Category – Colleges | Engineering Colleges
2011 সালে গার্গী মেমোরিয়াল ইনস্টিটিউট অফ টেকনোলজি (Gargi Memorial Institute of Technology) কলেজটি প্রতিষ্ঠিত হয়। এই কলেজটি সংক্ষেপে GMIT, Baruipur নামে পরিচিত। এটি প্রাইভেট অর্থাৎ একটি বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজ।
এই GMIT কলেজটি অল ইন্ডিয়া কাউন্সিল ফর টেকনিক্যাল এডুকেশন (AICTE) এবং মৌলানা আবুল কালাম আজাদ ইউনিভার্সিটি অফ টেকনোলজি (MAKAUT) দ্বারা অনুমোদিত।
এই কলেজটি 2020 সালে Zee 24 Ghanta তরফ থেকে “সেরা উদীয়মান এবং প্রতিশ্রুতিশীল ইঞ্জিনিয়ারিং কলেজ পুরস্কার 2020 (Best Emerging and Promising Engineering College Award 2020)” পেয়েছে।
Table of Contents
গার্গী মেমোরিয়াল ইনস্টিটিউট অফ টেকনোলজি কলেজে কি কি পড়ানো হয়?
গার্গী মেমোরিয়াল ইনস্টিটিউট অফ টেকনোলজি কলেজে ইঞ্জিনিয়ারিং -এর আন্ডার-গ্র্যাজুয়েট (UG) কোর্স পড়ানো হয়। নীচে তা আলোচনা করা হল –
আন্ডার-গ্র্যাজুয়েট (UG)
আন্ডার-গ্র্যাজুয়েট কোর্সের মধ্যে রয়েছে, ইঞ্জিনিয়ারিং-এর বি.টেক (B.Tech) কোর্স। B.Tech কোর্সগুলির সময়সীমা 4 বছর। Bachelor of Technology (B.Tech) কোর্স যে যে বিষয়ের উপর করা যায়, তা নীচে দেওয়া হল –
- B.Tech Computer Science and Engineering
- B.Tech Computer Science and Business System
- B.Tech Civil Engineering
- B.Tech Mechanical Engineering
- B.Tech Electrical Engineering
- B.Tech Electronics and Communication Engineering.
গার্গী মেমোরিয়াল ইনস্টিটিউট অফ টেকনোলজি কলেজে কিভাবে ভর্তি হওয়া যায়?
গার্গী মেমোরিয়াল ইনস্টিটিউট অফ টেকনোলজি কলেজে ভর্তি হওয়ার জন্য সাধারণত প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হতে হয়। প্রবেশিকা পরীক্ষায় র্যাঙ্ক এবং যোগ্যতা অনুযায়ী কাউন্সিলিং-এর মাধ্যমে এই কলেজে ভর্তি হওয়া যায়।
WBJEE পরীক্ষা সম্পর্কে জেনে নাও↓
B.Tech কোর্সগুলিতে ভর্তি হওয়ার জন্য WBJEE বা JEE-Main পরীক্ষায় ভালো র্যাঙ্ক করা প্রয়োজন। এছাড়া উচ্চমাধ্যমিক বা সমতুল (10+2) পরীক্ষায় ফিজিক্স (Physics), কেমিস্ট্রি (Chemistry) ও ম্যাথামেটিক্স (Mathematics) বিষয় তিনটি থাকতে হবে। উচ্চমাধ্যমিক পরীক্ষায় 45% নাম্বার এবং ইংরাজি বিষয়ে পাশ করতে হবে।
[ভারতবর্ষের যে-কোনো ইঞ্জিনিয়ারিং কলেজে B.Tech কোর্সে ভর্তি হওয়ার জন্য JEE (Main) পরীক্ষায় র্যাঙ্ক করা আবশ্যক। পড়ে নাও↓]
যোগাযোগ
Address
Gargi Memorial Institute of Technology, College Building
Balarampur, Mouza Beralia, Baruipur
Kolkata, West Bengal, India.
PIN: 700 144
Contact Details
Phone:
- 83369 42309
- 83369 42266
- 83369 42300
Email: marketing_gmit@jisgroup.org
Website: www.gmitkolkata.org
পর্ব সমাপ্ত!
বিশেষ দ্রষ্টব্য
- এই নিবন্ধে ব্যবহৃত তথ্য ইন্টারনেট, সংবাদ পত্র, পত্রিকা, প্রকাশিত রিপোর্ট ইত্যাদি থেকে সংগ্রহ করা হয়েছে। নিবন্ধে ব্যবহৃত বাণিজ্যিক প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, কোর্সের নাম ইত্যাদি শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে ব্যবহার করা হয়েছে। এই ব্যাপারে আরো জানার জন্য এই পাতাটি পড়ে নেবার অনুরোধ রইল → Disclaimer।
- নিবন্ধটি আমরা যথাসম্ভব ত্রুটি মুক্ত রাখার চেষ্টা করেছি, তথ্যে কোনরূপ ত্রুটি চিহ্নিত হলে তা অনিচ্ছাকৃত ত্রুটি হিসাবে গণ্য হবে, চিহ্নিত ত্রুটি এই পাতা থেকে তা আমাদের জানানো যেতে পারে → Report an error।