt Jobs

আপনি কি ব্যাঙ্কে গ্রুপ-A-এর অফিসার ও গ্রুপ-B-এর অফিস অ্যাস্টিটেন্ট পদে চাকরি করতে চান, তাহলে আপনাকে IBPS RRB পরীক্ষাটি দেওয়া প্রয়োজন।
IBPS RRB পরীক্ষা সম্পর্কে জেনে নেওয়ার আগে IBPS সম্পর্কে জেনে নিই।

IBPS পরীক্ষা কী?

IBPS এর পুরো কথা হল, “The Institute of Banking Personnel Selection”. এটি একটি জাতীয় স্তরের অনলাইন সরকারী চাকরির পরীক্ষা। ভারতের বিভিন্ন রাষ্ট্রায়ত্ত পাবলিক সেক্টর ব্যাঙ্কগুলিতে (SBI বাদে) বিভিন্ন পদে নিয়োগের জন্য এই পরীক্ষা হয়।

IBPS অর্থাৎ দ্য ইন্সটিটিউট অফ ব্যাঙ্কিং পারসোনেল সিলেকশান এ মূলত চারটি পরীক্ষা থাকে, যথা –

  • IBPS RRB
  • IBPS PO
  • IBPS Clerk
  • IBPS SO

আমরা এই আর্টিকেলে আইবিপিএস আরআরবিএস (IBPS RRB) পরীক্ষা সম্পর্কে আলোচনা করবো।

careerbondhu.com whatsapp channel

IBPS RRB পরীক্ষা কী?

IBPS RRB পরীক্ষার পুরো কথা হল ইন্সটিটিউট অফ ব্যাঙ্কিং পারসোনেল রিজিওনাল রুরাল ব্যাঙ্কস (Institute of Banking Personnel Regional Rural Banks)। এটির মাধ্যমে রিজিওনাল রুরাল ব্যাঙ্কের গ্রুপ-A ও গ্রুপ-B এর বিভিন্ন পদে নিয়োগের পরীক্ষা। IBPS RRB পরীক্ষাটি হয় ভারতের বিভিন্ন রিজিওনাল রুরাল ব্যাঙ্কগুলিতে বিভিন্ন অফিসার পদে নিয়োগের জন্য, যেমন – অফিসার স্কেল 1,2,3 এবং মাল্টিপারপস অফিস অ্যাসিস্ট্যান্ট।

IBPS RRB পরীক্ষাটি দিয়ে যে যে ব্যাঙ্কগুলিতে নিয়োগ হওয়া যায়, তার সংখ্যা মোট 43টি। নীচে এর মধ্যে কয়েকটি ব্যাঙ্কের নাম দেওয়া হল –

  • Andhra Pragathi Gramin Bank, Andhra Pradesh
  • Arunachal Pradesh Rural Bank, Arunachal Pradesh
  • Baroda Gujarat Gramin Bank, Gujarat
  • Bangiya Gramin Vikash Bank, West Bengal
  • Punjab Gramin Bank, Punjab
  • Paschim Banga Gramin Bank, West Bengal
  • Uttarakhand Gramin Bank, Uttarakhand
  • Uttarbanga Kshetriya Gramin Bank, West Bengal ইত্যাদি।

আরো পড়ুন – IBPS PO সম্পর্কে বিস্তারিত আলোচনা।

পরীক্ষার যোগ্যতা (Eligibility)

মূলত তিনটি বিষয়ের উপর গুরুত্ব দেওয়া হয়। বয়সসীমা, ন্যাশানালিটি এবং শিক্ষাগত যোগ্যতা।

শিক্ষাগত যোগ্যতা

ন্যূনতম স্নাতক বা সমতুল কোনো পরীক্ষা উত্তীর্ণ হওয়া আবশ্যক এবং কম্পিউটারের বেসিক জ্ঞান থাকা প্রয়োজন। বিভিন্ন অফিসার স্কেল অর্থাৎ বিভিন্ন পদ অনুযায়ী শিক্ষাগত যোগ্যতা সামান্য পরিবর্তন হয় এবং কিছু কিছু পদের জন্য অভিজ্ঞতা থাকা প্রয়োজন হয়। নীচে উল্লেখ করা হল –

