Streams – Engineering & Architecture | Architecture
আর্কিটেকচার স্থাপত্যবিদ্যা নামে পরিচিত। ইঞ্জিনিয়ারিং-এর একটি শাখা যা বিল্ডিং নির্মাণের পরিকল্পনা, নকশা, নির্মাণ ও প্রযুক্তির ব্যবহার নিয়ে বিশদ আলোচনা করা হয়।
Table of Contents
একনজরে আর্কিটেকচার কোর্স
কোর্সের নাম (Name of Course) | B.Arch in Architecture |
কি ধরনের কোর্স (Level of Course) | স্নাতক |
প্রবেশিকা (Entrance) | সর্বভারতীয় - JEE Main or JEE Advanced , NATA রাজ্যভিত্তিক - WBJEE etc. |
কোর্সের শ্রেণি (Type of Course) | ডিগ্রি |
কোর্সের বিষয় (Field of Study) | আর্কিটেকচার |
কোর্সের সময়সীমা (Course duration) | পাঁচ বছর (5 years) |
কোর্স ফি (Course fee) | 30,000 থেকে 15 লাখ |
আর্কিটেকচার কোর্সে ভর্তি হওয়ার যোগ্যতা
B.Arch এ ভর্তি হতে গেলে উচ্চমাধ্যমিক বা সমতুল (10+2) পরীক্ষায় পদার্থবিদ্যা (Physics), রসায়নবিদ্যা (Chemistry) এবং গণিত (Mathematics) এই তিনটি বিষয় নিয়ে উত্তীর্ণ হতে হবে। এরপর প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হয়ে এই কোর্সে ভর্তি হওয়া যায়। প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পাশাপাশি, উচ্চমাধ্যমিক বা সমতুল পরীক্ষায় 50% নাম্বার থাকা প্রয়োজন এবং এই নাম্বার কলেজের উপর নির্ভর করে।
প্রবেশিকা পরীক্ষা – ভারতবর্ষে আর্কিটেকচার কোর্স পড়ার জন্য একাধিক প্রবেশিকা পরীক্ষা রয়েছে।
সর্বভারতীয় পরীক্ষা
ভারত সরকার কর্তৃক নিয়ন্ত্রিত National Testing Agency (NTA) প্রতি বছর ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল বা মে মাসে সাধারণত বছরে যে কোন দুটি সময়ে জয়েন্ট এন্ট্রান্স (মেইন) পরীক্ষার আয়োজন করে। এটি স্নাতক স্তরের BE/B.Tech/B.Arch এ ভর্তির প্রবেশিকা পরীক্ষা। NIT, IIT এবং অন্যান্য Centrally Funded Technical Institutions (CFTI’s) এ ভর্তির জন্য এই পরীক্ষা দিতে হয়।
JEE (Main) পরীক্ষা সম্পর্কে আরো বিস্তারিত জানুন – JEE (Main) পরীক্ষা কি?
জয়েন্ট এন্ট্রান্স মেইন পরীক্ষা পাশ করার পর প্রার্থীরা জয়েন্ট এন্ট্রান্স অ্যাডভান্সড পরীক্ষা দিতে পারেন।
জয়েন্ট এন্ট্রান্স অ্যাডভান্সড পরীক্ষা হয় মূলত IIT কলেজগুলিতে ভর্তির জন্য। এই পরীক্ষা বছরে একবারই হয়। এটিও একটি National Level এর পরীক্ষা।
JEE (Advanced) পরীক্ষা সম্পর্কে আরো বিস্তারিত জানুন – JEE (Advanced) পরীক্ষা কি?
NATA
NATA হল একটি প্রবেশিকা পরীক্ষা, যার সম্পূর্ণ কথা National Aptitude Test in Architecture. এই পরীক্ষার আয়োজক হলেন The Council of Architecture (CoA). এই প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আর্কিটেকচারের ব্যাচেলার ডিগ্রি (B.Arch) কোর্সে ভর্তি হওয়া যায়।
NATA পরীক্ষা সম্পর্কে আরো বিস্তারিত জানুন – NATA পরীক্ষা কি?
রাজ্যভিত্তিক পরীক্ষা
এটি পশ্চিমবঙ্গের সমস্ত ডিগ্রি ও ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তির জন্য The West Bengal Joint Entrance Examination Board কর্তৃক আয়োজিত পরীক্ষা। প্রতি বছরে একবার করে এই পরীক্ষা হয়।
WBJEE পরীক্ষা সম্পর্কে আরো বিস্তারিত জানুন – WBJEE পরীক্ষা কি?
