Acting and Drama
Streams – Media Studies

জীবনে বেঁচে থাকার তাগিদে মৌলিক চাহিদাগুলি যেমন অত্যাবশ্যকীয় তেমনই বিনোদনের ভূমিকাও বিরাট। মানুষ যখন থেকে গোষ্ঠীবদ্ধভাবে থাকতে শিখেছে, তখন থেকেই নাচ, গান, নাটক, বিভিন্ন ক্রীড়া, শিকার ইত্যাদি তাঁর জীবনের অংশ হয়ে উঠেছে। বিভিন্ন মহাকাব্য (রামায়ণ, মহাভারত) এর সাক্ষ্য বহন করে চলেছে।

বর্তমানে যে সমস্ত পেশা সবচেয়ে বেশি গ্ল্যামারাস তাদের মধ্যে অ্যাক্টিং বা অভিনয় সেরার সেরা। যাত্রা থেকে থিয়েটার, সিরিয়াল থেকে ফিল্ম এবং আধুনিকতম সংযোজন ওয়েব সিরিজ ইত্যাদির প্রভাব মানবজীবনে বিরাট। নিছক বিনোদনই হোক বা সামাজিক, রাজনৈতিক শিক্ষামূলকই হোক অ্যাক্টিং বা অভিনয় জগতের চাহিদা তুঙ্গে।

অ্যাক্টিং অ্যান্ড ড্রামা কোর্স (Acting and Drama Course) কি?

ছোটোবেলা থেকেই আমরা সকলেই কোনো না কোনো ফিল্ম, থিয়েটার ইত্যাদি দেখেই বড় হয়েছি। রূপোলী পর্দা ছোটো বড় সকলকেই আকৃষ্ট করে। অভিনেতা/অভিনেত্রী হওয়ার বাসনা অনেকের মনেই জায়গা করে নেয়। কিন্তু দক্ষতা ছাড়া অভিনয় করা সম্ভব নয়, তার জন্য সঠিক ট্রেনিং প্রয়োজন। যারা মূলত অভিনয় বিষয়ে বিশেষ আগ্রহী এবং ভবিষ্যতে এই শিল্পকে নিজের পেশা ও প্যাশান বানাতে চান, তারা এই অ্যাক্টিং অ্যান্ড ড্রামা কোর্সটি করতে পারেন।

যারা সিনেমা, নাটক ইত্যাদিতে অভিনয় করেন তাদের অভিনেতা/অভিনেত্রী বলা হয়। এই অভিনয় বা অ্যাক্টিং করা একটি শিল্প। তাই শিল্পী কাউকে তৈরি করা যায় না, যার ভিতরে এই প্রতিভা আছে তাকে শুধু ট্রেইন্ড করে আরো ভালো হওয়ার পরামর্শ দেওয়া যায়। যে কোর্সের মাধ্যমে অভিনয় সত্তাকে আরো বিকশিত করা যায়, সেই কোর্সকে অ্যাক্টিং অ্যান্ড ড্রামা কোর্স বলা হয়।

কিভাবে করবো অ্যাক্টিং অ্যান্ড ড্রামা কোর্স?

এই অ্যাক্টিং অ্যান্ড ড্রামা কোর্স করার দুটি ভাগ রয়েছে –

  • আন্ডারগ্র্যাজুয়েট (Undergraduate) এবং
  • পোস্টগ্র্যাজুয়েট (Postgraduate)।

আন্ডারগ্র্যাজুয়েট (UG)

আন্ডারগ্র্যাজুয়েটের মধ্যে ব্যাচেলার ডিগ্রি ও ডিপ্লোমা কোর্স পরে। এই কোর্সে ভর্তি হওয়ার জন্য উচ্চমাধ্যমিক বা সমতুল (10+2) পরীক্ষা 50% নাম্বার নিয়ে উত্তীর্ণ হওয়া আবশ্যক। এই কোর্সগুলিতে মেধা অনুযায়ী এবং প্রবেশিকা পরীক্ষা উত্তীর্ণ হয়ে ভর্তি হওয়া যায়। এই কোর্সগুলির সময়সীমা 1-3 বছর হয়ে থাকে। নীচে কয়েকটি ব্যাচেলার ও ডিপ্লোমা কোর্সের নাম দেওয়া হল।

