Company Secretary
Category – Management & Business Studies

CS কোর্স কি?

CS -এর সম্পূর্ণ নাম কোম্পানি সেক্রেটারি (Company Secretary)। ইনস্টিটিউট অফ কোম্পানি সেক্রেটারিস অফ ইন্ডিয়া [Institute of Company Secretaries of India (ICSI)] এই কোর্সটি আয়োজন করে। এই কোর্সটির সম্পূর্ণ করলে বিভিন্ন কোম্পানিতে সেক্রেটারি পদে যুক্ত হওয়া যায়।

CS Course সম্পূর্ণ করার জন্য 6টি পর্যায় রয়েছে –

  • পর্যায়-1 CSEET
  • পর্যায়-2 CS Executive Course
  • পর্যায়-3 CS Professional Course
  • পর্যায়-4 Pre-membership training
  • পর্যায়-5 CS Membership
  • পর্যায়-6 Continuing Professional Development

এই CS কোর্সটির প্রধান দুটি ধাপ রয়েছে – CS Executive ও CS Professional. এই কোর্সের সময়সীমা 3 বছর থেকে 5 বছর। CS Executive কোর্সের সময়সীমা 9 মাস ও এই কোর্সে 8টি পেপার থাকে। CS Professional কোর্সের সময় হল 15 মাস ও মোট 9টি পেপার থাকে। এরপর ট্রেনিং চলে।


আরো পড়ুন – CMA কোর্স কি?

কিভাবে পড়বো CS কোর্স?

CS কোর্স পড়ার জন্য অর্থাৎ ভর্তি হওয়ার জন্য কিছু যোগ্যতার প্রয়োজন হয়, সেগুলি নীচে উল্লেখ করা হল –

CS Executive

CS এক্সিকিউটিভ কোর্সে ভর্তি হওয়ার জন্য যে কোনো বিভাগ নিয়ে উচ্চমাধ্যমিক বা সমতুল (10+2) পরীক্ষার পর Company Secretary Executive Entrance test (CSEET) প্রবেশিকা পরীক্ষাটিতে উত্তীর্ণ করতে হয়। এই কোর্সের বয়সের নিম্নসীমা হল 17 বছর।

এছাড়াও কিছু প্রার্থীদের ডায়রেক্ট এন্ট্রি হয়। CS Foundation, ICAI Final, ICMAI Final এই কোর্সগুলিতে উত্তীর্ণ প্রার্থীদের কোনো প্রবেশিকা দেওয়ার প্রয়োজন হয় না, তারা এই CS Executive কোর্সে ডায়রেক্ট ভর্তি হতে পারবেন।

CS Professional

CS Executive কোর্স উত্তীর্ণ হবার পরেই এই কোর্সটি করা যাবে।


আরো পড়ুন – CA কোর্স কি?

এই CS কোর্সের সাথে CA কোর্সের প্রচুর মিল রয়েছে। এই কোর্সের জন্য আলাদা কোনো শিক্ষাপ্রতিষ্ঠান প্রয়োজন হয় না, নিজে নিজেই বাড়ি বসে সঠিক প্রস্তুতি নিলে সাফল্য পাওয়া যায়।*

*[বিঃদ্রঃ তবে এই এক্সামটি উত্তীর্ণ হওয়ার প্রস্তুতি নিতে বর্তমানে বিভিন্ন সংস্থা অনলাইন ও অফলাইনে বিশেষ কোচিং-এর ব্যবস্থা করেছে। প্রয়োজনে ছাত্রছাত্রীরা এই সমস্ত কোচিং-এর সাহায্য নিয়ে এই এক্সামটি উত্তীর্ণ হয়ে CS হতে পারে।]

CS কোর্সের রেজিস্ট্রেশন ফি কত?

CSEET প্রবেশিকা পরীক্ষার জন্য রেজিস্ট্রেশন ফি হল 1,500 টাকা।

CS Executive কোর্সের রেজিস্ট্রেশন ফি প্রার্থীদের ক্ষেত্রে ভিন্ন হয়। CSEET প্রবেশিকা পরীক্ষা/ CS Foundation উত্তীর্ণ করা প্রার্থীদের জন্য রেজিস্ট্রেশন ফি 8,500 টাকা হয়। ICAI Final/ICMAI Final পরীক্ষা বা গ্র্যাজুয়েশন বা পোস্ট গ্র্যাজুয়েশন উত্তীর্ণ প্রার্থীদের ক্ষেত্রে এই কোর্সের রেজিস্ট্রেশন ফি 13,500 টাকা হয়।

CS Professional কোর্সের রেজিস্ট্রেশন ফি 12,000 টাকা হয়।

CS কোর্সের পরীক্ষার কি কি বিষয়ের উপর হয়?

