B.Design
Streams – Media Studies

B.Des. কোর্স কি?

বি.ডেস (B.Des) এর সম্পূর্ণ নাম ব্যাচেলার অফ ডিজাইন (Bachelor of Design)। এই কোর্সটি ডিজাইন-সম্পর্কিত স্নাতক স্তরের ডিগ্রি কোর্স। যারা ফ্যাশন বা ডিজাইন ইন্ডাস্ট্রিতে কেরিয়ার গড়তে চান তাদের জন্য এই ডিগ্রি কোর্সটি উপযুক্ত। এই কোর্সটির সময়সীমা 4 বছর।

ব্যাচেলার অফ ডিজাইন কোর্সটি বিভিন্ন বিষয়ের উপর করা যায়, যার মধ্যে বিশেষ কিছু কোর্সের নাম নীচে আলোচনা করা হল –

  • B.Des in Animation
  • B.Des in Fashion Design
  • B.Des in Graphic Design
  • B.Des in Interior and Furniture Design
  • B.Des in Industrial Design
  • B.Des in Glass and Ceramic Design
  • B.Des in Jewellery/ Accessory Design
  • B.Des in Product Design
  • B.Des in Fashion Communication
  • B.Des in Textile and Apparel Design ইত্যাদি।

কিভাবে পড়বো B.Des কোর্স?

এই কোর্সে ভর্তি হওয়ার জন্য কিছু যোগ্যতার প্রয়োজন –

  • যে কোনো বিভাগ নিয়ে উচ্চমাধ্যমিক বা সমতুল (10+2) পরীক্ষা উত্তীর্ণ হওয়া প্রয়োজন।
  • AICTE দ্বারা স্বীকৃত কোনো প্রতিষ্ঠান থেকে যদি কেউ ডিজাইনে ডিপ্লোমা কোর্স সম্পন্ন করে থাকেন যে ক্ষেত্রে শিক্ষার্থীরা B.Des করতে পারে।
  • B. Des কোর্সের জন্য সর্বনিম্ন বয়সসীমা 20 বছর এবং NID এবং NIFT এর মতো প্রতিষ্ঠানে ভর্তি হওয়ার জন্য সর্বনিম্ন বয়সসীমা 23 বছর।
  • এই কোর্সে ভর্তি মেধা অনুযায়ী হওয়া যায় এবং কিছু প্রবেশিকা পরীক্ষা উত্তীর্ণ করেও হওয়া যায়।

প্রবেশিকা পরীক্ষাগুলি হল – AIEED, UCEED, NID DAT, NIFT Entrance Exam ইত্যাদি।

এছাড়াও এই কোর্সের পর উচ্চ শিক্ষার জন্য 2 বছরের M.Des কোর্স করা যায়।

B.Des কোর্স কোথায় কোথায় পড়ানো হয়?

ভারতবর্ষ ও পশ্চিমবঙ্গের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে B.Des কোর্স পড়ানো হয়, নীচে তাদের মধ্যে কয়েকটির নাম দেওয়া হল –

  • National Institute of Fashion Technology (NIFT), Kolkata
  • Footwear Design and Development Institute (FDDI), Kolkata
  • Heritage Institute of Technology (HIT), Kolkata
  • Visva Bharati University, Birbhum
  • Amity University, Kolkata
  • National Institute of Design (NID), Ahmedabad
  • Symbiosis Institute of Design (SID), Pune
  • Unitedworld Institute of Design (UID), Ahmedabad
  • Lovely Professional University (LPU), Jalandhar ইত্যাদি।

B.Des কোর্স ফি কত?

কোর্স ফি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ভিন্ন হয়, তবে এই কোর্সের ফি সাধারণত 50,000 থেকে 8 লাখ টাকা পর্যন্ত হয়। সরকারি কলেজে কোর্স ফি তুলনামূলক কম হয় এবং বেসরকারি কলেজে কোর্স ফি তুলনামূলক বেশি হয়।

B.Des কোর্সে কি কি পড়তে হয়?

B.Des কোর্সে যে যে বিষয় নিয়ে পড়ানো হয়, সেগুলি হল –

  • Design sketching
  • Design project
  • Communication studies in design
  • Architectural Studies in Design
  • Creative narration
  • Industrial training
  • Software user interface design ইত্যাদি।

B.Des কোর্সের ভবিষ্যৎ কেমন?

B.Des কোর্স সম্পূর্ণ করার পর অনেক কেরিয়ারের সুযোগ আছে। বিভিন্ন ডিজাইন ইন্ডাস্ট্রিতে প্রবেশ করতে পারেন এবং ফ্যাশন, টেক্সটাইল এবং অন্যান্য বিভিন্ন ক্ষেত্রে যেতে পারেন। দেশ-বিদেশে প্রচুর কাজের সুযোগ রয়েছে। দক্ষতা ও অভিজ্ঞতা বৃদ্ধি পেলে নিজস্ব স্টার্ট আপ খুলতে পারেন। তাই এই কোর্সের ভবিষ্যৎ উজ্জ্বল।

B.Des কোর্স করে যে ধরনের কাজ করার সুযোগ পাওয়া যায় –

  • Fashion designer
  • Graphic designer
  • Fashion stylist
  • Art/Set director
  • Design manager ইত্যাদি।

ডিজাইনে স্নাতক ডিগ্রি অর্জন করার পর বিভিন্ন কোম্পানিতে নিয়োগ হওয়া যায়।

প্রধান নিয়োগকারী কোম্পানিগুলির নাম নীচে দেওয়া হল –

  • Pantaloons
  • Orient Craft
  • Amazon
  • Disney
  • Snapdeal
  • Oracle
  • Bombay Dyeing
  • Shoppers Stop
  • Benetton
  • Pearl Global ইত্যাদি।

পর্ব সমাপ্ত!

careerbondhu-telegram-channel

বিশেষ দ্রষ্টব্য

  • এই নিবন্ধে ব্যবহৃত তথ্য ইন্টারনেট, সংবাদ পত্র, পত্রিকা, প্রকাশিত রিপোর্ট ইত্যাদি থেকে সংগ্রহ করা হয়েছে। নিবন্ধে ব্যবহৃত বাণিজ্যিক প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, কোর্সের নাম ইত্যাদি শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে ব্যবহার করা হয়েছে। এই ব্যাপারে আরো জানার জন্য এই পাতাটি পড়ে নেবার অনুরোধ রইল → Disclaimer
  • নিবন্ধটি আমরা যথাসম্ভব ত্রুটি মুক্ত রাখার চেষ্টা করেছি, তথ্যে কোনরূপ ত্রুটি চিহ্নিত হলে তা অনিচ্ছাকৃত ত্রুটি হিসাবে গণ্য হবে, চিহ্নিত ত্রুটি এই পাতা থেকে তা আমাদের জানানো যেতে পারে → Report an error
error: Content is protected !!