Graphics Design
Streams – Media Studies

গ্রাফিক ডিজাইন (Graphic Design) কোর্স কি?

Graphic Design হল একটি Design ও Fine Arts-এর একটি মিলিত শাখা। সম্পূর্ণ ডিজিটাল মাধ্যমে কম্পিউটারের সাহায্যে ডিজাইন তৈরি করা হয়।

খুব সহজেই তৈরি করা যায় আকর্ষণীয় বিজ্ঞাপন। এই গ্রাফিক ডিজাইনের উপর ভিত্তি করেই মূলত বিজ্ঞাপনী সংস্থাগুলি চলছে।

গ্রাফিক ডিজাইন-এর বিভিন্ন কোর্স রয়েছে, নীচে নাম দেওয়া হল –

  • Certificate in Graphic Design,
  • Diploma in Graphic Design,
  • B.Des Graphic Design,
  • BA/B.Sc in Graphic Design,
  • M.Des Graphic Design,
  • MA/M.Sc in Graphic Design.

আরো পড়ুন – অ্যানিমেশন কি? | অ্যানিমেশন কোর্সের ভবিষ্যৎ কেমন? | Animation Course

কিভাবে পড়বো গ্রাফিক্স ডিজাইন কোর্স?

ডিপ্লোমা ও সার্টিফিকেট কোর্স

ডিপ্লোমা ও সার্টিফিকেট কোর্সের সময়সীমা সাধারণত 6 মাস থেকে 1 বছর হয়। এই কোর্সের সময়সীমা বিভিন্ন ইনস্টিটিউটে ভিন্ন। এই কোর্সগুলিতে ভর্তি হওয়ার জন্য যে কোনো বিভাগ থেকে উচ্চমাধ্যমিক বা সমতুল (10+2) পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

উভয় কোর্সেই ডাইরেক্ট অ্যাডমিশন হয়।

ব্যাচেলার ডিগ্রি কোর্স

ব্যাচেলার ডিগ্রি কোর্সের মধ্যে রয়েছে B.Des, BA, B.Sc in Graphic Design.

BA ও B.Sc কোর্সের সময়সীমা 3 বছর এবং B.Des কোর্সের সময়সীমা 4 বছর।


আরো পড়ুন – B.Des Course | ব্যাচেলার অফ ডিজাইন কোর্স

ব্যাচেলার কোর্সে ভর্তি হওয়ার জন্য যে কোনো বিভাগ থেকে উচ্চমাধ্যমিক বা সমতুল (10+2) পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ভর্তি হতে হয়। তবে কিছু শিক্ষাপ্রতিষ্ঠানে ডাইরেক্ট অ্যাডমিশন হয়।

প্রবেশিকা পরীক্ষাগুলি হল –

  • NID Entrance Exam,
  • UCEED,
  • AIEED,
  • CEED ইত্যাদি।

মাস্টার ডিগ্রি কোর্স

M.Des/MA/M.Sc in Graphic Design কোর্সগুলির সময়সীমা দুই বছর। এই কোর্সের ভর্তির জন্য ডিজাইনের ব্যাচেলার ডিগ্রি কোর্স করা আবশ্যক। এই কোর্সেও ভর্তি হওয়ার জন্য প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হতে হয়। কিছু শিক্ষাপ্রতিষ্ঠানে ডাইরেক্ট অ্যাডমিশন হয়।


আরো পড়ুন – Jewellery Design Course | জুয়েলারি ডিজাইন কোর্স

গ্রাফিক ডিজাইন কোর্স কোথায় কোথায় পড়ানো হয়?

গ্রাফিক ডিজাইন কোর্স ভারতবর্ষের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে পড়ানো হয়।
নীচে কয়েকটি বিখ্যাত শিক্ষাপ্রতিষ্ঠানের নাম দেওয়া হল –

  • International School of Design, Pune
  • National Institute of Design (NID), Ahmedabad
  • Lovely Professional University (LPU), Jalandhar
  • Vishwakarma University, Pune
  • Arch Academy of Design, Jaipur
  • DY Patil International University, Akurdi
  • RIMT University, Gobindgarh
  • Apeejay Stya University, Sohna
  • ICAT Design and Media College, Chennai ইত্যাদি।

আরো পড়ুন – Bachelor of Fine Arts | ব্যাচেলার অফ ফাইন আর্টস কোর্স

Graphic Design-এর কোর্স ফি কত?

