Category – Blog
সম্প্রতি ব্যাঙ্ক অফ ইন্ডিয়া প্রায় 500টি শূন্যপদের জন্য কর্মী নিয়োগ করতে চলেছে।
ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইটে যে দুটি পদে কর্মী নিয়োগ করার কথা জানানো হয়েছে, তা নীচে দেওয়া হল –
- ক্রেডিট অফিসার ইন জেনারেল ব্যাঙ্কিং স্ট্রিম (Credit Officer in General Banking stream)
- আইটি অফিসার ইন স্পেশালিস্ট স্ট্রিম (IT Officer in Specialist stream)
শূন্যপদের সংখ্যা
ক্রেডিট অফিসার ইন জেনারেল ব্যাঙ্কিং স্ট্রিমের শূন্যপদ 350 টি।
আইটি অফিসার ইন স্পেশালিস্ট স্ট্রিমের শূন্যপদ 150 টি।
ST/SC/OBC প্রার্থীদের জন্য কিছু শূন্যপদ সংরক্ষিত রয়েছে। নীচে তা ছকের মাধ্যমে দেখানো হল –
বেতন
উভয় পদেই বেতনের পরিমাণ Junior Management Grade Scale-I (JMGS-I) অনুযায়ী হয়।
JMGS-I বেতনের পরিমাণ প্রায় 36,000 থেকে 63,840 টাকা পর্যন্ত।
আবেদন প্রক্রিয়ার তারিখ জানানো হয়েছে এবং আবেদন অনলাইনে হবে। আবেদন শুরু ও শেষ হওয়ার তারিখ এবং প্রয়োজনীয় যোগ্যতা নীচে আলোচনা করা হল।
Table of Contents
ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় আবেদন করার জন্য প্রয়োজনীয় যোগ্যতা
শিক্ষাগত যোগ্যতা
ক্রেডিট অফিসার ইন জেনারেল ব্যাঙ্কিং স্ট্রিমে আবেদন করার জন্য যে কোনো স্বীকৃত ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েশন বা স্নাতক উত্তীর্ণ হতে হবে।
আইটি অফিসার ইন স্পেশালিস্ট স্ট্রিমে আবেদন করার জন্য যে কোনো স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে 4 বছরের ইঞ্জিনিয়ারিং/ কম্পিউটার সায়েন্সে টেকনোলজি ডিগ্রি/ কম্পিউটার অ্যাপ্লিকেশন/ ইনফরমেশন টেকনোলজি/ ইলেকট্রনিক্স/ ইলেকট্রনিক্স ও টেলিকমিউনিকেশনস/ ইলেকট্রনিক্স ও কমিউনিকেশন/ইলেকট্রনিক্স ও ইন্সট্রুমেন্টেশন-এ ডিগ্রি থাকা আবশ্যক।
অথবা যে কোনো বিষয়ে স্নাতক এবং কিছু বিষয় যেমন – ইলেকট্রনিক্স/ ইলেকট্রনিক্স ও টেলিকমিউনিকেশনস/ ইলেকট্রনিক্স ও কমিউনিকেশন/ইলেকট্রনিক্স ও ইন্সট্রুমেন্টেশন/ কম্পিউটার সায়েন্স / ইনফরমেশন টেকনোলজি/ কম্পিউটার অ্যাপ্লিকেশন-এ স্নাতকোত্তর উত্তীর্ণ হতে হবে।
আরো পড়ুন – IBPS PO সম্পর্কে বিস্তারিত আলোচনা।
বয়সের যোগ্যতা
উভয়পদে আবেদন করার জন্য প্রার্থীর বয়সসীমা হল 20 বছর থেকে 29 বছর।
তবে বয়সের ঊর্ধ্বসীমার উপর ST/SC/OBC/PwD প্রার্থীদের জন্য ছাড় রয়েছে। OBC প্রার্থীদের জন্য 3 বছর, ST/SC প্রার্থীদের জন্য 5 বছর এবং PwD প্রার্থীদের জন্য 10 বছরের ছাড় রয়েছে।
আরো পড়ুন – SBI PO সম্পর্কে বিস্তারিত আলোচনা।
ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় আবেদনের তারিখ
আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে 11ই ফেব্রুয়ারি (11.02.2023) থেকে এই আবেদন প্রক্রিয়ার শেষ তারিখ হল 25শে ফেব্রুয়ারি (25.02.2023)।
আরো পড়ুন – SBI Clerk পরীক্ষা কি?
ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় আবেদন করার পদ্ধতি
আবেদন প্রক্রিয়া শুধুমাত্র অনলাইনে করতে হবে। ব্যাঙ্ক অফ ইন্ডিয়া অফিসিয়াল ওয়েবসাইট https://bankofindia.co.in/-এ গিয়ে আবেদন করতে হবে। প্রয়োজনীয় তথ্য ও রেজিস্ট্রেশন ফি দিয়ে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে।
ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় আবেদন করার রেজিস্ট্রেশন ফি
এই আবেদন প্রক্রিয়ার রেজিস্ট্রেশন ফি হল 850 টাকা। ST/SC/PwD প্রার্থীদের জন্য রেজিস্ট্রেশন ফি 175 টাকা।
আরো পড়ুন – IBPS Clerk কি?
ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় নিয়োগের পদ্ধতি
আবেদন করা প্রার্থীদের একটি অনলাইন পরীক্ষায় উত্তীর্ণ করতে হবে। অনলাইন পরীক্ষায় যে যে বিষয়ে প্রশ্ন হয়, তা হল –
- English Language
- Reasoning and Computer Aptitude
- General/ Economy/ Banking awareness
- Data Analysis & Interpretation
- English Descriptive paper (Letter Writing & Essay)
অনলাইন পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর প্রার্থীদের ইন্টারভিউ নেওয়া হবে এবং এরপর গ্রুপ ডিসকাশনের মাধ্যমে প্রার্থীদের ফাইনাল সিলেকশন হয়।
সিলেক্টেড প্রার্থীদের বাধ্যতামূলক পোস্ট গ্র্যাজুয়েশন ডিপ্লোমা ইন ব্যাঙ্কিং অ্যান্ড ফাইন্যান্স (PGDBF) কোর্সটি করতে হবে। এক বছরের PGDBF কোর্সের ফি হল প্রায় 3,50,000 টাকা।
আরো পড়ুন – IBPS RRB সম্পর্কে বিস্তারিত আলোচনা।
[আবেদন প্রক্রিয়া ও নিয়োগ সংক্রান্ত অন্যান্য তথ্য জানার জন্য প্রার্থীদের ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইট https://bankofindia.co.in/-এ নজর রাখতে হবে।]
পর্ব সমাপ্ত!
বিশেষ দ্রষ্টব্য
- এই নিবন্ধে ব্যবহৃত তথ্য ইন্টারনেট, সংবাদ পত্র, পত্রিকা, প্রকাশিত রিপোর্ট ইত্যাদি থেকে সংগ্রহ করা হয়েছে। নিবন্ধে ব্যবহৃত বাণিজ্যিক প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, কোর্সের নাম ইত্যাদি শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে ব্যবহার করা হয়েছে। এই ব্যাপারে আরো জানার জন্য এই পাতাটি পড়ে নেবার অনুরোধ রইল → Disclaimer।
- নিবন্ধটি আমরা যথাসম্ভব ত্রুটি মুক্ত রাখার চেষ্টা করেছি, তথ্যে কোনরূপ ত্রুটি চিহ্নিত হলে তা অনিচ্ছাকৃত ত্রুটি হিসাবে গণ্য হবে, চিহ্নিত ত্রুটি এই পাতা থেকে তা আমাদের জানানো যেতে পারে → Report an error।