অফিসার স্কেল-I (অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার)

যে কোনো বিষয়ে স্নাতক উত্তীর্ণ হতে হবে এবং কম্পিউটারের বেসিক জ্ঞান থাকতে হবে। প্রার্থী যে অঞ্চলের RRB পরীক্ষায় অংশগ্রহণ করবেন সেই স্থানের স্থানীয় ভাষা সম্পর্কে বেসিক জ্ঞান থাকা আবশ্যক। কিছু নির্দিষ্ট বিষয়ে ডিগ্রিধারী প্রার্থীদের অগ্রাধিকার রয়েছে, সেগুলি হল – এগ্রিকালচারাল, হর্টিকালচারাল, ফরেস্ট্রি, অ্যানিমেল হাসবেন্ডারি, ভেটেরিনারি সাইন্স, এগ্রিকালচারাল ইঞ্জিনিয়ারিং, পিসিকালচার, এগ্রিকালচারাল মার্কেটিং এন্ড কোঅপারেশন, ইনফরমেশন টেকনোলোজি, ম্যানেজমেন্ট, ল (Law), ইকোনমিকস, অ্যাকাউন্টেন্সি।
এই পরীক্ষাটি দেওয়ার জন্য পূর্বের কাজ করার কোনো অভিজ্ঞতা আবশ্যক নয়।

অফিসার স্কেল-II (ম্যানেজার)

অফিসার স্কেল-II অর্থাৎ ম্যানেজার পদের আবার দুটি ভাগ রয়েছে –
a) জেনারেল ব্যাঙ্কিং অফিসার (ম্যানেজার)

যে কোনো বিষয়ে স্নাতক বা সমতুল পরীক্ষায় 50% নাম্বার নিয়ে উত্তীর্ণ হওয়া প্রয়োজন। কিছু নির্দিষ্ট বিষয়ে ডিগ্রিধারী প্রার্থীদের অগ্রাধিকার রয়েছে, সেগুলি হল – এগ্রিকালচারাল, হর্টিকালচারাল, ফরেস্ট্রি, অ্যানিমেল হাসবেন্ডারি, ভেটেরিনারি সাইন্স, এগ্রিকালচারাল ইঞ্জিনিয়ারিং, পিসিকালচার, এগ্রিকালচারাল মার্কেটিং এন্ড কোঅপারেশন, ইনফরমেশন টেকনোলোজি, ম্যানেজমেন্ট, ল (Law), ইকোনমিকস, অ্যাকাউন্টেন্সি। এই প্রবেশিকা পরীক্ষাটি দেওয়ার জন্য নূন্যতম দুবছর কোনো ব্যাঙ্ক বা ফাইনান্সিয়াল ইনস্টিটিউটে অফিসার পদে চাকরির অভিজ্ঞতা থাকা প্রয়োজন।


আরো পড়ুন – IBPS SO সম্পর্কে বিস্তারিত আলোচনা।

b) স্পেশালিষ্ট অফিসারস (ম্যানেজার)

কিছু স্পেশাল অফিসার/ম্যানেজার পদ রয়েছে যেগুলির জন্য নির্দিষ্ট কিছু বিষয়ে ডিগ্রি থাকা আবশ্যক। নীচে সেই সব পদ ও সেই পদের জন্য প্রয়োজনীয় ডিগ্রিগুলি উল্লেখ করা হল –

