CA
Streams – Management & Business Studies

CA কোর্স কি?

CA -এর সম্পূর্ণ কথা Chartered Accountancy. চার্টার্ড অ্যাকাউন্টেন্সি কোর্স অন্যান্য কোর্স থেকে ভিন্ন; যেখানে অন্যান্য ডিগ্রী পেতে কলেজে যেতে হয় এবং তারপরে মাস্টার্স এবং পিএইচডি করতে হয় সেখানে চার্টার্ড অ্যাকাউন্টেন্সি একটি পেশাদার ডিগ্রি, যার জন্য কোনো কলেজ বা বিশ্ববিদ্যালয় প্রয়োজন হয় না, বাড়ি বসে সম্পূর্ণ সঠিক প্রস্তুতি নিলে সাফল্য পাওয়া যায়।*

*[বিঃদ্রঃ তবে এই কঠিন এক্সামটি উত্তীর্ণ হওয়ার প্রস্তুতি নিতে বর্তমানে বিভিন্ন সংস্থা অনলাইন ও অফলাইনে বিশেষ কোচিং-এর ব্যবস্থা করেছে। প্রয়োজনে ছাত্রছাত্রীরা এই সমস্ত কোচিং-এর সাহায্য নিয়ে এই এক্সামটি উত্তীর্ণ হয়ে CA হতে পারে।]

CA কোর্সটির আয়োজক হল The Institute of Chartered of India (ICAI). ICAI-এর অধীনে এই পুরো কোর্সটি সম্পূর্ণ হয়।

এই ডিগ্রি কোর্সটিকে তিনটি স্তরে ভাগ করা হয়েছে, যথা –

  • ফাউন্ডেশন লেভেল (foundation level),
  • ইন্টারমিডিয়েট লেভেল (intermediate level) এবং
  • ফাইনাল লেভেল (final level)।

একজন প্রার্থী তিনটি স্তরে সম্পূর্ণভাবে উত্তীর্ণ হওয়ার পরেই পেশাদার চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট হিসাবে কাজ করতে পারবেন।

CA কোর্সের কোনো নির্দিষ্ট সময়সীমা নেই [এই কোর্সটি করতে নূন্যতম 4-6 বছর প্রয়োজন]।

কিভাবে পড়বো CA কোর্স?

চার্টার্ড অ্যাকাউন্টেন্সি কোর্সে দুইভাবে ভর্তি হওয়া যায় –

1। ফাউন্ডেশন রুট

যে প্রার্থীরা 12 শ্রেণী শেষ করার পরে চার্টার্ড অ্যাকাউন্টেন্সি করতে চান, তারা ফাউন্ডেশন রুট অনুসরণ করে এই কোর্সে ভর্তি হতে পারবেন। ফাউন্ডেশন রুটে ভর্তি হওয়ার জন্য কমন প্রোফিসিয়েন্সি টেস্ট [Common Proficiency Test (CPT)] উত্তীর্ণ হতে হয়।

2। ডাইরেক্ট এন্ট্রি

যে প্রার্থীরা স্নাতকের পরে চার্টার্ড অ্যাকাউন্টেন্সি করতে চান তারা ডাইরেক্ট এই কোর্সে ভর্তি হতে পারবেন।

ডাইরেক্ট এন্ট্রির জন্য কমার্সে স্নাতক 55% নাম্বার নিয়ে উত্তীর্ণ হওয়া এবং অন্য কোনো বিভাগ হলে স্নাতক 60% নাম্বার নিয়ে উত্তীর্ণ হওয়া প্রয়োজন।

CA কোর্সে কি কি পড়তে হয়?

CA কোর্সের 3 টি লেভেলে যে যে বিষয়ে পড়তে হয় সেগুলি হল –

Foundation level-এর বিষয়

  • Principles of Accounting
  • Business Laws
  • Business Correspondence and Reporting
  • Statistics
  • Business Mathematics and logical reasoning
  • Business Economics
  • Business and Commercial Knowledge ইত্যাদি।

Intermediate level-এর বিষয়

  • Accounting
  • Company laws & Other laws
  • Cost and management accounting
  • Taxation
  • Advanced Accounting
  • Auditing and Assurance
  • Financial Management and Economics for Finance
  • Enterprise Information Systems and Strategic Management ইত্যাদি।

Final level-এর বিষয়

  • Financial Reporting
  • Strategic Financial Management
  • Corporate and Economic laws
  • Advanced auditing and professional ethics
  • Elective paper
  • Strategic Cost Management and Performance Evaluation
  • Direct Tax Laws and International Taxation
  • Indirect Tax Laws ইত্যাদি।

CA কোর্সের ভবিষ্যৎ কেমন?

