Streams – Engineering & Architecture | Electrical Engineering
ইলেকট্রিকাল ইঞ্জিনিয়ারিং ভারতবর্ষের অন্যান্য ইঞ্জিনিয়ারিং কোর্সগুলির মধ্যে অন্যতম কোর্স। ইলেকট্রিকাল ইঞ্জিনিয়ারিং হল ইঞ্জিনিয়ারিং-এর এমন একটি শাখা যার মধ্যে বিভিন্ন ইলেকট্রনিক্স যন্ত্র উৎপাদন, বিদ্যুৎ প্রয়োগ এবং ঐ সব যন্ত্রের ডিজাইন সম্পর্কে ধারণা দেওয়া হয়।
Table of Contents
একনজরে ইলেকট্রিকাল ইঞ্জিনিয়ারিং কোর্স
কোর্সের নাম (Name of Course) | B.Tech in Electrical Engineering |
কি ধরনের কোর্স (Level of Course) | স্নাতক |
প্রবেশিকা (Entrance) | সর্বভারতীয় - JEE Main or JEE Advanced রাজ্যভিত্তিক - WBJEE, OJEE etc. |
কোর্সের শ্রেণি (Type of Course) | ডিগ্রি |
কোর্সের বিষয় (Field of Study) | ইলেকট্রিকাল ইঞ্জিনিয়ারিং |
কোর্সের সময়সীমা (Course duration) | চার বছর (4 years) |
কোর্স ফি (Course fee) | 30,000 থেকে 19 লাখ |
ইলেকট্রিকাল ইঞ্জিনিয়ারিং কোর্সের যোগ্যতা
B.Tech এ ভর্তি হতে গেলে উচ্চমাধ্যমিক বা সমতুল (10+2) পরীক্ষা পদার্থবিদ্যা (Physics), রসায়নবিদ্যা (Chemistry) এবং গণিত (Mathematics) এই তিনটি বিষয় নিয়ে উত্তীর্ণ হতে হবে। এরপর প্রবেশিকা পরীক্ষা উত্তীর্ণ হয়ে এই কোর্সে ভর্তি হওয়া যায়। প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হবার পাশাপাশি, উচ্চমাধ্যমিক বা সমতুল পরীক্ষায় প্রাপ্ত নাম্বার 50% থাকা প্রয়োজন এবং এই প্রাপ্ত নাম্বার কলেজের উপর নির্ভর করে।
প্রবেশিকা পরীক্ষা – ভারতবর্ষে ইলেকট্রিকাল ইঞ্জিনিয়ারিং পড়ার জন্য একাধিক প্রবেশিকা পরীক্ষার আয়োজন করা হয়।
সর্বভারতীয় পরীক্ষা
ভারত সরকার কর্তৃক নিয়ন্ত্রিত National Testing Agency (NTA) প্রতি বছর ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল বা মে মাসে সাধারণত বছরে যে কোন দুটি সময়ে জয়েন্ট এন্ট্রান্স (মেইন) পরীক্ষার আয়োজন করে। এটি স্নাতক স্তরের BE বা B.Tech এ ভর্তির প্রবেশিকা পরীক্ষা। NIT, IIT এবং অন্যান্য Centrally Funded Technical Institutions (CFTI’s) এ ভর্তির জন্য এই পরীক্ষা দিতে হয়।
JEE (Main) পরীক্ষা সম্পর্কে আরো বিস্তারিত জানুন – JEE (Main) পরীক্ষা কি?
জয়েন্ট এন্ট্রান্স মেইন পরীক্ষা পাশ করার পর প্রার্থীরা জয়েন্ট এন্ট্রান্স অ্যাডভান্সড পরীক্ষা দিতে পারেন।
জয়েন্ট এন্ট্রান্স অ্যাডভান্সড পরীক্ষা হয় মূলত IIT কলেজগুলিতে ভর্তির জন্য। এই পরীক্ষা বছরে একবারই হয়। এটিও একটি National Level এর পরীক্ষা।
JEE (Advanced) পরীক্ষা সম্পর্কে আরো বিস্তারিত জানুন – JEE (Advanced) পরীক্ষা কি?
রাজ্যভিত্তিক পরীক্ষা
এটি পশ্চিমবঙ্গের সমস্ত ডিগ্রি ও ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তির জন্য The West Bengal Joint Entrance Examination Board কর্তৃক আয়োজিত পরীক্ষা। প্রতি বছরে একবার করে এই পরীক্ষা হয়।
WBJEE পরীক্ষা সম্পর্কে আরো বিস্তারিত জানুন – WBJEE পরীক্ষা কি?
ইলেকট্রিকাল ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা করা প্রার্থীদের Lateral Entry (পশ্চিমবঙ্গের ক্ষেত্রে JELET ) দিয়েই সরাসরি B.Tech এর দ্বিতীয় বর্ষে ভর্তি হওয়া যায়। এক্ষেত্রেও ভর্তির ক্ষেত্রে কলেজগুলির কাট অফ মার্ক্স কলেজগুলির উপর নির্ভরশীল।
JELET পরীক্ষা সম্পর্কে আরো বিস্তারিত জানুন – JELET পরীক্ষা কি?