  • ইনফরমেশন টেকনোলজি অফিসার – এই পদে আবেদন করার জন্য উল্লেখিত বিষয়গুলিতে ডিগ্রি থাকা আবশ্যক, বিষয়গুলি হল – ইলেকট্রনিকস/কমিউনিকেশন/কম্পিউটার সাইন্স/ইনফরমেশন টেকনোলজি বা এর সমতুল কোনো বিষয়ে স্নাতক হতে হবে এবং 50% নাম্বার নিয়ে উত্তীর্ণ হওয়া আবশ্যক।
    এছাড়া কম্পিউটারের কিছু সার্টিফিকেট কোর্সে বেসিক নলেজ থাকতে হবে। সেগুলি হল – ASP, PHP, C++, Java, VB, VC, OCP ইত্যাদি।
    এই পরীক্ষা দেওয়ার জন্য প্রার্থীকে তার স্নাতকের বিষয়ের উপর নূন্যতম এক বছরের কাজের অভিজ্ঞতা রাখতে হবে।
  • চার্টার অ্যাকাউন্টেন্ট – এই IBPS RRB পরীক্ষা দিয়ে যারা চার্টার অ্যাকাউন্টেন্ট পদে নিযুক্ত হতে চান তাদের CA পরীক্ষায় উত্তীর্ণ হয়ে নূন্যতম চার্টার অ্যাকাউন্টেন্ট হিসাবে কর্মজীবনে এক বছরের অভিজ্ঞতা রাখতে হবে।
  • ল অফিসার – যারা IBPS RRB পরীক্ষার মাধ্যমে ল অফিসার পদে নিযুক্ত হতে চান তাদের আইন বিভাগে 50% নাম্বার নিয়ে স্নাতক উত্তীর্ণ হতে হবে এবং অ্যাডভকেট হিসাবে নূন্যতম দুবছরের অভিজ্ঞতা অথবা ল অফিসার হিসাবে কোনো ব্যাঙ্ক বা ফাইনান্সিয়াল ইনস্টিটিউটে নূন্যতম দুবছরের অভিজ্ঞতা রাখতে হবে।
  • ট্রেসারি ম্যানেজার – চার্টার অ্যাকাউন্টেন্ট বা ফাইনেন্সে MBA কোর্স করা আবশ্যক। উল্লেখিত কোর্সের কর্মক্ষেত্রে নূন্যতম এক বছরের অভিজ্ঞতা থাকা প্রয়োজন।
  • মার্কেটিং অফিসার – মার্কেটিং-এ MBA কোর্স করা আবশ্যক। মার্কেটিং ক্ষেত্রে নূন্যতম 1 বছরের অভিজ্ঞতা জরুরী।
  • এগ্রিকালচারাল অফিসার – এই পদে আবেদন করার জন্য উল্লেখিত বিষয় গুলিতে ডিগ্রি থাকা আবশ্যক, বিষয়গুলি হল – এগ্রিকালচারাল (Agriculture)/ হর্টিকালচারাল/ ডেয়ারি/ অ্যানিমেল হাসবেন্ডারি/ ফরেস্ট্রি/ ভেটেরিনারি সাইন্স/এগ্রিকালচারাল ইঞ্জিনিয়ারিং /পিসিকালচার। 50% নাম্বার নিয়ে উল্লেখিত বিষয়ে উত্তীর্ণ হওয়া প্রয়োজন। উল্লেখিত কোর্সের কর্মক্ষেত্রে নূন্যতম পাঁচ বছরের অভিজ্ঞতা থাকা প্রয়োজন।
অফিসার স্কেল-III (সিনিয়র ম্যানেজার)

যে কোনো বিষয়ে স্নাতক বা সমতুল পরীক্ষায় 50% নাম্বার নিয়ে উত্তীর্ণ হওয়া প্রয়োজন। কিছু নির্দিষ্ট বিষয়ে ডিপ্লোমা বা ডিগ্রি করা প্রার্থীদের অগ্রাধিকার রয়েছে, সেগুলি হল – ব্যাঙ্কিং, ফাইনান্স, মার্কেটিং, এগ্রিকালচারাল, হর্টিকালচারাল, ফরেস্ট্রি, অ্যানিমেল হাসবেন্ডারি, ভেটেরিনারি সাইন্স, এগ্রিকালচারাল ইঞ্জিনিয়ারিং, পিসিকালচার, এগ্রিকালচারাল মার্কেটিং এন্ড কোঅপারেশন, ইনফরমেশন টেকনোলোজি, ম্যানেজমেন্ট, ল, ইকোনমিকস, অ্যাকাউন্টেন্সি।
অফিসার হিসাবে কোনো ব্যাঙ্ক বা ফাইনান্সিয়াল ইনস্টিটিউটে নূন্যতম 5 বছরের কর্ম অভিজ্ঞতা থাকা আবশ্যক।

অফিস অ্যাসিস্ট্যান্ট (মাল্টিপারপাস)

