rajib-gandhi-memorial-ayurbedic-college-and-hospital
Category – Colleges | Medical Colleges

B.S. রাজীব গান্ধী মেমোরিয়াল আয়ুর্বেদিক সোসাইটি একটি আয়ুর্বেদিক মেডিকেল কলেজ ও হাসপাতাল শুরু করেন, যার নাম রাজীব গান্ধী মেমোরিয়াল  আয়ুর্বেদিক কলেজ এবং হাসপাতাল (Rajib Gandhi Memorial Ayurvedic College and Hospital)। এই কলেজটি সংক্ষেপে RGMACH নামেও পরিচিত।

2002 সালে RGMACH কলেজটি প্রতিষ্ঠিত হয়। এই কলেজটি এনসিআইএসএম (NCISM), নিউ দিল্লি দ্বারা স্বীকৃত। RGMACH কলেজটি 2002 থেকে 2004 মার্চ পর্যন্ত কলকাতা বিশ্ববিদ্যালয় দ্বারা অনুমোদিত ছিল। বর্তমানে এটি পশ্চিমবঙ্গ স্বাস্থ্য বিজ্ঞান বিশ্ববিদ্যালয় (WBUHS) দ্বারা অনুমোদিত

রাজীব গান্ধী মেমোরিয়াল আয়ুর্বেদিক কলেজে কি কি পড়ানো হয় ?

রাজীব গান্ধী মেমোরিয়াল আয়ুর্বেদিক কলেজে শুধুমাত্র আয়ুর্বেদ কোর্সের স্নাতক ডিগ্রি পড়ানো হয়। আয়ুর্বেদের স্নাতক কোর্সটি হল BAMS. এই কোর্সটি সম্পর্কে নীচে আলোচনা করা হল –

BAMS

BAMS সম্পূর্ণ কথা বা ফুল ফর্ম (Full form) হল ব্যাচেলার অফ আয়ুর্বেদা, মেডিসিন অ্যান্ড সার্জারি (Bachelor of Ayurveda, Medicine and Surgery)। বিএএমএস (BAMS) হল কোর্সের সময়সীমা 5 বছর 6 মাস। এই কোর্স করে আয়ুর্বেদিক ডাক্তার হওয়া যায়।


BAMSকোর্সে সম্পর্কে বিস্তারিত জানতে দেখে নাও – BAMS কোর্স কি? | BAMS Course Details

রাজীব গান্ধী মেমোরিয়াল আয়ুর্বেদিক কলেজে কিভাবে ভর্তি হওয়া যায়?

রাজীব গান্ধী মেমোরিয়াল আয়ুর্বেদিক কলেজে ভর্তি হওয়ার জন্য প্রবেশিকা পরীক্ষা উত্তীর্ণ হতে হয়। প্রবেশিকা পরীক্ষার র‍্যাঙ্ক অনুযায়ী কাউন্সিলিং-এর মাধ্যমে অ্যাডমিশন হয়।

এই কলেজে BAMS কোর্স করার জন্য NEET (UG) পরীক্ষায় র‍্যাঙ্ক করা আবশ্যক। এছাড়াও উচ্চমাধ্যমিক বা সমতুল (10+2) পরীক্ষায় বিজ্ঞান বিভাগ (Physics, Chemistry & Biology) ও 50% নাম্বার নিয়ে উত্তীর্ণ হতে হয়।


NEET UG পরীক্ষা সম্পর্কে আরো পড়ুন – NEET UG পরীক্ষা কী? | NEET UG Exam Details

যোগাযোগ

Address

Rajib Gandhi Memorial Ayurvedic College and Hospital, Main Building

Belley, Sankarpur, Panpur More,

P.O. : Kushdanga,

Dist. :24 Pgns(N), West Bengal

Pin Code : 743126

BAMS Course
আয়ুর্বেদিক ডাক্তার হওয়ার কোর্স BAMS সম্পর্কে আলোচনা

Contact Details

Phone: 9432924300

Mail: Rgmach95@Yahoo.In

Website: https://rgmach.org/new/

পর্ব সমাপ্ত!

careerbondhu-telegram-channel

বিশেষ দ্রষ্টব্য

  • এই নিবন্ধে ব্যবহৃত তথ্য ইন্টারনেট, সংবাদ পত্র, পত্রিকা, প্রকাশিত রিপোর্ট ইত্যাদি থেকে সংগ্রহ করা হয়েছে। নিবন্ধে ব্যবহৃত বাণিজ্যিক প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, কোর্সের নাম ইত্যাদি শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে ব্যবহার করা হয়েছে। এই ব্যাপারে আরো জানার জন্য এই পাতাটি পড়ে নেবার অনুরোধ রইল → Disclaimer
  • নিবন্ধটি আমরা যথাসম্ভব ত্রুটি মুক্ত রাখার চেষ্টা করেছি, তথ্যে কোনরূপ ত্রুটি চিহ্নিত হলে তা অনিচ্ছাকৃত ত্রুটি হিসাবে গণ্য হবে, চিহ্নিত ত্রুটি এই পাতা থেকে তা আমাদের জানানো যেতে পারে → Report an error
error: Content is protected !!