একজন চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টের কাছে বেছে নেওয়ার জন্য প্রচুর কর্মসংস্থানের বিকল্প রয়েছে। যে কোনো ব্যবসায় চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টের প্রয়োজন রয়েছে। তারা বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করতে পারেন এবং যোগ্যতা অনুযায়ী তারা চাকরি বেছে নিতে পারেন। দেশ-বিদেশে প্রচুর চাকরির সুযোগ রয়েছে, তাই এই কোর্সের ভবিষ্যৎ উজ্জ্বল। CA কোর্স করার পর কেউ চাইলে নিজস্ব ফার্ম খুলতে পারেন।

একজন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট (CA) ঠিক কি কাজ করেন?

একজন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট (CA) সরকারি বা বেসরকারি বা নিজস্ব ফার্মে প্রধানত যে সমস্ত কাজ করেন, সেগুলির তালিকা নীচে দেওয়া হল –

  • কোনো কোম্পানি বা সংস্থার বাজেট পরিকল্পনা
  • কোম্পানির ফাইনান্সিয়াল অডিটিং
  • বিভিন্ন সংস্থার ট্যাক্স সংক্রান্ত কার্যাবলী
  • কোম্পানির অর্থনৈতিক বিভিন্ন সিধান্ত গ্রহণে পরামর্শ প্রদান
  • ব্যবসার লাভ-ক্ষতি বিশ্লেষণ করা
  • বিভিন্ন অ্যাকাউন্টিং রেকর্ড তৈরি করা এবং তা সংরক্ষণ
  • অডিট সংক্রান্ত কাজের সুবিধার্থে বিভিন্ন সরকারি সংস্থা, বিভিন্ন আইনজীবীদের সাথে নিয়মিত যোগাযোগ রাখা
  • বিভিন্ন ফাইনান্সিয়াল রিপোর্ট (মাসিক, বার্ষিক ইত্যাদি) তৈরি করা ইত্যাদি।

CA কোর্স পড়ে যে ধরনের পদে নিযুক্ত হয়ে থাকেন –

  • Chartered accountant,
  • Accounts clerk,
  • Auditor,
  • Chief Financial Officer,
  • Cost accountants,
  • Tax accountant,
  • Business Services Accountant
  • Financial Controller ইত্যাদি।

নিম্নলিখিত সংস্থাগুলি চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টদের নিয়োগ করে –

  • Legal Firms
  • Public and Private Sector Banks
  • Portfolio Management Companies
  • Patent Firms
  • Stock Broking Firms
  • Public Limited Companies
  • Finance Companies
  • Auditing Firms
  • Investment Houses ইত্যাদি।

CA কোর্স পড়ে কি সরকারি চাকরি পাওয়া যায়?

বিভিন্ন সরকারি ব্যাঙ্ক বা কোম্পানিতে যুক্ত হতে পারেন। পাবলিক ব্যাঙ্ক বা রিজিওনাল রুরাল ব্যাঙ্কগুলিতে অ্যাকাউন্টেন্টস হিসাবে কাজ করতে পারেন। বিভিন্ন সরকারি সংস্থাতেও CA হয়ে কাজ করতে পারেন।

পর্ব সমাপ্ত!

careerbondhu-telegram-channel

বিশেষ দ্রষ্টব্য

  • এই নিবন্ধে ব্যবহৃত তথ্য ইন্টারনেট, সংবাদ পত্র, পত্রিকা, প্রকাশিত রিপোর্ট ইত্যাদি থেকে সংগ্রহ করা হয়েছে। নিবন্ধে ব্যবহৃত বাণিজ্যিক প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, কোর্সের নাম ইত্যাদি শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে ব্যবহার করা হয়েছে। এই ব্যাপারে আরো জানার জন্য এই পাতাটি পড়ে নেবার অনুরোধ রইল → Disclaimer
  • নিবন্ধটি আমরা যথাসম্ভব ত্রুটি মুক্ত রাখার চেষ্টা করেছি, তথ্যে কোনরূপ ত্রুটি চিহ্নিত হলে তা অনিচ্ছাকৃত ত্রুটি হিসাবে গণ্য হবে, চিহ্নিত ত্রুটি এই পাতা থেকে তা আমাদের জানানো যেতে পারে → Report an error
error: Content is protected !!