যে কোনো বিষয়ে স্নাতক উত্তীর্ণ হতে হবে এবং কম্পিউটারের বেসিক জ্ঞান থাকা আবশ্যক। প্রার্থী যে অঞ্চলের RRB পরীক্ষায় অংশগ্রহণ করবেন সেই স্থানের স্থানীয় ভাষা সম্পর্কে বেসিক জ্ঞান থাকা আবশ্যক। এই পরীক্ষাটি দেওয়ার জন্য কোনো পূর্বের কর্ম অভিজ্ঞতার প্রয়োজন নেই।


আরো পড়ুন – IBPS Clerk সম্পর্কে বিস্তারিত আলোচনা

বয়সের যোগ্যতা

বয়সের নিম্ন এবং ঊর্ধ্বসীমা যথাক্রমে 21 থেকে 40 বছর। অফিসার স্কেল অর্থাৎ বিভিন্ন পদ অনুযায়ী বয়সসীমা পরিবর্তিত হয়।
নীচে অফিসার স্কেল অনুযায়ী বয়সসীমা উল্লেখ করা হল –

  • অফিসার স্কেল-I (অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার) = 18 বছর থেকে 30 বছর
  • অফিসার স্কেল-II (ম্যানেজার) = 21 বছর থেকে 32 বছর
  • অফিসার স্কেল-III (সিনিয়র ম্যানেজার) = 21 বছর থেকে 40 বছর
  • অফিস অ্যাসিস্ট্যান্ট (মাল্টিপারপাস) = 18 বছর থেকে 28 বছর।

জেনারেল প্রার্থী ছাড়া অন্যান্য প্রার্থীদের ক্ষেত্রে বয়সের কিছুটা ছাড় থাকে। SC, ST বা OBC কিংবা শারীরিকভাবে অক্ষম প্রার্থীদের ক্ষেত্রে বয়সের সর্বনিম্ন 3 বছর থেকে সর্বোচ্চ 10 বছর পর্যন্ত ছাড় থাকে।

জাতীয়তা/নাগরিকত্ব

এই পরীক্ষাটি দেওয়ার জন্য ভারতবর্ষের নাগরিক হওয়া আবশ্যক। নেপাল ও ভুটানের নাগরিকরাও এই পরীক্ষাটি দিতে পারবেন।

careerbondhu.com telegram channel

IBPS RRB পরীক্ষার বিষয়

IBPS RRB পরীক্ষাটি অফিসার স্কেল অনুয়ায়ী হয়ে থাকে। অফিসার স্কেল-I ও অফিস অ্যাসিস্ট্যান্ট (মাল্টিপারপাস) পদের জন্য পরীক্ষা তিনটি ধাপে হয়ে থাকে – 1) প্রিলিমিনারি পরীক্ষা (Preliminary Examination), 2) মেইন্স পরীক্ষা (Mains Examination) এবং 3) ইন্টারভিউ (Interview)।

এছাড়া অফিসার স্কেল-II ও অফিসার স্কেল-III পদের জন্য সিঙ্গেল লেভেল এক্সামিনেশন এবং ইন্টারভিউ (Interview) হয়।

ইন্টারভিউ বাদে উপরিক্ত পরীক্ষাগুলি অনলাইনে হয় এবং MCQ প্রশ্ন আসে। এই RRB পরীক্ষাটি সাধারণত বছরে একবারই হয়।


আরো পড়ুন – SBI PO সম্পর্কে বিস্তারিত আলোচনা।

প্রিলিমিনারি পরীক্ষা (Preliminary Examination)

অফিসার স্কেল-I ও অফিস অ্যাসিস্ট্যান্ট (মাল্টিপারপাস)-এর প্রিলিমিনারি পরীক্ষাটি দুটি বিষয়ের উপর হয়ে থাকে, যথা –

অফিস অ্যাসিস্ট্যান্ট (মাল্টিপারপাস)-এর বিষয়
  • রিজনিং (Reasoning) = রিজনিং থেকে মোট 40 নাম্বারে 40 টি প্রশ্ন আসে।
  • নিউমেরিকাল এবিলিটি (Numerical Ability) = নিউমেরিকাল এবিলিটি থেকে মোট 40 নাম্বারে 40 টি প্রশ্ন আসে।

দুটি বিষয় মিলে মোট 80 টি প্রশ্ন আসে এবং মোট নাম্বার 80.