এছাড়াও দেশের কিছু খ্যাতনামা প্রতিষ্ঠান নিজস্ব প্রবেশিকা পরীক্ষার আয়োজন করে।
জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা ছাড়াও কিছু প্রাইভেট ইঞ্জিনিয়ারিং কলেজে উচ্চ মাধ্যমিক বা সমতুল (10+2) পরীক্ষার নম্বরের ভিত্তিতে B.Arch কোর্সে ভর্তি হওয়া যায়।
আর্কিটেকচার (B.Arch) কোর্সের সময়সীমা কত?
B.Arch কোর্সের সময়সীমা 5 বছর এবং কোর্সটি মোট দশটি সেমিস্টারে বিভক্ত।
কোথায় পড়ব আর্কিটেকচার (B.Arch) ?
পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের বিভিন্ন কলেজে আর্কিটেকচার কোর্স পড়ানো হয়। ছাত্রছাত্রীরা সারা ভারতে অসংখ্য সরকারী এবং বেসরকারি কলেজের মধ্যে তাদের প্রবেশিকা পরীক্ষার র্যাঙ্ক অনুযায়ী পছন্দের কলেজ বেছে নিতে পারেন।
ভারতবর্ষের কিছু স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান
• Indian Institute of Technology (IIT), Kharagpur
• OmDayal Group of Institutions, Howrah
• Indian Institute of Engineering Science and Technology (IIEST), Shibpur
• Jadavpur University, Kolkata
• Rani Rashmoni School of Architecture, Durgapur
• Parul University, Vadodara
• National Institute of Technology (NITC), Calicut
• Centre for Design Excellence (CODE VGU), Jaipur ইত্যাদি।
আর্কিটেকচার (B.Arch) কোর্সে কি কি পড়ানো হয়?
বি.আর্চ আর্কিটেকচার কোর্সে যে বিষয়গুলি পড়ানো হয় সেগুলি হল –
• Visual Arts and Basic Design
• Architectural Design
• Building Construction
• Theory of Structures
• Theory of Structure & Design
• Computer Applications
• History of Architecture ইত্যাদি।
আর্কিটেকচার (B.Arch) কোর্সের ফি কত?
ভারতের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কোর্স ফি বিভিন্ন। আমরা নীচে একটি ধারণা দেওয়ার চেষ্টা করলাম।
সরকারি – 30,000 থেকে 5 লক্ষ
বেসরকারি – 5 লক্ষ থেকে 15 লক্ষ
আর্কিটেকচার (B.Arch) কোর্স করে কি ধরণের চাকরী পাওয়া যেতে পারে?
আর্কিটেকচার (B.Arch) কোর্স করার পর যে যে পেশায় নিযুক্ত হওয়া যায় সেগুলি হল –
• Design Architect
• Architectural Engineer
• Interior Designer
• Architecture Draughtsman
• Architectural Historian/Journalist
• Set Design
• Landscape Architect ইত্যাদি।
কিছু বিখ্যাত নিয়োগকারী সংস্থা হল –
• Chitra Vishwanath Architects
• Architect Consultants
• VSA Space Design (P) Ltd.
• Edifice Architects Pvt.Ltd.
• Vasthu architects
• Malwadkar and Malwadkar
• Jones Lang LaSalle Meghraj ইত্যাদি।
আর্কিটেকচার কোর্স পড়ে কি সরকারি চাকরি পাওয়া যায়?
অবশ্যই সরকারী চাকরি পাওয়া যায়। B. Arch করার পর সরকারী চাকরির সুযোগ যথেষ্ট ভালো। সরকারের বিভিন্ন ডিপার্টমেন্টে কর্মী নিয়োগ হয় –
• Central Public Works Department
• Department of Railways
• Bharat Heavy Electronics Limited (BHEL)
• Ministry of Defence
পর্ব সমাপ্ত! আরো পড়ুন → Diploma in Architecture.
বিশেষ দ্রষ্টব্য
- এই নিবন্ধে ব্যবহৃত তথ্য ইন্টারনেট, সংবাদ পত্র, পত্রিকা, প্রকাশিত রিপোর্ট ইত্যাদি থেকে সংগ্রহ করা হয়েছে। নিবন্ধে ব্যবহৃত বাণিজ্যিক প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, কোর্সের নাম ইত্যাদি শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে ব্যবহার করা হয়েছে। এই ব্যাপারে আরো জানার জন্য এই পাতাটি পড়ে নেবার অনুরোধ রইল → Disclaimer।
- নিবন্ধটি আমরা যথাসম্ভব ত্রুটি মুক্ত রাখার চেষ্টা করেছি, তথ্যে কোনরূপ ত্রুটি চিহ্নিত হলে তা অনিচ্ছাকৃত ত্রুটি হিসাবে গণ্য হবে, চিহ্নিত ত্রুটি এই পাতা থেকে তা আমাদের জানানো যেতে পারে → Report an error।