SBI PO

Category – Govts Jobs

আপনি কি SBI ব্যাঙ্কে চাকরি করতে চান? আপনি কি SBI ব্যাঙ্কের প্রোবেশনারি অফিসার হতে চান? তাহলে আপনাকে SBI PO পরীক্ষাটি দিতে হবে। SBI PO পরীক্ষা সম্পর্কে নীচে আলোচনা করা হল।

SBI PO পরীক্ষা কী?

SBI PO শব্দের পুরো কথা হল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া প্রবেশনারি অফিসার (State Bank of India Probationary Officer). ভারতের সবচেয়ে বড় রাষ্ট্রয়ত্ত ব্যাঙ্ক SBI তে প্রবেশনারি অফিসার পদে কর্মী নিয়োগের জন্য নিয়মিত এই SBI PO পরীক্ষাটি হয়।


আরো পড়ুন – IBPS PO পরীক্ষা কি?

SBI PO পরীক্ষার যোগ্যতা (Eligibility)

শিক্ষাগত যোগ্যতা

কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যে কোনো বিষয়ে স্নাতক (গ্র্যাজুয়েশন) বা সমতুল ডিগ্রি উত্তীর্ণ করা প্রয়োজন।

যারা ফাইনাল ইয়ার/সেমিস্টারে রয়েছে, তারাও আবেদন করতে পারেন, তবে ইন্টারভিউয়ে উপস্থিত হওয়ার আগে অবশ্যই সেই সমস্ত প্রার্থীদের স্নাতক উত্তীর্ণ হতে হবে বা তার আগে ইন্টিগ্রেটেড ডুয়াল ডিগ্রি (IDD) সার্টিফিকেট থাকতে হবে।

[বিঃদ্রঃ মেডিকেল, ইঞ্জিনিয়ারিং, চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট, কস্ট অ্যাকাউন্ট্যান্ট-এ স্নাতক প্রার্থীরাও এই পরীক্ষার জন্য উপযুক্ত হবেন।

বয়সের যোগ্যতা

এই SBI PO পরীক্ষাটি দেওয়ার জন্য একটি নির্দিষ্ট বয়সসীমা রয়েছে, এই বয়সসীমা হল 21-30 বছর।

এই বয়সসীমা S.C, S.T ও O.B.C প্রার্থীদের জন্য একটু বেশি। S.C ও S.T প্রার্থীদের বয়সের ঊর্ধ্বসীমায় 5 বছরের ছাড় রয়েছে অর্থাৎ পরীক্ষার্থীর বয়স সর্বাধিক 35 বছর হতে পারে। O.B.C প্রার্থীদের বয়সের ঊর্ধ্বসীমায় 3 বছরের ছাড় রয়েছে অর্থাৎ পরীক্ষার্থীর বয়স সর্বাধিক 33 বছর হতে পারে।
PwBD প্রার্থীদের জন্য এই বয়সসীমার ছাড় আরও বেশি, 10 বছর ছাড় পেয়ে থাকেন। PwBD (SC/ST) প্রার্থীদের জন্য 15 বছরের ছাড় এবং PwBD (OBC) প্রার্থীদের জন্য 13 বছরের ছাড় রয়েছে।

SBI PO পরীক্ষার বিষয় (Details of Exam)

SBI PO পরীক্ষাটি তিনটি পর্যায়ে (Phase) হয়ে থাকে, যথা –

  • Phase-I প্রিলিমস (Prelims),
  • Phase-II মেইন্স (Mains) ও
  • Phase-III ইন্টারভিউ (Interview)।

এই তিনটি পর্যায়ে উত্তীর্ণ হলে তবেই SBI PO পদে নিযুক্ত হওয়া যায়।

প্রিলিমস (Prelims) ও মেইন্স (Mains) পরীক্ষা দুটি কম্পিউটার বেসড টেস্ট (CBT)।

Phase-I প্রিলিমস (Prelims)

প্রিলিমস অর্থাৎ প্রিলিমিনারি পরীক্ষাটি প্রধানত MCQ বা অবজেকটিভ টেস্ট (Objective Test)। তিনটি বিষয় থেকে মূলত প্রশ্ন আসে –

ইংলিশ ল্যাঙ্গুয়েজ (English Language),
কোয়ান্টিটেটিভ অ্যাপটিউড (Quantitative Aptitude) ও
রিজনিং এবিলিটি (Reasoning Ability)।