Graphics Design-এর কোর্স ফি 20,000 থেকে 20 লাখ টাকা পর্যন্ত হয়। বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে এই কোর্স ফি ভিন্ন।

গ্রাফিক্স ডিজাইন কোর্সে কি কি পড়তে হয়?

গ্রাফিক্স ডিজাইন কোর্সে যে যে বিষয়ে ধারণা দেওয়া হয়, তা হল –

  • Fundamentals of Drawing
  • Fundamentals of Design
  • 2D & 3D Design
  • Colour Theory
  • Inter Design studies
  • Advanced Digital Media
  • Graphic Design & Communication
  • Computer Applications & Information Technology ইত্যাদি।

আরো পড়ুন – Photography Course | ফোটোগ্রাফার হবেন কিভাবে?

Graphic Design কোর্সের ভবিষ্যৎ কেমন?

আগেই আলোচনা করা হয়েছে, বর্তমানে বিভিন্ন বিজ্ঞাপন তৈরির ক্ষেত্রে গ্রাফিক ডিজাইনের বিরাট ভূমিকা রয়েছে। তাই Graphic Design কোর্স একটি বিখ্যাত কোর্স। এই কোর্স করে দেশে-বিদেশে বিপুল কাজের সুযোগ রয়েছে। বিভিন্ন সংস্থায় কাজের সুযোগ থাকায় এই কোর্সের ভবিষ্যৎ উজ্জ্বল।

গ্রাফিক ডিজাইন কোর্স করে যে ধরনের পদে নিযুক্ত হওয়া যায়, সেগুলি হল –

  • Graphic Designer,
  • Animation Designer,
  • Layout Designer,
  • Web Developer
  • Multimedia Artist,
  • Motion Graphic Designer,
  • Editorial Designer
  • Art Director,
  • Advertising Art Director,
  • Product/Industrial Designer,
  • Film/Video Editor ইত্যাদি।

আরো পড়ুন – Journalism and Mass Communication Course | জার্নালিজম ও মাস কমিউনিকেশন পড়ে কি হওয়া যায়?

কয়েকটি বিখ্যাত নিয়োগকারী সংস্থা হল –

  • Disney
  • Wipro technologies
  • Toonz animation India
  • Deloitte
  • General Motors Design
  • Reliance Mediaworks Limited
  • Crest Animation Studio
  • Design Factory India
  • E-learning companies
  • Print and publish houses
  • Maya Entertainment Limited
  • Red Chillies Entertainment ইত্যাদি।

পর্ব সমাপ্ত!

careerbondhu-telegram-channel

বিশেষ দ্রষ্টব্য

  • এই নিবন্ধে ব্যবহৃত তথ্য ইন্টারনেট, সংবাদ পত্র, পত্রিকা, প্রকাশিত রিপোর্ট ইত্যাদি থেকে সংগ্রহ করা হয়েছে। নিবন্ধে ব্যবহৃত বাণিজ্যিক প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, কোর্সের নাম ইত্যাদি শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে ব্যবহার করা হয়েছে। এই ব্যাপারে আরো জানার জন্য এই পাতাটি পড়ে নেবার অনুরোধ রইল → Disclaimer
  • নিবন্ধটি আমরা যথাসম্ভব ত্রুটি মুক্ত রাখার চেষ্টা করেছি, তথ্যে কোনরূপ ত্রুটি চিহ্নিত হলে তা অনিচ্ছাকৃত ত্রুটি হিসাবে গণ্য হবে, চিহ্নিত ত্রুটি এই পাতা থেকে তা আমাদের জানানো যেতে পারে → Report an error
error: Content is protected !!