ব্যাচেলার ডিগ্রির কোর্সগুলির নাম হল –

  • BA (Hons) Acting, BA (Hons) in Drama,
  • Bachelor of Theatre Arts in Fine Arts,
  • Bachelor in Theatre, BA in Performing Arts,
  • BA in Theatre and Performance ইত্যাদি।

ডিপ্লোমা কোর্সগুলির নাম হল –

  • Diploma in Acting,
  • Advance Diploma in Acting,
  • Diploma in Acting and Drama,
  • Diploma in Dramatic Arts ইত্যাদি।

পোস্টগ্র্যাজুয়েট (PG)

পোস্টগ্র্যাজুয়েট অর্থাৎ মাস্টার ডিগ্রি। এই মাস্টার ডিগ্রি করার জন্য আন্ডারগ্র্যাজুয়েট কোর্স 50% নাম্বার নিয়ে উত্তীর্ণ হওয়া আবশ্যক। এই কোর্সে ভর্তি হওয়ার জন্য কিছু প্রবেশিকা পরীক্ষা রয়েছে এবং অনেক ইনস্টিটিউট মেধা অনুযায়ী ভর্তি নিয়ে থাকে। বিভিন্ন প্রতিষ্ঠানে এই নাম্বারের মাত্রা ভিন্ন হয়ে থাকে।

মাস্টার ডিগ্রির কোর্সগুলির নাম হল –

  • MA/MFA in International Theatre,
  • Master’s in Theatre and Performing Arts,
  • Master of Arts in Acting,
  • MFA in Drama,
  • MA Indian Theatre ইত্যাদি।

এই কোর্সগুলির সময়সীমা 1-2 বছর হয়ে থাকে।

এই আন্ডারগ্র্যাজুয়েট (Undergraduate) এবং পোস্টগ্র্যাজুয়েট (Postgraduate) কোর্সগুলি করার জন্য কিছু প্রবেশিকা পরীক্ষা দিতে হয়।

নীচে প্রবেশিকা পরীক্ষাগুলি সম্পর্কে বলা হল –

National School of Drama (NSD) Entrance Exam

National School of Drama তে 3 বছরের PG Diploma কোর্স করার জন্য এই প্রবেশিকা পরীক্ষাটি আয়োজন করা হয়। এটি একটি ন্যাশনাল লেভেলের এক্সাম।

JET (Joint Entrance Test)

ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট অফ ইন্ডিয়া [Film and Television Institute of India (FTII)] এবং সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউটে [Satyajit Ray Film & Television Institute (SRFTI)] ভর্তি হওয়ার জন্য এই JET প্রবেশিকা পরীক্ষাটি উত্তীর্ণ হতে হয়। এই পরীক্ষাটা দিয়ে পোস্টগ্র্যাজুয়েট কোর্স এবং ডিপ্লোমা কোর্সে ভর্তি হওয়া যায়। বছরে একবার এই পরীক্ষাটি হয়ে থাকে এবং এটি ন্যাশনাল লেভেলের পরীক্ষা। এই পরীক্ষাটি Film and Television Institute of India দ্বারা পরিচালিত হয়।

JMI Entrance Exam

Jamia Millia Islamia (JMI) University এই JMI প্রবেশিকা পরীক্ষাটি আয়োজন করে। এই প্রবেশিকা পরীক্ষা দিয়ে Acting Self Finance-এ PG Diploma কোর্সে ভর্তি হওয়া যায়। পরীক্ষাটি ন্যাশনাল লেভেলের।

KIITEE Exam

Kalinga Institute of Industrial Technology এই প্রবেশিকা পরীক্ষাটি আয়োজন করে। Film and Television Production-এ ব্যাচেলার ডিগ্রি কোর্সের ভর্তি হওয়া যায় এই প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হয়ে। এই পরীক্ষাটি ন্যাশনাল লেভেলের পরীক্ষা।

Whistling Woods International (WWI) Entrance Exam

Whistling Woods International স্কুল এই পরীক্ষাটি আয়োজিত করেছে। এই পরীক্ষাটি দিয়ে অ্যাক্টিং-এ আন্ডারগ্র্যাজুয়েট (UG) ও পোস্টগ্র্যাজুয়েট (PG) উভয় কোর্সেই ভর্তি হওয়া যায়।

