bp-poddar-institute-of-management-and-technology
Category – Colleges | Engineering Colleges

বিখ্যাত শিল্পপতি বি পি পোদ্দার (B.P Poddar)-এর স্মরণে B.P পোদ্দার ফাউন্ডেশন ফর এডুকেশন একটি ইনস্টিটিউট প্রতিষ্ঠা করে, যার নাম বি পি পোদ্দার ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট অ্যান্ড টেকনোলজি (B.P Poddar Institute of Management and Technology)। এই কলেজটিকে সংক্ষেপে BPPIMT বলা হয়।

1999 সালে বি পি পোদ্দার ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট অ্যান্ড টেকনোলজি কলেজটি প্রতিষ্ঠিত হয়।

বর্তমানে এই কলেজটি মৌলানা আবুল কালাম আজাদ ইউনিভার্সিটি অফ টেকনোলজির (MAKAUT) এবং সমস্ত কোর্সগুলি অল ইন্ডিয়া কাউন্সিল ফর টেকনিক্যাল এডুকেশন (AICTE) দ্বারা অনুমোদিত। CSE, ECE, EE, IT কোর্সগুলি ন্যাশনাল বোর্ড অফ অ্যাক্রিডিটেশন (NBA) দ্বারা স্বীকৃত।

এই BPPIMT কলেজটি 2020 সালে NIRF র‍্যাঙ্কিং-এ 201-250 র‍্যাঙ্কে অবস্থান করেছে। এটি পশ্চিমবঙ্গের একটি অন্যতম বিখ্যাত ইঞ্জিনিয়ারিং ও ম্যানেজমেন্টের কলেজ।

বি পি পোদ্দার ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট অ্যান্ড টেকনোলজি কলেজে কি কি কোর্স পড়ানো হয়?

বি পি পোদ্দার ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট অ্যান্ড টেকনোলজি কলেজে আন্ডার-গ্র্যাজুয়েট (UG) ও পোস্ট-গ্র্যাজুয়েট (PG) কোর্স পড়ানো হয়। কোর্সগুলি সম্পর্কে নীচে আলোচনা করা হল –

আন্ডার-গ্র্যাজুয়েট (UG)

আন্ডার-গ্র্যাজুয়েট কোর্সের মধ্যে রয়েছে, ইঞ্জিনিয়ারিং-এর বি.টেক (B.Tech) কোর্স। B.Tech কোর্সগুলির সময়সীমা 4 বছর

Bachelor of Technology (B.Tech) কোর্স যে যে বিষয়ের উপর করা যায়, তা নীচে দেওয়া হল –

এছাড়াও আন্ডার-গ্র্যাজুয়েট কোর্সের মধ্যে রয়েছে 3 বছরের কিছু ব্যাচেলার কোর্স, তা হল –

আন্ডার-গ্র্যাজুয়েট অর্থাৎ স্নাতক স্তরের কোর্সগুলিতে ভর্তি হওয়ার জন্য উচ্চমাধ্যমিক বা সমতুল (10+2) পরীক্ষায় উত্তীর্ণ হওয়া আবশ্যক।

পোস্ট-গ্র্যাজুয়েট (PG)

পোস্ট-গ্র্যাজুয়েট কোর্স যে যে বিষয়ে এই কলেজে পড়ানো হয়, তার নাম নীচে দেওয়া হল –

  • M.Tech in Data Science
  • M.Tech in Internet of Things
  • Master of Computer Science (MCA)

পোস্ট-গ্র্যাজুয়েট সকল কোর্সের সময়সীমা 2 বছর। পোস্ট-গ্র্যাজুয়েট কোর্সে ভর্তি হওয়ার জন্য নির্দিষ্ট কিছু বিষয়ে স্নাতক উত্তীর্ণ হতে হয়।

বি পি পোদ্দার ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট অ্যান্ড টেকনোলজি কলেজে কিভাবে ভর্তি হওয়া যায়?

BPPIMT Kolkata কলেজে ভর্তি হওয়ার জন্য সাধারণত প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হতে হয়। প্রবেশিকা পরীক্ষায় র‍্যাঙ্ক এবং যোগ্যতা অনুযায়ী কাউন্সিলিং-এর মাধ্যমে এই কলেজে ভর্তি হওয়া যায়।

নীচে কোন কোর্সে ভর্তির জন্য কোন প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হতে হয় এবং কি যোগ্যতা প্রয়োজন, তা নীচে আলোচনা করা হল –

