Category – Colleges | General Studies
1872 সালে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের উদ্যোগে ভারতবর্ষে প্রথম প্রাইভেট কলেজ প্রতিষ্ঠিত হয়, তার নাম ছিল মেট্রোপলিটন ইনস্টিটিউশন (Metropolitan Institution)। তিনি এই কলেজের প্রিন্সিপাল ছিলেন। স্বামী বিবেকানন্দ এই কলেজের একজন ছাত্র ছিলেন।
1917 সালে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের স্মরণে মেট্রোপলিটন ইনস্টিটিউশনের নাম পরিবর্তিত হয়ে বিদ্যাসাগর কলেজ (Vidyasagar College) হয়।
প্রাইভেট কলেজ হিসাবে প্রতিষ্ঠিত হলেও বর্তমানে এই কলেজ কলকাতা ইউনিভার্সিটির অধীনস্থ একটি সরকারি কলেজ। এই কলেজটি National Assessment and Accreditation Council (NAAC) দ্বারা Grade B++ স্বীকৃতি লাভ করেছে এবং NIRF ranking-এ র্যাঙ্ক করেছে।
Table of Contents
কি কি পড়ানো হয় এই কলেজে?
বিদ্যাসাগর কলেজে স্নাতক ও স্নাতকোত্তর কোর্স বিভিন্ন বিষয়ের উপর শেখানো হয়। নীচে তা দেওয়া হল –
স্নাতক (Graduation)
সায়েন্স ও আর্টসের কিছু বিষয়ে স্নাতক কোর্স পড়ানো হয়, তা হল –
Science
সায়েন্সের মধ্যে যে যে বিষয় রয়েছে তা হল –
- Mathematics
- Physics
- Chemistry
- Bio-Chemistry
- Statistics
- Economics
- Botany
- Physiology
- Zoology
- Psychology (B.Sc)
- Computer Science
- Electronics
- Food and Nutrition.
Arts
আর্টসের মধ্যে যে বিষয়গুলি রয়েছে তা হল –
- Bengali
- English
- Hindi
- Sanskrit
- History
- Geography
- Political Science
- Psychology (B.A)
- Philosophy
- Journalism and Mass Communication.
বিভিন্ন বিষয়ের অনার্স সম্পর্কে জেনে নাও – Honours | অনার্স
স্নাতক কোর্সগুলির সময়সীমা 3 বছর। স্নাতক কোর্সগুলিতে ভর্তি হওয়ার জন্য উচ্চমাধ্যমিক বা সমতুল (10+2) পরীক্ষায় উত্তীর্ণ হতে হয়।
স্নাতকোত্তর (Post-Graduation)
- Geography
- Zoology
এই দুটি বিষয়ে স্নাতকোত্তর কোর্স পড়ানো হয়, এই কলেজে।
স্নাতকোত্তর কোর্সের সময়সীমা 2 বছর। স্নাতকোত্তর কোর্সে ভর্তি হওয়ার জন্য স্নাতক উত্তীর্ণ হতে হয়।
কলেজে কিভাবে ভর্তি হওয়া যায়?
এই কলেজে কোনো প্রবেশিকা পরীক্ষা দিতে হয় না। অনলাইনে অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করতে হয়। পূর্ববর্তী পরীক্ষার প্রাপ্ত নাম্বারের ভিত্তিতে কাউন্সিলিং-এর মাধ্যমে ডাইরেক্ট অ্যাডমিশন হয়।
যোগাযোগ
Address
Vidyasagar College, Bidhan Sarani Campus
17, Bidhan Sarani
Kolkata, West Bengal, India
PIN: 700 006
Contact Details
Phone:
033 2241 4447
033 2241 3018
Website: www.vidyasagarcollege.edu.in
পর্ব সমাপ্ত!
বিশেষ দ্রষ্টব্য
- এই নিবন্ধে ব্যবহৃত তথ্য ইন্টারনেট, সংবাদ পত্র, পত্রিকা, প্রকাশিত রিপোর্ট ইত্যাদি থেকে সংগ্রহ করা হয়েছে। নিবন্ধে ব্যবহৃত বাণিজ্যিক প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, কোর্সের নাম ইত্যাদি শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে ব্যবহার করা হয়েছে। এই ব্যাপারে আরো জানার জন্য এই পাতাটি পড়ে নেবার অনুরোধ রইল → Disclaimer।
- নিবন্ধটি আমরা যথাসম্ভব ত্রুটি মুক্ত রাখার চেষ্টা করেছি, তথ্যে কোনরূপ ত্রুটি চিহ্নিত হলে তা অনিচ্ছাকৃত ত্রুটি হিসাবে গণ্য হবে, চিহ্নিত ত্রুটি এই পাতা থেকে তা আমাদের জানানো যেতে পারে → Report an error।