Asian Academy of Film & Television (AAFT) Entrance Exam

Asian Academy of Film & Television এই প্রবেশিকা পরীক্ষার আয়োজন করেছে। এই পরীক্ষা দিয়ে অ্যাক্টিং-এর একাধিক আন্ডারগ্র্যাজুয়েট (UG), পোস্টগ্র্যাজুয়েট (PG) এবং ডিপ্লোমা কোর্সে ভর্তি হওয়া যায়।

Barry John Acting Studio

Barry John Acting Studio প্রবেশিকা পরীক্ষাটি উত্তীর্ণ হয়ে এই Barry John Acting Studio স্কুলটির দেশের বিভিন্ন স্থানে (নিউ দিল্লি, গ্রেটার নয়ডা এবং মুম্বাই) অবস্থিত বিভিন্ন ডিপ্লোমা এবং সার্টিফিকেট কোর্স করা যায়।

অ্যাক্টিং অ্যান্ড ড্রামা কোর্স কোথায় কোথায় পড়ানো হয়?

আগে অ্যাক্টিং শেখানোর জন্য হাতে গোনা কয়েকটি ইনস্টিটিউট থাকলেও, বর্তমানে পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষে বহু ইনস্টিটিউট রয়েছে যেখানে অ্যাক্টিং শেখানো হয়। নীচে তাদের কয়েকটির নাম উল্লেখ করা হল।

পশ্চিমবঙ্গের কিছু বিখ্যাত ইনস্টিটিউট –

  • Kolkata Film Academy
  • Satyajit Ray Film & Television Institute (SRFTI), Kolkata
  • Rabindra Bharati University, Kolkata
  • Visva Bharati University, Kolkata
  • National Academy of Media and Events, Kolkata ইত্যাদি।

ভারতবর্ষের কিছু বিখ্যাত ইনস্টিটিউট –

  • Film and Television Institute of India (FTII), Pune
  • National School of Drama (NSD), New Delhi
  • Barry John Acting Studio, Mumbai
  • Institute of Creative Excellence, Mumbai
  • Anupam Kher’s Actor Prepares, Mumbai ইত্যাদি।

অ্যাক্টিং অ্যান্ড ড্রামা কোর্স ফি কত?

অ্যাক্টিং অ্যান্ড ড্রামাতে আন্ডারগ্র্যাজুয়েট কোর্স অর্থাৎ বিএ (BA) কোর্স করলে, কলেজ ফি সাধারণত 10,000 (সরকারি ক্ষেত্রে) থেকে 5 লাখ টাকা পর্যন্ত হয়ে থাকে।

আবার অ্যাক্টিং অ্যান্ড ড্রামাতে পোস্টগ্র্যাজুয়েট কোর্স অর্থাৎ এমএ (MA) কোর্স করলে, কলেজ ফি সাধারণত 50,000 থেকে 2 লাখ টাকা পর্যন্ত হয়ে থাকে।

একটি বিষয় লক্ষণীয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এই কোর্স ফি আলাদা হয়ে থাকে।

অ্যাক্টিং অ্যান্ড ড্রামা কোর্সে কি কি পড়তে হয়?

অ্যাক্টিং অ্যান্ড ড্রামা কোর্সে যে যে বিষয়গুলি নিয়ে পড়ানো হয়, তাদের মধ্যে কিছু বিষয়ের নাম নীচে দেওয়া হল –

  • Theory of Acting
  • History of Drama
  • Stage Acting on Various Short sequence
  • Acting Practice on a short sequence.
  • Improvisation
  • Acting Practice on various short sequences
  • Dubbing Practice
  • Makeup
  • Acting Practice on various short sequences
  • Improvisation – Creating a role
  • Rehearsal for Diploma Film
  • Acting in Diploma Film Exercises ইত্যাদি।

অ্যাক্টিং অ্যান্ড ড্রামা (Acting and Drama) কোর্সের ভবিষ্যৎ কেমন?