এছাড়াও দেশের কিছু খ্যাতনামা প্রতিষ্ঠান নিজস্ব প্রবেশিকা পরীক্ষার আয়োজন করে।
জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা ছাড়াও কিছু প্রাইভেট ইঞ্জিনিয়ারিং কলেজে উচ্চ মাধ্যমিক বা সমতুল (10+2) পরীক্ষার নম্বরের ভিত্তিতে B.Tech কোর্সে ভর্তি হওয়া যায়।
ইলেকট্রিকাল ইঞ্জিনিয়ারিং (B.Tech) কোর্সের সময়সীমা কত?
ইলেকট্রিকাল ইঞ্জিনিয়ারিং-এ B.Tech কোর্সের সময়সীমা 4 বছর এবং কোর্সটি মোট আটটি সেমিস্টারে ভাগ থাকে।
কোথায় পড়ব ইলেকট্রিকাল ইঞ্জিনিয়ারিং (B.Tech) ?
পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের বিভিন্ন কলেজে ইলেকট্রিকাল ইঞ্জিনিয়ারিং কোর্স পড়ানো হয়। ছাত্রছাত্রীরা সারা ভারতে অসংখ্য সরকারী এবং বেসরকারি কলেজের মধ্যে তাদের প্রবেশিকা পরীক্ষার র্যাঙ্ক অনুযায়ী পছন্দের কলেজ বেছে নিতে পারেন।
পশ্চিমবঙ্গের কিছু স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান
- Indian Institute of Technology Kharagpur
- National Institute of Technology Durgapur
- Haldia Institute of Technology
- Indian Institute of Engineering Science and Technology
- Jadavpur University
- Heritage Institute of Technology ইত্যাদি
ভারতবর্ষের কিছু স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান
- Indian Institute of Technology
- National Institute of Technology
- Anna University
- Vellore Institute of Technology
- Amrita School of Engineering ইত্যাদি
ইলেকট্রিকাল ইঞ্জিনিয়ারিং (B.Tech) কোর্সে কি কি পড়ানো হয়?
বি.টেক ইলেকট্রিকাল ইঞ্জিনিয়ারিং কোর্সে যে বিষয়গুলি পড়ানো হয় সেগুলি হল –
- Introduction to Electrical Systems
- Electricity and Magnetism
- Engineering Graphics and Drawing
- National Service Scheme (NSS)
- Electronic Devices
- Analog Circuits
- Microprocessors
- Power Systems
- Institute Elective
- Dept. Elective
- Information Theory and Coding
- Electronic Design Laboratory
- Electronic Design Laboratory
- Circuit Simulation in Power Electronics
- Application of Power Electronics to Power Systems
- Optimal Control Systems ইত্যাদি
ইলেকট্রিকাল ইঞ্জিনিয়ারিং বিটেক কলেজের কোর্স ফি কত?
ভারতের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কোর্স ফি ভিন্ন ভিন্ন। আমরা শুধুমাত্র একটি ধারণা দেবার চেষ্টা করলাম।
সরকারি – 30,000 লক্ষ থেকে 11 লক্ষ
বেসরকারি – 4 লক্ষ থেকে 19 লক্ষ
ইলেকট্রিকাল ইঞ্জিনিয়ারিং (B.Tech) কোর্স করে কি ধরণের চাকরী পাওয়া যেতে পারে?
ইলেকট্রিকাল ইঞ্জিনিয়ারিং (B.Tech) কোর্স করার পর যে যে পেশায় নিযুক্ত হওয়া যায় সেগুলি হল –
- Electrical Engineer,
- Electronics Engineer,
- Instrumentation Engineer ইত্যাদি
কিছু বিখ্যাত নিয়োগকারী সংস্থা হল –
- Tata Electric Companies
- Bharat Heavy Electrical Ltd.
- Wipro Lighting Corporate
- HBL Power Systems Ltd.
- Havells India Limited ইত্যাদি
ইলেকট্রিকাল কোর্সে বি.টেক করার পর প্রচুর কাজের সুযোগ রয়েছে। দেশে-বিদেশে বিভিন্ন সরকারি/বেসরকারি সংস্থায় এনারা নিযুক্ত হতে পারেন। তাই এই কোর্সের ভবিষ্যৎ উজ্জ্বল।
পর্ব সমাপ্ত! আরো পড়ুন → Diploma in Electrical Engineering
বিশেষ দ্রষ্টব্য
- এই নিবন্ধে ব্যবহৃত তথ্য ইন্টারনেট, সংবাদ পত্র, পত্রিকা, প্রকাশিত রিপোর্ট ইত্যাদি থেকে সংগ্রহ করা হয়েছে। নিবন্ধে ব্যবহৃত বাণিজ্যিক প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, কোর্সের নাম ইত্যাদি শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে ব্যবহার করা হয়েছে। এই ব্যাপারে আরো জানার জন্য এই পাতাটি পড়ে নেবার অনুরোধ রইল → Disclaimer।
- নিবন্ধটি আমরা যথাসম্ভব ত্রুটি মুক্ত রাখার চেষ্টা করেছি, তথ্যে কোনরূপ ত্রুটি চিহ্নিত হলে তা অনিচ্ছাকৃত ত্রুটি হিসাবে গণ্য হবে, চিহ্নিত ত্রুটি এই পাতা থেকে তা আমাদের জানানো যেতে পারে → Report an error।