Category – Colleges | Engineering Colleges
1989 সালে ইন্সটিটিউট অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট (Institute of Engineering and Management) প্রতিষ্ঠিত হয়। এই কলেজটি সংক্ষেপে IEM Kolkata নামে পরিচিত। এটি পশ্চিমবঙ্গের একটি প্রাচীনতম প্রাইভেট ইঞ্জিনিয়ারিং কলেজ।
IEM কলকাতা ন্যাশনাল বোর্ড অফ অ্যাক্রিডিটেশন (NBA) এবং ICRA দ্বারা স্বীকৃত। এই কলেজের সকল কোর্সগুলি AICTE দ্বারা অনুমোদিত৷
এই IEM কলেজটি National Assessment and Accreditation Council (NAAC) দ্বারা Grade A স্বীকৃতি লাভ করেছে। NIRF র্যাঙ্কিং অনুযায়ী পশ্চিমবঙ্গের তৃতীয় সেরা ইঞ্জিনিয়ারিং কলেজ এবং এটি ভারতের সেরা ইঞ্জিনিয়ারিং কলেজগুলির মধ্যে 79 তম র্যাঙ্ক করেছে। পশ্চিমবঙ্গের IIT, Kharagpur এবং NIT, Durgapur এই দুটি ইঞ্জিনিয়ারিং কলেজের পরেই স্থান পেয়েছে IEM, Kolkata কলেজটি।
Table of Contents
IEM Kolkata কলেজে কি কি পড়ানো হয়?
IEM Kolkata কলেজে আন্ডার-গ্র্যাজুয়েট (UG) ও পোস্ট-গ্র্যাজুয়েট (PG) কোর্স পড়ানো হয়। কোর্সগুলি সম্পর্কে নীচে আলোচনা করা হল –
আন্ডার-গ্র্যাজুয়েট (UG)
আন্ডার-গ্র্যাজুয়েট কোর্সের মধ্যে রয়েছে, ইঞ্জিনিয়ারিং-এর বি.টেক (B.Tech) কোর্স। B.Tech কোর্সগুলির সময়সীমা 4 বছর।
Bachelor of Technology (B.Tech) কোর্স যে যে বিষয়ের উপর করা যায়, তা নীচে দেওয়া হল –
- B.Tech Computer Science and Engineering
- B.Tech Computer Science and Business System
- B.Tech Artificial Intelligence and Machine Learning
- B.Tech Internet of Things and Cyber Security Including BlockChain Technology
- B.Tech Artificial Intelligence
- B.Tech Internet of Things
- B.Tech Mechanical Engineering
- B.Tech Electrical Engineering
- B.Tech Electrical and Electronics Engineering
- B.Tech Electronics and Communication Engineering ইত্যাদি।
পশ্চিমবঙ্গের যে-কোনো ইঞ্জিনিয়ারিং কলেজে B.Tech কোর্সে ভর্তি হওয়ার জন্য WBJEE পরীক্ষায় র্যাঙ্ক করা আবশ্যক। WBJEE পরীক্ষা সম্পর্কে জেনে নাও↓
এছাড়াও আন্ডার-গ্র্যাজুয়েট কোর্সের মধ্যে রয়েছে 3 বছরের কিছু কোর্স, তা হল –
BBA কোর্স সম্পর্কে পড়ে নাও↓
আন্ডার-গ্র্যাজুয়েট অর্থাৎ স্নাতক স্তরের কোর্সগুলিতে ভর্তি হওয়ার জন্য বিজ্ঞান বিভাগ থেকে উচ্চমাধ্যমিক বা সমতুল (10+2) পরীক্ষায় উত্তীর্ণ হওয়া আবশ্যক।
পোস্ট-গ্র্যাজুয়েট (PG)
পোস্ট-গ্র্যাজুয়েট অর্থাৎ স্নাত্তকোত্তর স্তরের তিনটি কোর্স এখানে পড়ানো হয়। কোর্সগুলির নাম নীচে দেওয়া হল –
- M.Tech Computer Science and Engineering
- M.Tech Computer Science and Business System
- M.Tech Electronics and Communication Engineering ইত্যাদি।
এছাড়াও পোস্ট-গ্র্যাজুয়েট কোর্সের মধ্যে রয়েছে,
- Master of Computer Science (MCA)
- M.Sc Computer Science
- Master of Business Administration (MBA) ইত্যাদি।
পোস্ট-গ্র্যাজুয়েট সকল কোর্সের সময়সীমা 2 বছর। পোস্ট-গ্র্যাজুয়েট কোর্সে ভর্তি হওয়ার জন্য নির্দিষ্ট কিছু বিষয়ে স্নাতক উত্তীর্ণ হতে হয়।
IEM Kolkata কলেজে কিভাবে ভর্তি হওয়া যায়?
IEM Kolkata কলেজে ভর্তি হওয়ার জন্য সাধারণত প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হতে হয়। নীচে ডিগ্রি অনুযায়ী প্রবেশিকা পরীক্ষার নাম দেওয়া হল –
- BE/B.Tech – JEE (Main) / WBJEE / AUAT
- BCA/BBA – MAKAUT CET
- MBA – CAT / JEMAT
- ME/M.Tech – WBUT PGET / GATE / IEMJEE
- MCA – WBJEE JECA
প্রবেশিকা পরীক্ষায় র্যাঙ্ক এবং যোগ্যতা অনুযায়ী কাউন্সিলিং-এর মাধ্যমে এই কলেজে ভর্তি হওয়া যায়।
ভারতবর্ষের যে-কোনো ইঞ্জিনিয়ারিং কলেজে B.Tech কোর্সে ভর্তি হওয়ার জন্য JEE (Main) পরীক্ষায় র্যাঙ্ক করা আবশ্যক। পড়ে নাও↓
যোগাযোগ
Address
Institute of Engineering and Management, Gurukul Campus
Y-12, Block -EP, Sector-V, Salt Lake Electronics Complex
Kolkata, West Bengal, India.
PIN: 700 091
Contact Details
Phone:
- +91 8010700500
- +91 33 2357 2995
Email: admissions@iemcal.com
Website: https://iem.edu.in
পর্ব সমাপ্ত!
বিশেষ দ্রষ্টব্য
- এই নিবন্ধে ব্যবহৃত তথ্য ইন্টারনেট, সংবাদ পত্র, পত্রিকা, প্রকাশিত রিপোর্ট ইত্যাদি থেকে সংগ্রহ করা হয়েছে। নিবন্ধে ব্যবহৃত বাণিজ্যিক প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, কোর্সের নাম ইত্যাদি শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে ব্যবহার করা হয়েছে। এই ব্যাপারে আরো জানার জন্য এই পাতাটি পড়ে নেবার অনুরোধ রইল → Disclaimer।
- নিবন্ধটি আমরা যথাসম্ভব ত্রুটি মুক্ত রাখার চেষ্টা করেছি, তথ্যে কোনরূপ ত্রুটি চিহ্নিত হলে তা অনিচ্ছাকৃত ত্রুটি হিসাবে গণ্য হবে, চিহ্নিত ত্রুটি এই পাতা থেকে তা আমাদের জানানো যেতে পারে → Report an error।