পরীক্ষাটিতে মোট 100 টি MCQ থাকে এবং প্রত্যেকটি MCQ তে 1 নাম্বার করে থাকে অর্থাৎ মোট নাম্বার 100 হয়। ইংলিশ ল্যাঙ্গুয়েজ থেকে 30 টি প্রশ্ন এবং কোয়ান্টিটেটিভ অ্যাপটিউড ও রিজনিং এবিলিটি থেকে 35 টি প্রশ্ন আসে। প্রত্যেকটি বিষয়ের জন্য 20 মিনিট করে সময় থাকে।

Phase-II মেইন্স (Mains)

মেইন্স পরীক্ষাটিতে অবজেকটিভ টেস্ট (Objective Test) ও বর্ণনামূলক (Descriptive Test) হয়। পরীক্ষাটি মোট 250 নাম্বারে হয়।

অবজেকটিভ টেস্ট (Objective Test)

এই পরীক্ষাটিতে চারটি বিষয় থেকে মোট 155 টি প্রশ্ন আসে, মোট নাম্বার 200. বিষয় চারটি হল –

রিজনিং ও কম্পিউটার অ্যাপটিউড (Reasoning & Computer Aptitude) – এই বিষয়টি থেকে 40 টি প্রশ্ন আসে এবং মোট নাম্বার 50। এই বিষয়ের জন্য 50 মিনিট সময় ধার্য।

ডেটা অ্যানালাইসিস ও ইন্টারপ্রিটেশন (Data Analysis & Interpretation) – এই বিষয়টি থেকে 30 টি প্রশ্ন আসে, এই বিষয়েরও মোট নাম্বার 50. এই বিষয়ের জন্য 45 মিনিট সময় ধার্য।

জেনারেল/ইকোনমি/ব্যাঙ্কিং অ্যাওয়ারনেস (General/ Economy/ Banking Awareness) – এই বিষয়টি থেকে 50 টি প্রশ্ন আসে। এই বিষয়ের মোট নাম্বার 60 থাকে। এই বিষয়ের জন্য 45 মিনিট সময় থাকে।

ইংলিশ ল্যাঙ্গুয়েজ (English Language)– এই বিষয়টি থেকে 35 টি প্রশ্ন আসে এবং মোট নাম্বার 40. এই বিষয়ের জন্য 40 মিনিট সময় নির্ধারিত।

বর্ণনামূলক (Descriptive Test)

বর্ণনামূলক এই পরীক্ষায় ইংরাজি ভাষায় চিঠি ও প্রবন্ধ লিখতে হয়। এই পেপারের জন্য মোট 50 নাম্বার থাকে এবং 30 মিনিট সময় ধার্য।

প্রিলিমস ও মেইন্সের অবজেকটিভ টেস্টে ভুল উত্তর দিলে নেগেটিভ মার্কিং রয়েছে। ভুল উত্তর দিলে 1/4 নাম্বার (বা প্রতি 4 টি ভুলের জন্য 1 নাম্বার) মূল প্রাপ্ত নাম্বার থেকে কেটে নেওয়া হয়।

Phase-III ইন্টারভিউ (Interview)

Psychometric Test

ব্যাঙ্ক পার্সোনালিটি প্রোফাইলিংয়ের জন্য সাইকোমেট্রিক পরীক্ষা পরিচালনা করে। এই ফেজ দুটি ধাপে হয় – গ্রুপ এক্সারসাইজ (Group Exercise) ও ইন্টারভিউ (Interview)। গ্রুপ এক্সারসাইজে 20 নাম্বার এবং ইন্টারভিউতে 30 নাম্বার থাকে, মোট 50 নাম্বারে হয়।


আরো পড়ুন – SBI Clerk পরীক্ষা কি?

পরীক্ষার ভাষা

প্রিলিমস (Prelims) ও মেইন্স (Mains) পরীক্ষা দুটিই মূলত দুটি ভাষায় দেওয়া যায়, যথা – ইংরাজি ও হিন্দি।

সময়

প্রিলিমস পরীক্ষার জন্য নির্ধারিত সময় হল 1 ঘণ্টা। মেইন্স পরীক্ষার অবজেকটিভ টেস্টের জন্য 3 ঘণ্টা এবং ডেসক্রিপটিভ টেস্টের জন্য 30 মিনিট নির্ধারিত রয়েছে।

SBI PO পরীক্ষার সিলেবাস

প্রিলিমস পরীক্ষার সিলেবাস

ইংলিশ ল্যাঙ্গুয়েজ (English Language) – ইংলিশ ল্যাঙ্গুয়েজ থেকে প্রধানত –

  • Reading Comprehension,
  • Fill in the blanks, Cloze,
  • Para jumbles,
  • Vocabulary,
  • Paragraph Completion,
  • Multiple Meaning /Error Spotting,
  • Sentence Completion,
  • Tense Rules ইত্যাদি।

