B.Sc in Cosmetology
Category – Specialized Courses

কসমেটোলজি (Cosmetology) কোর্স কি?

বিউটিশিয়ান কোর্সগুলির মধ্যে একটি অন্যতম হল কসমেটোলজি (Cosmetology) কোর্স। এই কোর্সে মানুষের সৌন্দর্য বৃদ্ধির বিভিন্ন বিউটি ট্রিটমেন্ট (Beauty Treatment) সম্পর্কে ধারণা দেওয়া হয়।

B.Sc in Cosmetology ও Diploma in Cosmetology কোর্স দুটি খুবই প্রচলতি। আমাদের এই আর্টিকেলে B.Sc in Cosmetology সম্পর্কে আলোচনা করা হল।

কসমেটোলজি বি.এসসি (B.Sc in Cosmetology) কোর্স হল একটি স্নাতক স্তরের কোর্স। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এই কোর্সের সময়সীমা ভিন্ন হয়, সাধারণত এই কোর্সের সময়সীমা 2-3 বছর।


আরো পড়ুন – বিউটিশিয়ান পেশার খুঁটিনাটি | Beautician as Profession

কিভাবে পড়বো কসমেটোলজি বি.এসসি (B.Sc in Cosmetology) কোর্স?

কসমেটোলজি বি.এসসি কোর্সে ভর্তি হওয়ার জন্য রসায়নবিদ্যা (Chemistry) ও জীববিদ্যা (Biology) বিষয় ও 50% নাম্বার নিয়ে উচ্চমাধ্যমিক বা সমতুল (10+2) পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এই নাম্বারের মাত্রা বিভিন্ন কলেজে ভিন্ন।

B.Sc in Cosmetology কোর্সে সাধারণত নাম্বারের ভিত্তিতে ডাইরেক্ট অ্যাডমিশন হয়। তবে কিছু কলেজে ভর্তি হওয়ার জন্য প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হতে হয়। প্রবেশিকা পরীক্ষাগুলি হল – CUET, JEE (Main), CUEE, NPAT ইত্যাদি।


প্রবেশিকা পরীক্ষাগুলি সম্পর্কে আরো এবং বিস্তারিত জেনে নিন –

কসমেটোলজি বি.এসসি কোর্স কোথায় কোথায় পড়ানো হয়?

পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে কসমেটোলজি বি.এসসি কোর্স পড়ানো হয়। নীচে কয়েকটি কলেজের নাম দেওয়া হল –

  • Dutta institute of Modern Study (DIMS), Kolkata
  • International School of Design, Kolkata
  • Amity University, Noida
  • National Institute of Ayurveda, Jaipur
  • Indira Gandhi National Open University (IGNOU), Delhi
  • Habib’s Hair Academy
  • VLCC Institute of Beauty, Health, and Management
  • Lakme Training Academy ইত্যাদি।

আরো পড়ুন – Beautician Course | বিউটিশিয়ান কোর্স

কসমেটোলজি বি.এসসি কোর্স ফি কত?

বিভিন্ন কলেজে এই কোর্স ফি ভিন্ন হয়। সরকারি কলেজের ফি বেসরকারি কলেজের তুলনায় কম। এই কসমেটোলজি বি.এসসি কোর্স ফি 10,000 থেকে 10 লাখ টাকা

কসমেটোলজি বি.এসসি কোর্সে কি কি পড়তে হয়?

কসমেটোলজি বি.এসসি কোর্সে যে যে বিষয়ে ধারণা দেওয়া হয়, সেগুলি হল –

  • Introduction To The Beauty And Wellness Industry
  • Basics of Professional Makeup
  • Basics Of Hair Designing
  • Physiology Of Human Body
  • Disaster Management
  • Salon Professional Make up Artistry
  • Spa Therapies
  • Makeup Techniques ইত্যাদি।

আরো পড়ুন – B.Sc in Clinical Research | ক্লিনিক্যাল রিসার্চ-এ বি.এসসি কোর্স

কসমেটোলজি বি.এসসি কোর্সের ভবিষ্যৎ কেমন?

বর্তমানে মানুষ নিজের স্বাস্থ্যের সাথে সাথে নিজের রূপ চর্চাতেও সচেতন। নিজেকে সুন্দরভাবে সাজিয়ে রাখার জন্য বিভিন্ন ভাবে রূপ চর্চা করেন। আর এই রূপ চর্চার জন্য প্রয়োজন কসমেটোলজিস্টদের। সুতরাং কসমেটোলজি করে বিভিন্ন পার্লারে কাজের সুযোগ রয়েছে। শুধু তাই নয়, নিজস্ব পার্লার খুলে সুপ্রতিষ্ঠিত হওয়ার সুযোগ রয়েছে।

কসমেটোলজি বি.এসসি কোর্স করে যে ধরনের কাজের সুযোগ রয়েছে, তা হল –

  • Cosmetology Instructor
  • Beauty Consultant
  • Cosmetic formulator
  • Spa Therapist
  • Hair Stylist
  • Nail Artist ইত্যাদি।

আরো পড়ুন – B.Sc in Industrial Fish and Fisheries | ইন্ডাস্ট্রিয়াল ফিস অ্যান্ড ফিসারিস কোর্স

কয়েকটি বিখ্যাত নিয়োগকারী সংস্থা হল –

  • Lakme
  • Sugar
  • Habib’s
  • Lotus Herbals
  • VLCC
  • L’Oreal ইত্যাদি।

পর্ব সমাপ্ত!

careerbondhu-telegram-channel

বিশেষ দ্রষ্টব্য

  • এই নিবন্ধে ব্যবহৃত তথ্য ইন্টারনেট, সংবাদ পত্র, পত্রিকা, প্রকাশিত রিপোর্ট ইত্যাদি থেকে সংগ্রহ করা হয়েছে। নিবন্ধে ব্যবহৃত বাণিজ্যিক প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, কোর্সের নাম ইত্যাদি শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে ব্যবহার করা হয়েছে। এই ব্যাপারে আরো জানার জন্য এই পাতাটি পড়ে নেবার অনুরোধ রইল → Disclaimer
  • নিবন্ধটি আমরা যথাসম্ভব ত্রুটি মুক্ত রাখার চেষ্টা করেছি, তথ্যে কোনরূপ ত্রুটি চিহ্নিত হলে তা অনিচ্ছাকৃত ত্রুটি হিসাবে গণ্য হবে, চিহ্নিত ত্রুটি এই পাতা থেকে তা আমাদের জানানো যেতে পারে → Report an error
error: Content is protected !!