B.Tech কোর্সে ভর্তি

B.Tech কোর্সগুলিতে ভর্তি হওয়ার জন্য WBJEE বা JEE-Main পরীক্ষায় ভালো র‍্যাঙ্ক করা প্রয়োজন। এছাড়া উচ্চমাধ্যমিক বা সমতুল (10+2) পরীক্ষায় ফিজিক্স (Physics) ও ম্যাথামেটিক্স (Mathematics) এর সঙ্গে Chemistry / Biotechnology / Biology / Computer Science / Computer Applications / Technical Vocational ইত্যাদি বিষয়গুলির মধ্যে একটি থাকতে হবে। উচ্চমাধ্যমিক পরীক্ষায় 45% নাম্বার এবং ইংরাজি বিষয়ে 30% নাম্বার থাকা আবশ্যক।

WBJEE পরীক্ষা সম্পর্কে জেনে নাও↓

WBJEE-Exam
WBJEE পরীক্ষার খুঁটিনাটি

BCA / BBA কোর্সে ভর্তি

BCA / BBA কোর্সে ভর্তি হওয়ার জন্য যে কোনো বিভাগ থেকে উচ্চমাধ্যমিক (10+2) পরীক্ষায় উত্তীর্ণ হওয়া আবশ্যক। এর পাশাপাশি এই কলেজে MAKAUT দ্বারা আয়োজিত কমন এন্ট্রান্স টেস্ট (CET) প্রবেশিকা পরীক্ষার র‍্যাঙ্ক অনুযায়ী BCA / BBA কোর্সে ভর্তি হওয়া যায়।

M.Tech কোর্সে ভর্তি

M.Tech কোর্সের ভর্তি হওয়ার জন্য WBUT PGET প্রবেশিকা পরীক্ষায় ভালো র‍্যাঙ্ক করতে হবে।

M.Tech কোর্সে ভর্তির জন্য নীচের যে কোনো একটি বিষয়ে ডিগ্রি থাকা প্রয়োজন,

  • CSE / IT বিষয়ে B.Tech/BE ডিগ্রি,
  • বা, Computer Science বা Computer Applications বা Mathematics (কম্পিউটার স্পেশালিজেশন সহ) বিষয়ে M.Sc. ডিগ্রি।

MCA কোর্সে ভর্তি

MCA কোর্সে ভর্তি হওয়ার জন্য WBJEE JECA প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। নির্দিষ্ট কিছু বিষয়ে গ্র্যাজুয়েশন বা ব্যাচেলার ডিগ্রি থাকা আবশ্যক। উচ্চ মাধ্যমিক এবং গ্র্যাজুয়েশনে মোট 50% নাম্বার প্রয়োজন।

বিষয়গুলি হল – BCA / BSc Computer Application / B.Sc (Hon’s) Computer Science / B.Sc (Hon’s) যে কোনো বিষয়ে / B.Tech. in CSE বা IT / B.Com (Hon’s বা general) ইত্যাদি।

[ভারতবর্ষের যে-কোনো ইঞ্জিনিয়ারিং কলেজে B.Tech কোর্সে ভর্তি হওয়ার জন্য JEE (Main) পরীক্ষায় র‍্যাঙ্ক করা আবশ্যক। পড়ে নাও↓]

JEE-Main-exam-details
JEE (Main) পরীক্ষার খুঁটিনাটি

যোগাযোগ

Address

Main Building:

B.P Poddar Institute of Management and Technology

137,V.I.P. Road, Poddar Vihar

Kolkata, West Bengal, India

PIN: 700052

Salt Lake Campus:

B.P. Poddar Institute of Management & Technology

Salt Lake Campus

EN-31 Salt Lake, Sector V

Kolkata – 700091

Contact Details

Phone No : 91-033-40619174/75/76

Fax : 91-033-25739401

E-mail : info@bppimt.ac.in

Website : www.bppimt.ac.in

পর্ব সমাপ্ত!

careerbondhu-telegram-channel

বিশেষ দ্রষ্টব্য

  • এই নিবন্ধে ব্যবহৃত তথ্য ইন্টারনেট, সংবাদ পত্র, পত্রিকা, প্রকাশিত রিপোর্ট ইত্যাদি থেকে সংগ্রহ করা হয়েছে। নিবন্ধে ব্যবহৃত বাণিজ্যিক প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, কোর্সের নাম ইত্যাদি শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে ব্যবহার করা হয়েছে। এই ব্যাপারে আরো জানার জন্য এই পাতাটি পড়ে নেবার অনুরোধ রইল → Disclaimer
  • নিবন্ধটি আমরা যথাসম্ভব ত্রুটি মুক্ত রাখার চেষ্টা করেছি, তথ্যে কোনরূপ ত্রুটি চিহ্নিত হলে তা অনিচ্ছাকৃত ত্রুটি হিসাবে গণ্য হবে, চিহ্নিত ত্রুটি এই পাতা থেকে তা আমাদের জানানো যেতে পারে → Report an error
error: Content is protected !!