অ্যাক্টিং অ্যান্ড ড্রামা কোর্স করার পর প্রচুর সুযোগ রয়েছে। বিভিন্ন সিরিয়াল, ওয়েব সিরিজ, শর্ট ফিল্ম, ফিল্ম ইত্যাদি। এই কোর্সের ভবিষ্যৎ উজ্জ্বল এবং ভবিষ্যতে আরো চাহিদা বাড়বে। এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রির গুরুত্ব সবসময়ই বিরাট।

বিনোদনের চাহিদা ছোটো থেকে বড় সকলেরই রয়েছে, তারই জন্য থিয়েটার, সিরিয়াল, ওয়েব সিরিজ, শর্ট ফিল্ম, ফিল্ম ইত্যাদি তৈরির পরিমাণ ক্রমাগত বাড়ছে। তাই এই কোর্স করে জীবনে সুপ্রতিষ্ঠিত হওয়ার সম্ভাবনা উজ্জ্বল।

কোর্স শেষ হওয়ার পর কর্মজীবনের শুরুতে ছোটো থেকে বড় বিভিন্ন চরিত্রে অভিনয় আপনাকে ইন্ডাস্ট্রিতে আপনার নিজস্ব জায়গা তৈরি করতে এবং স্টারডম অর্জন করতে সাহায্য করবে।

এই ধরনের অ্যাক্টিং অ্যান্ড ড্রামা কোর্সগুলি করে সঠিক দক্ষতা অর্জন করতে পারলে কেরিয়ারের সফলতা অর্জন করতে পারবেন।

অ্যাক্টিং অ্যান্ড ড্রামা কোর্স করে যে ধরনের কাজের সুযোগ আসে, সেগুলি জেনে নিই –

  • অভিনেতা/অভিনেত্রী – আপনি বিভিন্ন বিজ্ঞাপন, থিয়েটার, টিভি সিরিয়াল, ওয়েব সিরিজ, ফিল্মের বিভিন্ন চরিত্রে অভিনেতা/অভিনেত্রী হিসাবে কাজ করতে পারেন।
  • অ্যাক্টিং ইনস্ট্রাক্টর – আপনি নাটক বা অভিনয় স্কুলে একজন প্রশিক্ষক হিসাবে কাজ করতে পারেন।
  • ডায়লগ ইনস্ট্রাক্টর – আপনি নাটক বা অভিনয় স্কুলে ডায়লগ (সংলাপ) প্রশিক্ষক হিসাবে কাজ করতে পারেন।
  • স্টান্ট ম্যান – আপনি অন্যান্য অভিনেতা/অভিনেত্রীদের স্থানে স্টান্ট ম্যান হিসাবে নিযুক্ত হতে পারেন।
  • নৃত্যশিল্পী – আপনি চলচ্চিত্রের পাশাপাশি লাইভ শোতে নৃত্যশিল্পী হিসাবে কাজ করতে পারেন।
  • এছাড়া নিজের স্টারডাম লাভ করার পরে অ্যাক্টিং-এর পাশাপাশি থিয়েটার রাইটার, ডিরেক্টর, প্রোডিউসার পদগুলিও বেছে নেওয়া যায়।

এই বিনোদনের যুগে ভালো অভিনেতা/অভিনেত্রীদের চাহিদা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। এখানে এমন কিছু নিয়োগকারী রয়েছে, যারা অভিনেতা/অভিনেত্রীদের কর্মসংস্থানের সুযোগ দেয় –

  • Film Production Houses
  • TV Production Houses
  • Web Content Production Houses
  • OTT Platforms
  • Streaming Services
  • Theatre and Drama Companies
  • Advertisement Agency ইত্যাদি।

পর্ব সমাপ্ত!

careerbondhu-telegram-channel

বিশেষ দ্রষ্টব্য

  • এই নিবন্ধে ব্যবহৃত তথ্য ইন্টারনেট, সংবাদ পত্র, পত্রিকা, প্রকাশিত রিপোর্ট ইত্যাদি থেকে সংগ্রহ করা হয়েছে। নিবন্ধে ব্যবহৃত বাণিজ্যিক প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, কোর্সের নাম ইত্যাদি শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে ব্যবহার করা হয়েছে। এই ব্যাপারে আরো জানার জন্য এই পাতাটি পড়ে নেবার অনুরোধ রইল → Disclaimer
  • নিবন্ধটি আমরা যথাসম্ভব ত্রুটি মুক্ত রাখার চেষ্টা করেছি, তথ্যে কোনরূপ ত্রুটি চিহ্নিত হলে তা অনিচ্ছাকৃত ত্রুটি হিসাবে গণ্য হবে, চিহ্নিত ত্রুটি এই পাতা থেকে তা আমাদের জানানো যেতে পারে → Report an error
error: Content is protected !!