Category – Engineering & Architecture
Table of Contents
ফার্মাসিউটিকাল টেকনোলজি (Pharmaceutical Technology) কি?
ওষুধ শিল্পের একটি গুরুত্বপূর্ণ ক্ষেত্র হল ফার্মাসিউটিকাল টেকনোলোজি, এই বিদ্যায় বিভিন্ন ওষুধ প্রস্তুতি, ডোজ এবং ওষুধের প্রতিক্রিয়া ইত্যাদি বিষয়ে ধারণা দেওয়া হয়। এছাড়া ওষুধ প্রস্তুতিতে ব্যবহৃত বিভিন্ন মেশিনের উৎপাদন প্রক্রিয়া এবং এই সম্পর্কিত বিভিন্ন যন্ত্র সম্পর্কিত জ্ঞান অর্জন করে এই কোর্সের ছাত্রছাত্রীরা।
ফার্মাসিউটিকাল টেকনোলজির বি.টেক (B.Tech in Pharmaceutical Technology) কোর্স হল একটি স্নাতক স্তরের কোর্স, যার সময়সীমা 4 বছর।
আরো পড়ুন – Pharmacy Course | ফার্মাসি কোর্স
কিভাবে পড়বো ফার্মাসিউটিকাল টেকনোলজি বি.টেক কোর্স?
ফার্মাসিউটিকাল টেকনোলজি বি.টেক কোর্স পড়ার জন্য পদার্থবিদ্যা (Physics), রসায়নবিদ্যা (Chemistry), গণিত (Mathematics) এই তিনটি বিষয়ে 50% নাম্বার নিয়ে উচ্চমাধ্যমিক বা সমতুল পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। শিক্ষার্থীর বয়স নূন্যতম 17 বছর হওয়া আবশ্যক।
এই কোর্সে প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ভর্তি হওয়া যায়। নীচে কয়েকটি প্রবেশিকা পরীক্ষার নাম দেওয়া হল –
- JEE (Main)
- JEE (Advanced)
- WBJEE
- MHT CET ইত্যাদি।
পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের নির্দিষ্ট কিছু কলেজে এই বি.টেক কোর্স পড়ানো হয়।
প্রবেশিকা পরীক্ষাগুলি সম্পর্কে আরো এবং বিস্তারিত জেনে নিন –
ফার্মাসিউটিকাল টেকনোলজি বি.টেক কোর্স ফি কত?
বিভিন্ন কলেজে বি.টেক কোর্স ফি ভিন্ন হয়। সরকারি কলেজের তুলনায় বেসরকারি কলেজের কোর্স ফি বেশি হয়। সাধারণত এই কোর্স 2-8 লাখ টাকা হয়।
ফার্মাসিউটিকাল টেকনোলজি বি.টেক কোর্সে কি কি পড়তে হয়?
ফার্মাসিউটিকাল টেকনোলজি বি.টেক কোর্সে যে যে বিষয়ে ধারণা দেওয়া হয়, সেগুলি হল –
- Microbiology
- Pharmaceutical Chemistry
- Biochemical Engineering
- Physical Pharmaceutical
- Medicinal Chemistry
- Environmental Science and Engineering
- Genetic Engineering
- Immunology
- Pharmacognosy ইত্যাদি।
আরো পড়ুন – B.Tech in Food Technology & Bio-Chemical Engineering | ফুড টেকনোলজি ও বায়ো-কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং-এর বি.টেক কোর্স
ফার্মাসিউটিকাল টেকনোলজি বি.টেক কোর্সের ভবিষ্যৎ কেমন?
বর্তমানে মানুষের জীবনে ওষুধ একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ওষুধ মানুষের নানান রোগ ব্যাধি সারিয়ে সুস্থ করে তোলে এবং মানুষের আয়ুকে বৃদ্ধি করে। আগামীদিনে ওষুধশিল্প যে উত্তরোত্তর বৃদ্ধি পেতে চলেছে তা আর বলার অপেক্ষা রাখে না। ওষুধ প্রস্তুতি থেকে শুরু করে প্যাকেজিং পর্যন্ত, সর্বত্রই প্রয়োজন ফার্মাসিউটিক্যাল টেকনোলজিস্টদের। এই পেশায় দেশে-বিদেশে বহু সংস্থায় কাজের সুযোগ রয়েছে। ওষুধের চাহিদা বৃদ্ধির সাথে সাথে ফার্মাসিউটিক্যাল টেকনোলজিস্টদের ক্রমবর্ধমান, তাই বলা যায় এই কোর্স পড়ুয়াদের ভবিষ্যৎ উজ্জ্বল।
ফার্মাসিউটিকাল টেকনোলজি বি.টেক কোর্স করে যে ধরনের পদে নিযুক্ত হওয়া যায়, তা হল –
- Pharmacologist
- Quality Control Chemist
- Scientific Research Manager
- Pharmacist
- Drug Inspector
- Drugs Analyst
- Research Analyst ইত্যাদি।
আরো পড়ুন – Bio Technology Course | বায়ো টেকনোলজি কোর্স
ফার্মাসিউটিকাল টেকনোলজি বি.টেক কোর্স করে কি সরকারি চাকরি পাওয়া যায়?
হ্যা, অবশ্যই সরকারি চাকরি করার সুযোগ রয়েছে। বিভিন্ন সরকারি ওষুধ তৈরির সংস্থায় কাজের সুযোগ রয়েছে।
পর্ব সমাপ্ত!
বিশেষ দ্রষ্টব্য
- এই নিবন্ধে ব্যবহৃত তথ্য ইন্টারনেট, সংবাদ পত্র, পত্রিকা, প্রকাশিত রিপোর্ট ইত্যাদি থেকে সংগ্রহ করা হয়েছে। নিবন্ধে ব্যবহৃত বাণিজ্যিক প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, কোর্সের নাম ইত্যাদি শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে ব্যবহার করা হয়েছে। এই ব্যাপারে আরো জানার জন্য এই পাতাটি পড়ে নেবার অনুরোধ রইল → Disclaimer।
- নিবন্ধটি আমরা যথাসম্ভব ত্রুটি মুক্ত রাখার চেষ্টা করেছি, তথ্যে কোনরূপ ত্রুটি চিহ্নিত হলে তা অনিচ্ছাকৃত ত্রুটি হিসাবে গণ্য হবে, চিহ্নিত ত্রুটি এই পাতা থেকে তা আমাদের জানানো যেতে পারে → Report an error।