অফিসার স্কেল-I -এর বিষয়
  • রিজনিং (Reasoning) = রিজনিং থেকে মোট 40 নাম্বারে 40 টি প্রশ্ন আসে।
  • কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড (Quantitative Aptitude) = এই বিষয় থেকে মোট 40 নাম্বারে 40 টি প্রশ্ন আসে।

দুটি বিষয় মিলে মোট 80 টি প্রশ্ন আসে এবং প্রিলিমিনারি পরীক্ষার মোট নাম্বার 80.


আরো পড়ুন – SBI Clerk সম্পর্কে বিস্তারিত আলোচনা।

মেইন্স পরীক্ষা (Mains Examination)

অফিসার স্কেল-I ও অফিস অ্যাসিস্ট্যান্ট (মাল্টিপারপাস) -এর মেইন্স পরীক্ষাটিতে পাঁচটি বিষয় থেকে প্রশ্ন আসে, এই দুটি পদেরই মেইন্স পরীক্ষার বিষয়গুলি, প্রশ্নের সংখ্যা, নাম্বার এবং সময় এক। বিষয়গুলি হল –

  • রিজনিং (Reasoning) = এই বিষয় থেকে মোট 50 নাম্বারে 40 টি প্রশ্ন আসে।
  • কম্পিউটার নলেজ (Computer Knowledge) = এই বিষয় থেকে মোট 20 নাম্বারে 40 টি প্রশ্ন আসে।
  • জেনারেল অ্যাওয়ারনেস (General Awareness) = এই বিষয় থেকে মোট 40 নাম্বারে 40 টি প্রশ্ন আসে।
  • ইংলিশ ল্যাঙ্গুয়েজ বা হিন্দি ল্যাঙ্গুয়েজ (English Language or Hindi Language) = ইংরাজি বা হিন্দি ভাষার মধ্যে যে কোনো একটি বিষয় পছন্দ করে পরীক্ষা দিতে হয়। এই বিষয় থেকে মোট 40 নাম্বারে 40 টি প্রশ্ন আসে।

মেইন্সের পাঁচ নং বিষয়টি দুটি পদের জন্য ভিন্ন হয়, যথা –

  • নিউমেরিকাল এবিলিটি (Numerical Ability) = নিউমেরিকাল এবিলিটি থেকে মোট 50 নাম্বারে 40 টি প্রশ্ন আসে।
  • কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড (Quantitative Aptitude) = এই বিষয় থেকেও মোট 50 নাম্বারে 40 টি প্রশ্ন আসে।

দুটি পদে চারটি বিষয় থেকে মোট 200 টি প্রশ্ন আসে এবং মেইন্স পরীক্ষাটি দুটি ক্ষেত্রেই 200 নাম্বারের হয়।

সিঙ্গেল লেভেল এক্সামিনেশন

অফিসার স্কেল-II (জেনারেল ব্যাঙ্কিং অফিসার), অফিসার স্কেল-II (স্পেশাল অফিসার) ও অফিসার স্কেল-III-এর জন্য আয়োজিত এই সিঙ্গেল লেভেল এক্সামিনেশন। এই পরীক্ষা যে যে বিষয় থেকে প্রশ্ন আসে সেগুলি তিনটি পদের ক্ষেত্রে এক হয় এবং মোট 5টি বিষয় থেকে প্রশ্ন আসে, কিন্তু অফিসার স্কেল-II (স্পেশাল অফিসার) একটি বিষয় বেশি রয়েছে। এছাড়া প্রত্যেকটি বিষয় থেকে কতগুলি প্রশ্ন আসবে, বিষয়ের সর্বোচ্চ নাম্বার ও পরীক্ষার মোট সময় প্রায় একই হয়।