কোয়ান্টিটেটিভ অ্যাপটিউড (Quantitative Aptitude) – কোয়ান্টিটেটিভ অ্যাপটিউডে যে যে বিষয় থেকে প্রশ্ন আসে, সেগুলি হল –

  • লাভ-ক্ষতি,
  • মিশ্রণ,
  • কাজ ও সময়,
  • সরলসুদ ও চক্রবৃদ্ধি সুদ,
  • ত্রিকোণমিতি (Cylinder, Cone, Sphere),
  • ডেটা ইন্টারপ্রিটেশন,
  • অনুপাত-সমানুপাত ইত্যাদি।

রিজনিং এবিলিটি (Reasoning Ability) – রিজনিং এবিলিটি থেকে যে যে বিষয়ের উপর প্রশ্ন আসে, সেগুলি হল –

  • অ্যালফামেরিক সিরিজ,
  • লজিকাল রিজনিং,
  • ডেটা সাফিসিয়েন্সি,
  • অ্যালফাবেট টেস্ট,
  • পাজেল,
  • কোডিং-ডিকোডিং,
  • ইনপুট-আউটপুট ইত্যাদি।

মেইন্স পরীক্ষার সিলেবাস

রিজনিং ও কম্পিউটার অ্যাপটিউড (Reasoning & Computer Aptitude) –

  • সিলোগিসম,
  • ভার্বাল রিজনিং,
  • সার্কুলার সিটিং অ্যারেঞ্জমেন্ট,
  • লাইনার সিটিং অ্যারেঞ্জমেন্ট,
  • ডাবল লাইনাপ,
  • ক্রিটিকাল রিজনিং,
  • ডেটা সাফিসিয়েন্সি,
  • কোডিং-ডিকোডিং,
  • ইনপুট-আউটপুট ইত্যাদি বিষয় থেকে প্রশ্ন আসে।

ডেটা অ্যানালাইসিস ও ইন্টারপ্রিটেশন (Data Analysis & Interpretation) – ডেটা অ্যানালাইসিস ও ইন্টারপ্রিটেশন থেকে যে যে বিষয়ের উপর প্রশ্ন আসে, তা হল –

  • টাবুলার গ্রাফ,
  • লাইন গ্রাফ,
  • বার গ্রাফ,
  • চার্ট এবং টেবিল,
  • রাডার গ্রাফ কাসেলট,
  • প্রোবাবিলিটি,
  • ডেটা সাফিসিয়েন্সি,
  • পাই চার্ট ইত্যাদি।

জেনারেল/ইকোনমি/ব্যাঙ্কিং অ্যাওয়ারনেস (General/ Economy/ Banking Awareness) – এই বিষয়ে যে ধরনের টপিক থেকে প্রশ্ন আসে সেগুলি হল –

  • কারেন্ট অ্যাফেয়ার্স,
  • ফাইনান্সিয়াল অ্যাওয়ারনেস,
  • জেনারেল নলেজ,
  • স্ট্যাটিক অ্যাওয়ারনেস,
  • ব্যাঙ্কিং অ্যাওয়ারনেস ইত্যাদি।

ইংলিশ ল্যাঙ্গুয়েজ (English Language) – ইংলিশ ল্যাঙ্গুয়েজ থেকে যে ধরনের প্রশ্ন আসে, তা হল –

  • Reading Comprehension,
  • Grammar,
  • Verbal Ability,
  • Vocabulary,
  • Cloze Test,
  • Fill in the Blanks,
  • Sentence Improvement,
  • Word Association,
  • Error Correction,
  • Para Jumbles ইত্যাদি।

পর্ব সমাপ্ত!

careerbondhu-telegram-channel

বিশেষ দ্রষ্টব্য

  • এই নিবন্ধে ব্যবহৃত তথ্য ইন্টারনেট, সংবাদ পত্র, পত্রিকা, প্রকাশিত রিপোর্ট ইত্যাদি থেকে সংগ্রহ করা হয়েছে। নিবন্ধে ব্যবহৃত বাণিজ্যিক প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, কোর্সের নাম ইত্যাদি শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে ব্যবহার করা হয়েছে। এই ব্যাপারে আরো জানার জন্য এই পাতাটি পড়ে নেবার অনুরোধ রইল → Disclaimer
  • নিবন্ধটি আমরা যথাসম্ভব ত্রুটি মুক্ত রাখার চেষ্টা করেছি, তথ্যে কোনরূপ ত্রুটি চিহ্নিত হলে তা অনিচ্ছাকৃত ত্রুটি হিসাবে গণ্য হবে, চিহ্নিত ত্রুটি এই পাতা থেকে তা আমাদের জানানো যেতে পারে → Report an error
error: Content is protected !!