Category – Genaral Studies
Table of Contents
রসায়ন বা কেমিস্ট্রি (Chemistry) কি?
রসায়ন বা কেমিস্ট্রি হল বিজ্ঞানের একটি শাখা, যেখানে পদার্থের বৈশিষ্ট্য, অবস্থান, আচরণ ইত্যাদি বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। প্রাচীন রসায়ন শাস্ত্রের জনক জাবির ইবন হাইয়ান এবং আধুনিক রসায়ন শাস্ত্রের জনক লাভোয়াজিয়েকে। প্রাচীন ও মধ্যযুগের রসায়ন চর্চাকে ‘আলকেমি’ বলা হত, আর এই আলকেমি শব্দটি থেকেই কেমিস্ট্রি শব্দটির উৎপত্তি হয়েছে।
রসায়নবিদ্যায় অনার্স হল একটি 3 বছরের স্নাতক স্তরের কোর্স।
কারা পড়বেন রসায়নবিদ্যা অনার্স?
- যারা রসায়নের বিভিন্ন বিষয়ে গবেষণা করতে চান,
- যাদের রসায়নবিদ্যা বা কেমিস্ট্রি পড়তে ভালো লাগে, তারা এই অনার্স করতে পারেন।
আরো পড়ুন – স্ট্যাটিস্টিকস অনার্স | Statistics Honours
কিভাবে পড়বো রসায়নবিদ্যা অনার্স?
বিজ্ঞান বিভাগ নিয়ে উচ্চমাধ্যমিক বা সমতুল (10+2) পরীক্ষায় 50%-60% নাম্বার নিয়ে উত্তীর্ণ হতে হবে। এই নাম্বারের মাত্রা বিভিন্ন কলেজে ভিন্ন হয়। উচ্চমাধ্যমিক বা সমতুল (10+2) পরীক্ষায় কেমিস্ট্রি (Chemistry) বিষয়টি অবশ্যই থাকতে হবে।
এই অনার্সে ভর্তি হওয়া উচ্চমাধ্যমিক বা সমতুল (10+2) পরীক্ষার নাম্বারের উপর নির্ভর করে, ডাইরেক্ট অ্যাডমিশন হয়। আবার কিছু শিক্ষা প্রতিষ্ঠান নিজস্ব প্রবেশিকা পরীক্ষা আয়োজন করে। প্রবেশিকা পরীক্ষাগুলি হল –
- Calcutta University Entrance Exam,
- CUET
- DUET
- BHU UET ইত্যাদি।
আরো পড়ুন – নিউট্রিশন অনার্স | Nutrition Honours
রসায়নবিদ্যা অনার্স কোথায় কোথায় পড়ানো হয়?
রসায়নবিদ্যা অনার্স যে যে শিক্ষা প্রতিষ্ঠানে পড়ানো হয়, নীচে কয়েকটির নাম দেওয়া হল –
- Jadavpur University
- Presidency University
- St Xavier’s College, Kolkata
- Scottish Church College, Kolkata
- Bethune College, Kolkata
- Asutosh College, Kolkata
- Lady Brabourne College, Kolkata
- Vidyasagar College, Kolkata
- Maulana Azad College, Kolkata
- Indian Institute of Technology (IIT)
- Banaras Hindu University (BHU)
- Jamia Millia Islamia
- University of Delhi ইত্যাদি।
বিভিন্ন কলেজ সম্পর্কে জানতে, দেখে নিন – কলেজ দর্পণ | Colleges
রসায়নবিদ্যা অনার্স ফি কত?
রসায়নবিদ্যা অনার্সের ফি সাধারণত 5,000 টাকা থেকে 1 লাখ টাকা হয়। অনার্সের ফি বিভিন্ন কলেজে ভিন্ন। সরকারি কলেজের ফি বেসরকারি কলেজের তুলনায় কম।
রসায়নবিদ্যা অনার্সে কি কি পড়তে হয়?
রসায়নবিদ্যা অনার্সে যে যে বিষয়ে ধারণা দেওয়া হয়, তা হল –
- Organic Chemistry
- Inorganic Chemistry
- Medicinal chemistry
- Polymer Chemistry
- Business Skills for Chemists
- Green Chemistry
- Industrial Chemicals and Environment ইত্যাদি।
আরো পড়ুন – সাইকোলজি অনার্স | Psychology Honours
রসায়নবিদ্যা অনার্সের ভবিষ্যৎ কেমন?
রসায়নবিদ্যায় অনার্স করার পর বিভিন্ন সরকারি-বেসরকারি সংস্থায় কাজের সুযোগ রয়েছে। গবেষণা ক্ষেত্রে, কৃষি, জৈব শিল্পে, রঙ, রাবার, পেট্রোরসায়ন, প্লাস্টিক, ওষুধ ইত্যাদি বিভিন্ন সংস্থায় যুক্ত হওয়া যায়।
রসায়নবিদ্যা অনার্স করে যে ধরনের পদে নিযুক্ত হওয়া যায়, তা হল –
- Chemist
- Research Chemist
- Lab Scientist
- Forensic Scientist
- Analyst ইত্যাদি।
পর্ব সমাপ্ত!
বিশেষ দ্রষ্টব্য
- এই নিবন্ধে ব্যবহৃত তথ্য ইন্টারনেট, সংবাদ পত্র, পত্রিকা, প্রকাশিত রিপোর্ট ইত্যাদি থেকে সংগ্রহ করা হয়েছে। নিবন্ধে ব্যবহৃত বাণিজ্যিক প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, কোর্সের নাম ইত্যাদি শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে ব্যবহার করা হয়েছে। এই ব্যাপারে আরো জানার জন্য এই পাতাটি পড়ে নেবার অনুরোধ রইল → Disclaimer।
- নিবন্ধটি আমরা যথাসম্ভব ত্রুটি মুক্ত রাখার চেষ্টা করেছি, তথ্যে কোনরূপ ত্রুটি চিহ্নিত হলে তা অনিচ্ছাকৃত ত্রুটি হিসাবে গণ্য হবে, চিহ্নিত ত্রুটি এই পাতা থেকে তা আমাদের জানানো যেতে পারে → Report an error।