CSEET প্রবেশিকা পরীক্ষাটি দুটি ভাগে হয় – Computer Based Test (CBT) ও Viva হয়।
CBT-এর বিষয়গুলি হল –

  • Business Communication
  • Legal Aptitude and Logical Reasoning
  • Economic and Business Environment
  • Current Affairs

Presentation and Communication skill -এর উপর Viva নেওয়া হয়।

CS Executive কোর্সে দুটি মডিউল (Module) রয়েছে এবং 8টি বিষয় রয়েছে। মডিউলের বিষয়গুলি –

Module-1
  • Company Law
  • Tax Law
  • Jurisprudence, Interpretation & General Laws
  • Setting up of Business Entities and Closure
Module-2
  • Corporate & Management Accounting
  • Securities Laws & Capital Markets
  • Economic, Business and Commercial Laws
  • Financial and Strategic Management

CS Professional কোর্সে তিনটি মডিউল (Module) রয়েছে এবং মোট 9টি বিষয় রয়েছে। নীচে মডিউলের বিষয়গুলি দেওয়া হল –

Module-1
  • Governance, Risk Management, Compliances and Ethics
  • Drafting, Pleadings and Appearances
  • Advanced Tax Laws
Module-2
  • Secretarial Audit, Compliance Management and Due Diligence
  • Resolution of Corporate Disputes, Non-Compliances & Remedies
  • Corporate Restructuring, Insolvency, Liquidation & Winding-up
Module-3
  • Corporate Funding & Listing in Stock Exchanges
  • Multi Disciplinary Case Studies
  • Electives Paper – এই ইলেকটিভ পেপারে 5 টি বিষয়ের মধ্যে একটি বিষয় পছন্দ মত বেছে নিয়ে পরীক্ষা দিতে হয়।

ইলেকটিভ পেপারের বিষয়গুলি হল –

  • Banking-Law & Practice
  • Insolvency-Law & Practice
  • Insurance-Law & Practice
  • Labour Laws & Practice
  • Intellectual Property Rights-Laws & Practices

ইলেকটিভ পেপারটি ওপেন বুক (Open Book) পরীক্ষা হয়।

CS কোর্সের ভবিষ্যৎ কেমন?

বর্তমানে এটি একটি জনপ্রিয় কোর্স। এই কোর্সটি করার পর দেশে-বিদেশে চাকরি করার প্রচুর সুযোগ রয়েছে। যে কোনো কোম্পানিতে এই কোর্স করা প্রার্থীরা যুক্ত হতে পারেন। বিভিন্ন সরকারি সংস্থায় ও ব্যাঙ্কে এনারা সেক্রেটারি পদে নিযুক্ত হতে পারেন। তাই এই কোর্সের ভবিষ্যৎ উজ্জ্বল।

CS কোর্স করে যে ধরনের পদে নিযুক্ত হওয়া যায়, সেগুলি হল –

  • Corporate Planner
  • Chief Administrative Officer
  • Legal Advisor
  • Company Registrar
  • Principal Secretary
  • Corporate Policymaker
  • Member of Board of Directors
  • Administrative Assistant
  • Managing Director ইত্যাদি।

কয়েকটি নিয়োগকারী সংস্থা হল –

  • Punjab National Bank
  • Indian Railway Finance Corporation Limited
  • Birla Corporation Ltd
  • Oil India Limited
  • Jaypee Group
  • PWC
  • HCL Technologies Ltd ইত্যাদি।

পর্ব সমাপ্ত!

careerbondhu-telegram-channel

বিশেষ দ্রষ্টব্য

  • এই নিবন্ধে ব্যবহৃত তথ্য ইন্টারনেট, সংবাদ পত্র, পত্রিকা, প্রকাশিত রিপোর্ট ইত্যাদি থেকে সংগ্রহ করা হয়েছে। নিবন্ধে ব্যবহৃত বাণিজ্যিক প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, কোর্সের নাম ইত্যাদি শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে ব্যবহার করা হয়েছে। এই ব্যাপারে আরো জানার জন্য এই পাতাটি পড়ে নেবার অনুরোধ রইল → Disclaimer
  • নিবন্ধটি আমরা যথাসম্ভব ত্রুটি মুক্ত রাখার চেষ্টা করেছি, তথ্যে কোনরূপ ত্রুটি চিহ্নিত হলে তা অনিচ্ছাকৃত ত্রুটি হিসাবে গণ্য হবে, চিহ্নিত ত্রুটি এই পাতা থেকে তা আমাদের জানানো যেতে পারে → Report an error
error: Content is protected !!