CMA
Category – Management & Business Studies

CMA কোর্স কি?

CMA কোর্সটি একটি প্রোফেশনাল কোর্স। CMA এর সম্পূর্ণ অর্থ হল Cost and Management Accountant. এই কোর্সটির আয়োজক হল ইনস্টিটিউট অফ কস্ট অ্যাকাউন্টস অফ ইন্ডিয়া [Institute of Cost Accountants of India (ICAI)]। CMA কোর্সটির সঙ্গে CA কোর্সের বেশ কিছু মিল রয়েছে। এই কোর্সের সময়সীমা সাধারণত 3-4 বছর হয়, কিন্তু এই কোর্সের ঊর্ধ্বসীমা নির্দিষ্ট নেই।


আরো পড়ুন – CA কোর্স কি?

এই কোর্সটি সম্পূর্ণ করার জন্য কয়েকটি ধাপ রয়েছে, ধাপগুলি হল –

• ধাপ-1 ফাউন্ডেশন লেভেল
• ধাপ-2 ইন্টারমিডিয়েট লেভেল
• ধাপ-3 ফাইনাল লেভেল

এই সবগুলি ধাপ সম্পূর্ণ করা হলে 3 বছরের আর্টিকেল শিপ (Articleship) করতে হয়।

[বিঃ দ্রঃ – 3 বছরের আর্টিকেল শিপের 6 মাস ফাইনাল এক্সামের আগে এবং বাকি 2.5 বছর ফাইনাল এক্সাম উত্তীর্ণ হওয়ার পর করা যায় বা ফাইনাল এক্সাম উত্তীর্ণ হয়েও পুরো 3 বছর টানা করা যায়।]

কিভাবে পড়বো CMA কোর্স?

এই কোর্সটি করার জন্য যে কোনো বিভাগ থেকে উচ্চমাধ্যমিক বা সমতুল (10+2) পরীক্ষা উত্তীর্ণ হওয়া প্রয়োজন। ICAI-এর ফাউন্ডেশন পরীক্ষাটি উত্তীর্ণ হয়ে এই কোর্সে ভর্তি হওয়া যায়। ICAI-এর ফাউন্ডেশন পরীক্ষাটিই হল CMA কোর্সে ভর্তি হওয়ার প্রবেশিকা পরীক্ষা। এই কোর্সে ভর্তি হওয়ার জন্য বছরে দুবার পরীক্ষা হয় জুন বা ডিসেম্বরে।

গ্র্যাজুয়েশন পাশ করে এই কোর্স করলে ফাউন্ডেশন পরীক্ষা না দিয়ে ডাইরেক্ট ইন্টারমিডিয়েট লেভেলের পরীক্ষা দিতে পারে। কিন্তু ফাইন আর্টসে গ্র্যাজুয়েশন করলে হবে না।

এই কোর্সের প্রত্যেকটি লেভেলের পরীক্ষা দেওয়ার জন্য 4 মাস আগে রেজিস্ট্রেশন করতে হয় অর্থাৎ জুন মাসে পরীক্ষা দিলে জানুয়ারি মাসে এবং ডিসেম্বর মাসে পরীক্ষা দিলে জুলাই মাসে রেজিস্ট্রেশন করতে হবে।


আরো পড়ুন – B.Com কোর্স কি?

এই কোর্সের জন্য আলাদা কোনো শিক্ষাপ্রতিষ্ঠান প্রয়োজন হয় না, নিজে নিজেই বাড়ি বসে সম্পূর্ণ সঠিক প্রস্তুতি নিলে সাফল্য পাওয়া যায়।*

*[বিঃদ্রঃ তবে এই এক্সামটি উত্তীর্ণ হওয়ার প্রস্তুতি নিতে বর্তমানে বিভিন্ন সংস্থা অনলাইন ও অফলাইনে বিশেষ কোচিং-এর ব্যবস্থা করেছে। প্রয়োজনে ছাত্রছাত্রীরা এই সমস্ত কোচিং-এর সাহায্য নিয়ে এই এক্সামটি উত্তীর্ণ হয়ে CMA হতে পারে।]

CMA কোর্সের রেজিস্ট্রেশন ফি 3টি লেভেলে ভিন্ন হয়। সাধারণত ফাউন্ডেশন লেভেল 6000 টাকা, ইন্টারমিডিয়েট লেভেল 23,100 টাকা এবং ফাইনাল লেভেল 25,000 টাকা রেজিস্ট্রেশন ফি হয়।

ইন্টারমিডিয়েট লেভেল ও ফাইনাল লেভেলের রেজিস্ট্রেশন ফি দুবার ইন্সটলমেন্টে দেওয়া যায়।

যেমন – ইন্টারমিডিয়েট লেভেলের ক্ষেত্রে প্রথমে রেজিস্ট্রেশন করার সময় প্রথম ইন্সটলমেন্ট 12,000 টাকা এবং দ্বিতীয় ইন্সটলমেন্ট 11,100 টাকা জুন মাসের পরীক্ষার জন্য 31st জানুয়ারির আগে এবং ডিসেম্বর মাসে পরীক্ষা দিলে 31st জুলাই-এর আগে জমা করতে হয়। ফাইনাল লেভেলের ক্ষেত্রেও একইরকমভাবে প্রথম ইন্সটলমেন্ট 15,000 টাকা এবং দ্বিতীয় ইন্সটলমেন্ট 10,000 টাকা জমা করতে হয়।

CMA কোর্সে কি কি বিষয়ে পরীক্ষা হয়?