বিষয়গুলি নীচে দেওয়া হল –

  • রিজনিং (Reasoning) = এই বিষয় থেকে মোট 40 টি প্রশ্ন আসে এবং সর্বোচ্চ নাম্বার 40.
  • কম্পিউটার নলজে (Computer Knowledge) = এই বিষয় থেকে 40 টি প্রশ্ন আসে ও সর্বোচ্চ নাম্বার 20.
  • ফিনান্সিয়াল অ্যাওয়ারনেস (Financial Awareness) = এই বিষয় থেকে 40 টি প্রশ্ন আসে এবং সর্বোচ্চ নাম্বার 40 থাকে।
  • ইংলিশ ল্যাঙ্গুয়েজ বা হিন্দি ল্যাঙ্গুয়েজ (English Language or Hindi Language) = ইংরাজি বা হিন্দি ভাষার মধ্যে যে কোনো একটি বিষয় পছন্দ করে পরীক্ষা দিতে হয়। এই বিষয় থেকে 40 টি প্রশ্ন আসে। সর্বোচ্চ নাম্বার সাধারণত 40 থাকে, কিন্তু অফিসার স্কেল-II (স্পেশাল অফিসার) পদের পরীক্ষার ক্ষেত্রে এই বিষয়ে সর্বোচ্চ 20 নাম্বার থাকে।
  • কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড ও ডেটা ইন্টারপ্রিটেশন (Quantitative Aptitude & Data Interpretation) = এই বিষয় থেকে মোট 40 টি প্রশ্ন আসে। সর্বোচ্চ নাম্বার সাধারণত 50 থাকে, কিন্তু অফিসার স্কেল-II (স্পেশাল অফিসার) পদের পরীক্ষার ক্ষেত্রে এই বিষয়ে সর্বোচ্চ 40 নাম্বার থাকে।
  • অফিসার স্কেল-II (স্পেশাল অফিসার) পদের পরীক্ষার ক্ষেত্রে প্রফেশনাল নলেজ (Professional Knowledge) বিষয়টিও রয়েছে – এই বিষয় থেকে মোট 40 টি প্রশ্ন আসে এবং সর্বোচ্চ নাম্বার 40 থাকে।

অফিসার স্কেল-II (জেনারেল ব্যাঙ্কিং অফিসার), ও অফিসার স্কেল-III এই দুটি পদের চারটি বিষয় থেকে মোট 200 টি প্রশ্ন করে আসে এবং পরীক্ষাটি দুটি ক্ষেত্রেই 200 নাম্বারের হয়।

অফিসার স্কেল-II (স্পেশাল অফিসার) মোট 240 টি প্রশ্ন আসে এবং পরীক্ষাটি 200 নাম্বারের হয়।

পরীক্ষাগুলিতে নেগেটিভ মার্কিং রয়েছে। প্রতিটি ভুল উত্তরের জন্য এক চতুর্থাংশ বা সেই প্রশ্নের জন্য নির্ধারিত নম্বরের 0.25 নাম্বার কেটে নেওয়া হয়।

IBPS RRB ইন্টারভিউ (IBPS RRB Interview)

ইন্টারভিউ সকল অফিসার স্কেল পদের জন্য বাধ্যতামূলক। মেইন্স পরীক্ষা ও সিঙ্গেল লেভেল এক্সামিনেশন উত্তীর্ণ হবার পর প্রার্থীদের ইন্টারভিউ দিতে হয়। যে সমস্ত ব্যাঙ্ক IBPS -এ অংশগ্রহণ করেছে তারাই ইন্টারভিউ পরিচালনা করে। ইন্টারভিউর মোট 100 নাম্বারে হয় এবং এর মধ্যে প্রার্থীদের নূন্যতম 40% নাম্বার (SC, ST, OBC ও PwBD প্রার্থীদের 35% নাম্বার) উত্তীর্ণ হওয়ার জন্য পেতে হয়। ফাইনাল মেরিট লিস্ট অনলাইন মেইন্স পরীক্ষা এবং ইন্টারভিউ থেকে প্রাপ্ত নাম্বারের ভিত্তিতে তৈরি করা হয়। এই মেরিট লিস্টে মেইন্স ও ইন্টারভিউ পরীক্ষার প্রাপ্ত নাম্বারের অনুপাত যথাক্রমে 80 : 20.