CMA কোর্সে যে যে পরীক্ষাগুলি রয়েছে সেই পরীক্ষার বিষয়গুলি নীচে আলোচনা করা হল –

ফাউন্ডেশন লেভেল

এই লেভেলে মোট চারটি পেপার থাকে। পেপার চারটি হল –

  • Fundamentals of Business Laws and Business Communication (FBLC)
  • Fundamentals of Financial and Cost Accounting (FFCA)
  • Fundamentals of Business Mathematics and Statistics (FBMS)
  • Fundamentals of Business Economics and Management (FBEM)

ইন্টারমিডিয়েট লেভেল

এই লেভেলে দুটি গ্রুপ রয়েছে এবং প্রত্যেকটি গ্রুপে 4 টি করে পেপার রয়েছে অর্থাৎ মোট 8 টি পেপার হয় ইন্টারমিডিয়েট লেভেল পরীক্ষায়।

গ্রুপ-1 এর বিষয়গুলি হল
  • Business Laws and Ethics (BLE)
  • Financial Accounting (FA)
  • Direct and Indirect Taxation (DITX)
  • Cost Accounting (CA)
গ্রুপ-2 এর বিষয়গুলি হল
  • Operations Management and Strategic Management (OMSM)
  • Corporate Accounting and Auditing (CAA)
  • Financial Management and Business Data Analytics (FMDA)
  • Management Accounting (MA)

ফাইনাল লেভেল

ফাইনাল লেভেলেও দুটি গ্রুপ রয়েছে এবং প্রত্যেকটি গ্রুপে 4 টি করে পেপার রয়েছে অর্থাৎ মোট 8 টি পেপার হয়।

গ্রুপ-1 এর বিষয়গুলি হল
  • Corporate and Economic Laws (CEL)
  • Strategic Financial Management (SFM)
  • Direct Tax Laws and International Taxation (DIT)
  • Strategic Cost Management (SCM)
গ্রুপ-2 এর বিষয়গুলি হল
  • Cost and Management Audit (CMAD)
  • Corporate Financial Reporting (CFR)
  • Indirect Tax Laws and Practice (ITLP)

4 নং পেপারটিতে তিনটি বিষয় থাকে, তার মধ্যে শিক্ষার্থীকে একটি বিষয় পছন্দ করে পরীক্ষা দিতে হয়। ইলেকটিভ পেপারের বিষয়গুলি হল –

  • Strategic Performance Management and Business Valuation (SPMBV)
  • Risk Management in Banking and Insurance (RMBI)
  • Entrepreneurship and Startup (ENTS)

CMA কোর্সের ভবিষ্যৎ কেমন?

CMA কোর্স একটি প্রফেশনাল কোর্স হওয়ায়, দেশ-বিদেশে প্রচুর সুযোগ রয়েছে এই প্রার্থীদের। এই কোর্সটি করার পর যে কোনো সংস্থায় চাকরি করতে পারেন। তাই এই কোর্সের ভবিষ্যৎ উজ্জ্বল।

CMA কোর্স করে যে ধরনের পদে নিযুক্ত হওয়া যায়, সেগুলি হল –

  • Financial Analyst
  • Cost Accountant
  • Management Accountant
  • Senior Accountant
  • Accounting Manager
  • Corporate Controller
  • Chief Financial Officer (CFO) ইত্যাদি।

পর্ব সমাপ্ত!

careerbondhu-telegram-channel

বিশেষ দ্রষ্টব্য

  • এই নিবন্ধে ব্যবহৃত তথ্য ইন্টারনেট, সংবাদ পত্র, পত্রিকা, প্রকাশিত রিপোর্ট ইত্যাদি থেকে সংগ্রহ করা হয়েছে। নিবন্ধে ব্যবহৃত বাণিজ্যিক প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, কোর্সের নাম ইত্যাদি শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে ব্যবহার করা হয়েছে। এই ব্যাপারে আরো জানার জন্য এই পাতাটি পড়ে নেবার অনুরোধ রইল → Disclaimer
  • নিবন্ধটি আমরা যথাসম্ভব ত্রুটি মুক্ত রাখার চেষ্টা করেছি, তথ্যে কোনরূপ ত্রুটি চিহ্নিত হলে তা অনিচ্ছাকৃত ত্রুটি হিসাবে গণ্য হবে, চিহ্নিত ত্রুটি এই পাতা থেকে তা আমাদের জানানো যেতে পারে → Report an error
error: Content is protected !!