আমাদের Facebook পেজ লাইক করার অনুরোধ রইল। ↓


IBPS RRB সিলেবাস

Institute of Banking Personnel Selection কমিটি স্থির করে IBPS RRB র সিলেবাস। RRB-এর তিনটি পরীক্ষা অর্থাৎ প্রিলিমিনারি, মেইন্স ও সিঙ্গেল লেভেল পরীক্ষাগুলির যে যে বিষয়গুলি একই হয় তাদের সিলেবাস প্রায় এক, তাই নীচে প্রত্যেকটি বিষয় ধরে তার সিলেবাস সম্পর্কে আলোচনা করা হল।

রিজনিং
  • লজিকাল রিজনিং
  • কোডিং-ডিকোডিং
  • ডাইরেকশন সেন্স টেস্ট
  • স্টেটমেন্ট অ্যান্ড অ্যাসাম্পশান
  • সিলগিসম
  • অ্যানালগি ইত্যাদি।
নিউমেরিক্যাল এবিলিটি
  • নাম্বার সিস্টেম
  • LCM ও HCF
  • ফ্র্যাকশন
  • ডেসিমেলস
  • সরলসুদ ও চক্রবৃদ্ধি সুদ
  • শতকরা
  • সময়, দূরত্ব ও কাজ
  • বেসিক স্ট্যাটিস্টিকস ইত্যাদি।
কোয়ানটেটিভ অ্যাপটিটিউড
  • সরলীকরণ
  • লাভ-ক্ষতি
  • মিশ্রণ
  • সরলসুদ ও চক্রবৃদ্ধি সুদ
  • পরিমিতি (সিলিন্ডার, শঙ্কু, গোলক)
  • অনুপাত-সমানুপাত
  • সিকোয়েন্স অ্যান্ড সিরিজ
  • কোয়াড্র্যাটিক ইকুয়েশন
  • লিনিয়ার ইকুয়েশন ইত্যাদি।
ইংরেজী অথবা হিন্দি ভাষা
  • Cloze Test
  • Reading Comprehension
  • Fill in the blanks
  • Error Correction
  • Grammar
  • Sentence Reconstruction and Word Substitution ইত্যাদি।
জেনারেল অ্যাওয়্যারনেসের (General Awareness)
  • শেষ 6 মাসের কারেন্ট অ্যাফেয়ার্স
  • ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ইকোনমি
  • সোশ্যাল ফাংশন অফ ব্যাঙ্ক
  • গভর্মেন্ট পলিসি অন ব্যাঙ্কিং ইত্যাদি।
RRB ফিনান্সিয়াল অ্যাওয়্যারনেসের (Financial Awareness)
  • রেপোরেট অ্যান্ড রিভার্স রেপোরেট
  • ফিনান্সিয়াল ইন্সট্রুমেন্টস
  • কমন ব্যাঙ্কিং সার্ভিসেস
  • আন্টি মানি লাউন্ডারিং রেগুলেশন্স
  • কারেন্ট অ্যাফেয়ার্স ইত্যাদি।
RRB কম্পিউটার নলেজের (Computer Knowledge)
  • কম্পিউটার ফান্ডামেন্টালস অ্যান্ড আবব্রেভিয়েশন্স
  • বেসিক অফ হার্ডওয়্যার, সফটওয়্যার অ্যান্ড নেটওয়ার্কিং
  • সাইবার সিকিউরিটি বেসিক
  • ডেটাবেস ইত্যাদি।
কোয়ান্টিটেটিভ অ্যাপটিটুড ও ডেটা ইন্টারপ্রিটেশন (Quantitative Aptitude & Data Interpretation)
  • লিনিয়ার অ্যান্ড টাবুলার ডেটা ইন্টারপ্রিটেশন
  • গ্রাফস
  • সরলীকরণ
  • লাভ-ক্ষতি
  • মিশ্রণ
  • সরলসুদ ও চক্রবৃদ্ধি সুদ
  • ত্রিকোণমিতি (সিলিন্ডার, কোন, গোলক)
  • অনুপাত-সমানুপাত
  • সিকোয়েন্স অ্যান্ড সিরিজ
  • কোয়াড্র্যাটিক ইকুয়েশন
  • লিনিয়ার ইকুয়েশন
  • ডেটা সাফিসিয়েন্সি ইত্যাদি।

careerbondhu.com whatsapp channel

পরীক্ষার ভাষা

এই পরীক্ষাটির প্রধান দুটি ভাষা হল ইংরাজী (English) এবং হিন্দি (Hindi)। অফিসার স্কেল-II ও অফিসার স্কেল-III এই দুটি ভাষায়ই হয়ে থাকে কিন্তু অফিসার স্কেল-I ও অফিস অ্যাসিস্ট্যান্ট (মাল্টিপারপাস) পদের পরীক্ষাগুলিতে এই দুটি ভাষার সাথে অন্য ভাষারও অপশন থাকে (কিছু রাজ্যের ক্ষেত্রে)।

উদাহরণ – পশ্চিমবঙ্গে ইংরাজী, হিন্দি ও বাংলা এই তিনটির মধ্যে যে কোনো একটি ভাষায় পরীক্ষা দেওয়া যায়। আবার পন্ডিচেরীতে ইংরাজী, হিন্দি, তামিল, তেলেগু, মালায়ালাম ভাষাগুলির মধ্যে যে কোনো একটি ভাষায় পরীক্ষা দেওয়া যায়।
আবার মেঘালয়, লাদাখ, রাজস্থান, সিকিম, নাগাল্যান্ড, উত্তরাখন্ড ইত্যাদি রাজ্যে শুধুমাত্র ইংরাজী বা হিন্দি ভাষাতেই পরীক্ষা হয়।

[বিঃদ্রঃ এখানে একটি বিষয় লক্ষ্যণীয়, ভাষার পরীক্ষা অর্থাৎ ইংলিশ ল্যাঙ্গুয়েজ শুধুমাত্র ইংরাজি ভাষায় এবং হিন্দি ল্যাঙ্গুয়েজ শুধুমাত্র হিন্দি ভাষায় পরীক্ষা হয়।]

পরীক্ষার সময়

অফিসার স্কেল-I ও অফিস অ্যাসিস্ট্যান্ট (মাল্টিপারপাস) -এর প্রিলিমিনারি (Preliminary) পরীক্ষার জন্য নির্ধারিত সময় 45 মিনিট এবং
মেইন্স (Mains) পরীক্ষার জন্য নির্ধারিত সময় 2 ঘণ্টা।

সিঙ্গেল লেভেল এক্সামিনেশনের ক্ষেত্রে অফিসার স্কেল-II (জেনারেল ব্যাঙ্কিং অফিসার) ও অফিসার স্কেল-III পদের পরীক্ষার ক্ষেত্রে 2 ঘণ্টা সময় নির্ধারিত এবং অফিসার স্কেল-II (স্পেশাল অফিসার) পদের পরীক্ষার ক্ষেত্রে 2 ঘণ্টা 30 মিনিট সময় নির্ধারিত।

This articale is based on IBPS 2023-24 Information Booklet.

পর্ব সমাপ্ত!


নিয়মিত আপডেট পাওয়ার জন্য ফলো করুন

WhatsApp Channel | Telegram Channel | Facebook Page


careerbondhu-telegram-channel

বিশেষ দ্রষ্টব্য

  • এই নিবন্ধে ব্যবহৃত তথ্য ইন্টারনেট, সংবাদ পত্র, পত্রিকা, প্রকাশিত রিপোর্ট ইত্যাদি থেকে সংগ্রহ করা হয়েছে। নিবন্ধে ব্যবহৃত বাণিজ্যিক প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, কোর্সের নাম ইত্যাদি শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে ব্যবহার করা হয়েছে। এই ব্যাপারে আরো জানার জন্য এই পাতাটি পড়ে নেবার অনুরোধ রইল → Disclaimer
  • নিবন্ধটি আমরা যথাসম্ভব ত্রুটি মুক্ত রাখার চেষ্টা করেছি, তথ্যে কোনরূপ ত্রুটি চিহ্নিত হলে তা অনিচ্ছাকৃত ত্রুটি হিসাবে গণ্য হবে, চিহ্নিত ত্রুটি এই পাতা থেকে তা আমাদের জানানো যেতে পারে → Report an error
error: Content is protected !!